11/11/2025
আসলেই কি Uk তে কম খরচে পড়া যায় ?
UK এর বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় সমস্যা হলো—তারা ওয়েবসাইটে সব তথ্য দেয় না। অনেক সময় ফোন দিলে লালসালু উপন্যাসের মজিদের মতো বইয়ের ভাষায় কথা বলে। ইমেইলে উত্তর দেয়, তবে নিজে থেকে বিস্তারিত কিছু বলে না—বলার কথাও না। কোন কোর্স সবচেয়ে সাশ্রয়ী, তা আপনাকেই খুঁজে নিতে হবে।
ইউনিভার্সিটি মূলত কোর্সের তথ্য দেয় তাদের Representatives কে, আর বেশিরভাগ Counselors তাদের লাভজনক কোর্স দেখে স্টুডেন্টকে অফার করে। লাভ-ক্ষতির হিসেব স্টুডেন্টরা আর সেই তথ্য কখনো জানার সুযোগ পায় না। আবার স্টুডেন্টরা এত অলস যে নিজেরা রিসার্চ করে না, সহজে ChatGPT কে জিজ্ঞেস করে। কীভাবে বুঝাই যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় AI দিতে পারবে না।
আসল কথায় আসি, University of Dundee -তে Orthopaedic Technology, Motion Analysis, and Movement Rehabilitation MSc কোর্সে স্কলারশিপের পরে টিউশন ফি আসে মাত্র £3,000
এ কোর্সে নিজে নিজে এপ্লাই করে চলে আসেন।
বিস্তারিত তথ্যের জন্য Dundee কে ডিটেইলসে মেইল করেন।
আবার Biological Data Science MSc কোর্সে সর্বোচ্চ ৮,০০০ পাউন্ড স্কলারশিপ দেয়। বলে রাখি এ ইউনিভার্সিটি Biomedical Science এ ইউকের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে।
তথ্য ও লেখা: সাইদুর রহমান সুজাত।
ছবি: নিজের।
কপি: আশিকুর রহমান