M.B Dental Care

M.B Dental Care Dentist Bangladesh is the first and only complete dental portal in Bangladesh for students and patients. We are proud to say it is the most popular

06/01/2022

* আক্কেল দাত সম্পর্কিত কিছু তথ্য ও জটিলতা:
১)আক্কেল দাত যাকে থার্ড মোলার বা উইসডম টিথ বলা হয়।
২) সাধারণত ১৭-২৫ বছর বয়স পর্যন্ত আক্কেল দাত উঠে।
৩) উপরের ও নিচের চোয়ালে ২ টি করে মোট ৪ টি আক্কেল দাত থাকে।
৪) কারো কারো ২ টিও থাকতে পারে আবার নাও থাকতে পারে।
৫) আক্কেল দাত আমাদের খাওয়া দাওয়া করার জন্য তেমন কোন কাজে লাগেনা।

* জটিলতা :
১) ব্যথা হওয়া, যা হালকা থেকে তীব্র হতে পারে।
২) মুখ হা করতে না পারা, কম হা করতে পারা এবং হা করার সময় ব্যথা হওয়া।
৩) কিছু ক্ষেত্রে ব্যাথা চোয়াল ও কান পর্যন্ত ছড়িয়ে পরা।
৪)আক্কেল মাড়ির অতিরিক্ত মাংসের কারনে দাঁত উঠতে বাধা পাওয়া। এবং সেখানে খাদ্যকণা জমে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া।
৫) ইনফেকশন- আক্কেল দাত সম্পুর্ন না গজানো কিংবা আংশিক গজানো।
৬) মহান সৃষ্টিকর্তা চাইলে অনেক সময় কোন সমস্যা নাও হতে পারে।

*চিকিৎসা :
১) অপারকুলেকটমি- আক্কেল দাতের অতিরিক্ত মাড়ির মাংস কেটে ফেলা। যাতে দাত সঠিক ভাবে উঠতে পারে /গ্রিন্ডিং /ফ্লোসিং(রোগ অনুযায়ী)
২) সার্জিকাল এক্সট্রাকশন- আংশিকভাবে গাজানো কিংবা বাকা হয়ে গজানো আক্কেল দাতে ইনফেকশন হলে মাইনর অপারেশনের মাধ্যমে উঠিয়ে ফেলা।
তাই আক্কেল দাত উঠার সময় কোন জটিলতা দেখা দিলে একজন ডেন্টিস্ট এর স্বরণাপন্ন হয়ে পরামর্শ নিন। নিজে সচেতন হউন অন্যকেও সচেতন করুন। দাঁত ও মুখের যত্ন নিন, সুস্থ্য থাকুন।
আল্লাহ হাফেজ।

16/12/2021
15/12/2021

বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চুড়ান্ত বিজয়ের ৫০ বছর পূর্তিতে M.B Dental care এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

14/12/2021

বিজয়ের মাস উপলক্ষে M.B Dental Care এর পক্ষ থেকে দাঁতের সকল প্রকার চিকিৎসায় ৫০% ডিসকাউন্ট।
আপনার দাঁতের যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

M.B Dental Care
Middle pirerbag (paka mosjid),60 feet road,mirpur Dhaka.
ফোন : 01744670210
01755953932
Web: www.mbdentalcare.com.bd

20/09/2021

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.B Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram