09/10/2025
খুলনা বিভাগের বাগেরহাট জেলার বেতিবুনিয়া গ্রাম।
এবার পুজোর ছুটিতে যাবার প্লান করলাম ওখানে আমার এক রিলেটিভের বাড়িতে।
প্রায় সুন্দরবন এর কাছে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এর চুল্লী দেখা যায় যাবার সময়। আমি নিমন্ত্রণ পাবার সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকগুলো থ্রিল কাজ করছিলো।
নতুন যায়গা, সুন্দরবন এর কাছে......
আরো বড় বিষয় টা ছিল, গাড়ি গিলাতলা বাজারে রেখে ৩ কিলোমিটার পথ হয় হেঁটে না হয় ট্রলারে যেতে হবে।
আর প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা বিষয়ে জানার আগ্রহ তো ছিলোই।
অনেক বন্ধুর পথ পার হয়ে আসার পর বরন করে নেয়ার বিষয় টাও ছিলো অনেক চিত্তাকর্ষক।
আমার জন্য উঠানে রুগী দেখার ব্যাবস্থা করে রেখেছিলেন দাদা আমার অজান্তেই। যার ফলস্বরূপ গ্রামের মানুষদের সাথে কিছুটা গল্প ও হয়ে গেল😎🌹
ভালো থাকুক গ্রামের মানুষগুলো।