13/12/2025
দাদ/দাউদ—শুরুতেই সঠিক অ্যান্টিফাঙ্গাল নিলেই দ্রুত সেরে যায়!
দাদ বা দাউদের ক্ষেত্রে প্রথম ৭–১০ দিন শুধু প্লেন অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।
শুরুতেই সঠিক ওষুধ নিলে দাদ আর ছড়াতে পারে না, বরং খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসে
✔ যেসব অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে পারেন:
Fungidal (Miconazole)
Luliconazole (Lulider)
Terbinafine (Xfin / Terbinafine)
Nafgal (Naftifine)
Curafin (Curafin)
Ketoconazole (Nizoral)
Econazole (Ecoderm)
Sertaconazole (Onabet)
Clotrimazole (Canesten)
⚠️ ৭–১০ দিনে উন্নতি না হলে কী করবেন?
👉 বিলম্ব না করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন
👉 কারণ ভুল চিকিৎসা বা স্টেরয়েডযুক্ত ক্রিম দাদকে আরও গভীরে ঠেলে দেয়—
ছড়িয়ে পড়ে, কালো দাগ করে, এবং চিকিৎসা কঠিন হয়ে যায়
🚫 যেসব স্টেরয়েড কম্বিনেশন ক্রিম অবশ্যই এড়িয়ে চলবেন:
Dermasol, Quadriderm, Betnovate, combicid, Dermacom, dermomix,combo 4, tetramix
এ ধরনের সব স্টেরয়েডযুক্ত মিশ্রণ ক্রিম থেকে দূরে থাকুন।
#দাদ_দাউদ