10/05/2023
📌 "ফাইল ফুটেজ ২১"
আলহামদুলিল্লাহ,
আজ ৩ বছর শেষ হয়ে ৪র্থ বছরে পদার্পণ করবে ক্রিসেন্ট হেলথ্ সার্ভিস ফাউন্ডেশন।
সামনের দিন গুলোর জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা প্রানের সংগঠন Crescent Health Service ❤️
ছোট পরিসরে আমাদের এই সেবা মূলক সংগঠন Crescent Health Service ❤️ গত তিন বছর ধরে আমাদের কার্যক্রম চলতেছে। যারা গত ৩টি বছর ধরে এই সেবা মূলক সংগঠনের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো❤️কচ্ছপের মতো হাটি হাটি পা পা করে আমাদের ৩টি বছর অতিক্রম করলাম। এর মধ্যে আমরা গত ৩ বছরে মানুষ কে ১৩০০ + ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছি। আমরা অনলাইন টেলিমেডিসিন সেবা দিয়েছি প্রায় ২০০০ জন মানুষ কে। আমরা করোনা'র ক্রান্তি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত ছোট ছোট পরিসরে ১৭০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আলহামদুলিল্লাহ্ ❤️
"মানুষ মানুষের জন্য,
মানব সেবাই আমাদের মূল লক্ষ"
৩য় বছর পূর্তি উপলক্ষে আমাদের আয়োজন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 😊
দেখতে দেখতে আমাদের এই ছোট পরিসরের পরিবারের ৩ টি বছর সম্পন্ন হলো।
ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই এক সময় আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ❤
এই অল্প কিন্তু মুল্যবান সময়ে যারা আমাদের সাথে ছিলো সবাইকে সংগঠনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা❤
ভবিষ্যতেও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি 😊
- স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই। অধিকাংশ মানুষই সাধারণত অসুস্থ হওয়ার আগে নিজের স্বাস্থ্যের দিকে খুব বেশি একটা গুরুত্ব দেন না। আবার অসুস্থ হওয়ার পরও যখন আমরা এদিক-সেদিক দৌড়-ঝাঁপ শুরু করি। তখন অনেক
সময়ই সঠিক নির্দেশনার অভাবে ভালো সেবা পাই না।
সু-স্বাস্থ্যের জন্য আমরা যেন প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, অসুস্থ হলে আমরা যেন সঠিক দিকনির্দেশনা নিয়ে সবচেয়ে ভালো সার্ভিস টা পেতে পারি- সেজন্য বাংলাদেশের একদল তরুণ ডাক্তার, সিনিয়র নার্স, ইঞ্জিনিয়ার, পেশাজীবী ছাত্র-ছাত্রী সহ আরো অন্যান্য সবাইকে নিয়ে আমরা গঠন করেছি Crescent Health Service একটি সুষ্ঠু ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব এ প্লাটফর্মে। গড়ব আমাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।
📌 ক্রিসেন্ট হেলথ্ সার্ভিস পেইজ থেকে যে সেবা গুলো আপনি পাবেন 👇
🔸পেইজ ও গ্ৰুপে পোস্ট সংক্রান্ত নীতিমালাঃ-
১। জনস্বাস্থ্য, স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য প্রমোশান, স্বাস্থ্য সচেতনতা সহ স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত সব ধরণের পোস্ট নির্ভরযোগ্য সোর্স সহ করা যাবে।
২। যে কোন ধরণের স্বাস্থ্য জিজ্ঞাসা, স্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্য তথ্য,ডাক্তার-হাসপাতাল রিলেটেড তথ্য এবং স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে কোন তথ্য এবং পরামর্শ জানতে চেয়ে পোস্ট করা যাবে।
৩। চিকিৎসা বিষয়ক জানতে চাওয়া পোস্টে শুধুমাত্র
রেজিস্টার্ড MBBS, BDS, DMF চিকিৎসকরা কমেন্ট করতে পারবেন। অন্য কেউ কোন ধরণের চিকিৎসা বিষয়ক কমেন্ট করতে পারবেন না। চিকিৎসা সংক্রান্ত কমেন্টের সাথে সংশ্লিষ্ট চিকিৎসক অবশ্যই নিজের নাম এবং পদবী উল্লেখ করবেন।
৪। স্বাস্থ্য সম্পর্কিত জরুরী প্রয়োজন যেমনঃ রক্তের প্রয়োজনে,জরুরী এম্বুলেন্স, ঔষুধ, ফার্মেসি বা এজাতীয় সব ধরণের জরুরী বিষয়ে পোস্ট করা যাবে।
৫। স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসা পোস্টে অবশ্যই প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। রোগীর লিঙ্গ, বয়স, বাচ্চাদের ওজন,বর্তমান উপসর্গের পর্যাপ্ত বিবরণ, পূর্বের রোগ এবং হসপিটাল ভর্তির ইতিহাস উল্লেখ করতে হবে।
৬। কোন পোস্টে বা কমেন্টে কোন ধরণের অশ্লীল শব্দ,
অপমানসূচক শব্দ, আক্রমণাত্নক শব্দ, ইমোটিকন, সরাসরি বা আকারে ইংগিতে ব্যবহার করা যাবেনা। এক্ষেত্রে নিয়ম ভংগকারীকে সরাসরি পেইজ থেকে ব্যান করা হবে।
৭। যে কোন প্রয়োজনে যে কোন পোস্ট/কমেন্ট ডিলিট করার সব ক্ষমতা Crescent Health Service এর এডমিনরা সংরক্ষণ করেন।
৮। প্রয়োজন এবং সময়ের আলোকে পেইজ এর নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধনযোগ্য। এ সংক্রান্ত সব অথরিটি পেইজ এডমিনরা সংরক্ষণ করেন।
Admin - Crescent Health Service
🏥 A concern of Crescent Health Service Foundation
📌 আমাদের বর্তমানে পরিচালিত প্রতিষ্ঠান সমূহ :-
🏥 Crescent Health Service Blood Bank 🩸( ক্রিসেন্ট হেলথ সার্ভিস ফাউন্ডেশন এর সদস্যগণ সারা দেশে স্বেচ্ছায় রক্তদান করছেন)
🏢 Crescent Health Service ( টেলিমেডিসিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন)
🏫 Crescent Japanise Language School ( বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে জাপানিজ ভাষা শিখিয়ে উন্নত পড়াশোনার জন্য জাপানে পাঠানোর জন্য দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে)
📌 আমাদের প্রস্তাবিত প্রতিষ্ঠান সমূহ :-
🔸 Crescent Health Service Medical college and Hospital
🔸 Crescent Health Service retirement Homes
🔸 Crescent Health Service Central Mosque
🔸 Crescent Korean Language School
🔸 Crescent English Language School
'Allah