Prof Dr Sm Aminur Rahman - Homeopath

Prof Dr Sm Aminur Rahman - Homeopath Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prof Dr Sm Aminur Rahman - Homeopath, Doctor, FARM GATE, Dhaka.

হৃদরোগ নিরাময়ে হোমিওপ্যাথি                   চিকিৎসা ।আমরা ধনী -দরিদ্র সকল হৃদরোগে আক্রান্ত রোগীগন রোগ নিরাময়ের জন্য এলো...
23/11/2021

হৃদরোগ নিরাময়ে হোমিওপ্যাথি
চিকিৎসা ।
আমরা ধনী -দরিদ্র সকল হৃদরোগে আক্রান্ত রোগীগন রোগ নিরাময়ের জন্য এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করে থাকি। সম্ভাব্য কারণ হতে পারে--অন্য চিকিৎসা ব্যবস্থায় আস্থা বা বিশ্বাস নাই । দ্বিতীয়তঃ হৃদরোগসহ
সকল রোগের এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাপনা বিশ্বব্যাপী অধিক সম্প্রচারিত ও সুপরিচিত । তাই আমরা অকুণ্ঠ চিত্তে এলোপ্যাথি চিকিৎসা গ্রহণ করি।এই পরিপেখিখতে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে জোর দিয়ে বলতে পারি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানকে উপেক্ষা না করে বরং রোগ নিরাময়ে আস্থা ও বিশ্বাসের সাথে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করুন । খুব সহজে স্বল্প খরচে আপনি রোগমুক্ত হতে পারবেন । আশ্বাস ও বিশ্বাস স্থাপনের জন্য প্রসংগত কিছু আলোচনা করছি :
-আপনি কি হৃদরোগে ভুগছেন?
-বুক ধরফর করে? উপর নিচে উঠতে নামতে অধিক পরিশ্রান্ত হয়ে পরেন ?
-বুকে চাপ বোধ ও বেদনা অনুভব করেন?
- পালসের গতি দ্রুত বা ধীর--দূর্বল ? কখনও মাঝে মাঝে স্পন্দন পরে না? অনিয়মিত?
-রক্ত নালী সংকুচিত; রক্ত জমাট বেঁধেছে? রক্ত চলাচল বিঘ্নিত?
-কোলেস্টেরল ও অন্যান্য দূষিত পদার্থ মিশ্রিত হয়ে রক্ত ঘনীভূত?
-ভালবের পরিচালন শক্তি দূর্বল?
- হার্টের পেশীতে রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ হচ্ছে না? পেশী INFARCTED--চিরে বা ফেটে ফেটে গেছে? --উচ্চ ও নিম্ন রক্ত চাপে ভুগছেন?
উপশমিত চিকিৎসায় জীবন কেটে যায় --অবশেষে মৃত্যু আমাদেরকে রোগমুক্ত করে ।
ফলতঃ মানসিক ভাবে ভেঙে না পরে অন্যান্য চিকিৎসা গ্রহণ কালে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন। কারণ হোমিওপ্যাথিতে সকল রোগের প্রতিলখখন (symptoms) নিরাময়ের জন্য সিমটম অনুযায়ী নির্দিষ্ট ওষুধ বিধিমত আছে ।
ধন্যবাদ ।
প্রফেসর ডাক্তার এস.এম.আমিনুর রহমান,এম,এ , হোমিওপ্যাথ ।
সহযোগী জনাব ডাক্তার মেহেদী হাসান ।
চেমবার : মেহেদী হোমিও কেয়ার
তিন তলা । ফার্ম ভিউ সুপার মার্কেট । ফার্মগেইট । ঢাকা । ফোন : 01731955590
ফোন করে অগ্রিম যোগাযোগ করে আসবেন ।

-

“সুচিকিৎসায় রোগমুক্ত হউন”স্বল্প খরচে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে আপনি প্রায় শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেন। বর্ণিত রোগ ...
05/08/2021

“সুচিকিৎসায় রোগমুক্ত হউন”
স্বল্প খরচে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে আপনি প্রায় শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেন। বর্ণিত রোগ সমূহ চিকিৎসা করে থাকেন প্রফেসর ডাঃ এম, এম, আমিনুর রহমান, এম, এ (হোমিও প্যাথ)।
চেম্বারঃ ডাঃ মেহদি হোমিও কেয়ার, তিন তলা, ফার্ম ভিউ সুপার মার্কেট, ফার্মগেট। চিকিৎসা পেতে অগ্রিম ফোনে APPOINTMENT নিয়ে চেম্বারে আসুনঃ ফোনঃ 01731955590, ই-মেইলঃ draminur09@yahoo.com
- হার্টের রক্তনালীতে ব্লক; অনিয়মিত হৃৎস্পন্দন, অনিয়ন্ত্রিত উচ্চ ও নিম্ন রক্তচাপ।
- কিডনি ও মূত্রথলি সংক্রান্ত রোগঃ ক্রিয়েটিনিন বৃদ্ধি; অ্যালবুমিন ও প্রোটিন নিষ্কাশন।
- লিভার ও পিত্তথলি সংক্রান্ত রোগ।
- প্রোষ্টেট বৃদ্ধি পাওয়া ও তদ্সংক্রান্ত রোগ।
- ঋতুস্রাব অনিয়মিত। ওভারী, জরায়ু ও স্তনে সিস্ট-টিউমার
- বাত রোগ; সায়াটিকা; ঘাড় ও মাথা (স্পন্ডাইলোসিস)।
- ঠাণ্ডা জনিত ব্রংকিয়াল ও কার্ডিয়াক শ্বাসকষ্ট।
ধন্যবাদ।

**  ডেঙ্গু  --ক রো না রোগের সঠিক চিকিৎসা ***আমরা কম বেশী সকলেই Reason, Logic এবং Causal relationship জীবনকে সুন্দর করতে ...
04/08/2021

** ডেঙ্গু --ক রো না রোগের সঠিক চিকিৎসা **

*আমরা কম বেশী সকলেই Reason, Logic এবং Causal relationship জীবনকে সুন্দর করতে কতখানি গুরুত্ব বহন করে ও কার্যকরী - এ সম্বন্ধে খুবই উদাসীন বা বুদ্ধিহীন বলা যেতে পারে । এর একটি সম্ভাব্য কারণ : শিক্ষিত -অশিক্ষিত আমরা সকলেই Imperfect, dishonest in different ways & scales. ফলে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না । উদাহরণ স্বরুপ বলতে পারি : বহুবার Facebook এ post এর মাধ্যমে বলেছি -অনুরোধ জানিয়েছি আপনারা করোনা সঙ্ক্রমিত হলে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন; সুস্থ্য হয়ে উঠবেন ।* বর্তমান বিশ্বে করোনা চিকিৎসার এখন পর্যন্ত একমাত্র হোমিওপ্যাথিতে ওষুধ আছে । বেশ জোর দিয়ে এটা বলা যেতে পারে ।
আত্মীয় স্বজনদের মধ্যে যে সকল করোনা সংক্রমিত রোগী আমার শরণাপন্ন হয়েছেন তাদেরকে হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণরুপে আরোগ্য লাভ করিয়েছি । অন্যান্য পুরাতন কঠিন রোগসমুহে দীর্ঘদিন ধরে ভুগছেন ( যদিও তাহারা ঐ সব রোগমুক্তির জন্য নানাবিধ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন) তাহারাই করোনা আক্রান্ত হয়ে হা-হুতাশ করে হাসপাতালে ছুটছেন --সঠিক কোন ওষুধ না থাকায় সঠিক চিকিৎসাও পাছছেন না, ICU তে অক্সিজেন নিয়ে কিছু দিন থেকে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পরছেন ।
কিছু দিনের মধ্যে ডেঙ্গু রোগীদেরকেও এক ই অবস্থায় পরতে না হয় !
সুতরাং আমার বিশেষ নিবেদন ও অনুরোধ : আপনারা যে যেখানেই থাকুন : আপনার এলাকার বিশেষ কোন হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসা নিন--আপনি বা আপনারা সুস্থ্য হয়ে উঠবেন ।
যুক্তি ও বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে বিশ্বাস স্থাপন করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন । প্রয়োজনে আমার পরামর্শ বা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। আমার ফোন : 01731955590.
করোনা, ডেঙ্গু ও সংশ্লিষ্ট পুরাতন রোগ সমূহের চিকিৎসা স্বল্প খরচে নিশ্চয়তার সাথে গ্রহণ করুন; কারণ বর্তমানে হোমিওপ্যাথিতে উল্লেখিত রোগসমুহের সঠিক ওষুধ আছে -- সঠিক চিকিৎসা আছে । রোগ মুক্তির পর আললাহ-তালার শুকরিয়া আদায় করুন ।
ধন্যবাদ ।
ডাক্তার এস, এম, এ, রহমান -এম.এ.
হোমিওপ্যাথ ।

29/07/2021

করোনাঃ উৎকণ্ঠাঃ জানা-অজানা।
"কান চিলে নিয়ে গেলো"- প্রবাদটির তাৎপর্য কি? বুঝতে হলে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। উৎকণ্ঠা, ভয়-ভীতি মনে জন্ম নেয় অজ্ঞতা বা না জানা থেকে। যেমন, চিল কান নিয়ে গেলো শুনেই তার পেছন পেছন ছুটতে শুরু করলাম কিন্তু নিজ কান স্পর্শ করে বুঝতে চাইলাম না- কান আছে; না সত্যি সত্যি চিল কান নিয়ে গেলো। একই রূপে চতুর ব্যক্তিরা অজ্ঞ বোকা ব্যক্তিদের বোকামি দেখে হাসে।

বর্তমান সমাজে আমরাও যেন বোকা সেজেছি। আর কিছু সংখ্যক সুবিধাভোগী চতুর বুদ্ধিজীবী বলিয়া কথিত ব্যক্তিরা আমাদেরকে নাচিয়ে বোকা সাজিয়ে আত্নতৃপ্তি লাভ করছেন এবং নানান কৌশলে বৈভবে শিখরে উঠে চলেছে।

প্রসঙ্গক্রমে করোনা ভাইরাসের কথা বলা যেতে পারে। করোনার হিংস্রতা থেকে রক্ষা পেতে হলে সর্বাগ্রে প্রয়োজন সত্যকে উন্মোচন করা; সত্যের ওপর বিশ্বাস স্থাপন করা। সত্য উন্মোচিত হলেই মানুষ সন্দেহ ও অবিশ্বাসের বেড়াজাল থেকে বেরিয়ে আসবে-সত্য তথ্যের ওপর বিশ্বাস স্থাপন করে সত্যকে ধারন করে অধিকতর সচেতন হয়ে উঠবে। জীবন জীবিকার সার্থে নিজেরাই জীবন জীবিকাকে পরিপূরক করে নেবে। বিভ্রান্তিকর ও বিশৃঙ্খলা অনুশাসন থেকে মুক্ত হয়ে নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবে।

সত্যের অনুসন্ধানে ও সত্য উন্মোচনে জনমনে উদ্বেলিত প্রশ্নগুলো হলোঃ

১। করোনা ভাইরাসের আকৃতিগত কোনো ছবি বা প্রতিচ্ছবি (Image) আপনাদের তথা বিশেষজ্ঞ বিজ্ঞানীদের নিকট আছে কি?

