Amar Osuk

Amar Osuk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amar Osuk, Medical and health, Mirpur/1, Dhaka.

We are regularly exposed to some kind of disease which causes us to take various forms of treatment and in our mind there are answers to various health questions in this page.

02/11/2019

প্রশ্ন: মুখের কালো দাগ দূর করার সেরা ক্রিম কোনটা?

উত্তর: মুখের কালো দাগ কখনো কখনো সূর্যের অতিবেগুনি রশ্মি এবং অপরিস্কার ত্বকের কারণে হতে পারে।

কোনো ক্রিম লাগিয়ে কালো দাগ দূর হয় না।

মুখের কালো দাগ আপনি নিম্নলিখিত উপায় অবলম্বন করে দূর করতে পারেন —

পরিমিত আহার—
সকালে উঠে খালি পেটে মেথি ভেজানো জল বা ঈশদূষ্ণ জলে এক চামচ মধু মিশিয়ে পান করলে পাঁচনতন্ত্র পরিশুদ্ধ হয়।
আমলা, ঘৃতকুমারী প্রভৃতির রস পান করতে পারলে তার মধ্যে উপস্থিত ভিটামিন সি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
তৈলাক্ত খাবার যথাসম্ভব কম খাওয়াই ভালো, বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়।
যতটা সম্ভব ফল খাওয়া উচিত কারণ এতে আছে আন্টি-অক্সিডেন্ট।
ত্বকের পরিচর্যা —
দিনে দু বার একটি উপযুক্ত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়া উচিত...
সংগ্রহ: অনলাইন

একজন গর্ভবতী মহিলার কত ঘন্টা ঘুমানো উচিত? সারাক্ষণ শুয়ে থাকলে কী সমস্যা হতে পারে?বিশেষজ্ঞরা বলেন গর্ভবতী মায়েদের বিশ্রাম...
30/10/2019

একজন গর্ভবতী মহিলার কত ঘন্টা ঘুমানো উচিত? সারাক্ষণ শুয়ে থাকলে কী সমস্যা হতে পারে?

বিশেষজ্ঞরা বলেন গর্ভবতী মায়েদের বিশ্রাম নেয়া জরুরি। গর্ভাবস্থায়ের সময় অন্তত পক্ষে দশ ঘণ্টা ঘুমানো উচিত।
সেটা রাতের বেলা ৮ ঘণ্টা ও দিনের বেলা ২ ঘণ্টা ঘুমানোর প্রয়োজন।
গর্ভবতী মা বিশ্রাম নিলে তার শরীরও ভালো থাকে এবং নবজাতকের শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়।
বিশ্রাম ছাড়াও গর্ভবতী মায়ের আরো কিছু যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। গর্ভাবস্থায় ঢিলা জাতীয় কাপড় পরতে হবে। অবশ্যই সহজে হজম হয় এমন খাবার গুলো খেতে হবে।
এ ছাড়া ওজন বাড়ানোর দিকটাও খেয়াল রাখতে হবে।
এমন কিছু গর্ভবতী মা আছেন যাদের ওজন কম। তাদের ওজন বাড়াতে হবে।
যে সমস্ত গর্ভবতী মায়ের ওজন অনেকটা বেশি তাদের ওজন বাড়ানোর খুব একটা প্রয়োজন নেই।
প্রসবকালীন সময়ের নানা জটিলতা এড়িয়ে সুস্থ, স্বাভাবিক সন্তানের মা হতে চান?
একজন অভিজ্ঞ গাইনী ডাক্তারের সুচিন্তিত পরামর্শ ও ফলোআপের উপরেই নির্ভর করে আপনার অনাগত সন্তানের নিরাপদ অবিষ্যৎ।
সংগ্রহ: অনলাইন

প্রশ্ন: অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?উত্তর: নানা কারণেই কারও হঠাৎ অস্থির ও খারাপ লাগতে পারে। তবে রক্তে শর্ক...
03/10/2019

প্রশ্ন: অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?
উত্তর: নানা কারণেই কারও হঠাৎ অস্থির ও খারাপ লাগতে পারে। তবে রক্তে শর্করাস্বল্পতা ও নীরব হার্ট অ্যাটাক—এই দুটো কারণ হলো সবচেয়ে মারাত্মক।
ডায়াবেটিসের রোগী, যাঁরা ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, তাঁদের রক্তে শর্করাস্বল্পতা হলে অস্থির লাগে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, হাত-পা কাঁপে।
তৎক্ষণাৎ চিনি বা মিষ্টি খেলে তা ভালো হয়ে যায়। আবার নীরব হার্ট অ্যাটাকেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। এ ধরনের উপসর্গে জরুরি চিকিৎসার প্রয়োজন।
সংগ্রহ: অনলাইন

লিঙ্গের অগ্রভাগে শিরশিরানি? হেলাফেলা না করার পরামর্শ চিকিৎসকদের  ।আপনার লিঙ্গ নিয়মিত পরিষ্কার রাখুন, কারণ চামড়ার ভাঁজের...
02/10/2019

লিঙ্গের অগ্রভাগে শিরশিরানি? হেলাফেলা না করার পরামর্শ চিকিৎসকদের ।
আপনার লিঙ্গ নিয়মিত পরিষ্কার রাখুন, কারণ চামড়ার ভাঁজের মধ্যে এই স্রাব, তেল বা কোষ আটকে থেকে সংক্রামণ হতে পারে।
লিঙ্গের সম্মুখভাগের সংবেদনশীলতার কারণে নিজের অস্বস্তি ছাড়াও আরেকটি সমস্যা দেখা দিতে পারে, যা আবার মানসিক চাপেরও কারণ হতে পারে। লিঙ্গের অগ্রভাগের এই শিরশিরানির প্রভাব পড়তে পারে আপনার যৌন জীবনেও। ডাঃ আশিষ মিত্তল জানান যে, এই সমস্যা পুরুষদের ইরেকশন ক্ষমতা। বেলেনাইটিস নামেও পরিচিত এই রোগ আসলে একটি সংক্রমণ, যার ফলে মানুষ শরীরের নানা অংশে সংবেদনশীলতা অনুভব করে, যার মধ্যে লিঙ্গের অগ্রভাগের শীর্ষ অংশটিও অন্তর্ভুক্ত। এই সমস্যা নিয়মিত যত্ন এবং কিছু ওষুধ ব্যবহারেই সেরে যেতে পারে। যাঁদের লিঙ্গের অগ্রভাগের চামড়া ছোটবেলায় ছেদন হয়ে থাকে, তাঁদের এই সমস্যার সম্ভাবনা নেই।

লিঙ্গের এই সংবেদনশীলতার ফলে লাল হয়ে যাওয়া, ব্যাথা, চুলকানি, প্রদাহ এবং স্রাবের মতো সমস্যা দেখা যায়। আপনার লিঙ্গ নিয়মিত পরিষ্কার রাখুন, কারণ চামড়ার ভাঁজের মধ্যে এই স্রাব, তেল বা কোষ আটকে থেকে সংক্রামণ হতে পারে।

সংগ্রহ: অনলাইন

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর,আমার সমস্যা হলো,আমার সেক্স করার ইচ্ছা শক্তি অনেক কমে গেছে,আর যৌনাঙ্গ শক্ত হয় না তেমন?উত্তর :কোন ...
29/09/2019

প্রশ্ন: আমার বয়স ২৭ বছর,আমার সমস্যা হলো,আমার সেক্স করার ইচ্ছা শক্তি অনেক কমে গেছে,আর যৌনাঙ্গ শক্ত হয় না তেমন?
উত্তর :কোন বদঅভ্যাস থাকলে তা পরিহার করবেন।
নিয়মিত ব্যায়াম করবেন।
প্রতিদিন রসুন, কালিজিরা , লবঙ্গ, দারচিনি ও মধু খাবেন।
১০০% উপকার পাবেন।
নিয়মিত পর্যাপ্ত ঘুমান। টেনশন মুক্ত থাকুন।
আর যৌনশক্তি বৃদ্ধি করতে মসলা জাতীয় খাবার খাবেন।
আশাকরি শতভাগ কাজ হবে। যেমন, আদা, রসুন, কালজিরা, দারচিনি, লবঙ্গ নিয়মিত এক করে খাবেন।
আশাকরি ১০০% ফলাফল বুঝতে পারবেন।
আর পুষ্টিকর খাবার দুধ,ডিম, মধু, গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগি ইত্যাদি। বিভিন্ন ভিটামিন, পুষ্টিকর খাবার গ্রহণ করলে যৌনশক্তি বৃদ্ধি পাবে।
আশাকরি উপরের নিয়ম গুলো অনুসরণ করলে আপনার লিঙ্গ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে
সংগ্রহ: অনলাইন

প্রশ্ন: আমার মুখের বর্তমান অবস্থা এমন, এগুলো ব্রন এর জন্য হইছে, এগুলো কিভাবে দুর করতে পারি?উত্তর : আপাতত সকল প্রকার ক্রি...
28/09/2019

প্রশ্ন: আমার মুখের বর্তমান অবস্থা এমন, এগুলো ব্রন এর জন্য হইছে, এগুলো কিভাবে দুর করতে পারি?
উত্তর : আপাতত সকল প্রকার ক্রিম, বা ফেসওয়াস ব্যাবহার করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত মানসিক চাপ, টেনশন পরিহার করুন।
হালকা কিছু উপকার পেতে পারেন। তবে আপনি কাচাঁ হলুদ দেশী নিমের পাতা বেটে মুখে ব্যাবহার করতে পারেন। গোসলের আগে ১০-১৫ মিনিট মুখে রেখে তারপর দৌয়ে ফেলুন।
আর ভিটামিন সি, ই জাতীয় খাবার বেশি করে খান। বেশি করে পানি পান করুন। রাতে ৭-৮ ঘন্টা ঘুমান। ডাক্তারের পরামর্শ মতে হামদর্দ এর ছাফী সিরাপটি কিছুদিন সেবন করুন।
আশাকরি ইনশাল্লাহ ব্রণ কমে যাবে।
সংগ্রহ: অনলাইন

প্রশ্ন: হার্টের সমস্যা দূরে রাখতে  উপকারী 7টা টিপস কি কি ..?উত্তর: হার্টের সুরক্ষার ব্যপারে মানুষ এখনও অনেকটাই অজ্ঞ আর এ...
26/09/2019

প্রশ্ন: হার্টের সমস্যা দূরে রাখতে উপকারী 7টা টিপস কি কি ..?

উত্তর: হার্টের সুরক্ষার ব্যপারে মানুষ এখনও অনেকটাই অজ্ঞ আর এই অজ্ঞতা থেকে বিভিন্ন ধরণের হার্টের সমস্যা সৃষ্টি হয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যে এই রোগকে দূরে সরিয়ে রাখা সম্ভব।
অনেকেরই ধারণা এক্সারসাইজ এবং হেলদি ডায়েটের মাধ্যমে হার্ট সুস্থ রাখা সক্ষম। তবে একথা পুরোপুরি ঠিক নয়। এই দুটো টিপস ছাড়াও আরও অনেক কিছু করা প্রয়োজন।
হার্টের সুরক্ষার ব্যপারে মানুষ এখনও অনেকটাই অজ্ঞ আর এই অজ্ঞতা থেকে বিভিন্ন ধরণের হার্টের সমস্যা সৃষ্টি হয়।

১. ধূমপান ত্যাগ করুন :
যখন হেলদি হার্টের জন্য ধূমপান ত্যাগ করতে বলা হচ্ছে তখন আর কোনও প্রশ্ন বা সংশয় না রেখে অবশ্যই ধূমপান ত্যাগ করুন।

২. যৌন কার্যকলাপ বজায় রাখুন:
হার্টের জন্য সেক্স উপকারী। শরীর সতেজ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল যৌন কার্যকলাপ বজায় রাখা।

3. এক গ্লাস রেড ওয়াইন পান করুন:
নিয়মিত এক গ্লাস রেড ওয়াইন পান করলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং ভাল কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়।

৪. খাদ্যে লবণের পরিমাণ কমিয়ে দিন:
দৈনিক লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দিন। খাদ্যে লবণের পরিমাণ বেশী থাকলে হাইপারটেনশন এবং হার্টের সমস্যা দেখা দেয়।

৫. ডার্ক চকোলেট খান
ডার্ক চকোলেটে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। রাতে খাবার খাওয়ার পর এক টুকরো ডার্ক চকোলেট আপনাকে তৃপ্তি দেওয়ার পাশাপাশি আপনার হার্টকে সুস্থও রাখবে।

৬.. লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন
লিফট এবং এস্ক্যালেটরের যুগে আমরা সিঁড়ির ব্যবহার ভুলতে বসেছি। কিন্তু এইভাবে সুস্থ থাকা সম্ভব নয়। আপনার রোজকার ওয়ার্কআউট রুটিনে সিঁড়ির ব্যবহার যোগ করুন। সুস্থ থাকুন।

৭. মুখের স্বাস্থ্যের দিকে নজর দিন:
মুখের স্বাস্থ্য আপনার সম্পূর্ণ স্বাস্থ্য কেমন তার নির্দেশক। বিভিন্ন গবেষণায় জানা গেছে মুখের স্বাস্থ্য খারাপ হলে তা হার্টের খারাপ স্বাস্থের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনার দাঁত এবং মাড়ি সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং দাঁত পরিষ্কার রাখুন।

সংগ্রহ: অনলাইন ।

প্রশ্ন: আমি কালো কিভাবে ফর্সা হওয়া যায় তার সহজ উপায় কি আছে । উত্তর : নিজেকে সবসময় সুন্দর ও পরিপাটি রাখার চেষ্টা নারী-পু...
23/09/2019

প্রশ্ন: আমি কালো কিভাবে ফর্সা হওয়া যায় তার সহজ উপায় কি আছে ।
উত্তর : নিজেকে সবসময় সুন্দর ও পরিপাটি রাখার চেষ্টা নারী-পুরুষ সকলেরই থাকে।
সকলেই চায় নিজেকে সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে। কে না চায় সুন্দর, উজ্জ্বল গায়ের রঙ? সবার চাওয়া একটাই, সুন্দর, উজ্জ্বল ত্বক।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিছু সহজ পরামর্শ

প্রকৃতিতে পাওয়া এমন অনেক উপাদান আছে যা ত্বককে ফর্সা করতে বিশেষ ভূমিকা রাখে। এগুলো ত্বকের জন্য সহনীয়, তাই কোনো পার্শ্ব-প্রতিক্রিয়ার ঝুঁকি নেই। যেমন-

১ টেবিল চামচ ডাবের পানি অথবা নারিকেলের দুধ, বেসন ১-২ চা-চামচ।

২. কাঁচা হলুদ
কাঁচা হলুদ ত্বক’কে উজ্জ্বল করতে সবচেয়ে কার্যকরী উপাদান। হলুদ বাটা ত্বকে মেখে অথবা কাঁচা হলুদ দুধের সাথে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

৩. ডিমের কুসুম
ডিমের কুসুম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পায়।

৪. টকদই
ত্বক ফর্সা করতে টক দই ব্যবহার করুন। এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা রাখে। টক দইয়ের প্যাক তৈরি করুন ঘরেই, কোনো ঝামেলা ছাড়া।

সংগ্রহ: অনলাইন

প্রশ্ন: মুখে ব্রণ হলে বাচার উপায় কী ?উত্তর : ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব ব্রণের সৃষ্টি। সাবান মুখে একদমই ব্যবহার করবেন ন...
22/09/2019

প্রশ্ন: মুখে ব্রণ হলে বাচার উপায় কী ?

উত্তর : ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব ব্রণের সৃষ্টি। সাবান মুখে একদমই ব্যবহার করবেন না এতে বেশি হতে পারে। পানি বেশি করে পান করবেন। তেল জাতীয় খাবার খাবেন না।
"গার্নিয়ার অ্যাকনো ফাইট ফেসওয়াস ফর মেন" টি ব্যবহার করে দেখতে পারেন। এটা মূলত ব্রণের জন্যই তৈরি করা।
যা করতে হবে : -

১. সবসময় মুখ পরিষ্কার রাখুন।
২. প্রতিদিন অন্তত তিন-চার বার মুখ ধোয়ার অভ্যাস করুন।ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে।
৩. মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন;দিনে তিনবার।
৪. ধূলিকণা থেকে মুখকে বাঁচাতে হবে প্রয়োজনে মাক্স ব্যবহার করা যেতে পারে।
৫. বেশী করে পানি পান করুন।
৬. মুখের তেলতেলে ভাব দূর করার জন্য মাশ্চারাইজার ব্যবহার করা এবং ফ্রেশওয়াস
৭. আক্রান্ত জায়গাটিতে খুব ভালোভাবে বরফ ঘষে নিন। দিনে দু-তিনবার করুন।
৮. আক্রান্ত স্থান অতিরিক্ত চুলকাবেন না।
সংগ্রহ: অনলাইন

ডেঙ্গু জ্বর, ডেঙ্গু কি?, ডেঙ্গুর লক্ষণ, ডেঙ্গু জ্বরে করনীয়, ডেঙ্গু জ্বর এর লক্ষনডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের ম...
22/09/2019

ডেঙ্গু জ্বর, ডেঙ্গু কি?, ডেঙ্গুর লক্ষণ, ডেঙ্গু জ্বরে করনীয়, ডেঙ্গু জ্বর এর লক্ষন

ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয়দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে।

ডেঙ্গু জ্বর কখন ও কাদের বেশি হয়

মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বিশেষ করে গরম এবং বর্ষার সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে। শীতকালে সাধারণত এই জ্বর হয় না বললেই চলে। শীতে লার্ভা অবস্থায় এই মশা অনেক দিন বেঁচে থাকতে পারে। বর্ষার শুরুতে সেগুলো থেকে নতুন করে ডেঙ্গু ভাইরাসবাহিত মশা বিস্তার লাভ করে।

সাধারণত শহর অঞ্চলে, অভিজাত এলাকায়, বড় বড় দালান কোঠায় এই প্রাদুর্ভাব বেশি, তাই ডেঙ্গু জ্বরও এই এলাকার বাসিন্দাদের বেশি হয়। বস্তিতে বা গ্রামে বসবাসরত লোকজনের ডেঙ্গু কম হয়। ডেঙ্গু ভাইরাস চার ধরনের হয়। তাই ডেঙ্গু জ্বরও চারবার হতে পারে। তবে যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে রোগটি হলে সেটি মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।

ডেঙ্গু জ্বরের ভয়াভহ রূপ হলো ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সঙ্গে সার্কুলেটরি ফেইলিউর হয়ে ডেঙ্গু শক সিনড্রোম হয়। এর লক্ষণ হলো :

• রক্তচাপ হঠাৎ কমে যাওয়া।
• নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হওয়া।
• শরীরের হাত-পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায়।
• প্রস্রাব কমে যায়।
• হঠাৎ করে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে।
• এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

শরীরের যেকোনো অংশে রক্তপাত হলে
• প্লাটিলেটের মাত্রা কমে গেলে
• শ্বাস কষ্ট হলে বা পেট ফুলে পানি আসলে
• প্রস্রাবের পরিমাণ কমে গেলে
• জন্ডিস দেখা দিলে
• অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিলে
• প্রচণ্ড পেটে ব্যথা বা বমি হলে।

কী কী পরীক্ষা করা উচিত?
জ্বরের চার থেকে পাঁচদিন পরে সিবিসি এবং প্লাটিলেট করাই যথেষ্ট। এর আগে করলে রিপোর্ট স্বাভাবিক থাকে এবং অনেকে বিভ্রান্তিতে পড়তে পারেন। প্লাটিলেট কাউন্ট এক লাখের কম হলে ডেঙ্গু ভাইরাসের কথা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত।
সংগ্রহ: অনলাইন

Address

Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Amar Osuk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amar Osuk:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram