23/11/2021
হৃদরোগ নিরাময়ে হোমিওপ্যাথি
চিকিৎসা ।
আমরা ধনী -দরিদ্র সকল হৃদরোগে আক্রান্ত রোগীগন রোগ নিরাময়ের জন্য এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করে থাকি। সম্ভাব্য কারণ হতে পারে--অন্য চিকিৎসা ব্যবস্থায় আস্থা বা বিশ্বাস নাই । দ্বিতীয়তঃ হৃদরোগসহ
সকল রোগের এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাপনা বিশ্বব্যাপী অধিক সম্প্রচারিত ও সুপরিচিত । তাই আমরা অকুণ্ঠ চিত্তে এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করি।এই পরিপেখিখতে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে জোর দিয়ে বলতে পারি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে উপেক্ষা না করে বরং রোগ নিরাময়ে আস্থা ও বিশ্বাসের সাথে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করুন । খুব সহজে স্বল্প খরচে আপনি রোগমুক্ত হতে পারবেন । আশ্বাস ও বিশ্বাস স্থাপনের জন্য প্রসংগত কিছু আলোচনা করছি :
-আপনি কি হৃদরোগে ভুগছেন?
-বুক ধরফর করে? উপর নিচে উঠতে নামতে অধিক পরিশ্রান্ত হয়ে পরেন ?
-বুকে চাপ বোধ ও বেদনা অনুভব করেন?
- পালসের গতি দ্রুত বা ধীর--দূর্বল ? কখনও মাঝে মাঝে স্পন্দন পরে না? অনিয়মিত?
-রক্ত নালী সংকুচিত; রক্ত জমাট বেঁধেছে? রক্ত চলাচল বিঘ্নিত?
-কোলেস্টেরল ও অন্যান্য দূষিত পদার্থ মিশ্রিত হয়ে রক্ত ঘনীভূত?
-ভালবের পরিচালন শক্তি দূর্বল?
- হার্টের পেশীতে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ হচ্ছে না? পেশী INFARCTED--চিরে বা ফেটে ফেটে গেছে? --উচ্চ ও নিম্ন রক্ত চাপে ভুগছেন?
উপশমিত চিকিৎসায় জীবন কেটে যায় --অবশেষে মৃত্যু আমাদেরকে রোগমুক্ত করে ।
ফলতঃ মানসিক ভাবে ভেঙে না পরে অন্যান্য চিকিৎসা গ্রহণ কালে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন। কারণ হোমিওপ্যাথিতে সকল রোগের প্রতিলখখন (symptoms) নিরাময়ের জন্য সিমটম অনুযায়ী নির্দিষ্ট ওষুধ বিধিমত আছে ।
ধন্যবাদ ।
প্রফেসর ডাক্তার এস.এম.আমিনুর রহমান,এম,এ , হোমিওপ্যাথ ।
সহযোগী জনাব ডাক্তার মেহেদী হাসান ।
চেমবার : মেহেদী হোমিও কেয়ার
তিন তলা । ফার্ম ভিউ সুপার মার্কেট । ফার্মগেইট । ঢাকা । ফোন : 01731955590
ফোন করে অগ্রিম যোগাযোগ করে আসবেন ।
-