02/11/2019
প্রশ্ন: মুখের কালো দাগ দূর করার সেরা ক্রিম কোনটা?
উত্তর: মুখের কালো দাগ কখনো কখনো সূর্যের অতিবেগুনি রশ্মি এবং অপরিস্কার ত্বকের কারণে হতে পারে।
কোনো ক্রিম লাগিয়ে কালো দাগ দূর হয় না।
মুখের কালো দাগ আপনি নিম্নলিখিত উপায় অবলম্বন করে দূর করতে পারেন —
পরিমিত আহার—
সকালে উঠে খালি পেটে মেথি ভেজানো জল বা ঈশদূষ্ণ জলে এক চামচ মধু মিশিয়ে পান করলে পাঁচনতন্ত্র পরিশুদ্ধ হয়।
আমলা, ঘৃতকুমারী প্রভৃতির রস পান করতে পারলে তার মধ্যে উপস্থিত ভিটামিন সি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
তৈলাক্ত খাবার যথাসম্ভব কম খাওয়াই ভালো, বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়।
যতটা সম্ভব ফল খাওয়া উচিত কারণ এতে আছে আন্টি-অক্সিডেন্ট।
ত্বকের পরিচর্যা —
দিনে দু বার একটি উপযুক্ত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোওয়া উচিত...
সংগ্রহ: অনলাইন