The Jamdani kutir

The Jamdani kutir we are retailer and wholesaler

জামদানি নিয়ে কিছু আলাপ 💙
জামদানী শাড়ি হলো মেয়েদের👰 একটা দূর্বলতার জায়গা💔। এর যত্নে হেলাফেলা করা যাবেনা কিন্তু একদমই। তাই শখের জামদানী টি ভালো রাখতে কিছু তথ্য জেনে নিন।
👉🍁🌿 জামদানি শাড়ি ব্যবহারের পর ভাঁজ করে অনেক দিন রেখে দিলে তা ভাঁজে ভাঁজে ফেঁসে যেতে পারে। আবার হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলেও শাড়ি মাঝখানে ফেটে যায়। তাই জামদানি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাঁজ করে রাখতে নেই। রোল করে রাখতে পারেন কোন শক্ত কাঠের ঊপর, যেভাবে রাখা হয় থান কাপড়। এভাবে রাখলে জামদানি কখনোই নষ্ট হবে না।
👉🍁🌿 জামদানি শাড়ি অন্যান্য সাধারণ শাড়ির মতো ঘরে ধুইলে নষ্ট হয়ে যাবে নিশ্চিত। তাই ঘরে না ধুয়ে ড্রাইওয়াশ করানো ভালো। এ ছাড়া সবচেয়ে ভালো হয় জামদানি শাড়ি কাটা ওয়াশ করালে। এ ক্ষেত্রে যারা জামদানি তৈরি করেন তারাও এ কাজটি করে থাকেন। কাটা ওয়াশ করিয়ে নিলে আপনার শখের জামদানি শাড়িটি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
👉🍁🌿 কিছুদিন পর পর শাড়ী গুলো খুলে রোদে দিয়ে ভালো করে বাতাসে ঠান্ডা করে আবার যত্ন সহকারেই আলমারিতে রেখে দেবেন। মনে রাখবেন রোদ থেকে এনে সাথে সাথেই তা আলমারিতে ঢুকিয়ে রাখলে আপনার শাড়ীটি আর ভালো থকার সম্ভাবনা নেই।
👉🍁🌿 জামদানি পরার পর যদি কোন দাগ পড়ে যায়, তাহলে তা নিজের হাতে ঘসে ঘসে না উঠিয়ে সেখানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন, তারপর ড্রাই ক্লিনিং এ দিন।
👉🍁🌿 জামদানির নিচের পাড়ে অবশ্যই ফলস পাড় লাগিয়ে নেবেন কেনার পর পরই, তাহলে ময়লা বা জূতার ঘসাতে নিচের পাড়টা নষ্ট হবে না, টেকসই থাকবে।
👉🍁🌿 সুতি কিংবা হাফ সিল্ক, যা-ই হোক না কেন , কোন ভাবেই জামদানী পানিতে ওয়াশ করতে যাবেন না। আর যদি জুতা'র হিলে, রিক্সায় বা কোনভাবে খোঁচা লেগে শখের জামদানিটি ছিঁড়ে যায়, তাহলে সেটা সুই সুতা দিয়ে ঠিক না করে কোন তাতি'র কাছে দিন, এমনভাবে ঠিক করে দেবে যে আপনি নিজেও ধরতে পারবেন না জামদানী টা কোন জায়গায় ছিঁড়ে গিয়েছিলো।
👉🍁🌿 ৪/৫ বার পরার পরই জামদানী কাটা করিয়ে নেবেন, তাহলে তা ভালো থাকবে। কাটা করা মানে কেটে ফেলা মনে করবেন না, জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। কয়েকবার পরার পর সেই মার গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িতা নেতিয়ে পড়ে। কাটা করা মানে হলো সেই জামদানিটিতে মাড় প্রয়োগ করা। এটা করলে একদম নতুনের মতো হয়ে যাবে আপনার প্রিয় শাড়িটি।
✍জামদানী শাড়ি গুলা যদি উপরের নিয়মে যত্ন করতে পারেন তবে আপনার শাড়িটি দীর্ঘদিন থাকবে নতুনের মতো।
👉চিকন সুতার হাল্ফ সিল্ক ঢাকাইয়া জামদানি শাড়ি
বিশেষ দিনগুলোর জন্য বিশেষ রঙ এর শাড়ি পড়তে অনেকেই পছন্দ করেন। শাড়ি ছাড়া যেন বাঙালী নারীর কথা ভাবাই যায় না।
অর্ডার করতে ইনবক্স অথবা কল করুনঃ
☎ ☎ 01684411172 📞📞
**ডেলিভারি প্রক্রিয়া :
সার্ভিস চার্জ ঢাকা শহরের মধ্যে মাত্র ৬০ টাকা (হোম ডেলিভারি), এবং ঢাকার বাহিরে ১০০ টাকা।
*আপনি পাচ্ছেন পন্য হাতে পেয়ে টাকা দেয়ার সুবিধা*
আমরা সারা বাংলাদেশে ( এস,এ পরিবহন,সুন্দরবন,এর মাধ্যমে ডেলিভারি করে থাকি।)

নতুন আগমন ✨৮০, ৮৪ ও ১০০ কাউন্টের এক্সক্লুসিভ জামদানি শাড়ি — এখন পাওয়া যাচ্ছে আমাদের “শাড়ি স্টোর”-এ 🛍️প্রতিটি শাড়িতেই ...
29/10/2025

নতুন আগমন ✨
৮০, ৮৪ ও ১০০ কাউন্টের এক্সক্লুসিভ জামদানি শাড়ি — এখন পাওয়া যাচ্ছে আমাদের “শাড়ি স্টোর”-এ 🛍️

প্রতিটি শাড়িতেই রয়েছে নিপুণ হাতের কারুকাজ, ঐতিহ্য ও আধুনিকতার অনবদ্য মেলবন্ধন।
👉 রঙ, নকশা ও বুননে প্রতিটি জামদানি একেকটি শিল্পকর্ম।
👉 উৎসব, বিয়ে বা বিশেষ দিনে নিজেকে করুন আরও রাজকীয় সৌন্দর্যে উজ্জ্বল।

📸 নিচের ছবিতে দেখুন আমাদের নতুন কালেকশন —
💫 এখনই ভিজিট করুন Store এ
📦 সারাদেশে হোম ডেলিভারি সুবিধা
💬 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

Karchupi Work Pre oder available Visit our Shop 🔻
23/09/2025

Karchupi Work
Pre oder available
Visit our Shop 🔻

Welcome to Bangladesh 🇧🇩
21/09/2025

Welcome to Bangladesh 🇧🇩

✨ পূজার সাজ হোক রাজকীয় – নতুন মসলিন জামদানি কালেকশন ✨🪔 দূর্গোৎসব মানেই নতুন সাজ, নতুন আনন্দ।এবার পূজায় সাজুন আমাদের এক্স...
28/08/2025

✨ পূজার সাজ হোক রাজকীয় – নতুন মসলিন জামদানি কালেকশন ✨

🪔 দূর্গোৎসব মানেই নতুন সাজ, নতুন আনন্দ।
এবার পূজায় সাজুন আমাদের এক্সক্লুসিভ মসলিন জামদানি শাড়ি দিয়ে!

👗 ৬৪, ৮৪ এবং ১০০ কাউন্টে হাতে বোনা
🌸 হালকা, আরামদায়ক ও আভিজাত্যমণ্ডিত
🌟 প্রতিটি ডিজাইনেই আছে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া

🎉 সীমিত কালেকশন – শুধুই পূজার জন্য
🧵 প্রতিটি শাড়িতে লুকিয়ে আছে কারুকার্যের অনন্য গল্প

📌 আজই বুক করুন আপনার পছন্দের মসলিন জামদানি শাড়ি
📞 অর্ডারের জন্য ইনবক্স করুন এখনই
🚚 সারা বাংলাদেশে হোম ডেলিভারি

✨ এই পূজায় আপনার আভিজাত্যের পরিপূর্ণ সঙ্গী – মসলিন জামদানি ✨
#বাংলারশাড়ি #বাংলারগর্ব #ঢাকাইজামদানি #হাতেরবুনন #বাংলারঐতিহ্য

100-120 count pure red Bridal Jamdani saree are now available in our The Jamdani kutir Inbox for Order Now***   #ঢাকাইয়...
20/07/2025

100-120 count pure red Bridal Jamdani saree are now available in our The Jamdani kutir
Inbox for Order Now***
#ঢাকাইয় #হ্যান্ডলুমজামদানি #জামদান #ঢাকাইজামদানি

চিকন মিহি সুতার জামদানি শাড়ি তাতি দামে কিনতে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন। খুবই সফট কোয়ালিটির জামদানি শাড়ি এবং বুননও ...
15/07/2025

চিকন মিহি সুতার জামদানি শাড়ি তাতি দামে কিনতে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন। খুবই সফট কোয়ালিটির জামদানি শাড়ি এবং বুননও অনেক ভাল।
Made from 100% Quality Reshom !
Try our Easy Breezy Original Jamdani Saree in Soft and We Promise They are The Most Comfortable Jamdani Saree that You will Ever Wear !

📌 তাঁতির হাতে বুনা অরিজিনাল জামদানি শাড়ি
📌 নিজস্ব তাঁতে বুনা জামদানি শাড়ি খুচরা ও পাইকারী বিক্রয় করে থাকি।

আমাদের জামদানি শাড়ির বৈশিষ্ট্য :-
🍂১০০% অরিজিনাল ঢাকাই জামদানি
🍂হাতে বুনন ।
🍂সূক্ষ বুনন ও পাকা রংয়ের নিশ্চয়তা।
🍂রুচি সম্মত কালার ও ডিজাইন।

অর্ডার করার নিয়মাবলি:

✅ক্যামেরা ইফেক্ট এর জন্য কালারে সামান্য চেঞ্জ হতে পারে, এর জন্য অ করা যাবে না❌❌❌
✅ঢাকার মধ্যে ২০% অ্যাডভান্সে ক্যাশ অন ডেলিভারি দেয়া যাবে
✅ঢাকার বাইরে ৫০% অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য।
✅বিনা কারনে ভালো লাগছে না বিধায় অর্ডার ক্যান্সেল করা যাবে না এবং কোনো ধরনের রিফান্ড দেয়া হবে না
✅ফলস, পিকু ,ট্যাসেল করতে হলে, ৫০০ টাকা অ্যাডভান্স করতে হবে যা নন রিফান্ডেবল এবং ফলস পিকু ট্যাসেল করা শাড়ি ব্যাক নেয়া হবে না এবং শাড়ির ভাঁজ নষ্ট করলেও শাড়ি ফেরত নেওয়া হবে ❌❌


#হ্যান্ডলুমজামদানি #ঢাকাইজামদানি #জামদান #ঢাকাইয়

এখন জুলাই মাস ব্যাপী সর্বোচ্চ ডিসকাউন্ট।কথা দিলাম বেশিরভাগ জামদানি আমাদের কেনা দামে বিক্রি করে দিবো, এগুলো কিনলে দামের দ...
14/07/2025

এখন জুলাই মাস ব্যাপী সর্বোচ্চ ডিসকাউন্ট।কথা দিলাম বেশিরভাগ জামদানি আমাদের কেনা দামে বিক্রি করে দিবো, এগুলো কিনলে দামের দিক দিয়ে অবশ্যই জিতবেন।

∆ দাম: ১৫,৫০০/- কোড: TJK-120
∆ কাউন্ট: 100 and 120 ব্লাউজ পিছ সহ।
∆ হাফ সিল্ক।
∆ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, রিটার্ন অপশন আছে।

Address

Dhanmondi Hokars Market Elephant Road Dhaka . SHOP NUMBER/91
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when The Jamdani kutir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Jamdani kutir:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram