Ohi Physio Care & Fitness

Ohi Physio Care & Fitness Our vision to creat Awareness & Improve human health. Message & Call by WhatsApp (01787775492).

OHI PHYSIO CARE & FITNESS পরিবারে আপনাকে সু-স্বাগতম। সুস্থতা,সচেতনতা, ফিটনেস এবং আপনার সার্বিক সহযোগিতা আমাদের লক্ষ্য।
WHAT MAKES US UNIQUE? OHI PHYSIO CARE & FITNESS শুধুমাত্র আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যাপারেই ধারনা দিবে না একই সাথে আপনার সুস্থতা, নিয়মতান্ত্রিক খাওয়া দাওয়া, ব্যায়াম ও জীবনযাপনের জন্য সার্বিক সহযোগিতা করবে।
আমাদের অর্জিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করা এবং ফিজিওথেরাপির বিভিন্ন কার্যকরী ব্যায়াম , বিভিন্ন ইকুইপমেন্টস এবং অসংখ্য স্বাস্থ্য টিপস দেওয়ার মাধ্যমে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টায় আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবো।
MEET OUR TEAM-
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট, ফুড নিউট্রিশনিস্ট ও টেকনিক্যাল এক্সপা্র্ট নিয়ে আমাদের টিম আপনাকে সঠিক দিকনির্দেশনা সহ সুস্থ জীবন গঠনে সার্বক্ষণিক সহায়তা করার জন্য প্রস্তুত । আমাদের টেকনিকাল এক্সপাট আধুনিক মানের ব্যয়ামের উপকরন সাপ্লাই দিয়ে আপনার পাশে থাকবে।
JOIN THE CONVERSATION-
আমাদের সাথে ফেসবুক পেইজ, ওয়েব-সাইট, হোয়াটসঅ্যাপ এ সংযোগ থাকতে পারেন। আপনি যেকোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে এই পরিবারের একজন সদস্য হতে পারেন। ধন্যবাদ

ফিজিও গান / ম্যাসেজ গান ব্যবহার করার সুবিধা কি কি?১) রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি২) ব্যথা উপশম৩) আঘাত প্রতিরোধ৪) চাপ এবং উদ্বেগ...
24/10/2025

ফিজিও গান / ম্যাসেজ গান ব্যবহার করার সুবিধা কি কি?

১) রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি

২) ব্যথা উপশম

৩) আঘাত প্রতিরোধ

৪) চাপ এবং উদ্বেগ কমানো

৫) ফোকাস বৃদ্ধি ও উন্নত কর্মক্ষমতা

৬) পুনর্বাসন

🧠💪 আপনার পেশী আর মস্তিষ্ক কথা বলছে… ব্যায়ামই সেই আলাপের সূচনা! ✨ কখনও কি ব্যায়ামের পর মাথা আরও সতেজ, মনোযোগী বা খুশি ম...
02/10/2025

🧠💪 আপনার পেশী আর মস্তিষ্ক কথা বলছে… ব্যায়ামই সেই আলাপের সূচনা!

✨ কখনও কি ব্যায়ামের পর মাথা আরও সতেজ, মনোযোগী বা খুশি মনে হয়েছে?
👉 এটি শুধু অনুভূতি নয়—এটি বৈজ্ঞানিক সত্য!

আপনার শরীরে আছে এক অসাধারণ যোগাযোগ ব্যবস্থা—Muscle-Brain Crosstalk
যেখানে ব্যায়ামের মাধ্যমে পেশী আর মস্তিষ্ক একে অপরকে বার্তা পাঠায়:

🔄 এটি কাজ করে ৩ ধাপে:

💡 আপনি যখন কোন এক্টিভিটি বা ব্যায়াম করেন → হাঁটা, দৌড়, সাঁতার বা ওজন তোলা –এই ব্যায়ামই হলো ট্রিগার।

📩 পেশী বার্তা পাঠায় → ব্যায়ামের সময় পেশী রক্তে Myokine নামের বিশেষ বার্তাবাহী অণু ছাড়ে।

🧠 মস্তিষ্ক উপকৃত হয় → এই Myokine মস্তিষ্কে পৌঁছে—
✔️ কোষ রক্ষা করে ও নতুন কোষ গঠন করে
✔️ স্মৃতি ও চিন্তাশক্তি বাড়ায়
✔️ প্রদাহ কমায়
✔️ বার্ধক্যজনিত রোগ (যেমন আলঝেইমার, সারকোপেনিয়া) প্রতিরোধ করে

🌀 ইতিবাচক চক্র:

মস্তিষ্ক সুস্থ → পেশীকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করে → পেশী আরও শক্তিশালী হয় → আরও বেশি Myokine ছাড়ে → আবার মস্তিষ্ক উপকৃত হয়!

---

🏃‍♀️ তাহলে শুরু করবেন কিভাবে?

✅ অ্যারোবিক ব্যায়াম: সপ্তাহে অন্তত ৩ দিন, ৩০ মিনিট brisk walking / cycling / swimming করুন।
✅ রেসিস্ট্যান্স ট্রেনিং: সপ্তাহে ২–৩ দিন (ওজন/ভারোত্তোলন অথবা শক্তি বৃদ্ধি ব্যায়াম) করুন।

---

🌟 মনে রাখবেন:
ব্যায়াম মানে শুধু শরীর শক্ত করা নয়…
এটি আপনার মস্তিষ্ককে তরুণ, সতেজ আর স্মার্ট রাখার জন্য এক জাদুকরী কথোপকথন! 🧠✨

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ohi Physio Care & Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ohi Physio Care & Fitness:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram