24/11/2025
আজ, ২৩ নভেম্বর ২০২৫, শুভ জন্মদিন শহীদ রিয়া গোপ এবং শহীদ মো আলাউদ্দিন।
তাঁরা শুধু নাম নয়—তাঁরা আমাদের সাহসের প্রতীক, আমাদের অটল বিশ্বাসের আলো। জন্মেছিলেন মানবতার জয়গান গাইতে, বিদায় নিয়েছেন সত্যের পতাকা উঁচু করে। অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো, ন্যায়ের পথে অটল থাকা—এই শিক্ষা তাঁরা নিজেদের রক্তে লিখে গেছেন।
তাঁদের ত্যাগ ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়; তা আমাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে। আজকের প্রজন্ম তাঁদের স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ন্যায়, গণতন্ত্র ও মানবিকতার পথে। শহীদদের আলো কখনো নিভে যায় না—তা জ্বলে থাকে প্রতিটি সাহসে, প্রতিটি হৃদয়ে, প্রতিটি বাংলাদেশে।
এই দিনে আমরা শহীদ রিয়া গোপ এবং শহীদ মো আলাউদ্দিনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরন্তন প্রেরণা, আমাদের পথের দিশারি।
Today, November 23, 2025, we honor the birthdays of Shaheed Ria Gop and Shaheed Md. Alauddin.
They are not just names—they are symbols of courage and unwavering faith. They were born to spread the light of humanity and departed holding high the banner of truth. Standing tall against injustice and remaining steadfast on the path of righteousness—these lessons they wrote with their own blood.
Their sacrifice is not confined to the pages of history; it lives in every breath we take, in every step we move forward. Today’s generation carries their dreams in their hearts, marching toward justice, democracy, and humanity. The light of the martyrs never fades—it burns in every act of bravery, in every heart, in every corner of Bangladesh.
On this day, we remember Shaheed Ria Gop and Shaheed Md. Alauddin with deep respect. Their sacrifice is our eternal inspiration, our guiding star.
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেট করুন:
🔗 https://jssfbd.com/donation/
📞 হটলাইন: ১৬০০০