Mohammad Abu Esa

Mohammad Abu Esa Myself, Mohammad Abu Esa from Bangladesh. Graduate Medical Technologist
(Radiology & Imaging)

25/11/2025
25/11/2025

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন শেষে জাতীয় নেতৃবৃন্দের মতবিনিময়

25/11/2025

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন শেষে জাতীয় নেতৃবৃন্দের নির্দেশনা

25/11/2025

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন থেকে

10/11/2025

Louis Gray was a physicist and radiobiologist most known for defining the gray, the SI unit of radiation dosage. His research on radiotherapy and cancer treatments continue to positively impact lives today, and inspire further research. Happy Birthday, Louis Gray!

🩺 X-RAY vs MRI vs CT — Understanding the Difference in Medical ImagingModern healthcare relies heavily on imaging to det...
21/10/2025

🩺 X-RAY vs MRI vs CT — Understanding the Difference in Medical Imaging

Modern healthcare relies heavily on imaging to detect, diagnose, and monitor diseases, but each scan type serves a distinct purpose. Here’s a simple breakdown.

🔹 X-RAY

Best for: Bone fractures, lung infections, dental issues

How it works: Uses ionizing radiation to create quick images of dense structures like bones

Time: Just a few minutes
➡️ Commonly used for fractures, chest infections, and initial screenings

🔹 MRI (Magnetic Resonance Imaging)

Best for: Soft tissues, brain, spinal cord, ligaments, and muscles

How it works: Uses magnetic fields and radio waves (no radiation) to produce highly detailed images

Time: 30–60 minutes
➡️ Preferred for neurological and musculoskeletal evaluations where soft tissue clarity is key

🔹 CT (Computed Tomography) Scan

Best for: Emergencies, internal bleeding, tumors, and complex injuries

How it works: Combines multiple X-ray images to create a 3D view of internal structures

Time: 5–10 minutes
➡️ Frequently used in trauma cases and cancer detection due to its speed and precision

Conclusion:
Each imaging tool has its own strengths —
X-rays are quick and efficient,
MRIs provide unmatched detail for soft tissues, and
CT scans offer comprehensive 3D visuals for rapid decision-making in critical care.

hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag hashtag

10/10/2025

নিজেকে বদলান এই ১০টি স্কিলে—আমি বদলেছি, আপনিও পারবেন
সাধারণত দুই ধরনের মানুষ উন্নতি করতে পারে না— ১. পরিকল্পনাহীন মানুষ, যারা লক্ষ্য ঠিক করে না বা রুটম্যাপ বানায় না। ২. কৃপণ বা ছোটলোক, যারা নিজের ওপর খরচ করতে দ্বিধা করে।
নিচে এমন ১০টি স্কিলের কথা বলছি, যেগুলো আমি নিজেও বাস্তবে অনুশীলন করেছি এবং যেগুলো সত্যিই কাজের।
---
১. একাডেমিক রাইটিং স্কিল (Academic Writing Skill)
একাডেমিক রাইটিং হলো আপনার চিন্তাভাবনাকে যুক্তিপূর্ণ ও গঠিতভাবে প্রকাশ করার শিল্প। এটি গবেষণা, থিসিস, এবং জার্নাল লেখার মূল ভিত্তি।
আমার অভিজ্ঞতা: আমার গবেষণার ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল ও গবেষণাপত্র লেখার সময় বুঝেছি—ভালো লেখা শুধু শব্দ নয়, বরং যুক্তির ধারা। এর বাইরে, শুধু ইংরেজি শেখার জন্য জাকির হোসাইন এর একটা বই A passes to the English language অনুশীলনের মাধ্যমে আমি লেখায় কাঠামো তৈরি করা শিখেছি।
আমার পরামর্শ: প্রতিদিন অন্তত ২০০ শব্দের একাডেমিক প্যারাগ্রাফ লিখুন।
বই
A passes to the English language- এস এম জাকির হুসাইন (Unique Book)
বেস্টসেলার বই:
They Say / I Say – Gerald Graff & Cathy Birkenstein
Writing Your Journal Article in 12 Weeks – Wendy Laura Belcher
---
২. রিসার্চ স্কিল ও রিসার্চ শেখা (Research Skills)
গবেষণা মানে প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা এবং উত্তর খোঁজা। এটি একাডেমিক জীবনের কেন্দ্রবিন্দু।
আমার অভিজ্ঞতা: প্রথমে গবেষণা কঠিন মনে হলেও, হাতে-কলমে কাজ করার পর বুঝেছি—এটি শেখার প্রক্রিয়া। ছোট ছোট বিষয় ইংরেজিতে নয় বরং বাংলায় খুব ভালোমতো বুঝে আত্মস্থ করা খুব জরুরী, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকান জাপান সুইজারল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে জার্মানি তারা গণিত পর্যন্ত নিজের ভাষায় শেখে। তাই নিজের ভাষায় শুরুতেই শেখার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন তাহলে সারা জীবন মনে থাকবে।
আমার পরামর্শ: অনলাইন প্ল্যাটফর্ম থেকে বাংলায় পড়ায় এমন কারো কাছ থেকে গবেষণা শিখতে পারেন, এছাড়া (Coursera, EdX) থেকে “Research Methods” কোর্স নিন এবং নিজের আগ্রহের বিষয়ে একটি ছোট প্রজেক্ট শুরু করুন।
এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দ্রুত নিজেকে ছাড়িয়ে যাওয়া সম্ভব যদি আপনি নিজ ভাষায় বই পড়েন, তাই গবেষণার এক বা একাধিক বাংলা বই অবশ্যই সাথে রাখবেন। এটা আপনার জন্য একটা মাস্টারমাইন্ড ডিসিশন হবে দেখবেন খুব দ্রুত নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অনেকটা জ্যামিতিক হারে।
বাংলায় গবেষণা বই:
গবেষণার অ আ ক খ- MD Rony Masud (Unique Book)
বেস্টসেলার বই:
Research Design – John W. Creswell
The Craft of Research – Wayne C. Booth
---
৩. কমিউনিকেশন স্কিল (Communication Skill)
যোগাযোগের দক্ষতা কেবল ইংরেজি জানা নয়—এটি আত্মবিশ্বাস ও স্পষ্টতা প্রকাশের ক্ষমতা।
আমার অভিজ্ঞতা: Speaking অনুশীলনের মাধ্যমে আমি ইংরেজিতে নিজেকে সাবলীলভাবে প্রকাশ করা শিখেছি। প্রতিদিন কথা বলার অভ্যাস আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।
আমার পরামর্শ: প্রতিদিন ইংরেজিতে কথা বলুন, ইউটিউবে, গল্প , নিউজ , মজার কোন কিছু বা বক্তৃতা দেখে “Shadowing Technique” ব্যবহার করুন। মনে রাখবেন শেখা টাই মূল কথা তবে আনন্দের সাথে শেখার চেষ্টা করুন যেটা ভালো লাগে সেটা দেখুন এবং শিখুন।
বেস্টসেলার বই:
How to Talk to Anyone – Leil Lowndes
Talk Like TED – Carmine Gallo
---
৪. টেকনিক্যাল স্কিল (Data & Software Skills)
ডেটা ও সফটওয়্যার জানা মানে গবেষণাকে প্রমাণে রূপান্তর করার ক্ষমতা অর্জন করা।
আমার অভিজ্ঞতা: আমি Stata, R ও Excel শিখেছি অনলাইন ট্রেনিং ও প্রকৃত প্রজেক্টে কাজ করে। তাত্ত্বিক শেখার চেয়ে হাতে-কলমে অনুশীলনেই দক্ষতা আসে।
আমার পরামর্শ: আমি শেখাটাকে সবচেয়ে গুরুত্ব দেই আপনি যদি শিখতে পারেন তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার সার্টিফিকেট হিসেবে কাজ করবে কিন্তু আপনি শিখেননি অথচ সার্টিফিকেট আছে বিষয়টা খুবই বিব্রতকর। আপনি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রাম, বিভিন্ন ইউনিভার্সিটির কিছু প্রোগ্রাম ,DataCamp, Coursera বা Udemy থেকে Stata, R, Python কোর্স করে সার্টিফিকেট নিন—এগুলো সিভিতে একাডেমিক ভ্যালু যোগ করবে। তবে সার্টিফিকেটই দিনশেষে সবকিছু না আমি সার্টিফিকেট নিয়েছি কিন্তু কোথাও দেখাই না।
বেস্টসেলার বই:
R for Data Science – Hadley Wickham & Garrett Grolemund
Python for Data Analysis – Wes McKinney
---
৫. নেটওয়ার্কিং ও একাডেমিক কানেকশন (Networking & Academic Connection)
ভালো নেটওয়ার্ক মানে ভালো সুযোগ। একাডেমিক সম্পর্ক আপনাকে নতুন ধারণা ও সহযোগিতার পথ দেখায়।
আমার অভিজ্ঞতা: সত্যি বলতে নেটওয়ার্ক নিয়ে আমি খুব বেশি সময় দেই না তবে আমি যতটুকু দিয়েছি আমার মনে হয়েছে ফেসবুক ভালো কাজে ব্যবহার করা যেতে পারে এবং একই সাথে ইমেইল খুব ভালো একটা মাধ্যম। এ দুইটা প্লাটফর্ম ভালোমতো ব্যবহার করার পরে আপনি চাইলে LinkedIn ও ResearchGate ব্যবহার করে একাডেমিক সংযোগ তৈরি করতে পারেন যা পরবর্তীতে গবেষণায় সহায়ক হতে পারে।
আমার পরামর্শ: আপনার ফিল্ডের প্রফেসর ও গবেষকদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের কাজ পড়ে মতামত দিন এবং শেখার মানসিকতা দেখান।
বেস্টসেলার বই:
Never Eat Alone – Keith Ferrazzi
Networking for People Who Hate Networking – Devora Zack
---
৬. প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং (Presentation & Public Speaking)
ভালো গবেষক শুধু লেখে না—সে কথা বলেও প্রভাব ফেলতে পারে। উপস্থাপনাই আপনার চিন্তাকে জীবন্ত করে তোলে।
আমার অভিজ্ঞতা: প্রথম কনফারেন্সে উপস্থাপনা দিতে গিয়ে নার্ভাস ছিলাম, কিন্তু নিয়মিত অনুশীলনে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
আমার পরামর্শ: প্রতিটি প্রেজেন্টেশন ভিডিও করে দেখুন, কোথায় দুর্বলতা আছে বুঝুন এবং উন্নতি করুন।
বেস্টসেলার বই:
Presentation Zen – Garr Reynolds
The Quick and Easy Way to Effective Speaking – Dale Carnegie
---
৭. ইমোশনাল ইন্টেলিজেন্স (Emotional Intelligence)
উচ্চশিক্ষা বা গবেষণার পথে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক ভারসাম্য সবচেয়ে বড় সম্পদ।
আমার অভিজ্ঞতা: একাধিকবার প্রত্যাখ্যাত হয়েও হাল না ছাড়া আমাকে আরও শক্ত করেছে। ধৈর্য রাখাই আমার সবচেয়ে বড় শেখা।
আমার পরামর্শ: নিজের অনুভূতি পর্যবেক্ষণ করুন, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিন।
বেস্টসেলার বই:
Emotional Intelligence 2.0 – Travis Bradberry & Jean Greaves
Emotional Intelligence – Daniel Goleman
---
৮. লার্নিং মাইন্ডসেট (Continuous Learning)
যিনি প্রতিদিন কিছু নতুন শিখতে পারেন, তিনিই আসলে এগিয়ে থাকেন।
আমার অভিজ্ঞতা: আমি প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করেছি—নতুন রিসার্চ, নতুন সফটওয়্যার, নতুন শব্দভান্ডার।
আমার পরামর্শ: প্রতিমাসে অন্তত একটি বই শেষ করুন এবং শেখা জিনিস নোট করে রাখুন।
বেস্টসেলার বই:
Mindset: The New Psychology of Success – Carol S. Dweck
Atomic Habits – James Clear
---
৯. গ্লোবাল এক্সপোজার ও কালচারাল অ্যাওয়ারনেস (Global & Cultural Awareness)
আন্তর্জাতিক পরিবেশে মানিয়ে নেওয়া ও বিভিন্ন সংস্কৃতি বোঝা একাডেমিক সাফল্যের মূল অংশ।
আমার অভিজ্ঞতা: বিদেশি গবেষকদের সঙ্গে কাজ করে শিখেছি—ভিন্ন সংস্কৃতি বোঝা মানেই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা।
আমার পরামর্শ: আন্তর্জাতিক সেমিনার, অনলাইন কনফারেন্স ও ওয়েবিনারে অংশগ্রহণ করুন।
বেস্টসেলার বই:
The Culture Map – Erin Meyer
Global Dexterity – Andy Molinsky
---
১০. লিডারশিপ ও ইনিশিয়েটিভ স্কিল (Leadership & Initiative)
গবেষণা বা একাডেমিক প্রজেক্টে নেতৃত্ব নেওয়া মানে দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণ শেখা।
আমার অভিজ্ঞতা: একাধিক টিমওয়ার্কে নেতৃত্ব দিয়ে আমি শিখেছি—সঠিক দিকনির্দেশনা দলের সাফল্যের মূল।
আমার পরামর্শ: ছোট প্রজেক্টে নেতৃত্ব নিন; এটি আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে।
বেস্টসেলার বই:
Leaders Eat Last – Simon Sinek
The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey
---
এই ১০টি স্কিল বাস্তবে অনুশীলন করলে আপনি কেবল একজন শিক্ষার্থী নন, বরং একজন পরিণত গবেষক ও ভবিষ্যৎ নেতা হয়ে উঠবেন। প্রতিটি বইই আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাস্তব জীবনে কার্যকর।
নিজের ওপর খরচ করা কখনোই ব্যয় নয়, এটি একটি বিনিয়োগ। আপনি যদি এখন নিজের উন্নয়নের জন্য সময়, টাকা ও পরিশ্রম দেন, ভবিষ্যতে তা হাজার গুণ ফেরত দেবে। আমি আমার জীবনে দেখেছি—যারা শেখার পেছনে বিনিয়োগ করেছে, তারাই একসময় স্কলারশিপ বা বিদেশে পড়ার সুযোগ পেয়েছে।
সবশেষে, আমার একটা ব্যর্থতার গল্প শোনাবো: IELTS নিয়ে সেই মানের গবেষণা ভিত্তিক বই বাংলায় বাংলাদেশে খুব কম, নেই বললেই চলে যেগুলো আছে সেগুলো বেশিরভাগ কপি পেস্ট। আমি জাপানে থাকাকালীন সময়ে এই IELTS রাইটিং এর উপরে একটি গবেষণা ভিত্তিক বই বের করি। একেবারে ইউনিক একটা বই কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। বিষয়টা আমার জন্য খুবই হতাশার।
---
✍️ Md Rony Masud
━━━━━━━━━━━━━━━
📚 লেখক, গবেষক ও শিক্ষক
📖 প্রকাশিত বই:
→ গবেষণার অ আ ক খ (The ABCs of Research)

আমি আগে সব কাজেই দৌড়ে যেতাম। কেউ কিছু বললেই “আচ্ছা করে দিচ্ছি” বলে হাত লাগাতাম। অফিসে, বাসায়, বন্ধুদের মধ্যে — সবাই জানত...
05/10/2025

আমি আগে সব কাজেই দৌড়ে যেতাম। কেউ কিছু বললেই “আচ্ছা করে দিচ্ছি” বলে হাত লাগাতাম। অফিসে, বাসায়, বন্ধুদের মধ্যে — সবাই জানত আমি সবসময় “এভেইলেবল”। শুরুতে এটা ভালোই লাগত। মনে হতো সবাই আমাকে চায়, আমার ওপর ভরসা রাখে। কিন্তু পরে বুঝলাম, এই সবখানে ছুটে বেড়ানোটা আমার নিজের সময়কে মেরে ফেলছে।
সবাই যখন জানে তোমাকে সবসময় পাওয়া যাবে, তখন তোমার সময়ের দাম হারায়। কাজের মূল্য না কমলেও, তোমার প্রতি রেসপেক্টটা কমতে শুরু করে। কেউ ভাবেও না তুমি ক্লান্ত কিনা, বা তোমারও নিজের কোনো কাজ আছে কিনা। শুধু জানে — “ও আছে, ও করবে।”
একসময় বুঝলাম, আমি অনেক কিছু করছি কিন্তু কোনো কিছুতেই ডিপ ফোকাস দিতে পারছি না। ডিপওয়ার্ক করার সেই একাগ্র সময়টা হারিয়ে গেছে। মনের ভেতর যেন সবসময় এক অদ্ভুত তাড়া, বরং কিছু ফাঁকা শব্দ ঘুরে বেড়ায় — “আর একটু করলেই শেষ।” কিন্তু শেষটা আর হয় না।
তখনই সিদ্ধান্ত নিলাম, এবার নিজেকে গুটিয়ে নেব। সবার জন্য সবসময় এভেইলেবল থাকব না। প্রথমে মানুষ কষ্ট পেল, কেউ কেউ ভাবল আমি বদলে গেছি। কিন্তু আসলে আমি বদলাইনি — আমি শুধু নিজের সময়টাকে বাঁচাতে চেয়েছি। এখন আমি জানি, না বলতে পারা একটা স্কিল। আর নিজেকে সীমিত রাখাই মাঝে মাঝে নিজের ভ্যালু বাড়ানোর সবচেয়ে ভালো উপায়।
পুনশ্চ: তবে, স্কুল কলেজে ডাকলে আমি এভেইলেবল। নতুন প্রজন্ম বলে কথা।

RRakibul Hassan

Address

IPH Road, Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Esa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammad Abu Esa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram