Sanjida Homeo Health Clinic

Sanjida Homeo Health Clinic Sanjida Homeo Health Clinic is a well reputed Homeo Clinic.

★২০২১ সালের একটি পোস্ট সামনে এলো---একজন হোমিওপ্যাথিক ডাক্তারের রোগী দেখা ছাড়াও আরো অনেক কিছু করতে হয়। নিজে সময় নিয়ে রোগী...
22/10/2025

★২০২১ সালের একটি পোস্ট সামনে এলো---

একজন হোমিওপ্যাথিক ডাক্তারের রোগী দেখা ছাড়াও আরো অনেক কিছু করতে হয়। নিজে সময় নিয়ে রোগীর কেস টেকিং করা, নিজ হাতে রোগীর মেডিসিন বানিয়ে দেওয়া, প্রেস্ক্রিপশন সুন্দর মত লিখে তা বুঝিয়ে দেওয়া , কাউন্সিলিং করা, রোগীকে রিপোর্ট বুঝিয়ে দেওয়া, ডায়েট ও ম্যানেজমেন্ট বলে দেওয়া এবং রোগীকে ফলোয়াপ করা।

"হোমিওপ্যাথিক মেডিসিন" গুলোকে যত্ন করে গুছিয়ে রাখা যেন খুজে পেতে সুবিধা হয়, কয়েক দিন পর পর একটু ঝাকিয়ে রাখাও একটা গুরুত্বপূর্ণ কাজ। 🥰

🌿এই যে আপনাকে আমার সময় টা দিলাম, আপনার কেস টেকিং টা নিলাম, মাথার চুল পাকিয়ে আপনার জন্য উপযুক্ত মেডিসিন টা সিলেক্ট করলাম, তারপর
মেডিসিন রেডি করব, রেডি করে বুঝিয়ে দিব,
ফলোয়াপ নিব---
এইটাই আমার Time আর Time is Money...।
তাই মেডিসিন নিবেন কি নিবেন না আগেই ভেবে ,তারপর আমাদের নক করবেন।
পরামর্শ নিতে চাইলেও সেইভাবেই জানাবেন।
অযথা কোন ডাক্তারের সময় নষ্ট করবেন নাহ।
প্লিজ 🙏
Sanjida Nimu
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক
মেডিকেল কলেজ হাসপাতাল।
Sanjida Homeo Health Clinic

📌হোমিওপ্যাথি সম্বন্ধে ১০ ব্যক্তিবর্গের অভিমত:🌿স্যার উইলিয়াম অসলার (আধুনিক চিকিত্সাবিদ্যার জনক):“কোন ব্যক্তি চিকিত্সা পেশ...
12/10/2025

📌হোমিওপ্যাথি সম্বন্ধে ১০ ব্যক্তিবর্গের অভিমত:

🌿স্যার উইলিয়াম অসলার (আধুনিক চিকিত্সাবিদ্যার জনক):
“কোন ব্যক্তি চিকিত্সা পেশার ক্ষেত্রে- হোমিওপ্যাথির জনক, স্যামুয়েল হানিম্যানের চাইতে বেশি কল্যাণ সাধন করতে পারেননি”।

🌿মহাত্মা গান্ধী:
“হোমিওপ্যাথি অন্যান্য সমস্ত চিকিত্সাপদ্ধতির চাইতে একটি বিশাল বেশি সংখ্যক রোগীর আরোগ্য সম্পাদন করে। হোমিওপ্যাথি হচ্ছে, রোগীকে স্বল্পখরচে এবং কষ্ট না দিয়ে চিকিত্সার সর্বাধুনিক এবং সবচেয়ে পরিমার্জিত পদ্ধতি।এবং সন্দেহাতীতভাবে নিরাপদ, সবচেয়ে কম ব্যয়বহুল এবং সবচেয়ে পরিপূর্ণ চিকিত্সাবিজ্ঞান”।

🌿গেই গেইর লুস, পি এইচ ডি, (দুইবার দ্য ন্যাশনাল সাইন্স রাইটার’স এওয়ার্ড বিজেতা):
“হোমিওপ্যাথি একটি উন্নত চিকিত্সা পদ্ধতি যা ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে একটি সুশৃংখল, প্রনালীবদ্ধ পদ্ধতি অবলম্বন করে। যে ব্যক্তি- স্বাস্থ্য এবং তার চিকিত্সা সম্বন্ধে পরিপূর্ণরূপে জানতে চায়, বুঝতে চায়- তার জন্য হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত”।

🌿পিটার হেইন, (ইউনাইটেড কিংডমের ওয়েলস স্টেটের সাবেক সেক্রেটারী):
“হোমিওপ্যাথির মতো সম্পূরক চিকিত্সাপদ্ধতি শুধুমাত্র রোগের গুটিকয়েক লক্ষণের চাইতে বরং এর মূল অনুসন্ধ্যান করে এবং তার চিকিত্সা করে..আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে, এটা আরোগ্য করে, চিকিত্সকরা হোমিওপ্যাথিক চিকিত্সা অবলম্বন করেছে দেখতেই আমি বরং বেশি পছন্দ করবো”।

🌿নোবেল বিজয়ী কবি রবিন্দ্রনাথ ঠাকুর:
“এটা শুধু গুটিকয়েক ঔষধের আবিস্কার নয়, এটা একটি যৌক্তিক দর্শনের ভিত্তির উপর দাঁড়ানো নতুন বিজ্ঞান। এই ব্যাপারে, বিশেষ করে ভারতের জন্য, আমাদের আরো বৈজ্ঞানিক অনুসন্ধ্যান ও আগ্রহ প্রয়োজন”।

🌿মার্ক টোয়েন:
“হোমিওপ্যাথির আগমন পুরোনো চিকিত্সাপদ্ধতির চিকিত্সকদের সক্রিয় হতে এবং তাদের পেশার যুক্তিসিদ্ধ প্রকৃতি সম্বন্ধে কিছু শিখতে বাধ্য করে। এলোপ্যাথিক চিকিত্সকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও এর টিকে থাকার জন্য, তুমি সর্বান্তকরণে কৃতজ্ঞতা জানাতে পারো”।
*সম্মানিত সর্দার বল্লভ ভাই প্যাটেল:
“হোমিওপ্যাথির মিরাকলের মতো কাজ করার কথা”।

🌿পল ম্যাককার্টনি:
“আমার হোমিওপ্যাথি ছাড়া চলে না। আমি হোমিওপ্যাথিক ঔষধ ছাড়া এক পা-ও চলতে পারবোনা। আমি এগুলো বার বার ব্যবহার করি”
*লিন্ডসে ওয়াগনার:
“আমি যদি অভিনেত্রী না হতাম, তাহলে একজন হোমিওপ্যাথিক চিকিত্সক হতাম”।

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল
🌿 Sanjida Homeo Health Clinic 🌿

Drmohibbur Rahman স‍্যারের মতে, বর্তমান যুগে ব‍্যবহৃত অত‍্যন্ত প্রয়োজনীয় ১০-টি ঔষধ-ইগ্নেসিয়ানেট্রামথুজা সিসি স্টাফি সিফি...
04/10/2025

Drmohibbur Rahman স‍্যারের মতে, বর্তমান যুগে ব‍্যবহৃত অত‍্যন্ত প্রয়োজনীয় ১০-টি ঔষধ-
ইগ্নেসিয়া
নেট্রাম
থুজা
সিসি
স্টাফি
সিফি
মেডো
কার্সি
রেডিয়াম ব্রোমাইড
র‍্যানানকুলাস বাল্ব।
Sanjida Homeo Health Clinic

★আপনারা যারা সামান্য জ্বর কাশি হলেই ডাক্তারের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক খান ও বাচ্চাদের খাওয়ান- এন্টিবায়োটিক আবিষ্কার...
01/10/2025

★আপনারা যারা সামান্য জ্বর কাশি হলেই ডাক্তারের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক খান ও বাচ্চাদের খাওয়ান-

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং বলেছিলেন, 'এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।'

📌আজ থেকে "১০ বছর" আগে এই দিনে পোস্ট টি দিয়েছিলাম। সত্যি ই তো!
আলেকজেন্ডার ফ্লেমিং এর কথাই তো সত্যি হয়ে গেল। যত্রতত্র এন্টিবায়োটিক এর ব্যবহারেই তো আমাদের জীবনীশক্তির এই নাজেহাল।

*শিশু রোগীরা আসছেন 'এন্টিবায়োটিক রেসিস্টেন্স' হয়ে। হাই পাওয়ারের মেডিসিনে ধরছে না, কাজ হচ্ছে না- কথা গুলো শুনতে হচ্ছে নিয়মিত। মায়েদের দুশ্চিন্তার যেন অন্ত নেই!

🌿অবশেষে দারস্থ হতে হচ্ছে "প্রাকৃতিক মেডিসিন " এর। হতেই হবে। এটাই যে প্রকৃতির চরম বাস্তবতা।
যে যত দ্রুত এই প্রকৃতির কাছে ফিরতে পারবেন ,তত ই মংগল। বাচ্চার জীবন নিয়ে হেলাফেলা নয়। যত্রতত্র মেডিসিন নয়।
★ডাক্তারের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক নয়।

আজকে থেকেই এই চেষ্টাটুক করি সবাই।
সকলের দিন টি শুভ হোক।

ডা.সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।
Sanjida Homeo Health Clinic
মিরপুর ১, ঢাকা।






রোগীনীর বয়স ৬০+ , ডেংগু পজিটিভ, প্লাটিলেট কাউন্ট কমছে। চার দিন এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিলেন। প্লাটিলেট আশংকা জনক ভাবে কমছ...
29/09/2025

রোগীনীর বয়স ৬০+ , ডেংগু পজিটিভ, প্লাটিলেট কাউন্ট কমছে। চার দিন এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিলেন। প্লাটিলেট আশংকা জনক ভাবে কমছেই। রোগীর ও উন্নতি নেই। কর্তব্যরত ডাক্তার এডভাইজ করে দিলেন সেই হাসপাতালে ই ভর্তি হওয়ার জন্য।
রোগীর পরিবারের একক সিদ্ধান্ত হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন Sanjida Homeo Health Clinic এ। ❤️
এ মুহুর্তে কি করণীয় বলুন তোহ, আপনি হলে কি করতেন?! 😍

হাসপাতাল থেকে কল করে ই রোগীনি কে নিয়ে এলেন আমাদের Sanjida Homeo Health Clinic ক্লিনিকে। ❤️
আলহামদুলিল্লাহ।
🌿ডেংগু চিকিৎসায় হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন। ইনশা আল্লাহ, খুব দ্রুত সুস্থ হবেন। 🌿

ম্যাডাম কি বক্স ভরে "ক্রোকারিজ" পাঠালেন নাকি?!নারে ভাই, এগুলো সব মেডিসিনের পার্সেল! সেপ্টেম্বর মাস, আমার প্রিয় মাতৃতুল্য...
29/09/2025

ম্যাডাম কি বক্স ভরে "ক্রোকারিজ" পাঠালেন নাকি?!
নারে ভাই, এগুলো সব মেডিসিনের পার্সেল! সেপ্টেম্বর মাস, আমার প্রিয় মাতৃতুল্য ম্যাডাম মরহুমা ডা:জেবুন্নেসা জেবিন ম্যামের জন্মমাস ও আমাদের Sanjida Homeo Health Clinicএর CEO'র ও জন্মমাস। সেই উপলক্ষ্যে অনেক গুলো বছর ধরেই আমরা মাস টা ভিন্ন ভাবে সেলিব্রেট করি মানব সেবায়। যারা প্রথম ভিজিটের জন্য ডাক্তার দেখাতে পারছেন না,তারা ডিস্কাউন্ট পেয়ে যান প্রথম ভিজিটে। আর ২য় মাসের ভিজিট এমনিতেই কম।
*পুরাতন রোগীরা ডিস্কাউন্ট পান ডেলিভারি চার্জে। পুরো মাস জুড়েই থাকে ডেলিভারি চার্জ ফ্রি।
*যারা ক্লিনিকে এসে মেডিসিন নেন তারাও ডিস্কাউন্ট পান ভিজিটে।
সব মিলিয়ে রোগীদের যেন উপকার হয় এই মাস টায় আর তা যেন মহান আল্লাহ তায়ালা আমাদের সদকা রূপে কবুল করে নেন-এই উদ্যেশ্য নিয়েই বিগত কয়েক বছর ধরেই চলছে আমাদের এই কার্যক্রম। আর এভাবেই বক্স ভর্তি করে পরিবারের সকলের মেডিসিন পৌছে যায়। আলহামদুলিল্লাহ।
সবাই দোয়া করবেন আমাদের জন্য।
মডেল: চারুশিল্পীমাহুয়া

📌বহুরূপী চিকুনগুনিয়া ===১. তিথি: সজীব শরীরের নিঃশব্দ অভিশাপতিথি আগে খুব সক্রিয় ছিল।  বুয়েটে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং...
23/09/2025

📌বহুরূপী চিকুনগুনিয়া
===
১. তিথি: সজীব শরীরের নিঃশব্দ অভিশাপ

তিথি আগে খুব সক্রিয় ছিল। বুয়েটে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে আছে। সকালে হোস্টেলে চায়ের আড্ডা না হলে দিন শুরু হতো না।
তার হাত ছিল তাঁর অস্ত্র, লেকচার লিখে নেয়া, ক্লিনিক্যাল স্কেচ আঁকা, আর মাঝে মাঝে মায়ের সঙ্গে ভিডিও কলে হেসে হেসে গানের তালি দেয়া।

চিকুনগুনিয়া ধরা পড়লো হঠাৎ একদিন সকালে হালকা মাথাব্যথা, তারপর ১০৩ ডিগ্রি জ্বর।
পরের দিন থেকেই তিথি বুঝলো কিছু একটা ঠিক নেই। তার আঙুলগুলো ফুলে গেছে, কবজিতে ব্যথা, মনে হচ্ছিল কেউ পেরেক ঠুকে দিয়েছে।

জ্বর নামলো তিন দিনে, কিন্তু হাতের ব্যথা নামলো না।
তিথি জানলো এটা চিকুনগুনিয়ার একদম ক্লাসিক acute inflammatory arthritis।
ডাক্তারের কণ্ঠে সহানুভূতি ছিল, কিন্তু একরকম নির্লিপ্ততাও-

"এমন হতেই পারে, সময় দাও।"

কিন্তু তিথির সময় থেমে গেল। সে আর খাতায় নোট নিতে পারলো না। হোস্টেলের বারান্দায় বসে, যখন সে অন্যদের দেখতে পেত হেঁটে যাচ্ছে, তখন সে ফিসফিস করে বলত, মানুষ কিভাবে এমন অনায়াসে হাঁটতে পারে, অথচ সে আগে দৌড়াতো”

২. সিঁথি: সুস্থতার ফাঁকি

সিঁথির জীবন বরাবরই গোছানো, নিয়মিত শরীরচর্চা, প্রতিদিন হাঁটাহাঁটি।
চিকুনগুনিয়া তার শরীরে এসেছিল, একদিন হালকা জ্বর, মোটামুটি তীব্র জয়েন্ট ব্যথা, দুদিন হালকা ক্লান্তি, তারপর একদম ঠিক।

"আমি তো কিছুই টের পেলাম না," সে তিথিকে বলেছিল গর্ব করে।

কিন্তু দুই সপ্তাহ পরে, যখন হাতের কবজিতে একদিন হঠাৎ আবার ব্যথা শুরু হলো, তখন সে ভেবেছিল মুভি দেখে ঘাড় বেঁকিয়ে ঘুমিয়েছিল বোধহয়।
পরদিন সেই ব্যথা হাঁটু পর্যন্ত নেমে এলো। তারপর কনুই।

সিঁথি চিন্তিত হয়ে ডাক্তার দেখালো। রিপোর্টে সবকিছুই মোটামুটি ঠিক, কিন্তু ব্যথা বাড়ছে।

ডাক্তার বললেন,

“এটা relapsing post-viral arthritis, অনেকসময় চিকুনগুনিয়ায় এমন হয়। ভাইরাস চলে গেছে, কিন্তু ইমিউন সিস্টেম এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে।”

সিঁথি অবাক হলো।
নিজের শরীরই নিজের শত্রু?

৩. অথৈ: দেরিতে ভেসে ওঠা ব্যথা

অথৈয়ের জ্বর ছিল তিনদিন, হালকা ধরনের। সে নিজের মনের আনন্দে বলেছিল,
“চিকুনগুনিয়া আমায় ভয় পেল! কোন ব্যথাই টের পেলাম না”

বন্ধুরা যখন ব্যথায় কাতর, অথৈ তখন নুড়ি কুড়িয়ে ছবি তুলছে। কিন্তু সেই উৎসব টিকলো না।

জ্বর চলে যাওয়ার ছয়দিন পর, সে সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখল পায়ের গোড়ালি ফুলে আছে, হাঁটা প্রায় অসম্ভব।
তার পা যেন লম্বা রডে বাঁধা, হাড়ের ভেতরে কেউ যেন চিবিয়ে যাচ্ছে।

বাবা ভেবেছিলেন গেঁটে বাত। কিন্তু চিকিৎসক বললেন,

“এটা delayed-onset post-viral arthritis, চিকুনগুনিয়ারই আরেক মুখ।”

অথৈ স্তব্ধ। সে বলল না কিছু, শুধু মনে মনে ভাবলো—

“এই ভাইরাস তো যেন কুয়াশার মতো, একবার দেখা যায়, অদৃশ্য হয়ে গিয়ে আবার ফিরে আসে!”

৪. মনি: সুর হারানো আঙুল

মনি ছিল গিটারিস্ট। বিকেলে বেহাল কণ্ঠে গান গাওয়ার সাথে সাথে চলতো নিখুঁত ফিঙ্গার পিকিং।
আগে থেকেই তার হালকা হালকা জয়েন্ট পেইন ছিল, যা সে পাত্তা দিত না।

চিকুনগুনিয়ায় জ্বর এসেছিল স্বাভাবিকভাবেই। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও, তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে রইল। সকালে উঠেই সে হাত খুলতে পারত না। আঙুল বাঁকা হয়ে গেছে—জীবনের সুর যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

ডাক্তার বললেন,

“তোমার এই Chronic chikungunya arthritis এখন অনেকটাই rheumatoid arthritis-এর মতো আচরণ করছে। ঠিকমতো চিকিৎসা না করলে joint স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।”

মনি জানত, সে যে আঙুল দিয়ে সুর তোলে, সেই আঙুল এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সে গিটারের তার ছুঁয়ে বলল,
আমি কি আর কখনও তোদের বাজাতে পারব, বন্ধুরা?”

৫. বিউটি: ঘোরের ভেতর ঝড়

বিউটির জ্বর এসেছিল হুট করে, তাতে তীব্র গিরায় ব্যথা। শরীরটা কেমন যেন গরম-গরম, চোখজোড়া ঝাপসা, মাথা ভার হয়ে আসছিল।
সে ভাবল, চিকুনগুনিয়া হবে বোধহয়, আশেপাশে তো অনেকেই আক্রান্ত।

কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পর সে হঠাৎ অজ্ঞান হয়ে গেল।

মাহবুব বারবার ডাকছিল—“বিউটি! চোখ খোল তো !”
কিন্তু বিউটির চোখ ছিল নিথর, হাত পা অবশ, মুখ থমথমে।

তাকে দ্রুত নিয়ে যাওয়া হল হাসপাতালে।
“জ্বর তো ছিল, কিন্তু ও নড়াচড়া করছে না কেন?” স্বজনেরা কাঁপা কণ্ঠে বললেন।

চিকিৎসকরা প্রথমে ধরেই নিয়েছিলেন—ডিহাইড্রেশন, হাইপোগ্লাইসেমিয়া হবে।

কিন্তু পরে দেখা গেল বিউটির মস্তিষ্কে ভাইরাস হানা দিয়েছে।
এটা Chikungunya Encephalitis-একটি বিরল, কিন্তু বিপজ্জনক জটিলতা।

চিকিৎসকদের চোখে এটা একটা রহস্য, এমনকি ভয়ও।
চিকুনগুনিয়ায় অজ্ঞান হওয়া?
এটা কি কোনো নতুন স্ট্রেইনের কাজ?
নাকি বিউটির শরীর এমনভাবে প্রতিক্রিয়া করেছে যা বহু জনের মধ্যে দুই একজনের দেখা যায়?

বিউটি হাসপাতালে অজ্ঞান ছিল দুই রাত। তার নিঃশ্বাসের শব্দে স্বজনদের বুক কেঁপে উঠতো, একটু নড়াচড়া করলেই স্বজনদের বুক থেকে যেন পাথরটা নেমে যেত।
তৃতীয় দিনের দুপুরে, যখন বিউটি চোখ মেলল, নীতুর কি যে আনন্দ।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সবাই ভেবেছিল এবার বুঝি সব ঠিক হবে।
কিন্তু পরের দিনই সবাই দেখলো তার গায়ে rash উঠছে, তারও দুদিন পর সে বলল “আমার ankle এ ব্যথা খরছে, ফুলে যাচ্ছে। কনুইতে গরম গরম লাগছে।”

এইবার সে বুঝলো, ভাইরাস শুধু মস্তিষ্কেই থেমে থাকেনি
শরীরের হাড়গুলোতেও যেন বিষ ঢেলে দিচ্ছে।

বিউটি জানতো না-সে যখন ঘুমিয়ে ছিল, তার শরীরের ভেতর একটা যুদ্ধ চলছিল।
আর জেগে উঠে সে বুঝলো এই যুদ্ধ এখনও শেষ হয়নি।

চিকুনগুনিয়া তাকে শুধু ক্লান্ত করেনি, তাকে এক নতুন মানুষের মতো গড়ে দিয়েছে।
যে মানুষ আর কেবল "জ্বর" বলে হালকা করে ভাবে না,
সে জানে একটা ভাইরাস কখনো মস্তিষ্কের গভীরে, কখনো হাড়ের ভেতরে এমন ঝড় তোলে, যা বাইরের কেউ বুঝতেই পারে না।”

ডাক্তার বললেন,

“এটা Chikungunya-associated encephalitis with subsequent post-viral arthritis”। চিকুনগুনিয়ার মতো ভাইরাসে মস্তিষ্ক ও জয়েন্ট, দুটোই আক্রান্ত হতে পারে। একসাথে হওয়া বিরল, কিন্তু অসম্ভব না।”

তিথি, সিঁথি, অথৈ, মনি আর বিউটি- পাঁচটি ভিন্ন গল্প।
তাদের শরীরে ঢুকে ছিল একটাই শত্রু- চিকুনগুনিয়া ভাইরাস।
কিন্তু প্রতিক্রিয়া? একেকজনের শরীর, একেক রকম যুদ্ধের ময়দান।

কেউ সঙ্গে সঙ্গে জর্জরিত হয়,
কেউ ব্যথাহীন থেকে হঠাৎ ভেঙে পড়ে,
কেউ সুস্থ হয়ে আবার ভাঙে,
আর কেউ পুরনো ব্যথাকে পাথরে রূপান্তর করে।
কেউ আবার জ্ঞান হারায়।

যুদ্ধ শেষে শেষমেষ এই ভাইরাসের বিরুদ্ধে মানুষের একদিন বিজয় হবে।
©Aminul Islam

(চিকুনগুনিয়া , ডেংগু হলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে পারেন। ইনশা আল্লাহ সুস্থ হবেন। তবে যাদের ধইর্য্য শক্তি কম তারা অন্য মেডিসিন খেতে পারেন এবং অনেক মাস পর্যন্ত ভুগতে পারেন! 🙂 )
Sanjida Homeo Health Clinic

🌿আচ্ছা, আমি কি এত ভালবাসা ডিসার্ভ করি?! একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে কিছু মানুষের প্রিয় হয়ে উঠতে পারা, তাদের পছন্দের...
22/09/2025

🌿আচ্ছা, আমি কি এত ভালবাসা ডিসার্ভ করি?! একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে কিছু মানুষের প্রিয় হয়ে উঠতে পারা, তাদের পছন্দের তালিকায় স্থান করে নেওয়া-শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার কাছে। 🙏

📌সেদিন আমরা নিমন্ত্রণ পেয়েছিলাম আমার একজন নিয়মিত পেশেন্ট এর বাসায়। সাধারণত এই ধরণের ইনভাইট গুলো আমি এড়িয়ে চলি,সত্যি বলতে যাওয়ার সময় সুযোগ হয়ে উঠে নাহ। কিন্তু আমার এই প্রিয় রোগিনী যে নাছোড়বান্দা ,যেতেই হবে তার দাওয়াত রক্ষায়। আম্মু ,আমি ও আমার হাজবেন্ড মিলে সেদিন তাই গিয়েছিলাম তার ভুবনে ❤️

🎀তিনি এমন ই একজন মানুষ ,পেশা আর্ক্টিটেক্ট, নেশা মানব প্রেম! আর সেই নেশাতেই তিনি তার পরিবারের অন্যান্য মানুষ , ভাই বোন, কাজিন , বাচ্চার টিচার ইভেন হেল্পিং হ্যান্ডদের ও নিয়ে আসেন আমার কাছে।
আমাদের Sanjida Homeo Health Clinic এ চিকিৎসা সেবা নেওয়ার জন্য।তার বিশ্বাস হোমিওপ্যাথি তে অনেক সুন্দরভাবে রোগ গুলো কিওর হয়।
আমাকে অত্যন্ত ভরসা করেন। আমিও সর্বোচ্চ চেষ্টা করি তার সেই ভরসা টা রাখতে।

🌿তিনি তার বাসার হেল্পিং হ্যান্ড গুলোকে তার নিজের সন্তানের মতই টেককেয়ার করেন, সময় মত বলে মেডিসিন খাওয়ান। আমার বলে দেওয়া নিয়ম টা ই মেনে চলান ওদের। এত দায়িত্ববান একজন মানুষ মাশ আল্লাহ।
তিনি অসুস্থতা নিয়েই আমাদের জন্য সান্ধ্যকালীন আয়োজন করেন।স্বপ্নপুরীর মতই সাজিয়ে রেখেছেন সব কিছু। এত টিপটপ,এত গোছানো। মাশ আল্লাহ।

📌খাবারের আয়োজন টাও খুব ইউনিক। এত কিছু ভেবেচিন্তে আমাদের জন্য এত আয়োজন ,আমরা অবাক হয়ে গিয়েছিলাম। সাথে আমার সেই অন্যান্য রোগীরাও ছিলেন, সুযোগে তাদের ফলোয়াপ ও করে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তায়ালা আমার সেই প্রিয় মানুষ টিকে অনেক ভাল রাখুক। তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা। পৃথিবী টিকে থাকে এসব ভাল মানুষদের জন্য ই ❤️
Sanjida Nimu

📌প্রতিদিন এক টাইপ নাস্তা না করে, নাস্তায় আনুন ভিন্নতা, বৈচিত্রতা। তাতে রুচিতেও আসবে পরিবর্তন ,খাওয়া দাওয়াও হবে অনবদ্য।এম...
16/09/2025

📌প্রতিদিন এক টাইপ নাস্তা না করে, নাস্তায় আনুন ভিন্নতা, বৈচিত্রতা। তাতে রুচিতেও আসবে পরিবর্তন ,খাওয়া দাওয়াও হবে অনবদ্য।

এমন এক বাটি পাস্তা পেলে...আর কি চাই নাস্তায়?! 😍
মিরপুরবাসীরা কিন্তু হোমমেড খাবার গুলো পেয়ে যাচ্ছেন আমার আম্মুর উদ্যোগ - মায়ের হাতের রান্না তে।
এছাড়া ফ্রোজেন আইটেম,রেডি টু কুক আইটেম গুলো তো আছেই। সাথে আছে আপনাদের প্রিয় নারকেল নাড়ু ও ডিমের পুডিং 😍
অর্ডার করতে ইনবক্স করুন 🌿
#আজকেরমেন্যু


#মায়েরহতেররান্না

হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিবেন হাতুড়ে ডা ক তার (!) থেকে আর আশা করবেন ভাল চিকিৎসার?! উন্নত চিকিৎসার?! অবশ্য ই হোমিওপ্যাথিক...
09/09/2025

হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিবেন হাতুড়ে ডা ক তার (!) থেকে আর আশা করবেন ভাল চিকিৎসার?! উন্নত চিকিৎসার?!

অবশ্য ই হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার আগে দেখে নিবেন তিনি "বিএইচএমএস" হোমিওপ্যাথিক ডাক্তার কিনা! বিএইচএমএস - ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি..
দেখে নিবেন সে অভিজ্ঞ ও আদর্শ হোমিওপ্যাথ কিনা।
🌿পড়াশোনা করা ছাড়া মন চাইলাম হয়ে গেলাম
হোমিওপ্যাথি ডাক্তার। সেসব ডাক্তার থেকে দূরে থাকবেন।

📌যারা দেখবেন নিজের চেম্বার কে মেডিসিনের দোকান
বানিয়ে রেখেছে,বড় বড় বোতল ,ফাইল, পেটেন্ট, টনিক , যারা কথায় কথায় ধরিয়ে দেয় হার্টের স্টিকার, হেনতেন হাবিজাবি অনেক কিছু তাদের কাছে আর যাই হোক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পাবেন নাহ।
সতর্কতা সব সময়। 🙂
(কুরিয়ারে ডেলিভারির জন্য রেডি Sanjida Homeo Health Clinic এর মেডিসিন পার্সেল) আলহামদুলিল্লাহ

🌿চারপাশে জ্বরের এত্ত প্রকোপে মুখে খাবারের স্বাদ ই নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই যেন খেতে রুচি হয় নাহ। খেতে ইচ্ছে করে নাহ। তখন প...
03/09/2025

🌿চারপাশে জ্বরের এত্ত প্রকোপে মুখে খাবারের স্বাদ ই নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই যেন খেতে রুচি হয় নাহ। খেতে ইচ্ছে করে নাহ। তখন পাতে যদি একটু ভর্তা থাকে,তাহলে কিন্তু খেতে ইচ্ছে হবে। স্বাদ লাগবে খাবার টা। মুখের স্বাদ ফিরে আসবে।
💥এই তীব্র তাপদাহে রেগুলার খাবার গুলো ও অনেক বিষাদ লাগে,তাই না? খাবারের রুচি ও স্বাদের ভিন্নতা আনতেই দুপুরে বা রাতে খাবারের মেন্যুতে রাখতে পারেন নানা পদের হোমমেড ভর্তা। যেহেতু এই ভর্তা গুলো ঘরে টাটকা ভাবে কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া হয় তাই রোগীর খাবারের উপযোগি।
★খাবারের সাথে আমরা কোন রং, কেমিকেল, প্রিজারভেটিভ ইউজ করি নাহ। অতিরিক্ত মশলা, অতিরিক্ত ঝাল দেই না তাই ছোট, বড় , রোগীরা সবাই খুব নিশ্চিন্তে খেতে পারবেন।
💥আর যারা অনেক ঝাল লাভার আছেন তারাও কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের মন মতই যেভাবে চাইবেন খেতে সেভাবে বানিয়ে আমাদের মায়ের হাতের রান্না র রান্নাঘরে বানিয়ে দেওয়া হবে আপনার পছন্দ মত খাবার। ইনশা আল্লাহ।

📌ইয়াম্মি ইয়াম্মি। ভর্তা প্ল্যাটার। ভর্তা প্ল্যাটার। বিভিন্ন পদের ভর্তা ,ভিন্ন রকম স্বাদে। স্বল্প পরিমাণে নিয়ে অল্প অল্প করে রেখে খেতে পারবেন এই ভর্তা গুলো। কি কি ভর্তা খেতে চান জানিয়ে দিন , আর দ্রুত অর্ডার করুন আমার আম্মুর উদ্যোগে। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। 🙏

#আজকেরমেন্যু

#মায়েরহাতেররান্না
#ভর্তলাভার
#ঘরেবানানোস্বাস্থ্যকরখাবার

~দুপুরে খাওয়া দাওয়ার পর একটু 'মিস্টি মুখ' করতে ইচ্ছে করে,তাই না?! খাটি গরুর দুধ ঘন করে, খাটি খেজুরের গুড়ে তৈরি ,মায়ের হা...
30/08/2025

~দুপুরে খাওয়া দাওয়ার পর একটু 'মিস্টি মুখ' করতে ইচ্ছে করে,তাই না?! খাটি গরুর দুধ ঘন করে, খাটি খেজুরের গুড়ে তৈরি ,মায়ের হাতের মজাদার "পায়েশ"...

★এত সুন্দর ঘন সর, সাথে একটু নারকেল,আর উপরে ছেটানো ড্রাই ফ্রুটস এর সমাহার। ড্রাই ফ্রুটস টাও কিন্তু ঘরেই বানানো। এক চামচ পায়েশ মুখে দেওয়ার সাথে সাথে মিস্টি একটা ঘ্রাণে মুখ টা ভরে যায়।

~মিস্টির পরিমাণ টা অত্যন্ত অল্প তাই ডায়েটে থাকা অবস্থাতেও খেতে পারবেন এই সুস্বাদু পায়েশ। বাচ্চাদের জন্য ও অত্যন্ত পুষ্টিকর ঘরে বানানো খাটি দুধ ও গুড়ের ফিন্নি।
📌মায়ের হাতের রান্না

#আজকেরমেন্যু
#মায়েরহাতেররান্না
#নাস্তা

Address

House 28, Road2, Mirpur 1 (West Side Of Mirpur 1 Eidgah Math)
Dhaka
1216

Opening Hours

Monday 13:00 - 23:00
Tuesday 13:00 - 23:00
Wednesday 13:00 - 23:00
Thursday 13:00 - 23:00
Friday 13:00 - 23:00
Saturday 13:00 - 23:00

Telephone

+8801757117998

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Homeo Health Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sanjida Homeo Health Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram