Dhaka Specialized Physiotherapy Center

Dhaka Specialized Physiotherapy Center স্কিন কেয়ার, স্লিমিং, ও ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র

💜 সুস্থ জীবনের জন্য এখনই ফিজিওথেরাপি হোম সার্ভিস 💜 ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানো নয়— এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও শক্তিশালী...
28/10/2025

💜 সুস্থ জীবনের জন্য এখনই ফিজিওথেরাপি হোম সার্ভিস 💜

ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানো নয়—
এটি শরীরকে সুস্থ, সক্রিয় ও শক্তিশালী করে তোলে।
নিয়মিত থেরাপি আপনার চলাফেরা, ব্যালান্স এবং কনফিডেন্স ফিরিয়ে আনে।
ওষুধের উপর নির্ভর না করে, এটি শরীরের ভেতরের ন্যাচারাল হিলিং পাওয়ারকে জাগিয়ে তোলে।

💜 আপনার সুস্থতাই আমাদের দায়িত্ব 💜
স্ট্রোক, ব্যথা বা প্যারালাইসিস আপনাকে হার মানাতে পারবে না।
আমাদের অভিজ্ঞ থেরাপিস্টরা আছেন আপনার পাশে—
🔹 “ঘরে বসেই সুস্থতার সমাধান”
🔹 “আপনার ব্যথা কমুক, হাসি ফিরুক”
🔹 “ফিজিওথেরাপি এখন আপনার দোরগোড়ায়”

👩‍⚕️ অভিজ্ঞ ও প্রশিক্ষিত থেরাপিস্টরা আপনার ঘরে গিয়েই যত্ন নেবেন সর্বোচ্চ আন্তরিকতায়।

🌿 সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন — স্বাস্থ্য হোক আপনার সবচেয়ে বড় সম্পদ।











📞 এখনই কল করুন: 01711789982

আপনি কি ফিজিওথেরাপি চিকিৎসা জন্য দক্ষ ফিজিওথেরাপিস্ট ও উন্নত মানের  ফিজিওথেরাপি সেন্টার খুছছেন?  Dhaka Specialized physi...
28/10/2025

আপনি কি ফিজিওথেরাপি চিকিৎসা জন্য দক্ষ ফিজিওথেরাপিস্ট ও উন্নত মানের ফিজিওথেরাপি সেন্টার খুছছেন?
Dhaka Specialized physiotherapy Center আছে আপনার পাশে, আমাদের রয়েছে একটি দক্ষ ফিজিওথেরাপিস্ট টিম এবং পুরুষ মহিলাদের জন্য রয়েছে আলাদা ফিজিওথেরাপিস্ট।
সেন্টারে আসতে অক্ষম রোগীদের জন্য রয়েছে হোম সার্ভিস এ ব্যবস্থা। উন্নত মানের যন্ত্রপাতি ও মনোরম পরিবেশে ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ পেতে চলে আসুন ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে।
আমাদের ঠিকানা : House 10 Road 11 Sector 06 ,Uttara ,Dhaka ,Bangladesh
Mobile: ⁨01711789982 , 01729805022 ,01715939633 ,01712397049

25/09/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

20/01/2024
17/09/2022

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
❤ রোগীদের আস্হা এবং নির্ভরতায় পথচলা ❤
ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার

যেসব রোগের ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়ঃ

🔰 মাংসপেশীর ব্যথা
🔰 ঘাড়, পিঠ, কোমর, হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা
🔰 অস্টিওআর্থ্রাইটিস/রিউমাইটয়েড আর্থ্রাইটিস
🔰 ডিস্ক প্রোলাপস
🔰 নার্ভের চাপজনিত ব্যথা
🔰 কাঁধের জয়েন্ট শক্ত হয়ে নাড়াতে কষ্ট হওয়া
🔰 সকল প্রকার প্যারালাইসিস
🔰 মুখ এক দিকে বেঁকে যাওয়া
🔰 স্নায়বিক দুর্বলতা,হাত-পা জ্বালা ও ঝিনঝিন
🔰 যেকোন অসাড়তা, কাঁপুনি, দুর্বলতা
🔰 অটিজম,সেরিব্রাল পালসি

🔰 হাড় ভাঙ্গা ও সার্জারি পরবর্তী জটিলতা
🔰 বিভিন্ন ধরনের পোড়া জনিত জটিলতা
🔰 খেলাধুলার আঘানজনিত সমস্যা
🔰 বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা

💎 অত্যাধুনিক ইলেক্ট্রোথেরাপি ও ম্যানুয়াল বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র

💎 সময়ঃ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা

🎗"পার্শ্বপ্রতিক্রিয়াহীন ফিজিওথেরাপি চিকিৎসা নিন,সুস্থ থাকুন"🎗

যোগাযোগ : ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার ।

10/08/2022

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

‘ঢাকা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার(ডি.এস.পি.সি.)’ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপিস্ট যাদের নিবির পরিচর্যায় বাত, ব্যথা, প্যারালাইসিস এর মত কঠিন সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন ।

রোগী দেখার সময়ঃ সকাল ০৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ।



আমাদের বৈশিষ্ট সমূহঃ
* পুরুষদের জন্য পুরুষ ও মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট
* অত্যাধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন যন্ত্রপাতি
* প্যারালাইজড ও স্ট্রোক রোগীদের ভর্তি সুবিধা
* প্রতিবন্ধীদের জন্য রিহ্যাবিলিটেশন সেবা
* শুক্রবার ও ছুটির দিনসহ সপ্তাহের ৭ দিনই খোলা
* বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ
* শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর পরিবেশ ও আন্তরিক সেবা
* তুলনামূলক কম খরচ
* দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড়
* নামাজের সু-ব্যবস্থা
* গাড়ী পার্কিং এর ব্যবস্থা
* লিফট ও জেনারেটর ব্যবস্থা

আমাদের সেবাসমূহঃ
* কোমর ও ঘাড় ব্যাথা
* হাঁটু ব্যাথা ও হাঁটু ভেঙ্গে ওঠা ও বসা সমস্যা
* হাতে-পায়ে ঝিনঝিন করা, ব্যাথা বা অবস হয়ে যাওয়া
* মেরুদন্ডে স্পন্ডিলাইটিসের সমস্যা
* বিভিন্ন জয়েন্টে ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া
* হাড়ে ক্ষয়জনিত সমস্যা
* আর্থ্রাইটিসের সমস্যা
* খেলাধুলায় আঘাত জনিত সমস্যা
* ডায়াবেটিক নিউরোপ্যাথি
* মুখ বাঁকা হয়ে যাওয়া
* প্রতিবন্ধী বাচ্চাদের সমস্যা
* স্ট্রোক বা প্যারালাইসিস
* অতিরিক্ত ওজন জনিত সমস্যা
* ডায়াবেটিক রিহ্যাবিলিটেশন
* প্রসাব ধরে রাখতে সমস্যা
* সেক্সচুয়াল সমস্যা


বিঃ দ্রঃ সেন্টারে আসতে অক্ষম রোগীদের বাসায় গিয়ে থেরাপি দেওয়ার ব্যবস্থা আছে ।



ফিজিও মোঃ মিলটন কবির
ফিজিওথেরাপি স্পেশালিষ্ট
আর্মি গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট।
পরিচালক, ডি.এস.পি.সি.
সেন্টারের ঠিকানা নিচে দেওয়া হলোঃ-
বাড়ি ০৬,রোড ১৪/এ,সেক্টর ০৪,উত্তরা,ঢাকা ১২৩০।
মোবাইল:
01718407328,01719026578,01715939633

PLID বা ডিস্ক প্রলাপ্স জনিত   কোমর ব্যথা। কোমর ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই যান্ত্রিক জীবনে সময় কম...
09/08/2022

