Health Revolution

Health Revolution রোগমুক্ত, ওষুধমুক্ত, স্বাস্থ্যকর জীবনের জন্য লাইফস্টাইল গাইডলাইন, হেলথ কেয়ার ও অর্গানিক সমাধান।
(4)

Mission
ব্যতিক্রমী প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জ্ঞান এবং সহায়তা পরিষেবা যা সকলের জন্য অ্যাক্সেসযোগ্য তা প্রদান করে আমাদের রোগীদের এবং জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণের উন্নতির জন্য জীবনের যত্ন নেওয়া।

Vision
স্বাস্থ্য বিপ্লবের কেন্দ্রবিন্দু হল একটি স্বাস্থ্যকর জীবনযাপনের পথ দেখানো। আমরা ক্লিনিকাল কেয়ার, শিক্ষা এবং গবেষণায় উৎকর্ষতার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সম্প্রদায় এবং শ্রমিকদের সম্পূর্ণ সুস্থতা বৃদ্ধিতে দৃঢ় প্রতিজ্ঞ।

Core Values
একটি সংগঠন হিসাবে, আমরা মূল্যবান:
• সুস্থতার প্রচার এবং শিক্ষার মাধ্যমে রোগীদের ক্ষমতায়ন।
• ব্যতিক্রমী, প্রমাণ-ভিত্তিক এবং রোগী-কেন্দ্রিক যত্ন প্রদান।
• বাধা দূর করা যাতে আমাদের রোগীরা সর্বোচ্চ সম্ভাব্য স্বাস্থ্য অর্জন এবং বজায় রাখে।
• যত্নের মান, নৈতিক আচরণ এবং গোপনীয়তা নিশ্চিত করার উপর জোর দিয়ে পেশাদারিত্বের সর্বোচ্চ মান।

ডায়াবেটিস: ভুল ধারণা vs আসল সত্যআমাদের সমাজে ডায়াবেটিস নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে।অনেকেই মনে করেন শুধু মিষ্টি ন...
04/12/2025

ডায়াবেটিস: ভুল ধারণা vs আসল সত্য
আমাদের সমাজে ডায়াবেটিস নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে।
অনেকেই মনে করেন শুধু মিষ্টি না খেলে বা পরিহার করলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।

❌ প্রচলিত ভুল ধারণা (The Myth)
“অনেকে মনে করেন চিনি খেলেই শুধু ডায়াবেটিস হয়।”

✅ আসল সত্য (The Reality)

এটি একটি মিথ্যা ধারণা।
চিনি বা মিষ্টি খাবার কিছুটা ভূমিকা রাখতে পারে, কিন্তু ডায়াবেটিসের মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যা মূলত অনিয়ন্ত্রিত লাইফস্টাইল-এর ফল।

ডায়াবেটিসের জন্য দায়ী ৫টি প্রধান লাইফস্টাইল ফ্যাক্টরঃ
দীর্ঘদিন ধরে চলা কিছু অভ্যাস শরীরের মেটাবলিজমকে ব্যাহত করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যা ডায়াবেটিসের পথ প্রশস্ত করে:

০১/ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
প্রক্রিয়াজাত খাবার (Processed Foods), ফাস্ট ফুড, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার নিয়মিত গ্রহণ।

০২/ অতিরিক্ত খাওয়ার অভ্যাস
শরীরের চাহিদার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ, যা স্থূলতার কারণ হতে পারে।

০৩/ পর্যাপ্ত ঘুমের অভাব
কম ঘুম হরমোন এবং মেটাবলিজমকে ব্যাহত করে।

০৪/ শারীরিক চর্চার অভাব
দীর্ঘ সময় বসে থাকা এবং প্রয়োজনীয় ব্যায়ামের অভাব।

০৫/ স্ট্রেস ম্যানেজমেন্টের অভাব
দীর্ঘমেয়াদী মানসিক চাপ রক্তে শর্করার মাত্রা দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি করে।

ডায়াবেটিস থেকে মুক্তি পেতে সঠিক লাইফস্টাইলের বিকল্প নেই।
তাই, আজ থেকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন এবং ডায়াবেটিস থেকে মুক্তির শপথ নিন।

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

03/12/2025

যে মুমিন জানে, তাকে কেউ প্রতারিত করতে পারে না | Dr Jahangir Kabir | Health Revolution

03/12/2025

আমি যে স্যারের কাছে পড়ালেখা করছি তারও ওপেন হার্ট সার্জারি করা হয়েছে | Dr Jahangir Kabir | Health Revolution

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

03/12/2025

মাত্র ১ সপ্তাহে ডায়াবেটিস থেকে মুক্তি চান?

হ্যাঁ—আপনি ঠিকই শুনেছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে ওষুধ নয় জেকে লাইফস্টাইলের ৫টি অভ্যাসই যথেষ্ট। যদি আপনি এই ৫টি অভ্যাস নিয়মিত মেনে চলেন, ইনশাআল্লাহ মাত্র ১ সপ্তাহেই আপনার শরীর বদলাতে শুরু করবে। হাজারো মানুষ ইতিমধ্যে উপকার পেয়েছে আপনিও পারবেন ইনশাআল্লাহ।

জেকে লাইফস্টাইলের ৫টি স্বাস্থ্যকর অভ্যাসঃ

১) স্বাস্থ্যকর খাবার
প্লেটে সঠিক খাবার মানেই রক্তে শর্করার ওঠানামা কম এবং দিনভর শক্তি বেশি।

২) Fasting & Autophagy (রোজা)
শরীরকে দেয় বিরতি শুরু হয় প্রাকৃতিক ডিটক্স।
ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩) নিয়মিত ব্যায়াম
সুগার বার্ন করে, এনার্জি ও স্ট্যামিনা বাড়ায় এবং শরীরকে করে আরও অ্যাকটিভ ও হালকা।

৪) গভীর ঘুম
মেটাবলিজম ঠিক রাখে, হরমোন ব্যালান্স করে।

৫) মানসিক প্রশান্তি
স্ট্রেস কমলে শর্করাও স্থির থাকে মাইন্ডফুলনেস এখানে সত্যিই গেম-চেঞ্জার।

ডায়াবেটিসকে ভয় পাবেন না। অভ্যাস বদলালে অবশ্যই আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ্‌।
আজ থেকেই জেকে লাইফস্টাইলের ৫টি স্বাস্থ্যকর অভ্যাস মানতে শুরু করুন এবং ১ সপ্তাহ পর নিজেই আপনার ফল দেখুন।

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

03/12/2025

যে ভুলগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়—আজই জানুন ও সতর্ক হোন | Dr Jahangir Kabir | Health Revolution

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

03/12/2025

মেয়েদের হরমোন সমস্যা সম্পর্কেও প্রভাব ফেলে—জানেন কীভাবে? | Dr Jahangir Kabir | Health Revolution

02/12/2025

এ কারণে ভেঙে যাচ্ছে মেয়েদের সংসার—PCOS/PCOD কি আপনার জীবনেও আছে? | Dr Jahangir Kabir | Health Revolution

02/12/2025

পরিবারের জন্য পুরুষ সবকিছু করে একদিন নিজের পুরুষত্ব হারিয়ে ফেলে | Dr Jahangir Kabir | Health Revolution

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

ডায়াবেটিস শুধু রক্তে শর্করার সমস্যা নয়, দীর্ঘমেয়াদি ডায়াবেটিস বা অনিয়মিত চিকিৎসা লিভার, কিডনি, হার্ট এবং চোখের মতো গুরুত...
02/12/2025

ডায়াবেটিস শুধু রক্তে শর্করার সমস্যা নয়, দীর্ঘমেয়াদি ডায়াবেটিস বা অনিয়মিত চিকিৎসা লিভার, কিডনি, হার্ট এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

১️/ হার্ট ও রক্তনালি সমস্যা
দীর্ঘমেয়াদে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালিতে চর্বি জমে যায়।

ফলে ➤ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

২️/ কিডনি সমস্যা
অতিরিক্ত গ্লুকোজ কিডনির ক্ষুদ্র রক্তনালিগুলোকে ক্ষতিগ্রস্ত করে।

ফলে ➤ কিডনির ফিল্টারিং ক্ষমতা কমে যায়, দীর্ঘমেয়াদে কিডনি ফেইলিওর হতে পারে।

৩️/ চোখের সমস্যা 👁️
ডায়াবেটিসে চোখের রেটিনার ক্ষতি (Diabetic Retinopathy) হতে পারে।

ফলে ➤ দৃষ্টিশক্তি ঝাপসা, এমনকি অন্ধত্বের ঝুঁকি থাকে।

৪️/ নার্ভের সমস্যা 🧠
অতিরিক্ত শর্করা শরীরের নার্ভকে ক্ষতিগ্রস্ত করে, বিশেষ করে হাত ও পায়ে।

লক্ষণ ➤ ঝিনঝিনি, জ্বালাপোড়া বা অসাড়তা, যা বলা হয় Diabetic Neuropathy।

৫️/ পায়ের সমস্যা 🦶
নার্ভ ক্ষতি ও রক্তসঞ্চালন কমে যাওয়ায় পায়ে ➤ ক্ষত, সংক্রমণ ও গ্যাংগ্রিনের ঝুঁকি বাড়ে।

চিকিৎসা না নিলে ➤ অঙ্গচ্ছেদ পর্যন্ত প্রয়োজন হতে পারে।

আজকের সচেতনতা = আগামিকাল সুস্থ অর্গান।
সঠিক পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী স্বাস্থ্যকর লাইফস্টাইল অনুসরণ করুন।
আজকের ছোট ছোট পদক্ষেপই ইনশাআল্লাহ্‌ আপনার শরীরকে ডায়াবেটিসের ক্ষতি থেকে রক্ষা করবে।

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

02/12/2025

পুরুষের পুরুষালি ও মেয়েদের মেয়েলি শক্তি কমার আসল কারণগুলো জানেন কি? | Dr Jahangir Kabir | Health Revolution

02/12/2025

যা খাচ্ছেন তা শক্তি হিসাবে ব্যয় না হলে, চর্বি হয়ে জমে যা ডায়াবেটিসের কারণ | Dr Jahangir Kabir | Health Revolution

📞 সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ০৯৬৭৮-২৪২৪০৪ / ০৯৬৬৬-২৪২৪০৪
(প্রতিদিন সকাল ৮ টা - রাত ৯ টা)
📲 WhatsApp-এ যোগাযোগ করুন: ০১৫৯৫-৩৩৩৩৩৩
📩 ফেসবুকে মেসেজ পাঠান
🏥 আমাদের ঠিকানা: বাড়ি-২৯/৩১, নূর টাওয়ার, ব্লক-ডি, রোড-১, সেক্টর-২, আফতাবনগর, বাড্ডা, ঢাকা ১২১২

Address

JK Lifestyle LTD. 29/31 Noor Tower, Road/1, Sector/2, Block-D, Aftabnagar, Badda
Dhaka
1212

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Friday 07:00 - 20:00
Saturday 07:00 - 20:00
Sunday 07:00 - 20:00

Telephone

+8809666242404

Alerts

Be the first to know and let us send you an email when Health Revolution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Revolution:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram