06/09/2025
✔️ রোগীর দীর্ঘদিনের Diabetes mellitus খুব ভালোভাবেই control হচ্ছিলো insulin দিয়ে। Blood glucose, HbA1c সবকিছুই normal range এ।
✔️ কিন্তু কয়েক মাস ধরে নতুন কিছু সমস্যা শুরু হয়েছে রোগীর - হাত কাঁপা, অস্থিরতা, বুক ধড়ফড় করা, ঘাম বেশি হওয়া, ওজন কমে যাওয়া অথচ ক্ষুধা বেশি লাগা এবং মাঝে মাধ্যে loose motion!
✔️ এর সাথে যোগ হয়েছে ঘন ঘন UTI এর সমস্যা। Antibiotic ঠিক ঠাক ভাবে খেলেও কয়েকদিন পর আবার infection শুরু হচ্ছে।
✔️ রোগীর সাথে আনা তার কয়েকদিন আগে করা Test গুলোর Report দেখার সময় লক্ষ্য করলেন প্রস্রাবে ভালো পরিমাণে glucose আছে রোগীর।
তবে তার diabetes controlled. স্বাভাবিকভাবে control করা diabetic রোগীর glucose তো urine এ আসার কথা না!
তাহলে glucose আসছে কোথা থেকে?
✔️ তাই suspicion গেল অন্য কোনো hidden pathology এর দিকে। UTI ছাড়াও রোগীর বাকি সমস্যা Evaluation করতে গিয়ে ধরা পড়লো রোগীর Hyperthyroidism হয়েছে।
এবার আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেলেন - Glucose কেন যাচ্ছে -
✔️ আমরা জানি, Thyroid hormone kidney তে renal plasma flow ও GFR বাড়িয়ে দেয়। এতে glucose এর filtered load বেড়ে যায়। Kidney এর tubular reabsorption capacity একটা fixed limit পর্যন্ত কাজ করে। যখন load এই threshold cross করে, তখন tubular reabsorption fail করে, ফলে urine এ glucose চলে আসে অর্থাৎ, Glycosuria.
✔️ এই extra glucose urine এ থাকায় সেটা bacterial growth এর জন্য perfect medium হয়ে গেছে। তাই recurrent UTI এর সমস্যায় ভুগছে রোগী ।
Dr. Md. Sabab Ishraq
Medical Tutorial Room