AB Laboratories-Ayu

AB Laboratories-Ayu AB Laboratories (Ayu) is one of the renowned Ayu Medicine Manufacturers in Bangladesh.

View Post
26/11/2025

View Post

24/11/2025

"শীতকালীন কমনরোগ ও তার প্রতিকার" 🩺🌱
🟦 শীতের আগমনের সাথে সাথে কিছু রোগের আক্রমন বাড়তে থাকে। শীতকালে পরিবেশগত কারণ এবং মানুষের
আচরণের পরিবর্তনের সংমিশ্রণের কারণে রোগগুলি বেড়ে যায়। এ সময় বিশেষ কিছু রোগজীবাণু সহজভাবে বিস্তার
করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।

➡️ এ সময়ের কমন রোগগুলি হলোঃ-
⭕ সাধারণ ঠান্ডা এবং ফ্লু (ইনফ্লুয়েঞ্জা)
⭕ ব্রঙ্কিওলাইটিস
⭕ ব্রঙ্কাইটিস
⭕ নিউমোনিয়া
⭕ হাঁপানি এবং সিওপিডি
⭕ আর্থাইটিস এবং জয়েন্ট ব্যথা
⭕ হৃদরোগ বিশেষ করে হার্ট এটাকের ঝুকি বেশি থাকে
⭕ শুষ্ক ত্বক, একজিমা এবং সোরিয়াসিস
⭕ অ্যালার্জিক ক্ষিন ডিজিজ
⭕ ঋতুগত আবেগজনিত ব্যাধি (এসএডি)
⭕ নোরোভাইরাস (শীতকালীন বমি বমি ভাব ও ডায়রিয়া হয়ে থাকে)
⭕ এছাড়া কানের, গলা ও সাইনাসের সমস্যা বেড়ে যায়।

🟧 শীতকালে প্রতিটি পরিবারেই সর্দি-কাশি এবং ফ্লু নিঃসন্দেহে বেড়ে যায়। এ সময় আমরা আধুনিক এলোপ্যাথিক ড্রাগ যেমন এন্টিপাইরেটিক, এন্টিহিস্টামিন, কফনাশক প্রচুর ব্যবহার করি। ওষুধগুলি সাময়িক উপশম দিলেও, অসুস্থতা প্রতিরোধে বা রোগের সময়কাল কমাতে পারে না। অন্যদিকে, আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এই ক্লান্তিকর রোগগুলি প্রতিরোধ এবং চিকিৎসার একটি উপায় প্রদান করে।

♻️ প্রতিরোধের উপায়

🟢 খাদ্যাভ্যাসঃ

✅ সুষম, উষ্ণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন।

✅ আপনার খাবারে মৌসুমি ফল এবং শাকসবজি, আস্ত শস্য, ডাল এবং স্বাস্থ্যকর চর্বি (ওমেগা -৩) অন্তর্ভূক্ত করুন।

✅ ওমেগা -৬ যুক্ত খাবার যেমন বাদাম, আখরোট, কাজু, চিনাবাদাম, তিসির বীজ, চিয়া বীজ এবং সূর্যমুখী বীজ বেশি করে খাবেন।

✅ তেলের মধ্যে জলপাই তেল, ক্যানোলা তেল, সূর্যমুখী তেল এবং তিসির বীজের তেল উত্তম।

✅ অতিরিক্ত ঠান্ডা এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এড়িয়ে চলুন।

✅ মিষ্টি, টক ও লবন স্বাদযুক্ত খাবার উপযোগী।

💠 রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরন

1️⃣আপনার দৈনন্দিন রুটিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ভেষজ অন্তর্ভুক্ত করুন। তুলসী, অশ্বগন্ধা, আদা এবং আমলকী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

2️⃣ দুধ, হলুদ, আদা এবং মধু দিয়ে তৈরি একটি উষ্ণ পানীয় পান করুন যা গোল্ডেন মিল্ক নামে পরিচিত। হলুদে কারকিউমিন থাকে, যার প্রদাহ-বিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্য রয়েছে।

3️⃣ আপনার দৈনন্দিন রুটিনে চ্যবনপ্রাশ অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন। এটি একটি আয়ুর্বেদিক ভেষজ
জ্যাম যাতে আমলা সহ বিভিন্ন ভেষজের মিশ্রণ রয়েছে এবং এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী
বৈশিষ্ট্যের জন্য পরিচিত।

🔷 শরীরের পানি ধরে রাখা (হাইড্রেটেড থাকা) -

✅ সারাদিন ঈষৎ উষ্ণ পানি এবং ভেষজ চা পান করুন যাতে হাইড্রেটেড থাকা যায়। উষ্ণ তরল পদার্থ হজমশক্তি
বজায় রাখতে সাহায্য করে ।

💪 ব্যায়াম⤵️

🔹 প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। তবে কঠোর ব্যায়াম এড়িয়ে চলা উত্তম।

🔹 অতিরিক্ত ঠান্ডায় ব্যায়াম না করে আবহাওয়া কিছুটা গরম হলে ব্যায়াম করা উচিত।

🔹 ব্যায়ামের মধ্যে হাটা, সাইক্লিং, ও ইয়োগা উত্তম।

😤 ঠান্ডা, কাশি, ফ্লু এবং শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ
ভেষজ

☕ চা এবং পানীয়ঃ

✅ গরম দুধের সাথে হলুদ (কাচা হলুদ শুকিয়ে পাউডার করে) মিশিয়ে পান করুন।

✅ আদা, তুলসী, যষ্ঠিমধু দিয়ে চা তৈরি করে নিয়মিত পান করুন।

✅ দারুচিনি, গোল মরিচ এবং লবঙ্গ গরম পানিতে মিশিয়ে পান করুন বা গলা ব্যথা হলে গড়গড়া করুন।

🟥 শুষ্ক ত্বক এবং একজিমা

🔹 ময়োশ্চারাইজেশন: ত্বকের পুষ্টির জন্য প্রতিদিন উষ্ণ তিল বা বাদাম তেল দিয়ে ম্যাসাজ করে ঈষৎ উষ্ণ পানি দিয়ে গোসল করুন।
🔹নারকেল তেল বা অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক ময়োশ্চারাইজার ব্যবহার করুন।
🔹 প্রতিদিনের খাবার তালিকায় অল্প পরিমান ঘি রাখা যেতে পারে। এটি শরীরের শুক্ষতা প্রতিরোধ করবে।

🔴 জয়েন্টে ব্যথা এবং আর্থ্রাইটিস ⚠️

✅ আইসক্রিম, কোল্ড ড্রিংকস এড়িয়ে চলুন।
✅ প্রক্রিয়াজাত চিনি, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত লবণ এবং তৈলাক্ত ফাস্ট ফুড সীমিত করুন।
✅কয়েক স্তরে উষ্ণ পোশাক পরুন, হাত-পা ঠান্ডা হওয়া থেকে বিরত রাখুন।
✅ জয়েন্টগুলোতে চাপ না দিয়ে নমনীয়তা এবং পেশীর শক্তি বজায় রাখার জন্য হাঁটা, হালকা যোগব্যায়াম বা উষ্ণ পুলে সাঁতার কাটার মতো কম-প্রভাবশালী শারীরিক কার্যকলাপে জড়িত থাকুন।
✅ গরম দুধের সাথে ১ চা চামচ হলুদ গুঁড়ো ও এক চিমটি কালো মরিচ মিশিয়ে প্রতিদিন খান, অথবা আক্রান্ত
জয়েন্টগুলিতে পেস্ট তৈরি করে প্রয়োগ করুন।
✅ ১ চা চামচ মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে কুসুম গরম জলের সাথে চিবিয়ে খান।
✅ ৫০০ মি.গ্রাম অশ্বগন্ধা চূর্ণ গরম জল বা দুধসহ দিনে ২ বার খেতে পারেন।

জন সচেতনতায়ঃ⤵️

🌱 এবি ল্যাবরেটরিজ (আয়ু)

View post ❤️❤️❤️
21/11/2025

View post ❤️❤️❤️

View Post ❤️❤️❤️
19/11/2025

View Post ❤️❤️❤️

View Post ❤️❤️❤️
12/11/2025

View Post ❤️❤️❤️

Excellent Sir ❤️❤️❤️
05/11/2025

Excellent Sir ❤️❤️❤️

❤️❤️❤️❤️❤️❤️
27/10/2025

❤️❤️❤️❤️❤️❤️

"কোষ্ঠ্যকাঠিন্যের করুন পরিণতি পাইলস, ফিসার বা রেক্টাল প্রোল্যাপস"ইতোপূর্বে আমরা পাইলস নিয়ে লিখেছি। আজ রেক্টাল প্রলেপস ন...
13/10/2025

"কোষ্ঠ্যকাঠিন্যের করুন পরিণতি পাইলস, ফিসার বা রেক্টাল প্রোল্যাপস"
ইতোপূর্বে আমরা পাইলস নিয়ে লিখেছি। আজ রেক্টাল প্রলেপস নিয়ে লিখার চেষ্টা করছি।
মলত্যাগে ভয়, টয়লেটে যেতে অস্বস্তি, মনে হয় যেন মলদ্বার দিয়ে কি যেন বেরিয়ে আসছে। কাউকে শেয়ার করতে পারছেন না। নিরবে কষ্ট সহ্য করছেন। হতে পারে এ অসহ্য যন্ত্রনার নাম রেক্টাল প্রোল্যাপস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রেক্টাম হলো মলদ্বারের ঠিক উপরে বৃহদন্ত্রের শেষ অংশ যেখানে মল সাময়িকভাবে জমা থাকে। প্রোল্যাপস অর্থ কোনো অঙ্গ তার স্বাভাবিক অবস্থান থেকে বেরিয়ে আসা
বা পতিত হওয়া। সহজ ভাষায় বললে বলা যায় যে একটি মোজা যেমন উল্টে গিয়ে ভেতরের অংশটি বাহিরে চলে আসে ঠিক তেমনি মলাশয়ের ওয়ালগুলো দুর্বল হয়ে উল্টে মলদ্বার দিয়ে বেরিয়ে আসে।

➡️ কারনঃ
যদি পেলভিক ফ্লোর পেশী ও মলদ্বারের স্ফিঙ্কটার দুর্বল হয়ে যায়, যা মলদ্বারকে সমর্থন করতে ব্যর্থ হয়, তখন এটি ভিতরের দিকে ঘুরতে থাকে এবং মলদ্বার দিয়ে বেরিয়ে আসে। এ ঘটনাটি কিছু রিক্ষ ফ্যাক্টরের কারনে তরান্বিত হতে পারে ।

🟥 রিস্ক ফ্যাক্টরগুলো হলোঃ-
🔴 দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য
🔴 বয়স জনিত দুর্বলতা
🔴 গর্ভাবস্থা বিশেষ করে নরমাল ডেলিভারির সময়
🔴 দীর্ঘস্থায়ী কাশি বা হাচি
🔴 ক্রনিক ব্রংকাইটিস বা হাপানি
🔴 দীর্ঘস্থায়ী ষ্ট্রেনিং বা টান লাগা
🔴 নিয়মিত ভারী জিনিস তোলা
🔴 পেলভিক অঞ্চলের কোন সার্জারি বা নিউরোলজিক্যাল ডিজিজ।

✅ চিকিৎসাঃ প্রোল্যাপসের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, কোষ্ঠ্যকাঠিন্য দূর করা ও পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা উত্তম। উচ্চ ফাইবারযুক্ত খাবার খাওয়া, প্রচুর পানি পান করে এবং চাপ এড়িয়ে সুস্থ অস্ত্রের গতিবিধি বজায় রাখতে হবে। কোষ্ঠ্যকাঠিন্য হলে আমরা ত্রিফলা চূর্ণ ও হরিতকি ক্বাথ খেতে পারি।

🟩 ঔষধ প্রশাসন অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সমুহ ত্রিফলা চূর্ণ ও হরিতকি দিয়ে অভয়ারিষ্ট উৎপাদন ও বাজারজাত করছে।

⚠️ ত্রিফলা চূর্ণ ও অভয়ারিষ্ট গ্রহনের ক্ষেত্রে সর্তকতা হলো নির্ভরযোগ্য রেজিস্টার্ড কোম্পানির ঔষধ গ্রহন না করলে হিতে বিপরীত হতে পারে।

🆎 এবি ল্যাবরেটরিজ (আয়ু) কর্তৃত উৎপাদিত ও বাজারজাত কৃত ত্রিফলা চূর্ণ ও অভয়ারিষ্ট এর বাণ্যিজিক নাম "এবি ট্রিফ" ও "পাইলো সেফ"

✅ অর্শ, অর্শ জনিত মলদ্বার দিয়ে রক্তপড়া রোধ করে
✅ কোষ্ঠকাঠিণ্য দুর করে
✅ পেট ভরা ভরা ভাব, অগ্নিমান্দ্য দুর করে
✅ হাইপার এসিডিটি কমায়
✅ বায়ু নিঃসারণ করে
✅ রেক্টাল প্রোল্যাপস প্রতিরোধ করে

ডোজঃ
চূর্নঃ ১ চা চামচ পরিমান নিয়ে ১ গ্লাস গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে সকাল বিকাল খেতে হবে।

সিরাপঃ
প্রাপ্ত বয়স্কোঃ ৩ - ৪ চা চামচ দিনে ২ - ৩ বার খাওয়ার পর ঈষৎ উঞ্চ পানিসহ সেব্য ।
অপ্রাপ্ত বয়স্কোঃ ১ - ২ চা চামচ দিনে ২ বার খাওয়ার পর ঈষৎ উষ্ণ পানিসহ সেব্য।

"জীবনীশক্তি (ভাইটালিটি) বাড়াতে কিচমিচ ও শ্বেতচন্দন অনন্য"🟢 ভিটিস ভিনিফেরা, যা সাধারণত কিচমিচ নামে পরিচিত, এর প্রচুর পরি...
04/10/2025

"জীবনীশক্তি (ভাইটালিটি) বাড়াতে কিচমিচ ও শ্বেতচন্দন অনন্য"
🟢 ভিটিস ভিনিফেরা, যা সাধারণত কিচমিচ নামে পরিচিত, এর প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে প্রাণশক্তি বৃদ্ধি করে, যার মধ্যে রয়েছে রেসভেরা- ট্রোল এবং প্রোসায়ানিডিন, যা হৃদপিন্ড বা হার্টের স্বাস্থ্য ও রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোষের ক্ষতি থেকে রক্ষা করে। কিচমিচ এর বীজ এবং পাতার নির্যাস কোলা- জেন বৃদ্ধি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে ত্বক কে রক্ষা করে। ত্বকের ক্ষতি হওয়া প্রতিরোধ করে। এটি রক্তনালীর স্বাভাবিকতা ধরে রাখে এবং ভেনাস ইনসাফিসিয়েন্সি
(শিরার অপ্রতুলতা) ও অর্শের মতো পরিস্থিতিতে সহায়তা করে এবং প্রদাহ-বিরোধী কার্যকারিতা প্রদান করে।

🟢 শ্বেত চন্দনে বিদ্যমান ফাইটোকেমিক্যাল আধুনিক চিকিৎসায় বিভিন্ন থেরাপিউটিক উপাদানে ব্যবহৃত হয় এবং য প্রয়োগের মাধ্যমে প্রাণশক্তি বৃদ্ধি পায়। এর ত্বকের প্রদাহ- বিরোধী, বলিরেখা-বিরোধী বৈশিষ্ট্য, স্ট্রেস উপশম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ টনিক হিসাবে ব্যবহার রয়েছে। সমন্বিতভাবে ভেষজসমুহ শারীরিক দুর্বলতা, ভাইটাল অঙ্গ সমুহের শক্তি বর্ধক, বীর্যবর্ধক হিসেবে কাজ করে।
কিচমিচ ও শ্বেতচন্দন দিয়ে তৈরী আয়ুর্বেদিক ঔষধ হলো ভিমরস।

🟢 ঔষধ প্রশাসন অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়ে আয়ুর্বেদিক ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সমুহ “ভিমরস” উৎপাদন ও বাজারজাত করছে।

⚠️ “ভিমরস” গ্রহনের ক্ষেত্রে সর্তকতা হলো নির্ভরযোগ্য রেজিস্টার্ড কোম্পানির ঔষধ গ্রহন না করলে হিতে বিপরীত হতে পারে।

✅ এবি ল্যাবরেটরীজ (আয়ু) কর্তৃত উৎপাদিত ও বাজারজাত কৃত “ভিমরস” এর বাণ্যিজিক নাম "ইনভীম"।

🟩 ইনভীম

✅ ভিটামিন এ ও সি সমৃদ্ধ
✅ সাধারন দুর্বলতায় অধিক কার্যকর
✅ শরীরের ভিটামিনের অভাব পূরণ করে, পুষ্টিকারক ও রুচিকারক
✅ শারিরীক শক্তি, ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তিবৃদ্ধি করে
✅ যৌনশক্তি ও বীর্যবর্ধক

ডোজঃ
🧔‍♂️ প্রাপ্ত বয়স্কোঃ ৩ - ৪ চা চামচ দিনে ২ - ৩ বার খাওয়ার পর ঈষৎ উঞ্চ পানিসহ সেব্য ।
👦 অপ্রাপ্ত বয়স্কোঃ ১ - ২ চা চামচ দিনে ২ বার খাওয়ার পর ঈষৎ উঞ্চ পানিসহ সেব্য।

Address

Mirpur-10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when AB Laboratories-Ayu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AB Laboratories-Ayu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram