03/08/2023
বিসমিল্লাহির রাহমানির রাহিম!
''ডাক্তার হওয়ার স্বপ্ন এবার পূরণ হবেই তাও আবার স্বল্প খরচে!!''
✅কিরগিজস্তানে ডাক্তারি পড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা নিম্নে করা হল!
👉 বর্তমানে কিরগিজস্তান দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে একটি আকর্ষণীয় এবং জনপ্রিয় স্থান হয়ে উঠছে ডাক্তারি মেডিকেল সায়েন্সে পড়ার জন্য।
আর এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে।
কারণসমূহ নিম্নরুপ;
1️⃣শিক্ষার্থীদের জন্য ভর্তি এবং ভিসা প্রক্রিয়া খুবই সহজ।
2️⃣ আবেদন করার পর অল্প কিছুদিনের মধ্যেই অফার লেটার এবং ইলেকট্রনিক ভিসা (E-VISA)পাওয়া যায়!
3️⃣ইউরোপিয়ান কারিকুলামে কোর্স সম্পন্ন করা হয়!
4️⃣বিশ্ববিদ্যালয় ভেদে টিউশন ফি নির্ভর করে।
প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর একটি দেশ, কিরগিজস্তান কে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়!
➡️কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিরগিজস্তানে ডাক্তারি পড়তে আসার আগে খুব ভাল করে বিবেচনায় রাখা উচিত ;
↪️বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে এলিজিবিলিটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে ( যদি কোর্স শেষ করে দেশে সার্ভিস দিতে চান)
➡️শহর এবং বিশ্ববিদ্যালয় যাচাইকরণ;
👉প্রতিটি শিক্ষার্থীর জন্য শহর এবং বিশ্ববিদ্যালয় নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে রাজধানী শহর কে বেছে নেওয়া যেতে পারে কারণ যে কোনো দেশেই রাজধানী শহর হচ্ছে শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দু।
বিশ্ববিদ্যালয় পছন্দকরণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, উজ্জ্বল ক্যারিয়ার গঠনে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। যে কোনো দেশেই সকল বিশ্ববিদ্যালয়ের মান সমান হয় না তাই এক্ষেত্রে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
✔️কিরগিজস্তানে ডাক্তারি পড়তে বাংলাদেশি শিক্ষার্থীদের কে বিশ্ববিদ্যালয় সিলেকশন এর ক্ষেত্রে
1️⃣(KYRGYZ STATE MEDICAL ACADEMY),
2️⃣(INTERNATIONAL HIGHER SCHOOL OF MEDICINE)
4️⃣ (INTERNATIONAL UNIVERSITY OF KYRGYZSTAN),
5️⃣(Adam University School Of Medicine) ,
6️⃣Ala-too International medical University,
7️⃣ Salymbekov medical University
8️⃣Avecinna Medical University
9️⃣ Jalalabad Medical Universities গুলো
কে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ রইল
কারণ ,এই বিশ্ববিদ্যালয়গুলো কিরগিস্তানের রাজধানীতে অবস্থিত,
এই বিশ্ববিদ্যালয়গুলোর রয়েছে মানসম্মত অবকাঠামো, অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকবৃন্দ , আধুনিক এবং সুসজ্জিত আবাসন ব্যবস্থা, নিজস্ব হসপিটাল যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের প্রফেশনাল জ্ঞান অর্জনের পর্যাপ্ত সুযোগ বিদ্যমান
এই বিশ্ববিদ্যালয়গুলো( WHO, BM&DC) কাউন্সিল এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্বারা অনুমোদিত।
👉কিরগিজস্তান থেকে ডাক্তারি পাশ করার পর দেশে-বিদেশে ক্যারিয়ার গঠনের সুযোগ প্রসঙ্গে:
অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে সেটি হচ্ছে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে বাংলাদেশে এসে অনুশীলন করার সুযোগ কম রয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভুল ধারণা ।কিরগিজস্তান থেকে ডাক্তারি পাশ করার পর দেশে এবং বিদেশে ক্যারিয়ার গঠনের অনেক সুযোগ রয়েছে ।
👉 সর্বপ্রথম, বাংলাদেশ (BM&DC) কাউন্সিল এর কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়ান ইয়ার ইন্টার্নশিপ শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন হসপিটাল অথবা ক্লিনিকে চাকরি করা অথবা বিসিএস/ এফসিপিএস পরীক্ষায় নিজের যোগ্যতা প্রমাণ করে ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে।
মূলত , একজন বাংলাদেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করার পর ক্যারিয়ার গঠনে যে সুযোগগুলো পেয়ে থাকে কিরগিজস্তান থেকে ডাক্তারি পাশ করার পর একজন শিক্ষার্থী সেই একই সুযোগগুলো পাবে এবং নিজ দেশের মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে কোন ধরনের বাধা বিপত্তি থাকবে না
👉দ্বিতীয়ত, ইংল্যান্ড, আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই সব দেশে ক্যারিয়ার গঠনের অনেক সুযোগ রয়েছে। পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে।
✅বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
হোয়াটসঅ্যাপ নম্বর :01648259959
01907292341
+880 1861-154359
01851311392 ( only calls)
Address : রাউজান চট্টগ্রাম
বাকলিয়া চট্টগ্রাম
বোরহানউদ্দিন, ভোলা!
দারুন্নাজাত মাদারাসা, ডেমরা থানা( ঢাকা)