17/06/2020
করোনার এই দূর্যোগকালীন সময়ে সবার ঘরেই রাখা উচিত একটি করে পালস অক্সিমিটার। অর্ডার করতে কল করুন +8801728165970 নাম্বারে অথবা ইনবক্স করুন।
Fingertip Pulse Oximeter (Check your oxygen level and be free from Covid tension)
Regular Price-2,200/-
Origin: Taiwan; Made in China.
Fingertip Pulse Oximeter for determination of oxygen saturation and pulse rate.
হাইপোক্সিয়া মানে শরীরের কোষে অক্সিজেন, স্বাভাবিক মাত্রার চেয়ে কম।
হ্যাপি হাইপোক্সিয়া মানে আপনি খুব স্বাভাবিক, কিন্তু এইদিকে আপনার শরীরের ভেতরের অক্সিজেন কমে গিয়ে অংগ প্রত্যংগ গুলোর বারোটা বাজিয়ে দিচ্ছে। এক সময় অপুরনীয় ক্ষতি হয়ে গেছে যা থেকে ফিরে আসা সম্ভব না।
আমাদের শরীরে স্বাভাবিক ভাবে অক্সিজেন এর স্যাচুরেশান ৯৫% থেকে ১০০% এ ওঠানামা করে। এর নীচে নামলে বুঝতে হবে কোষে হাইপোক্সিয়া শুরু হচ্ছে।
৯০% এর নীচে থাকলে তখন confusional, Irritable state এ থাকে ব্রেইন।
৮০% থেকে ৭৫% এর নীচে saturation নামলে অজ্ঞান হওয়ার অবস্থায় পৌছে যায়।
বেশিক্ষন কোষ হাইপোক্সিয়ায় থাকলে এক সময় মরে যায়।
ব্রেন এ ৫ মিনিট, হার্ট এ দশ মিনিট, পায়ে ৬ ঘন্টা অক্সিজেন না থাকলে মরে যায়।
কম থাকলে মরতে একটু সময় বেশি নেয়।
অবাক করার বিষয় হল, কোভিড আক্রান্ত রোগী সাধারণ জ্ব্রর নিয়ে বসে আছে, গল্প করছে বা মোবাইলে চ্যাট করছে কিন্তু এদিকে স্যাচুরেশান 80% হয়ে বসে আছে।
উনি জানেনও না এবং তাঁর ন্যুনতম খারাপ বোধ হচ্ছেনা।এদিকে নাকের আগা, কানের লতি নীল হয়ে আছে।
দীর্ঘক্ষন অক্সিজেন না পেয়ে হার্ট টা হঠাত বন্ধ হয়ে যেতে পারে।
হাসপাতালে স্বাভাবিক আচরনের রোগীর শরীরে পালস অক্সিমিটার বসিয়ে প্রায়ই স্যাচুরেশান 80%, 70% পাওয়া যাচ্ছে। জিজ্ঞেস করলে রোগী বলে তাঁর কোন অসুবিধা লাগছেনা। কিন্তু এর কিছু সময় পরে কি হতে চলেছে উনি নিজেও আন্দাজ করতে পারছেননা।
তাই জ্বর, গলা ব্যাথার রোগী একটা পালস অক্সিমিটার সাথে থাকলে ৪ ঘন্টা অন্তর একটু দেখে নিলে নিশ্চিত থাকা যায়।
সাধারন অবস্থায় মাপার দরকার নেই।
94 % এর নীচে আসলে আগেই সতর্ক হয়ে ডাক্তার এর দ্বারস্থ হওয়া যায়, বা হাসপাতালে ভর্তি হওয়া যায়।
হ্যাপি হাইপোক্সিয়া করোনা সংক্রমণের একটা অবাক করা বিষয়। শ্বাস নিতে পারছেন, কিন্তু সেই অক্সিজেন রক্তে পৌছাচ্ছেনা । তাই কোষ পাচ্ছেনা। আর বোঝাও যাচ্ছে না কোন উপসর্গ না হওয়ার কারনে।
এর কারন এখনো অস্পষ্ট।
তাই জ্বর, গলা ব্যাথার রোগীর একটা পালস অক্সিমিটার থাকা জরুরী।
কোভিড এর রিপোর্ট আসার আগেই করোনার উপসর্গ যুক্ত রোগী আংগুলে লাগিয়ে মাঝে মাঝে দেখলে সচেতন থাকা যায়।
Pulse oximeter: Price - 2200/-
Pulse oximeter for determination of oxygen saturation and pulse rate.
Representation of values on dual-color display with carrying strap
Oxygen saturation and pulse can be displayed in bar graph or waveform
Automatic switch-off after 8 seconds
Battery level indicator
Price: 2200/- Taka
Free Delivery in Dhaka City.
Free One pair battery
Test your and your family Oxygen level. if it below 92 please admitted Hospital
Please call 01728165970