02/06/2024
বিবেচনায় নেয়া উচিত।
আজকে একটা ভয়ানক পোস্ট পেলাম।
ভাবলাম পোস্টটা এখানে আপলোড করি। আপলোড করতে গিয়ে দেখি লেখার অবস্থা খুবই বাজে। পরে সেটাকে কিছুটা পরিমার্জন করে আপলোড করলাম।
পোস্টটি বেশ সতর্কতামূলক।
আমার মনে হলো যে আপনাদের কাছে পোস্ট টি শেয়ার করলে উপকারেই আসবে।
ডাক্তারদের পরামর্শ হলো
"ইচ্ছে মাফিক ব্যথানাশক মেডিসিন খেয়ে কিডনি কে হত্যা করবেন না।
কিন্তু কে শুনে কার কথা।
সর্বোচ্চ বিক্রিত মেডিসিনের তালিকায় ব্যথা নাশক ঔষধ গোষ্ঠী প্রথম স্থান দখল করে আছে।
যাহোক ডাক্তার ও রোগীর কথোপকথনে আসি।
ডাক্তার চেম্বারে একজন রোগী এসেছে।
ডাক্তার জিজ্ঞাসা করলেন কি সমস্যা? রোগী বলতেছে কিডনি ড্যামেজ। ডাক্তার বলল কিভাবে নিশ্চিত হলেন।
রোগী বলল আমি এর আগে একজন ডাক্তার দেখিয়েছি তিনি কয়েকটি টেস্ট দিয়েছিলেন, টেস্টগুলো করিয়ে উনাকে দেখালে, উনি বললেন ক্রিয়েটিনিন লেভেল ১৪, হিমোগ্লোবিন রেট ৮.৪ ইত্যাদি।
আপনার কিডনি ড্যামেজ।
ডাক্তার জিজ্ঞাসা করেছেন আপনি এখানে এসেছেন কেন। রোগীর সোজা সাপটা উত্তর, আরো ভালো চিকিৎসা ও পরামর্শের জন্য।
আচ্ছা, কতদিন হয় এই সমস্যা ধরা পড়েছে।
স্যার ১ মাস হলো ধরা পরছে।
আপনার কিডনি ড্যামেজ করলেন কিভাবে? এর আগে আপনি কি কি ওষুধ খেয়েছেন বা অন্যান্য বদ-অভ্যাস থাকলে বলুন।
স্যার মাঝে মধ্যে গা হাত পা ব্যথা হইতো পরে ফার্মেসি থেকে নাপা ও ব্যথার ওষুধ কিনে খাইতাম। খাইলেই ভালো হইয়া যাইতাম। কিন্তু এই বারকার সমস্যা একটু বেশি ছিল। বমি বমি ভাব ও পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার রক্তের ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
ডাক্তার, আহ! কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্সট্রা ও ব্যথা নাশক খেতে??
স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম, খাইলে একটু ভালো থাকতাম।
ডাক্তার, আমি আমার এইটুকু বয়সে যতো কিডনি রোগী দেখেছি এর মধ্যে ৭০-৮০% রোগী হয়তো নিয়মিত ব্যাথার ওষুধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে। না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রোগী, আগে জানলে কি আর খাইতাম!
স্যার এই কথা বলনের মানুষ পাই নাই, তাই জানতামও না। যা হোক ডাক্তার রোগীর কথোপকথন শেষ।
"সময় থাকতে বুঝলে ভালো।
না হয় যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে।
সংগৃহীত ও পরিমার্জিত।