19/11/2025
আমরা ১ যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে জাপানের ALPK2 ব্রান্ডের এনালগ বিপি মেশিন বিক্রি করে আসছিলাম। তবে কাস্টমারদের চাহিদা ছিল NTI ব্রান্ডের এনালগ বিপি যেন নিয়ে আসা হয়। আমরাও এই চাহিদার বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করি। চাইলেইতো আর যেনতেন একটা প্রোডাক্ট কাস্টমারদের হাতে তুলে দিতে পারিনা!
তাইতো দীর্ঘ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রক্রিয়া শেষ করে অবশেষে আমরা নিজেদের ব্রান্ডে NTI Analog BP নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে ১০০% স্যাটিসফেকশন গ্যারান্টি। এখন পর্যন্ত যাদের কাছেই স্যাম্পল পাঠানো হয়েছে সবাই ভালো রিভিউ দিয়েছেন।
এখন থেকে আপনিও অর্ডার করতে পারবেন।