16/11/2025
সচেতন মূলক পোস্ট।
চৌধুরী পাড়া এই লোকটা হালিম বিক্রি করে।
বিগত অনেক দিন যাবত ছোট ছোট বাচ্চাদের যৌন হয়রানি করে আসতেসে,কয়েকবার সালিস ও হয়েছে। আজকে ও এই ছোট মেয়েটাকে নিয়ে কয়েল ফেক্টরির সাথে এক দেয়ালের পাশে আপওিকর অবস্থায় কাদির মামু তাদের ধরে ফেলে। এলাকার অনেক মানুষ জড়ো হয়।
দুঃখে বিষয় এইযে, উপযুক্ত শাস্তি না হওয়ার কারনে তার এই অনৈতিক কর্মকান্ড বেড়েই চলেছে।
সবাই একএ হয়ে তাকে এই এলাকা থেকে বিতারিত করা হউক।