22/10/2025
🧠 স্ট্রোক – সময়মতো সঠিক পদক্ষেপই পারে জীবন বদলে দিতে!
স্ট্রোক মানে ব্রেইনের কোনো অংশে রক্ত সঞ্চালন বন্ধ হওয়া বা রক্তনালী ফেটে যাওয়ার কারণে স্নায়ু কোষের ক্ষতি হওয়া। আর এজন্যই হঠাৎ করে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা দৃষ্টি ঝাপসা হওয়া শুরু হয়।
⚠️ স্ট্রোক হলে যেসব শারীরিক সমস্যা দেখা দেয় –
✔ শরীরের এক পাশ অবশ বা দুর্বল (Hemiplegia)
✔ মুখ বেঁকে যাওয়া, কথা বলতে বা বুঝতে সমস্যা (Aphasia)
✔ হাত-পা শক্ত হয়ে যাওয়া, স্প্যাস্টিসিটি
✔ হাঁটতে ভারসাম্য হারানো, বারবার পড়ে যাওয়া
✔ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া
✔ গিলতে কষ্ট, স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া
✔ কাঁধে ব্যথা, Subluxation, Contracture
🧬 ব্রেইনের কোন অংশ বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে কোন ধরনের শারীরিক সমস্যা হয়?
ব্রেইনের অংশ / রক্তনালী সমস্যা / লক্ষণ
Middle Cerebral Artery (MCA)
শরীরের এক পাশ অবশ হয়ে যায় (Hemiplegia), মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া (Aphasia)।
Anterior Cerebral Artery (ACA)
পা বেশি দুর্বল হয়, হাঁটাচলায় সমস্যা, মূত্র ধরে রাখতে না পারা।
Posterior Cerebral Artery (PCA)
চোখের দৃষ্টি ঝাপসা/অন্ধকার দেখা, Visual field loss, মেমরি সমস্যা।
Brainstem / Vertebrobasilar circulation
মাথা ঘোরা, গিলতে অসুবিধা, দুই পাশের শরীর দুর্বলতা, চোখের নড়াচড়া সমস্যা, শ্বাসকষ্ট।
Cerebellum
ভারসাম্যহীনতা, হাঁটতে কাঁপা কাঁপা, হাত কাঁপা (ataxia)।
Left Hemisphere Stroke
ডান পাশ অবশ, কথা বলতে বা বুঝতে অসুবিধা (Aphasia)।
Right Hemisphere Stroke
বাম পাশ অবশ, দিক ও অবস্থান বুঝতে সমস্যা (Neglect), আচরণের পরিবর্তন।
🌿 স্ট্রোকের পর ফিজিওথেরাপি কেন জরুরি?
✅ মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ (Neuroplasticity) তৈরি করে
✅ হাত-পায়ের শক্তভাব কমিয়ে চলাফেরা স্বাভাবিক করে
✅ ভাঙা ভারসাম্য ও হাঁটার ক্ষমতা ফিরিয়ে আনে
✅ জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ও বিকৃতি প্রতিরোধ করে
✅ রোগীকে ধীরে ধীরে নিজের কাজ নিজে করতে সক্ষম করে (ADL Training)
✅ রোবোটিক রিহ্যাবিলিটেশন, FES, Balance & Gait Training আরও দ্রুত উন্নতি ঘটায়
🎯 মনে রাখবেন – সময়মতো চিকিৎসা ও ফিজিওথেরাপি শুরু করলে স্ট্রোক রোগীও ফিরতে পারে স্বাভাবিক জীবনে।
📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে
Public Health & Physiotherapy Center
১, প্যারাডাইস ভুঁইয়া সেন্টার,
লিফটের ২
ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক
(বাংলাদেশ ডায়বেটিক সমিতি)
শান্তিনগর ,ঢাকা, বাংলাদেশ।
01716-197557
NHN Executive Physiotherapy & Rehabilitation
Public Health & Physiotherapy
Mahashin Akond