29/10/2025
হার্টের বাইপাস সার্জারি অপারেশনে রোগীর পা হতে শিরা ( Vein/ভেইন) সংগ্রহ করার জন্য বেশ অনেকটা চামড়া কাটাকাটির প্রয়োজন হত পুরনো পদ্ধতিতে। এতে রোগীর পা হতে উরু পর্যন্ত লম্বা সিলাই এর দাগ থাকতো, পা ভাঁজ করা তথা চলাফেরা-ওঠাবসায় সমস্যা হত, ব্যাথা ও ইনফেকশনের ঝুঁকি বেশি থাকতো।
আলহামদুলিল্লাহ, রোগীদের এ অসুবিধা দূর করার জন্য আমরা ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউ, সাঁতারকুল, ঢাকায় বর্তমানে ই.ভি.এইচ (EVH=Endoscopic Vein Harvesting) পদ্ধতিতে পুরো পা না কেটে ছোট ছিদ্র করে ক্যামেরা ও বিশেষ যন্ত্রের মাধ্যমে শিরা/Vein সংগ্রহ পদ্ধতি চালু করেছি।
বাইপাস সার্জারির পর সেরে ওঠার জন্য অপারেশনের স্বল্প সময়ের মধ্যে হাঁটাচলা, ব্যায়াম শুরু করা খুবই জরুরী।
ই.ভি.এইচ পদ্ধতি বাইপাস সার্জারি পরবর্তী রোগীদের এ সেরে ওঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।