11/07/2023
✈✈ইন্ডিয়ান ভিসা আপডেট✈✈
মোটামুটি আমরা সবাই জানি বর্তমানে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং-এ প্রচুর সময় লাগছে। কিছু কিছু ক্ষেত্রে তা প্রায় ১.৫ মাসের কাছাকাছি লেগে যায়।
তো এই দীর্ঘ সময় ইন্ডিয়ান এম্বাসি বা ভিসা সেন্টারে পাসপোর্ট রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না, তাদের অন্য ট্রিপ থাকতে পারে বা অন্য দেশের ভিসার জন্য জমা দেয়ার প্রয়োজন হতে পারে!
এই সমস্যা সমাধানে ইন্ডিয়ান হাই কমিশন এখন আপনাদের ভিসা প্রসেসিং টাইম ইফ্যাক্ট কমানোর জন্য সুন্দর একটা সুযোগ করে দিয়েছে।
এখন থেকে (আজ ১১ জুলাই) আপনারা বায়োমেট্রিক্স দিয়ে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। সুতরাং পাসপোর্ট অনেক দিন আটকে থাকার যে জটিলতাটা ছিল তা কিছুটা কেটে গেছে বলে মনে হচ্ছে।
তবে সমস্যা হচ্ছে আপনাকে সম্ভাব্য ডেলিভারি ডেটের ৭ দিন আগে আবার ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে আসতে হবে। একটু কষ্ট হবে, বাট ইমার্জেন্সি পাসপোর্ট রিলেটেড অন্য কাজগুলো এখন আর আটকে থাকবে না এটাই অনেক!
ধন্যবাদ ইন্ডিয়ান হাই কমিশন, ঢাকা।
✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈
TravHub থেকে ভিসা এসিস্টেন্স, বিমান টিকেট, ট্রেন টিকেট, হোটেল এবং ট্রাভেল প্যাকেজের ওয়ানস্টপ সার্ভিস নিয়ে নিশ্চিন্তে কাটিয়ে আসুন আপনার সুন্দর সময়!
✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈✈
ট্রাভেল রিলেটেড সার্ভিসের জন্য কল করুন 01611482773, 0188611482772