09/04/2021
Way to Wellbeing পেজে সবাইকে স্বাগতম। 👩⚕️👨⚕️
রোগ নিয়ন্ত্রণই হোক সুস্থতার সোপান।
দীর্ঘমেয়াদী রোগ সম্পর্কে সচেতন হউন;
ওষুধ নয়, প্রতিরোধের মাধ্যমে সুস্থ থাকুন।
একবার রেজিষ্ট্রেশন করে পাচ্ছেন ৬ মাসের জন্য চিকিৎসা সেবা।
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে রোগের প্যাটার্ন অনেক অংশে পরিবর্তন হয়েছে। আগে বিভিন্ন সংক্রামক রোগ বা সহজ ভাষায় বিভিন্ন ইনফেকশন এর প্রকোপ বেশি দেখা যেত। কিন্তু টীকাদান কর্মসূচি ও অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে সে-ধরনের রোগব্যাধি এখন অনেকটা কম এবং সহজেই চিকিৎসার যোগ্য।
বর্তমানে দীর্ঘস্হায়ী কিছু রোগ মানুষের মধ্যে বেশী লক্ষণীয়। যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, ওজন বৃদ্ধি ইত্যাদি। এ সকল রোগের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন-
১. এগুলো সংক্রামক অসুখ নয়।
২. এগুলো প্রতিরোধ করা যায়।
৩. এগুলোর জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে, যেগুলো সম্পর্কে সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা যায়।
৪. একবার রোগ হলে সহজে নির্মূল করা যায় না।
৫. দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়।
৬. রোগ কখনো পুরোপুরি ভালো হয় না কিন্তু কিছু নিয়ম মেনে চললে নিয়ন্ত্রনে রাখা যায়।
আমাদের এ পেজের মূল উদ্দেশ্যই হলো এসকল রোগ নিয়ে চিকিৎসা ও উপদেশ প্রদান করা, যাতে আপনারা এসকল রোগের নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ জীবন যাপন করতে পারেন।
আমরা মূলত নিম্নোক্ত রোগের বিষয়ে সেবা প্রদান করে থাকি -
১. ডায়াবেটিস
২. উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার
৩. দীর্ঘদিনের মাথাব্যথা
৩. কোমর ব্যথা
৪. পিঠে ব্যথা
৫. জয়েন্ট বা গিটে ব্যথা
৬. অতিরিক্ত ওজন
এছাড়াও অন্য যেকোনো রোগের বিষয়ে যেকোনো সময় পরামর্শ নিতে পারবেন।
সেবা প্রদানকারী চিকিৎসকঃ
০১. ডাঃ রাতুল দত্ত
এমবিবিএস (স্বর্ণপদক প্রাপ্ত), বিসিএস (স্বাস্থ্য),
সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
এফসিপিএস (শেষ পর্ব)
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ব্যথা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞ
০২. ডাঃ ঐন্দ্রিলা বনিক শৈলী
এমবিবিএস, সিএমইউ (আল্ট্রাসাউন্ড)
ডিপ্লোমা (খাদ্য ও পুষ্টি)
ব্যথা ও ওজন নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞ
বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৪৮৭৩৭৮৬৬ নম্বরে। আমাদের সাথেই থাকুন।
প্রতিকার নয়, প্রতিরোধই হোক দীর্ঘমেয়াদী রোগের বিরুদ্ধে মূল অস্ত্র।