19/11/2021
“নাকের পলিপাস” নিয়ে ভীতি, অপচিকিৎসা অত:পর “ব্যাবসা”....
===================================
বিগ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে সহজ বাংলায় কিছু কথা বলতে চাই।
সরকারী হাসপাতালে নাক কান গলা বহির্বিভাগে নাকের যত রোগী আসে তার আনুমানিক ২০% রোগী আসে “পলিপাস ভীতি” নিয়ে।এক্ষেত্রে একদম সমাজের উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত থেকে শুরু করে অশিক্ষিত ও নিম্মবিত্ত পর্যন্ত মোটামুটি একই অবস্থা।
নাকে কমবেশী সর্দী বা মাঝেমধ্যে নাক বন্ধ থাকলেই সবাই প্রথমেই “নাকের পলিপাস” সন্দেহ করে ভীত হয়ে আশেপাশের ফার্মেসীওয়ালা, হোমিওপ্যাথী,কবিরাজ, পল্লীচিকিৎসক ..... ইত্যাদি লোকজনের শরনাপন্ন হন। আর এই ভীতিকে পূঁজি করেই ভূয়া চিকিৎসকরা করেন অপচিকিৎসা এবং ব্যাবসা। আর তখনই ভীতি বেড়ে দ্বিগুন হয়।এই ”ভয়” এখন ব্যাক্তি থেকে পরিবার ও সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
নাক দেখেই উনারা রোগীদের নাকে পলিপাস হয়েছে বলে সিদ্ধান্ত জানান।এবং এর জন্য নানাবিধ দেশজ, ভেষজ ও আধ্যাত্বীক চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন।এবং যে চিকিৎসার পুরোটাই মারাত্বক ধরনের অপচিকিৎসা। এই ধরনের ভূয়া চিকিৎসকরা মানুষের অজ্ঞতা, সরলতা ও ভীতির সুযোগে সারা দেশের হাজার হাজার মানুষকে ভয দেখিয়ে চালাচ্ছে “পলিপাস চিকিৎসা” নামক এক ধরনের ধান্দা তথা ব্যাবসা। যত ভয় তত রোগী,তত ব্যাবসা।
#আবার এই অপচিকিৎসার দোষ পুরোটাই এই ভূয়া চিকিৎসকদের দেয়া ঠীক হবে না, কিছুটা দায় অবশ্যই এই অসচেতন জনগনের উপরেও বর্তায়।ক্রিমিনালরা আপনার অসচেতনতার সুযোগ নিবে,এটাই স্বাভাবিক।
#যেখানে সরকারী নাক কান গলা গলা বিশেষায়িত হাসপাতালগুলিতে হাজারে ১০ টা লোকেরও নাকের পলিপাস পাওয়া যায় না সেখানে হোমীও, কবিরাজ আর ফার্মেসীওয়ালাদের চেম্বারে কিভাবে প্রতিদিন শত শত নাকের পলিপাস রোগীর লাইন লেগে থাকে এ বিষয়ে কি জনগনের মনে একটুও সন্দেহ জাগে না?
#যেখাান সরকারী হাসপাতালে ১০ টাকা টিকিট কেটেই আপনি জানতে পারেন আপনার পলিপাস হলো কিনা, সেখানে না গিযে আপনারা চিলে কান নিয়ে যাওয়ার মতো ভয় পেয়ে দৌড়াচ্ছেন এসব অপচিকিৎসার পিছে।
#কেন অপচিকিৎসা বলছি?
কারন:-
**নাকের ভিতরের যে বস্তুটিকে উনারা পলিপাস বলছেন ওটা আদৌ পলিপাস-ই নয়।
**ওটা হলো নাকের ভেতরের একটা স্বাভাবিক স্ট্রাকচার যাকে বলে “নাকের টার্বিনেট”। ওটা উপর থেকে নিচে মোট ৩ জোড়া থাকে।হাত দিয়ে নাক উঁচু করলেই যেটা দেখা যায় সেটা হলো নিচের এক জোড়া টার্বিনেট।
**আপনার আমার যেমন এক জোড়া চোখ আছে, কান আছে, কিডনী আছে, ফুসফুস আছে .... ঠীক তেমনি আপনার আমার নাকের ভিতরের টাার্বিনেটগুলিও আমাদের শরীরের স্বাভাবিক প্রতঙ্গ। নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের ক্ষেতে এই টার্বিনেটের গুরত্বপূর্ন ভূমিকা আছে। ওটা স্বাভাবিকভাবেই ছোট বড় হতে পারে, আবার নাকের ভিতরে হাঁড়বাকা ও এলার্জিক কন্ডিশনেও এটি বড় হতে পারে।
**এই বড় টার্বিনেট যদি কখনো নিযমিত নাক বন্ধের কারন হয় তখন কিছু ঔষধ বা কিছু মাইনর সার্জিক্যাল পদ্ধতিতে এর সুনির্দিষ্ট চিকিৎসা দেয়া হয়।
**কিন্ত এটা কখনোই “নাকের পলিপাস” নয়। এবং পলিপাস সম্পূর্ন ভিন্ন জিনিস। পলিপাস কোন স্বাভাবিক প্রত্যঙ্গ নয়। এটা নাকের ভিতরের মিউকােসা আবরন থেকে বিশেষ কিছু কারনে স্যাগিং আউট হয়ে তৈরী হয।পলিপাসের জন্যও সুনির্দিষ্ট মেডিক্যাল ও সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি রয়েছে।
**”নাকের ফুলা টার্বিনেট” ও “ নাকের পলিপাস” এই দুটোর চিকিৎসাও আলাদা।
**আপনার শরীরে ম্যালেরিয়া রোগ হলে যদি ডেঙ্গু রোগের চিকিৎসা দেয়া হয় তাহলে যে মারাত্বক অপচিকিৎসা হবে ঠীক তেমনই “নাকের স্বাভাবিক টাার্বিনেট”কে নাকের “পলিপাস” নাম দিয়ে চলছে দেশজুড়ে অপচিকিৎসার রমরমমা ব্যাবসা।
#সচেতন রোগীদের প্রতি আহবান:-
যিনি আপনার নাক দেখে “পলিপাসের” চিকিৎসা নিতে পরামর্শ দিচ্ছেন তাকে জিজ্ঞাস করুন যে “পলিপাস” কি, কাকে বলে? পলিপাস কেন বলছেন? যিনি “পলিপাস” বলছেন উনার ডাক্তারী সার্টিফিকেট আছে কি? সার্টিফিকেট না থাকলে উনি কিভাবে পলিপাসের চিকিৎসা দিচ্ছেন? এসবের উত্তর না পেলে বুঝবেন আপনি ভুল জায়গায় এসেছেন।
রোগ নির্নয় ভুল হলে চিকিৎসাও ভুল। আর ভুলের মাশুল একমাত্র রোগীকেই গুনতে হয়।
#আশা করি এই লেখাটা মনযোগ দিয়ে পড়লে এখন থেকে আর পলিপাস নিয়ে ভীতি থাকবে না। কারন নাকের ভিতরে যে কয়েক প্রকারের পলিপাস হয় সেগুলি খুব কমন নয়, অর্থাৎ যত্রতত্র সবার হয় না। এগুলি খুব কম মানুষের হয়,৪% এর বেশী নয়। পলিপাসের ভীতি নিয়ে যারা আসেন তাদের আনুমানিক ৯৫% এরই দেখা যায় এলার্জিজনিত নাকের সমস্যা,নাকের হাড়বাঁকা বা নাকের ফুলা টার্বিনেট বা শুধুই ভীতি।চিকিৎসা ও উপদেশ মানলে যা সহজেই নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
#আর পলিপাসের জন্য যে ভয়টা নিযে লোকজন বেশী আসে তা হলো পলিপাস থেকে ক্যান্সার হয়ে যায় কিনা? কারন ভূয়া চিকিৎসকগন পলিপাসের চিকিৎসা না করালে রোগীকে ক্যান্সারের ভয় দেখিয়ে চেম্বারে আসতে উৎসাহ দেন।
— উত্তরটি স্পস্ট ভাষায় শুনে রাখুন,
“পলিপাস থেকে ক্যান্সার হওযার কখনোই কোন সম্ভাবনা নাই”।
কারন এটা নন-ক্যান্সারাস মিউকোসাল স্যাগিং।
#অতএব, নিজে সচেতন হোন এবং অপরকেও সচেতন করুন। আর ভূয়া চিকিৎসক ও অবৈজ্ঞানিক অপচিকিৎসা থেকে দূরে থাকুন।
**** গ্রামে গন্জে হাট বাজারে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা পলপাস চিকিৎসা কেন্দ্রের অপচিকিৎসার নমুনা দেখাতে নিচে একটি ১৬ বছরের মেয়ের (পার্মিশানসহ) ছবি দেয়া হলো।চিকিৎসার আগে ও পরের ছবি দেখে যে কেউ এর মারাত্মক পরিনতি সম্পর্কে কিন্চিৎ ধারনা পাবেন বলে আশা করা যায়।
অতএব সচেতন হোন,সুস্থ্য থাকুন।
(জনসচেতনতা বাড়াতে পোস্টটি অবিকৃতভাবে শেয়ার করতে পারেন)
ডা:মাহফুজ আহমেদ
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতাল।
#চেম্বার:-
ই.এন.টি এন্ড হেড-নেক ক্যান্সার কেয়ার।
৭৮,রজনীগন্ধা সুপার মার্কেট (২য় তলা ), কচুক্ষেত বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট,ঢাকা।
(01319643969)