Dr. Md. Abdul Maleque " Clinical & Interventional Cardiologist - NICVD "

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dr. Md. Abdul Maleque " Clinical & Interventional Cardiologist - NICVD "

Dr. Md. Abdul Maleque  " Clinical & Interventional Cardiologist - NICVD " পেজটি জনসচেতনতা তৈরি করে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে ও বিভিন্ন রোগ বিষয়ক দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য

01/01/2026
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা তে  সহকারী অধ্যাপক ( কার্ডিওলজি ) হিসেবে যোগদান করলাম।
04/12/2025

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা তে সহকারী অধ্যাপক ( কার্ডিওলজি ) হিসেবে যোগদান করলাম।

 #হার্টের_রক্তনালির_ব্লকে_স্টেন্টিং_বা_রিং_প্রতিস্হাপনহার্টের রক্তনালি ব্লক হয়ে গেলে রক্ত ঠিকভাবে হৃদপিণ্ডে পৌঁছাতে পারে...
11/09/2025

#হার্টের_রক্তনালির_ব্লকে_স্টেন্টিং_বা_রিং_প্রতিস্হাপন
হার্টের রক্তনালি ব্লক হয়ে গেলে রক্ত ঠিকভাবে হৃদপিণ্ডে পৌঁছাতে পারে না। এতে বুকের প্রচণ্ড ব্যথা, শ্বাসকষ্ট বা এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে।

এ ধরনের অবস্থায় স্টেন্টিং একটি আধুনিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। এখানে ব্লক হওয়া রক্তনালির ভেতরে একটি ছোট ধাতব জাল বা স্প্রিং-এর মতো জিনিস বসানো হয়।

স্টেন্ট বসানোর পর রক্তনালি চওড়া হয়ে যায় এবং রক্তপ্রবাহ স্বাভাবিকভাবে চলতে পারে। ফলে বুকের ব্যথা কমে যায় এবং রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

স্টেন্টিং শুধু সাময়িক উপশমই দেয় না, বরং ভবিষ্যতে মারাত্মক হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়। এ কারণে এটি হৃদরোগীদের জন্য জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ সমাধান।

ডা:মো: আব্দুল মালেক
কনসালট্যান্ট , কার্ডিওলজি
ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

জুনিয়র কনসালট্যান্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা তে যোগদান করলাম
10/08/2025

জুনিয়র কনসালট্যান্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা তে যোগদান করলাম

আলহামদুলিল্লাহ, হার্টের রিং এর দাম বর্তমান সরকার কম করেছে। বর্তমানে রুগীরা তুলনামূলক কম খরচে হার্টের অতীব প্রয়োজনীয় জীবন...
05/08/2025

আলহামদুলিল্লাহ, হার্টের রিং এর দাম বর্তমান সরকার কম করেছে। বর্তমানে রুগীরা তুলনামূলক কম খরচে হার্টের অতীব প্রয়োজনীয় জীবন রক্ষাকারী চিকিৎসা - এনজিওগ্রাম করে ব্লক থাকলে স্টেন্টিং ( রিং লাগানো ) করতে পারবেন। ইন্টারভেনশনাল কার্ডিলজিস্ট হিসেবে যা আমাদের স্বস্তির বিষয়।

আমার এলাকার ( চাঁপাইনবাবগঞ্জ) এই বয়স্ক রুগীটি আমার কাছে হার্ট ব্লক  ও তার জন্য বিভিন্ন উপসর্গ ( মাথা ঘোরা, দুর্বল লাগা, ...
31/07/2025

আমার এলাকার ( চাঁপাইনবাবগঞ্জ) এই বয়স্ক রুগীটি আমার কাছে হার্ট ব্লক ও তার জন্য বিভিন্ন উপসর্গ ( মাথা ঘোরা, দুর্বল লাগা, হাঁটতে না পারা, বারবার অজ্ঞান হয়ে যাওয়া ) নিয়ে আসলে আমি পেসমেকার লাগানোর জন্য বলি। পরবর্তীতে রুগী বিভিন্ন ডাক্তার ও হাসপাতাল ঘুরে জরুরীভাবে আমার অধীনে ইমপালস হাসপাতাল, তেজগাঁও, ঢাকা তে ভর্তি হলে সফলভাবে রুগীর পেসমেকার স্হাপন করি। আলহামদুলিল্লাহ, রুগী ভালো আছেন।

প্রতিনিয়ত সরকারি ও বেসরকারীভাবে পেসমেকার স্হাপন করলেও এই প্রথম নিজে এলাকার রূগীর ডাবল তারের পেসমেকার লাগালাম। সবার দোয়া কামনা করি, যেন সবার উপকারে আসতে পারি।

ইনশাআল্লাহ আগামী শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে চেম্বার করবো। আপনার মেডিসিন ও হৃদরোগ সংক্রান্ত যে কোন সমস্যায় যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা স্হায়ী পেসমেকার স্হাপন করে থাকি, যা জীবন রক্ষার জন্য একটি অত্যন্ত জরুরী ডিভাইস। যখন হার্টের গতি কোন কারণে কমে গিয়ে রুগী মৃত্যুর মুখোমুখি, সাধারণত তখন এ ডিভাইসটি লাগানো হয়ে থাকে যা সারাজীবন হার্টের গতি ঠিক রাখার কাজ করে থাকে।

আজকে বাংলাদেশের কার্ডিয়াক ইন্টারভেনশনের একটি ঐতিহাসিক দিন❤️💕❤️আলহামদুলিল্লাহ, আব্দুল  মোমেন স্যারের তত্ত্বাবধানে আমাদের ...
14/07/2025

আজকে বাংলাদেশের কার্ডিয়াক ইন্টারভেনশনের একটি ঐতিহাসিক দিন❤️💕❤️

আলহামদুলিল্লাহ, আব্দুল মোমেন স্যারের তত্ত্বাবধানে আমাদের ইউনিট সফলতার সাথে বাংলাদেশে প্রথম PAN procedure এর মাধ্যমে ASD Device Closure (জন্মগত হৃদরোগের ছিদ্র বন্ধ করা ) করলাম। 💕💕💕

চীনারা তাদের উদ্ভাবিত PAN Procedures এর মাধ্যমে কিভাবে জন্মগত হৃদরোগের ইন্টারভেনশন করা যায় তা আমাদের কিছু দিন আগে ট্রেনিং দেয় ।

আমরা এ সকল রোগের চিকিৎসা ক্যাথল্যাবে Fluoroscope এর মাধ্যমে নিয়মিত করলেও PAN Procedure এ Fluoroscope ছাড়া ক্যাথল্যাব বিহীন শুধুমাত্র ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভেনশন কারও সহায়তা ছাড়াই এককভাবে সম্পূর্ণ করলাম। ❤️❤️❤️

আশা করছি, এখন আমরা নিয়মিত নিজেরাই PAN procedures এর মাধ্যমে আমাদের রুগীদের চিকিৎসা করতে পারব। পরবর্তীতে দক্ষ টিম হয়ে সারাদেশব্যাপি এসব কাজ সবার মাঝে ছড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ।💕💕💕

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-...
07/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহা।

আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রিয় লিচুর সিজন। লিচু প্রায় সব শিশুরই প্রিয় ফল। ইনশাআল্লাহ সব শিশুই লিচু খাবে।কিন্তু লিচ...
29/05/2025

আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রিয় লিচুর সিজন। লিচু প্রায় সব শিশুরই প্রিয় ফল। ইনশাআল্লাহ সব শিশুই লিচু খাবে।

কিন্তু লিচু খেয়ে শিশু মৃত্যুর বিষয়টি বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে বিশেষভাবে লক্ষ্য করা গেছে, বিশেষ করে গ্রীষ্মকালে।

এই ঘটনাগুলোর কারন হলোঃ Hypoglycemic encephalopathy বা acute toxic encephalopathy নামে একধরনের অবস্থা, যার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে লিচুতে থাকা কিছু নির্দিষ্ট টক্সিন।

মূল কারণ: হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia)

লিচুতে থাকা দুটি প্রধান রাসায়নিক পদার্থ—

Hypoglycin A

Methylenecyclopropylglycine (MCPG)

এই দুটি অ্যামিনো অ্যাসিডজাতীয় যৌগ শরীরের ফ্যাটি অ্যাসিডের β-oxidation প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এর ফলে শরীরের গ্লুকোজ উৎপাদন ক্ষমতা কমে যায়, বিশেষ করে রাতের সময় খালি পেটে শিশুরা যদি বেশি লিচু খায়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে—যা hypoglycemic encephalopathy তৈরি করে।

হাইপোগ্লাইসেমিয়ার কারণে মস্তিষ্কে গ্লুকোজের অভাব ঘটে, ফলে encephalopathy হয়, এবং চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

করণীয়ঃ
১। বাচ্চাদের একবারে বেশি লিচু খেতে না দেয়া, বিশেষ করে খালি পেটে।
২। রাতে যেন লিচু খেয়ে কিন্তু খাবার না খেয়ে খালি পেটে শিশু ঘুমিয়ে না যাই, সেদিকে বিশেষ খেয়াল রাখা।
৩। সকালে খালি পেটে লিচু না খাওয়া।
৪। কাঁচা, আধা পাকা , নষ্ট ও পাখি/পোঁকা খাওয়া লিচু খাওয়া থেকে বিরত থাকা।
৫। লিচু খাবার পর যে কোন অসুবিধা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Address

Shahbag Road
Dhaka
1000

Telephone

+8801817937388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Abdul Maleque " Clinical & Interventional Cardiologist - NICVD " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Abdul Maleque " Clinical & Interventional Cardiologist - NICVD ":

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category