25/10/2022
তাসকিনের এই ফেরার দিনে মনে পড়ে তার কান্নাভেজা চোখ। মাশরাফি বলছিলেন, 'তোমাকে নিয়ে আরও বড় বই লেখা হবে হিরো'। হয়তো তাই হবে। নয়তো কান্নাভেজা চোখ মুছে ছেলেটা এভাবে ফিরে আসবে কেন? এতোটা দুর্দান্ত, দুরন্ত, দুর্দমনীয় হয়ে। এভাবে ফিরে আসার গল্পের জায়গাই তো সুতোয় বাঁধানো ওই লাল মলাটের অফসেট পেপার।