Dr. Md. Khorshed Alam

Dr. Md. Khorshed Alam Working as a Lecturer at Govt. Homeopathic Medical College & Hospital, Mirpur-14, Dhaka-1206

নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন।
13/10/2025

নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন।

নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন
12/10/2025

নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন

Measles বা হাম (লুতি):৩/৪ দিন ধরে শিশুটির অস্থিরতায় পরিবারের সবাই অনেক কষ্টে ছিলেন। সারারাত কান্নাকাটি, ছটফটানি আর নির্ঘ...
10/10/2025

Measles বা হাম (লুতি):
৩/৪ দিন ধরে শিশুটির অস্থিরতায় পরিবারের সবাই অনেক কষ্টে ছিলেন। সারারাত কান্নাকাটি, ছটফটানি আর নির্ঘুম। পূর্বে একাধিক বার শিশু বিশেষজ্ঞের কাছে গেলেও এবার হোমিওপ্যাথিতে আসেন। ৬ দিন পর যথেষ্ট প্রফুল্ল দেখাচ্ছে শিশুটিকে।

চিকিৎসা ও পরামর্শ নিন:
ডাঃ মোঃ খোরশেদ আলম
প্রভাষক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
+88 01552574600(What’s app/Imo)

05/10/2025
শিশুর যত্নে যা যা করনীয়ঃ
03/10/2025

শিশুর যত্নে যা যা করনীয়ঃ

ব্র্যাচিয়াল ফিস্টুলা (Brachial fistula)প্রায় ৩/৪ বছর ধরে কিছু দিন পর পর পুঁজ নির্গত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে অপারেশনই ...
14/09/2025

ব্র্যাচিয়াল ফিস্টুলা (Brachial fistula)
প্রায় ৩/৪ বছর ধরে কিছু দিন পর পর পুঁজ নির্গত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে অপারেশনই একমাত্র সমাধান। তারপরও একবার হোমিওপ্যাথির শরণাপন্ন হন। ১ মাস পর ২য় সাক্ষাৎতে জানালেন, আলহামদুলিল্লাহ পুঁজ নির্গত হওয়া সম্পূর্ণ বন্ধ হয়েছে।

চিকিৎসা ও পরামর্শ নিন:
ডাঃ মোঃ খোরশেদ আলম
প্রভাষক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
+88 01552574600(What’s app/Imo)

ফিটকিরি ব্যবহারে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে রয়েছে অনন্য উপকারিতা।চলুন জেনে নিইঃ★  ত্বক ও সৌ...
05/09/2025

ফিটকিরি ব্যবহারে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে রয়েছে অনন্য উপকারিতা।চলুন জেনে নিইঃ

★ ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. সেভ করার পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

★ ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

★ মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ডাঃ মোঃ খোরশেদ আলম
+8801552574600

বয়স অনুযায়ী বাচ্চাদের উচ্চতা ও ওজন
22/07/2025

বয়স অনুযায়ী বাচ্চাদের উচ্চতা ও ওজন

করোনার নতুন ভেরিয়েন্ট
23/06/2025

করোনার নতুন ভেরিয়েন্ট

কোভিড নিয়ন্ত্রণে জরুরী সতর্কতা: করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনা...
10/06/2025

কোভিড নিয়ন্ত্রণে জরুরী সতর্কতা:
করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:
i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে। এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন —এমনকি যদি কাশি বা হাঁচি নাও থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।
প্রার্থনা, সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা কোভিড থেকে মুক্ত থাকার চেষ্টা করতে পারি।

নিজে জানুন, অন্যকে জানিয়ে দিন।

Address

Baily Road
Dhaka

Telephone

+8801552574600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Khorshed Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Khorshed Alam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category