২। অনাদিকাল থেকে প্রাকৃতিক আবহাওয়ার প্রভাবে সৃষ্ট মানুষের সর্দি, কাশি, হাঁচি, নাক বন্ধ হওয়া, নাকে গন্ধ না পাওয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রংকাইটিস, ইত্যাদি রোগের লক্ষণ সমষ্টির মধ্যে করোনাকে আপনারা সম্পৃক্ত বা প্রতিস্থাপন করেছেন কি?

৩। নোভেল করোনার সৃষ্টপূর্ব থেকে দীর্ঘ দিন ধরে যে সকল রোগীর শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রংকাইটিস- ফুসফুস সংক্রান্ত নানাবিধ রোগ; কিডনি, পিত্ত-লিভার, হার্ট এবং অন্যান্য কঠিন রোগে দির্ঘদিন ধরে আক্রান্ত থাকেন- আপনারা ঐসকল রোগের সাথে করোনাকে সম্পৃক্ত করে একমাত্র করোনাকেই অনন্য করে তুলছেন কি?

৪। করোনার আকৃতিগত বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারতামঃ ডানা থাকলে ডানার সাহায্যে উড়ে উড়ে চলে; পা থাকলেঃ হেটে হেটে বা দৌড়ে চলে, বা কোনোটাই নাই। তাই বাতাসে ভর করে চলেঃ বাতাস বাহক। কোনটা সত্য? জানতে ইচ্ছা করেঃ করোনা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশে দেশে ছুটে চলেছে; যদিও পৃথিবীর যাতায়াত ব্যবস্থা রুদ্ধ প্রায়। তাহলে করোনা কি খুবই দ্রুতগামী? আলোর গতি ধারণ করে?

৫। করোনা ভাইরাসের প্রবেশপথ কি শুধুই নাকের ছিদ্র?

৬। মাস্ক পরিহিত অবস্থায় মাস্ক আবরণ ও মুখমন্ডলের চামড়ার মাঝে কিছু কিছু ফাঁক (Open) থাকে। ওই ফাঁক দিয়ে করোনা ভাইরাস পিড়পিড় করে হেঁটে নাকের ছিদ্রে প্রবেশ করে কি?

৭। ঘুমন্ত অবস্থায় এবং খাদ্য খানা গ্রহণের সময় নাকের ছিদ্রপথ দিয়ে করোনা প্রবেশ করে কি?

৮। এই ভাইরাস ভারী না হাল্কা? এর ওজন মাত্রা ধারণ করা সম্ভব হয়েছে কি?

৯। ভাইরাসটি নাক ছিদ্রে প্রবেশ করতে না পারলে অন্যত্র যেকোনো স্থানে কতক্ষণ জীবিত থাকতে পারে?

১০। ক. সুনির্দিষ্টভাবে তীব্র শীত, গ্রীষ্মের তীব্র উত্তাপ এবং বর্ষা- এইরূপ প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়ার মধ্যে সৃষ্ট করোনা ভাইরাস (Laboratory তে গবেষণালব্ধ করোনা ভাইরাস ব্যতীত) ভিন্নতর বা বিরূপ আবহাওয়ায় কতদিন বা সময় বেঁচে থাকতে পারবে?

খ. স্বাস্থ্যনিতির আলোকে বলা যেতে পারেঃ মাস্ক ব্যবহারের ফলে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুসে প্রবেশ করছে তথা রক্ত দূষিত হচ্ছে; দেহের অভ্যান্তরে সকল অর্গান যেমন লিভার, ফুসফুস, কিডনি, হার্ট ইত্যাদি ক্ষতিগ্রস্থ হয়ে পরছে। ফলে ভবিষ্যতে আমি-আপনি চিররোগী হয়ে পরবো এবং তখন চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায় আবার সৃষ্টি হবে। বিষয়টি অনুধাবনযোগ্য এবং সত্য নয় কি?
সকলের শুভেচ্ছা কামনা করছি। ধন্যবাদ।

** হোমিওপ্যাথিতে করোনা চিকিৎসা **  আপনি কি সত্যি করোনা ভাইরাসে সংক্রমিত? তাহলে উৎকণ্ঠিত না হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ...
04/07/2021

** হোমিওপ্যাথিতে করোনা চিকিৎসা **
আপনি কি সত্যি করোনা ভাইরাসে সংক্রমিত?
তাহলে উৎকণ্ঠিত না হয়ে
হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ।
আমাকে ফোন করুন: 01731955590.এই নাম্বারে।
Whatsapp বা Messanger এ আপনার সকল রোগ বৃত্তান্ত বা কি কি উপসর্গ আছে লিখে পাঠান । একইসাথে হার্টের অসুখ, ফুসফুস, কিডনি, লিভার ও অন্যান্য কি কি রোগে আক্রান্ত আছেন লিখে বা ফোনে জানান । ওষুধ লিখে পাঠাব । আপনার এলাকার ভাল ওষুধের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে আমার নির্দেশ ও পরামর্শমত ওষুধ গ্রহন করুন । ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন । করোনার আবির্ভাব থেকে এ পর্যন্ত আত্মীয় অনাত্মীয় অনেক রোগী আমার হোমিওপ্যাথি চিকিৎসায আরোগ্যলাভ করেছেন। আনুরোধ আমার এই আবেদন অবহেলা করবেন না । পারিপারশিক প্রচারে ভীত না হয়ে আপনার মানসিক শক্তি অটুট রাখুন ও হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ।
ধন্যবাদ ।

সেবামূলক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ।দেশের এই দুর্যোগ অবস্থায় আপনি বা আপনারা যাঁহারা অসুস্থ -বহুদিন ধরে বিভিন্ন রোগে...
01/07/2021

সেবামূলক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ।

দেশের এই দুর্যোগ অবস্থায় আপনি বা আপনারা যাঁহারা অসুস্থ -বহুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন তাহাদের নিকট অনুরোধ : আপনারা আমার মোবাইলে :01731955590 এ ( Whatsapp /Messenger এ ফোন নয় ; কিন্তু লিখতে পারেন)। আপনার রোগ বৃত্তান্ত জানালে আমি ওষুধ লিখে পাঠাব । আপনি আপনার এলাকার ভাল ওষুধের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে আমার নির্দেশমত ওষুধ ব্যবহার করুন । আরোগ্যলাভ করে আললাহ-তালার শুকরিয়া আদায় করুন।
ধন্যবাদ ।
Dr. A. Rahman.

29/05/2021

I am really happy to understand that many peoples have been visiting my page. I owe my allegiance to them for their interest in me in terms of knowing about homeopathy and its miracle power of treatment of so many acute and chronic diseases. Hence, should I please appeal to all to get homeopathic treatment at a very moderate cost avoiding sometimes surgery and related lengthy investigations.
To serve you please contact me over phone: 01731955590.
Thanks to all.

WHO IS  TO BE BLAMED /RESPONSIBLE FOR CHAOS, FEAR AND DISORDERNESS IN THE SOCIETY   DURING THIS COVID -19 PENDAMIC?***SO...
12/05/2021

WHO IS TO BE BLAMED /RESPONSIBLE FOR CHAOS, FEAR AND DISORDERNESS IN THE SOCIETY DURING THIS COVID -19 PENDAMIC?

***SOCIETY BECOMES DISORGANISED WHEN PEOPLES SPECIALLY THOSE WHO ARE NOT COMPETENT, NOT WISE, MENTALLY IMPERFECT--IMBALANCED GREEDY,DISHONEST GRASP STEERING WHEEL TO MOVE / GUIDE COURSE OF SOCIETY. IT IS A MUST WHEN PEOPLES BECOME BAD--SOCIETY INEVITABLY TURNS INTO CURSE OF EXPLOITATIONS & UNTOLD-- UNBEARBLE SUFFERINGS IN ALL SECTORS -- COURSES OF LIFE. THE BABIES/LIVES WHO COME OF OR BORN IN SUCH BAD SOCIETY ULTIMATELY THEY ARE BEING RARED UP IN THE LIKE MANNER AS BAD /WORST UNDER THE IMPACT OF BADNESS OF SOCIETY.***
***SHOULD WE THINK OVER NOW, IF THE SAME SITUATION PREVAILS IN OUR SOCIETY!
IF SOCIETY BECOMES WEAK AND WEAK, THEN NATURALLY STRONG SOCIETY AND HER STRONG PEOPLE DOMINATE THE WEAK SOCIETY AND HER WEAK PEOPLE..*** ARE WE MOVING TOWARDS THAT END ?***
EARNESTLLY URGING ALL GOOD INTELLIGENTIA CLASS TO THINK & THINK OVER AGAIN & AGAIN TO COME OUT BOLDLY TO BUILD OUR SOCIETY STRONG AND PERFECT TO SAVE OUR PEOPLE FROM THE PRESENT CONDITION OF DEVASTATION . MAY GOD HELP US.
THANKS TO ALL.

19/04/2021

May I pls request all who have been suffering from various diseases ( presently patients of CORONA too) to contact me over phone no.01731955590 for their successfully assured treatment with homeoparhic medicines. More important is counselling which can help a lot to reduce misuse of excessively spent of money for various tests. May Allah bless us all & remember Him by heart & soul with greatfulness after being cured from the disease.
Thanks to all.

*COVID PATIENT TREATMENT*I URGE ALL PATIENTS AND GUARDIANS OF THEM TO TAKE HOMEOPATHIC TREATMENT  STAYING AT HOME FROM M...
01/04/2021

*COVID PATIENT TREATMENT*
I URGE ALL PATIENTS AND GUARDIANS OF THEM TO TAKE HOMEOPATHIC TREATMENT STAYING AT HOME FROM ME CONTACTING OVER PHONE: 01731955590. I WILL PRESCRIBE AFTER DISCUSSING OVER PHONE WITH THE PATIENTS/GUARDIANS. YOU WILL BUY MEDICINES FROM DESIGNATED HOMEO STORES. KEEP CONSTANT TOUCH WITH ME FOR MEDICATION AND COUNSELLING.
AFTER RECOVERY GIVE THANKS TO GOD/ALLAH. ALSO MAY PLS MAKE PAYMENT OF FEES TO ME OVER BKASH. HOPE OF YOUR SINCERE CO-OPERATIONS. MAY ALLAH HELP US.
DR.A.RAHMAN.

As I guess & understand we, most of us are undoubtedly  frustrated in the medical treatment to cure a disease because of...
10/03/2021

As I guess & understand we, most of us are undoubtedly frustrated in the medical treatment to cure a disease because of many hussels e,g., pathological tests of variety category excluding other expenses to bear months after month. On the other hand Homeopathy can drive a moderate solution if you desire to consult an experienced educated Homeoparhic practitioner, at least for the sake of trial and comparing Homeopathic treatment with other existing treatments.
Hence, I urge & earnestlly request to all of us to test Homeopathic treatment through or in my hand as to treat mostly common long time suffering problems from :* Liver & Gall bladder *Different types of Cardiac ( Heart) ailments* Lumber & Cervical Spondalities.* Rheumatism/ Gout * Uterus & Overy cyst/ Tumour/ Prolupsion * Ulceration of stomach* Gastric derangement of various nature. *Chronic Tonsilities * Migraine-head ache of long standing * Skin --Psoriasis. Urinal --Bladder- Kidney--Nephritis --discharge of protein--albumen etc . etc.**
Thanks to you all for anticipated cooperation.
Dr. A Rahman-- Homeopath
Phone: 01731955590.

Address

FARM GATE
Dhaka

Telephone

+8801819389091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof Dr Sm Aminur Rahman - Homeopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prof Dr Sm Aminur Rahman - Homeopath:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category