PLID বা ডিস্ক প্রলাপ্স জনিত কোমর ব্যথা। কোমর ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই যান্ত্রিক জীবনে সময় কম কাজ বেশি করতে হবে। তাই কখনো কখনো সামনে ঝুঁকে ভারী ওজন তুলতে গিয়ে, পা পিছলে পড়ে এমনকি সামনে ঝুঁকে জুতার ফিতে বাঁধতে গিয়েও আপনি কোমর ব্যথা পেতে পারেন।
কোমর ব্যথা অনেক কারনে হয়। তবে PLID জনিত কোমর ব্যথাই সবচেয়ে বেশি। গবেষনায় দেখা গেছে শতকরা ৮০ ভাগেরও বেশি কোমর ব্যথার মূলকারণ PLID
PLID মানে Prolapse Lumbar Intervertebral Disc. অর্থাৎ আমাদের পিঠ বা কোমর অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে গঠিত, যাকে আমরা কশেরুকা বা ভাট্রিবা বলি!! এই ভাট্রিবাগুলোর মাঝখানে একধরনের কার্টিলেজ থাকে, যা শক্তও না আবার নরমও নয় অনেকটা পিচ্ছিল ও জেলী টাইপ যাকে আমরা ইন্টারভাট্রিবাল ডিস্ক বলি।
অনেক সময় বিভিন্ন আঘাতজনিত কারনে কিংবা হাড়ের ক্ষয় বৃদ্ধি জনিত কারনে এই ইন্টারভাট্রিবাল ডিস্ক বের হয়ে এসে নার্ভে চাপ দেয়। ফলে কোমরে ব্যথা হয়, অনেক সময় এই ব্যথা পায়ের থোড়ার নিচ পর্যন্ত চলে যায়!! পা ঝিন ঝিন করে, অবশ অবশ লাগে। দাঁড়িয়ে থাকলে এবং হাঁটতে গেলে বেশি কষ্ট হয় কখনও আবার রোগী বসতেও পারেনা। অনেক সময় এই ব্যথা কোমরে না থেকে সরাসরি পায়ে চলে যায়!!! মাঝে মাঝে দেখা যায় অনেক রোগীর কোমর বাঁকা হয়ে যেকোন একদিকে সরে গেছে না বাঁকা হয়ে গেছে অর্থাৎ shift হয়ে গেছে।

যদি কারো কোমর বাঁকা ( shift) হয়ে যায়। তবে এই বাঁকা কোমর সোজা না হলে অর্থাৎ শিফট কারেকশন না হলে ব্যথা কখনই ভাল হবে না।। একজন ফিজিওথেরাপিস্ট বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক এবং রোগীর পজিশন কারেক্ট করে বাঁকা কোমর খুব সহজে সোজা করে ঠিক করে থাকেন।

কোমর ব্যথার জন্য সারাবিশ্বে জনপ্রিয় চিকিৎসা হল ফিজিওথেরাপি । অনেকেই হঠাৎ করেই সার্জারির মত সিদ্ধান্ত নিয়ে নেন। ইউরোপীয় ইউনিয়নে একটা নিয়ম আছে, কোমর ব্যথার সার্জারির আগে অবশ্যই একজন মাস্কুলোস্কেলেটাল বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের লিখিত অনুমতি নিতে হয়। অর্থাৎ উনি এসেসমেন্ট বা ফিজিওথেরাপি দিয়ে দেখছেন,, রোগী ফিজিওথেরাপি দিয়ে ভাল হবে না। সার্জন তখন চিন্তা করবে,, তার সার্জারি লাগবে কি না!!

আমি মনে করি আমাদের দেশের ক্ষেত্রেও সার্জারির করার আগে অবশ্যই একাধিক ফিজিওথেরাপি চিকিৎসকদের পরামর্শ নিন। প্রয়োজনে লিখিত পরামর্শ নিন।

ফিজিওথেরাপি অনেক বড় এবং অত্যাধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের হাতই পারে আপনাকে অপারেশন ছাড়া PLID এর সমস্যা থেকে মুক্ত করতে। সোজা কথা একজন ভাল ফিজিওথেরাপি চিকিৎসক দিয়ে চিকিৎসা করালে PLID জনিত কোমর ব্যথা ভাল হওয়া কোন ব্যাপারই না! ২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যেই অধিকাংশ PLID জনিত কোমর ব্যথা সম্পূর্নভাবে ভাল হয়ে যায় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে। সারা বিশ্বেই শককরা ৯৭ থেকে ৯৮ ভাগ PLIDরোগী ফিজিওথেরাপি চিকিৎসায় ভাল হয়। তাই কোমর ব্যথার রোগীদের বলব, অযথা হতাশার দরকার নেই। সঠিকভাবে চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
নিয়মিত কিছু থেরাপিউটিক ব্যায়াম করলে এবং কিছু নিয়ম মেনে চললে আপনি সারা জীবন ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারবেন।

ফোনঃ 01715939633

সুস্বাস্থ্য ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । নানারকম শারীরিক জটিলতার শিকার অনেকেই ওষু...
09/08/2022

সুস্বাস্থ্য ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম । নানারকম শারীরিক জটিলতার শিকার অনেকেই ওষুধে আরোগ্য হন না, সেসব রোগীর জন্য ফিজিওথেরাপি অত্যাবশ্যক।এরকম একটি জাতীয় ইস্যুকে সহজে সবার দোর গোড়ায় পৌঁছানো আমাদের দায়িত্ব মনে করি ।
আপনি কেন আমাদের সেবা নিবেন ?
✅ আমরা আছি ঢাকা শহরের সব এরিয়াতে, দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে আমরা বাসায় সেবা দিয়ে যাচ্ছি ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট মিনিমাম ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
✅ অভিজ্ঞ ফিজিও থেকে আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন সহজেই।
✅ রোগীর সুবিধা মতো সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার হয় ।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট।
✅ ট্রাফিক জ্যামে আটকা পড়ে বা সিরিয়ালের ঝামেলায় আর সময় নষ্ট হবে না।
✅ফিজিওথেরাপি অত্যাবশকীয় হওয়া সত্যেও ঝুঁকি নিয়ে যারা হাসপাতালে বা ফিজিওথেরাপি সেন্টারে যেতে চাচ্ছেন না বাসায় থেকেই নিরাপদেই সেবা পেতে পারবেন।
আমাদের আছে অত্যাধুনিক সব ইকুইপমেন্ট সমূহঃ
★আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
★সর্ট ওয়েভ ডায়াথারমী থেরাপি (SDW)
★ইনফ্রা রেড রে (IRR)
★ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি( IFT)
★মাসেল স্টিমুলেটর(MST)
★ সারভাইক্যাল ও লাম্বার ট্রাকসন
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট
মোবাইল 01715939633

আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন এই 01715939633
03/08/2022

আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন এই 01715939633

ব্যথার অভিজ্ঞতা হয় নাই এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আবার তা যদি হয় কোমরে ব্যথা তাহলে তো কথাই নাই। আমরা যেসকল ব্যথায় ভুগি...
30/07/2022

ব্যথার অভিজ্ঞতা হয় নাই এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। আবার তা যদি হয় কোমরে ব্যথা তাহলে তো কথাই নাই। আমরা যেসকল ব্যথায় ভুগি তার মধ্যে কোমরে ব্যথা একটি অন্যতম কারণ। কারণ ভেদে সকল বয়েসের মানুষের মধ্যে কোমরে ব্যথা দেখা যায়। তবে মধ্যম ও অধিক বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।🌿

কোমর ব্যথা এমন এক ব্যথা যা সহজে মুক্তি দিতে চায় না। উঠতে, বসতে, ঘুমাতে গেলেও জানান দেয় ব্যথাটা। সারাক্ষণ বসে বসে কাজ কোমর ব্যথার অন্যতম কারণ। সে অফিসেই হোক কিংবা বাড়িতে। কম্পিউটারে সামনে বসে কাজ করতে করতে কখন যে কোমর ব্যথাকে আমন্ত্রণ জানাচ্ছেন তা হয়তো আপনিও জানেন না। যাদের বয়স প্রায় চল্লিশ, তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। 🔶

সব সময় ধরে বা জমে আছে—এ ধরনের ব্যথা।
ভারী ওজন তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষ্ণ ব্যথা।
কোমর থেকে নিতম্ব, ঊরু ও পায়ের আঙুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে।পায়ে দুর্বলতা বা অবশ ভাব হলে। হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়। প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে। শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে।♻️

তাই সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে পরিত্রাণ পাওয়া যায়। একমাত্র বিশেষায়িত ফিজিওথেরাপি চিকিৎসা প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে আধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা যার মধ্যে রয়েছে কাইরোপ্রাকটিক এডজাষ্টমেন্ট থেরাপি যা স্বল্প সময়ে কোমরে ব্যথা হতে পরিত্রাণ দিবে। এছাড়াও রয়েছে শক ওয়েভ থেরাপি ও ম্যানুয়াল থেরাপি মাধ্যমে চিকিৎসা করা হয়। 💚

তাই আর দেরি না করে আজই সিরিয়ালের জন্য বুক করুন ☎️ +8801715939633 What's app

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Specialized Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka Specialized Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram