Icon Medical Scientists Preparatory Center Bd

Icon Medical Scientists Preparatory Center Bd The leading tertiary care hospital of Bangladesh with an impeccable reputation to deliver world class
(1)

Home service of Laboratory Tests and Physiotherapy services

30/11/2025

সন্মানিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ,
আসসালামু আলাইকুম।
অধিকার আদায় সংগ্রামের অংশে ১ম দফায় কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে এবং সংবাদ কর্মিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
স্বাস্থ্য অধিদপ্তর পজেটিভ চিন্তা নিয়ে মন্ত্রণালয়ের যোগাযোগ করার আগ্রহ পোষন করেছে।
কেন্দ্র ঘোষিত আগামীর কর্মসূচি যথাযথভাবে পালনের আহবান জানাচ্ছি।

মো সোহেল রানা
সদস্য
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

30/11/2025

Ekattor tv

26/11/2025

পেশাগত সর্বশেষ অগ্রগতি জানতে Follow দিয়ে রাখুন

প্রথম আলো তে MTF President Md Sohel Rana সাথে সম্পাদক আনিসুল হক স্যার।
24/11/2025

প্রথম আলো তে MTF President Md Sohel Rana সাথে সম্পাদক আনিসুল হক স্যার।

20/11/2025

CORU registration for Medical Technologist. Thousand question and one video with compilation of all answer. Must watch video for the applicant

18/11/2025
13/11/2025

এম টি এফ সদস্য সংগ্রহ অভিযান শুরু

12/11/2025

রাজপথেই সমাধান হবে

11/11/2025

আসলেই কি Uk তে কম খরচে পড়া যায় ?

UK এর বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় সমস্যা হলো—তারা ওয়েবসাইটে সব তথ্য দেয় না। অনেক সময় ফোন দিলে লালসালু উপন্যাসের মজিদের মতো বইয়ের ভাষায় কথা বলে। ইমেইলে উত্তর দেয়, তবে নিজে থেকে বিস্তারিত কিছু বলে না—বলার কথাও না। কোন কোর্স সবচেয়ে সাশ্রয়ী, তা আপনাকেই খুঁজে নিতে হবে।

ইউনিভার্সিটি মূলত কোর্সের তথ্য দেয় তাদের Representatives কে, আর বেশিরভাগ Counselors তাদের লাভজনক কোর্স দেখে স্টুডেন্টকে অফার করে। লাভ-ক্ষতির হিসেব স্টুডেন্টরা আর সেই তথ্য কখনো জানার সুযোগ পায় না। আবার স্টুডেন্টরা এত অলস যে নিজেরা রিসার্চ করে না, সহজে ChatGPT কে জিজ্ঞেস করে। কীভাবে বুঝাই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় AI দিতে পারবে না।

আসল কথায় আসি, University of Dundee -তে Orthopaedic Technology, Motion Analysis, and Movement Rehabilitation MSc কোর্সে স্কলারশিপের পরে টিউশন ফি আসে মাত্র £3,000
এ কোর্সে নিজে নিজে এপ্লাই করে চলে আসেন।

বিস্তারিত তথ্যের জন্য Dundee কে ডিটেইলসে মেইল করেন।

আবার Biological Data Science MSc কোর্সে সর্বোচ্চ ৮,০০০ পাউন্ড স্কলারশিপ দেয়। বলে রাখি এ ইউনিভার্সিটি Biomedical Science এ ইউকের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।

তথ্য ও লেখা: সাইদুর রহমান সুজাত।
ছবি: নিজের।
কপি: আশিকুর রহমান

11/11/2025

সুযোগ আছে ডেন্টাল টেকনোলজিস্টদেরও৷
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!

১। প্রথমেই বলে রাখি রেজিস্ট্রেশন পাওয়া মানেই চাকরি পাওয়া না। এটা একটা আন্তর্জাতিক যোগ্যতা, যেটা দিয়ে আপনি চাকরিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

২। মাল্টার CPCM বা আয়ারল্যান্ডের CORU দুটি প্রতিষ্ঠানেরই equivalent বা evaluation body আছে। তারা আপনার শিক্ষাগত যোগ্যতা আয়ারল্যান্ড বা মাল্টার সমমান কি না তা যাচাই করে। মজার ব্যাপার হলো যদি আপনার ডিগ্রি সমমান না হয়, তাহলে তারা আপনাকে additionally কিছু ডকুমেন্ট দিতে বলবে। যেমন internship, experience, professional development training ইত্যাদি। এই additional document-র কাজ হলো আপনার শিক্ষাগত যোগ্যতার deficiency পূরণ করা। এতকিছুর পরও যদি deficiency থাকে তাহলে আপনাকে দুটি অপশন দেয়া হবে। ১. Test of Competency, ২. Training in Ireland/Malta. Application reject হলে ৩য় অপশন হিসেবে আপনি appeal করার সুযোগ পাবেন।

৩। আপনার কোর্স যদি ইংরেজি মাধ্যমে হয়, তাহলে আপনি IELTS exempt করতে পারবেন। ইংরেজির এই গ্যাঁড়াকল ট্রেইনিংয়ের কম্পিটেন্সি দিয়েও পূরণ করা যাবে।

৪। প্রত্যেকটা রেজিস্ট্রেশন বডির কিছু নির্দিষ্ট Set of Standard আছে (Standard of Proficiency)। এই standard এর প্রত্যেকটি clause এর আবার কিছু subclause আছে। আবেদনের সময় আপনার ডকুমেন্টগুলো এমন শক্তিশালী হতে হবে যেন প্রত্যেকটা standard এর clause, subclause meet করে। এই ব্যাপারেই মূলত আমরা হেল্প করব।

৫। চাকরির জন্য আমরা আপনার CV তৈরি থেকে শুরু করে সব ব্যাপারেই পরিপূর্ণভাবে সহযোগিতা করব, ইনশাআল্লাহ। তবে তার আগে শুধু মাত্র একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন নিয়ে চিন্তা করেন।

৬। বাংলাদেশি মেডিকেল টেকনোলজিস্টরা এখন অনেক বেশি সচেতন। আমার ভীষণ ভালো লাগছে এই ভেবে যে, অনেকেই CORU ওয়েবসাইটে দেয়া তথ্য যাচাই-বাছাই করেছেন। ওয়েবসাইটে social care route-এ আবেদনের জন্য একটা টাইমফ্রেম বেধে দেয়া আছে। এটা দেখে অনেকেই confused হচ্ছেন। চিন্তার কারণ নেই। ওটা মেডিকেল টেকনোলজিস্টদের জন্য applicable না।

পুনশ্চঃ মাল্টায় CPCM থেকে ডেন্টাল টেকনোলজিস্টরা রেজিস্ট্রেশন নিতে পারবেন।

World Radiography Day'র শুভেচ্ছা সকলকে। ইউরোপের অন্যতম সেরা & ইংলিশ স্পিকিং (first language maltese) দেশ Malta'তে Diagno...
08/11/2025

World Radiography Day'র শুভেচ্ছা সকলকে। ইউরোপের অন্যতম সেরা & ইংলিশ স্পিকিং (first language maltese) দেশ Malta'তে Diagnostic Radiographer এবং Therapeutic Radiographer (অথবা উভয়) হিসেবে রেজিস্ট্রেশন পেতে ৩ বছরের কোর্সই যথেষ্ট। IELTS-এ overall band score 6.5 (আলাদা module-এ সর্বনিম্ন 6.0) হলেই হবে। অথবা Medium of English certificate দিয়েও language proficiency প্রমাণ করা যাবে।

আবেদনের জন্য আপনার প্রস্তুতকৃত কাগজপত্র আমাদের whatsapp নাম্বারে জমা দিন। আমরা Standard অনুযায়ী আপনার ফাইল প্রস্তুত করব, ইনশাআল্লাহ।

মনে রাখবেন, রেজিস্ট্রেশন পাওয়া মানে চাকরির নিশ্চয়তা নয়। এটি একটি আন্তর্জাতিক যোগ্যতা, যা দিয়ে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আন্তর্জাতিক যোগ্যতা সম্পন্ন রেডিওগ্রাফার হিসেবে প্রস্তুত করে স্বপ্নের চাকরি পাওয়া পর্যন্ত আমরা পাশে থাকব, ইনশাআল্লাহ।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Icon Medical Scientists Preparatory Center Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Icon Medical Scientists Preparatory Center Bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram