Sneakers World

Sneakers World TAKE CARE OF YOUR BODY.

21/04/2025

💸 "যে অর্থকে অবহেলা করে, অর্থও তাকে অবহেলা করে!"
আজকের দিনে দাঁড়িয়ে আর্থিক অজ্ঞতা শুধু ভুল না—এটা একটা বিলাসিতা।

বছরের পর বছর আমাদের শেখানো হয়েছে—
👉 “অর্থই অনর্থের মূল”,
👉 “টাকা পয়সা হাতের ময়লা”।
এই কথাগুলো বলে কিছু মানুষ আমাদেরকে গরিব রেখে নিজেরা হয়েছে ধনী।

❌ আপনি যদি আজও টাকার সত্যিকার চরিত্র না বোঝেন,
❌ ধনী হওয়ার আর্ট না শিখেন,
❌ আর্থিক স্বাধীনতার পথ না খুঁজেন—
তাহলে আপনি গরিব থাকার জন্যই প্রস্তুত হচ্ছেন।

💡 "ধনী হতে শিখুন" — শুধু একটা বই নয়, এটি একটি আর্থিক জাগরণ।
এই বইটি আপনাকে শেখাবে—
✅ কেন আপনি আয় বাড়াতে পারছেন না,
✅ কীভাবে টাকা আপনার জন্য কাজ করবে,
✅ ধনী মানুষদের অর্থনৈতিক মানসিকতা কীভাবে তৈরি হয়।

🧠 ধনী হওয়াটা কোনো ম্যাজিক নয়—এটা শিখে নেওয়ার মতো একটি স্কিল।
এখনো সময় আছে নিজেকে বদলানোর।

📘 শুরু হোক আজ থেকেই—বইটা খুলুন, জীবনটা পাল্টে দিন।

অর্ডার লিঙ্ক👉🏻 https://rkmri.to/M59PTM7NBX5N

#ধনী_হতে_শিখুন

Hot  and Trendy Sneakers
08/12/2024

Hot and Trendy Sneakers

Awesome Sneakers are Available
08/12/2024

Awesome Sneakers are Available

জুতা কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই আমদের বিবেচনায় থাকবেজুতা কেনার সময় ক্রেতা সব সময়ই চান যেন তিনি যে কারণে জুতাটি কিনছ...
14/09/2024

জুতা কেনার আগে যে বিষয় গুলো অবশ্যই আমদের বিবেচনায় থাকবে

জুতা কেনার সময় ক্রেতা সব সময়ই চান যেন তিনি যে কারণে জুতাটি কিনছেন সে কাজটি যেন সারে এবং জুতাটি টেকসই হোক। প্রয়োজন ও স্থায়িত্বের মিশেল ঘটানোটাই এখানে একজন ক্রেতার মূল বিবেচ্য বিষয়।

♦ গাম থেকে সেলাই উত্তম। তাই সোলের সঙ্গে জুতার মূল অংশ যদি সেলাই করে জোড়া দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে এই জুতার সোল টেকসই হবে।

♦ সোল নির্বাচনের ক্ষেত্রে কাঠের সোল থেকে বিরত থাকা উত্তম। কারণ কাঠের সোল ফ্রেক্সিবল না। ফলে হাঁটার সময় বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়।

♦ আপনার পছন্দের জুতাটি যদি চামড়ার হয়ে থাকে, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে জুতাটি আসলে চামড়ার কি না।

♦ যদি কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনেন, তাহলে তারাই বলে দেবে কোনটি আসল চামড়া এবং কোনটি কৃত্রিম। তবে সমস্যাটা হয় লোকাল দোকান থেকে কিনতে গেলে। এখানে আপনাকেই বুঝতে হবে চামড়া আসল নাকি কৃত্রিম। এ ক্ষেত্রে জুতাটি ধরে দেখুন ও চাপ দেন। জুতায় ভাঁজ পড়লে এবং তা ধীরে ধীরে পূর্ববর্তী অবস্থায় চলে গেলে এবং জুতা থেকে চামড়ার গন্ধ এলে ধরে নিতে পারেন জুতাটি চামড়ার তৈরি। কৃত্রিম চামড়া কিছুটা ফোমের মতো অনুভব হবে। এটা একটি প্রাথমিক ধারণা মাত্র।

♦ কেনার আগে অবশ্যই জুতার মাপ সম্পর্কে জেনে নিন। যদি নিজে গিয়ে না কেনেন, তাহলে এই মাপটি আপনার জন্য কাজে আসবে।

♦ পায়ে দিয়ে কিছুক্ষণ হেঁটে দেখবেন আপনার অস্বস্তি লাগছে কি না। জুতার কিনারাগুলো মসৃণভাবে ফিনিশিং করা কি না তা অবশ্যই দেখে নেবেন। কারণ এসব স্থানের ফিনিশিং ভালো না হওয়ার কারণে পায়ে ফোস্কা পড়ে। শোরুম থেকে কেনার সময় মোজা পরে ট্রায়াল দেবেন। খালি পায়ে ট্রায়াল দিয়ে জুতা কিনে ফেললে পরে মোজা পরার পর জুতা বেশ আঁঁটসাঁট হয়ে যেতে পারে। নিজের মোজাটি সঙ্গে নিয়ে নেবেন। কারণ দোকানে যেসব মোজা পরানো হয় সেগুলো অনেকেই পরেন। এতে ছোঁয়াছে চর্মরোগ ছড়াতে পারে।

♦ জুতার শুকতলাটি কেমন তা দেখে নেবেন। কারণ এটির ওপরই আপনি পা দেবেন। তাই এখানে কোনো আপস না করাই উত্তম। আর ভালো জুতায় এক জোড়া শুকতলা অতিরিক্ত দেওয়া হয়।

09/05/2024

Use your money to looking good.
(Sneakers, Gym & Fitness)

16/02/2024

সারা পৃথিবীর মানুষকে ডাক্তাররা বুঝিয়েছেন, ডায়াবেটিস কখনো ভালো হয় না, উচ্চ রক্তচাপ কখনো ভালো হয় না!
এটা ডাহা মিথ্যা কথা-ডাক্তার জাহাঙ্গীর কবীর।

বাড়িয়ে দিবে স্মার্টনেস কমিয়ে দিবে খরচ,বাড়িয়ে দিবে ফিটনেস কমিয়ে দিবে বয়স। #স্মার্ট স্নিকার্স
13/01/2024

বাড়িয়ে দিবে স্মার্টনেস
কমিয়ে দিবে খরচ,
বাড়িয়ে দিবে ফিটনেস
কমিয়ে দিবে বয়স।
#স্মার্ট স্নিকার্স

Address

MALIBAG
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Sneakers World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sneakers World:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

সালাম ও শুভেচ্ছা| কেমন আছেন সবাই? যেমনি থাকুন,নিজের দিকে নজর দিন | নিয়মিত ব্যায়াম করুন |

সালাম ও শুভেচ্ছা| কেমন আছেন সবাই? যেমনি থাকুন,নিজের দিকে নজর দিন | নিয়মিত ব্যায়াম করুন | নিয়মিত ব্যায়ামই আপনাকে দিবে ভালো থাকার নিশ্চয়তা|