MD. Akil Healthcare Desk

MD. Akil Healthcare Desk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD. Akil Healthcare Desk, Medical and health, Dhaka.

মেডিসিন, চর্ম, এলার্জী, মা ও শিশু রোগের চিকিৎসক।

চিকিৎসা সহকারী
মোঃ আকিল মিয়া
ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডি.এম.এফ)
বাংলাদেশ রাষ্টীয় চিকিৎসা অনুষদ (ঢাকা)
মেডিকেল প্র্যাকটিশনার
বিএমডিসি;রেজিঃ নং:D -১৮০৬৯

13/11/2025

আপনার বাচ্চার ডায়রিয়া হলে কী করবেন?

১. খাবারঃ
ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।

২. ORS /খাবার স্যালাইন খাওয়ানোর নিয়মঃ
< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।
> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।

৩. Syp. Zinc
< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (৭ দিন)।
> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (৭ দিন)।

৪. Probiotics:
১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।

(আগের পোস্ট যদি কারো কাজে লাগে তাই দিলাম)

12/11/2025

🌬️ Bronchiolitis (ব্রঙ্কিওলাইটিস)
🔹 বয়স: ২ বছরের নিচে শিশুদের মধ্যে বেশি দেখা যায়
👉 বিশেষ করে ২-৬ মাস বয়সে সবচেয়ে বেশি হয়

🦠 কারণ:
RSV (Respiratory Syncytial Virus), Influenza, Para-influenza, Mycoplasma ইত্যাদি ভাইরাস

💢 লক্ষণসমূহ:

কাশি (Cough)

শ্বাসকষ্ট / শ্বাস নিতে কষ্ট হওয়া (Respiratory distress)

হাঁপানির মতো শব্দ (Wheeze)

হালকা জ্বর (Mild fever)

👶 পরীক্ষায় যা দেখা যায়:

দ্রুত শ্বাস নেওয়া (Fast breathing)

নাক ফুলে যাওয়া (Flaring of alae nasi)

মাথা নড়ানো (Head nodding)

বুক ভেতরে ঢোকা (Chest indrawing)

ত্বক নীলচে হয়ে যাওয়া (Cyanosis)

শুনলে ফুসফুসে অতিরিক্ত বাতাসের শব্দ (Hyperresonance on auscultation)

🧪 পরীক্ষা-নিরীক্ষা:

CBC with CRP

X-ray chest: Hyperinflation, Hypertranslucency, Horizontal ribs

⚠️ সতর্কতা:
👉 এটি সাধারণ সর্দি-কাশি নয় — ছোট শিশুর শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডাঃ মাহাদী হাসান

চোখে স্টাই (Stye) – এটা ছোট জিনিস মনে হলেও অনেক সময় যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয়ে যায়।♦️ কারণ-চোখের পাপড়ির গোড়ায় ছোট অয়েল...
11/11/2025

চোখে স্টাই (Stye) – এটা ছোট জিনিস মনে হলেও অনেক সময় যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর হয়ে যায়।

♦️ কারণ

-চোখের পাপড়ির গোড়ায় ছোট অয়েল গ্ল্যান্ডে জ্বালা/ইনফেকশন
-বেশি ঘষাঘষি
-চোখ পরিষ্কার না রাখা
-পুরনো বা নোংরা কাজল / মাশকারা / চোখের প্রসাধনী ব্যবহার

♦️ কি কি লক্ষণ দেখা যায়

-চোখের পাপড়ির গোড়ায় ছোট ফোড়া
-ব্যথা
-পানি পড়া
-লালচে ভাব

♦️ কি করবেন

-দিনে ৩-৪ বার গরম সেঁক দিন
-চোখে চাপ দিয়ে ফাটানোর চেষ্টা করবেন না
-চোখে নোংরা হাত দেবেন না
-পুরনো বা শেয়ার করা মেকআপ ব্যবহার করবেন না
-ভাল না হলে বা ব্যথা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন

♦️ কি করা উচিত নয়

-এলোমেলো এন্টিবায়োটিক আইড্রপ নিজের ইচ্ছায় শুরু করা
-এক চোখ থেকে অন্য চোখে হাত দিয়ে ছড়িয়ে দেয়া
-ফোড়া খুঁচিয়ে পুঁজ বের করার চেষ্টা করা

সচেতন থাকুন, পরিষ্কার থাকুন, নিজের চোখকে নিজেই রক্ষা করুন

শীতকালীন ডায়রিয়া শুরু হয়ে গেছে।প্রথমে বমি শুরু হবে, তারপর পায়খানা শুরু হবে। দুই-একদিনের মধ্যেই বমি ঠিক হয়ে যায়, কি...
11/11/2025

শীতকালীন ডায়রিয়া শুরু হয়ে গেছে।
প্রথমে বমি শুরু হবে, তারপর পায়খানা শুরু হবে। দুই-একদিনের মধ্যেই বমি ঠিক হয়ে যায়, কিন্তু পাতলা পায়খানার প্রথম তিন চারদিন প্রচুর পরিমাণে করবে। সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যেই ঠিক হয়ে যায়।

এই ডায়রিয়াতে কোন ধরনের রক্ত যাবেনা, হলুদ পানি পানি ,বিচি বিচি পায়খানা হতে পারে।

ওর স্যালাইন এবং জিংক সিরাপ যথেষ্ট। ওর স্যালাইন ছয় মাসের কম বয়সী বাচ্চাদেরও দেওয়া যাবে। অবশ্যই হাফ লিটার বিশুদ্ধ পানিতে সম্পূর্ণ প্যাকেট স্যালাইন বানাবেন। কোন ধরনের কমবেশি করা যাবে না।

জিঙ্ক সিরাপ প্রতি ৫ কেজির জন্য হাফ চামচ হিসেবে দুই বেলা করে ১৪ দিন দিবেন। ওর স্যালাইন যত কেজি তত চামচ বা তার বেশি পরিমাণ খাওয়াবেন।

ডাঃ মেহেদী হাসান

শিক্ষিত পরিবারের এই বাচ্চাটির মৃ*ত্যু হয়েছিলো ওর মায়ের একটা ভুলের কারণে। অল্প পানিতে অধিক পরিমাণ স্যালাইন গুলিয়ে বাচ্চাক...
11/11/2025

শিক্ষিত পরিবারের এই বাচ্চাটির মৃ*ত্যু হয়েছিলো ওর মায়ের একটা ভুলের কারণে। অল্প পানিতে অধিক পরিমাণ স্যালাইন গুলিয়ে বাচ্চাকে খাওয়ানোর কারণে।

এই ভুলটা প্লিজ আর কেউ করবেন না। স্যালাইন কোনো তামাশার বস্তু না, হাতে নিয়ে চেটে খাওয়ার জিনিস না, স্বাদ বাড়ানোর জন্য কম পানিতে বেশি করে মেশানোর জিনিসও না। ঠিক আধা লিটার পানিতে এক প্যাকেট স্যালাইন গুলাবেন। কম না, বেশিও না।

এই বাচ্চার রিপোর্ট টা দেখেন।এখানে বলছে-১. “Adenoid at lower nasopharyngeal roof” মানে:বাচ্চার নাকের পেছনের অংশে (যেখানে ...
11/11/2025

এই বাচ্চার রিপোর্ট টা দেখেন।
এখানে বলছে-
১. “Adenoid at lower nasopharyngeal roof” মানে:
বাচ্চার নাকের পেছনের অংশে (যেখানে নাক ও গলার মাঝখান) adenoid নামে একটি লিম্ফয়েড টিস্যু থাকে, যা ইমিউন সিস্টেমের অংশ।
এই টিস্যুটি অনেক সময় বড় হয়ে যায়, তখন একে adenoid hypertrophy বলে।
এতে বাচ্চার নাক বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়, রাতে নাক ডাকে, ঘুমের সময় শ্বাস কষ্ট হয় ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

২. “Lower cervico-thoracic prevertebral abscess” মানে:
গলা থেকে বুকের উপরের অংশ পর্যন্ত (neck থেকে upper chest পর্যন্ত) মেরুদণ্ডের সামনে (prevertebral area) পুঁজ বা ইনফেকশনের একটা ফোঁড়া (abscess) হয়েছে।
এটা তুলনামূলকভাবে সিরিয়াস অবস্থা। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে এমন হতে পারে, এবং শিশুর জ্বর, খাওয়ায় অনীহা, ঘাড় শক্ত হওয়া বা ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট ইত্যাদি থাকতে পারে।

অর্থাৎ ছোট করে বললে-নাকের adenoid বড় হয়েছে এবং গলার ভেতরে ইনফেকশনের কারণে পুঁজ জমেছে।
এটা অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
বাচ্চাদের ছোট বড় যেকোন সমস্যায় একজন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

নবজাতকের গ্যাসের সমস্যা — জানুন, বুঝুন, সচেতন হোন! 🌙মা-বাবার সবচেয়ে চিন্তার বিষয়গুলোর একটি — বাচ্চার গ্যাসের সমস্যা। রাত...
11/11/2025

নবজাতকের গ্যাসের সমস্যা — জানুন, বুঝুন, সচেতন হোন! 🌙

মা-বাবার সবচেয়ে চিন্তার বিষয়গুলোর একটি — বাচ্চার গ্যাসের সমস্যা। রাতে বাচ্চা কাঁদছে, শরীর মোচড় দিচ্ছে, পেট ফুলে আছে — অনেকেই ভাবে “বাচ্চা বুঝি দুধ খাওয়ার জন্য কাদছে, জোর করে দুধ খাওয়ায় তখন! ”
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা গ্যাস বা কোলিক (Colic) সমস্যা।

✅ কেন হয় গ্যাসের সমস্যা?

🔹 দুধ খাওয়ানোর সময় বাতাস ঢুকে যাওয়া
🔹 মায়ের দুধ খাওয়ানোর ভঙ্গি ভুল থাকা
🔹 অতিরিক্ত কান্না বা চিৎকারে বাতাস গিলে ফেলা
🔹 মায়ের খাওয়ার কিছু খাবার ( গ্যাস হয় এমন খাবার)

💡 কীভাবে বুঝবেন বাচ্চার গ্যাস হয়েছে?

✅ বাচ্চা হঠাৎ কান্না শুরু করে, বিশেষ করে সন্ধ্যার দিকে
✅ পেট ফুলে থাকে
✅ পা পেটের দিকে টেনে আনে
✅ খাওয়ার পর অস্বস্তি অনুভব করে
✅ শরীর মোচড় দিবে
✅ পটি কষা হয় অনেকের

▶️ করণীয় কি?

✨ প্রতিবার দুধ খাওয়ানোর পর ১০ মিনিট বাচ্চাকে ঢেকুর উঠানো (burping) খুবই জরুরি, এটা ৯০% মা করেন না বা করতে চান না, তারা শুধু গ্যাসের ঔষধ দেন বলে অস্থির হয়ে পড়েন, অথচ সামান্য ঢেকুর তুলালে গ্যাসের সমস্যা ৯০% ভাল হয়ে যাবে।
✨ খাওয়ানোর সময় বাচ্চার মাথা সামান্য উঁচু রাখুন।
✨ পেট হালকা গরম কাপড় বা হাতে ম্যাসাজ করুন ঘড়ির কাঁটার মতো করে।
✨ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গ্যাসের ওষুধ বা ড্রপ দেবেন না

❤️ মনে রাখবেন:
গ্যাসের সমস্যা সাধারণ, ভয় পাওয়ার কিছু নেই।
বেশিরভাগ নবজাতকই ৩-৪ মাসের মধ্যে নিজে থেকেই স্বাভাবিক হয়ে যায়। ধৈর্য, সঠিক খাওয়ানোর কৌশল আর ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ।

১৮টি টিকা একসাথে? এই তথ্যটি বিভ্রান্তিকর। জাপানে শিশুদের বিসিজি (BCG) টিকা (যক্ষ্মারোগের জন্য) দেওয়ার ক্ষেত্রে একটি মাল্...
11/11/2025

১৮টি টিকা একসাথে? এই তথ্যটি বিভ্রান্তিকর। জাপানে শিশুদের বিসিজি (BCG) টিকা (যক্ষ্মারোগের জন্য) দেওয়ার ক্ষেত্রে একটি মাল্টিপল পাংচার ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসে ১৮টি সূঁচ থাকে, যা চামড়ার উপরে চেপে ধরা হয়। এর ফলে চামড়ার উপর ১৮টি ছোট ক্ষত তৈরি হয় (যেমনটি ছবিতে দেখা যাচ্ছে)। এটি ১৮টি আলাদা টিকা নয়, বরং একই বিসিজি টিকা দেওয়ার একটি বিশেষ পদ্ধতি।
​বিসিজি টিকার পদ্ধতি: জাপানে বিসিজি টিকা দেওয়ার এই পদ্ধতিটি বেশ পরিচিত এবং এটিকে "18-needle 'stamp' method" বা মাল্টি-পাংচার পদ্ধতি বলা হয়। অন্যান্য দেশে এই টিকা সাধারণত একটি মাত্র সূঁচ দিয়ে দেওয়া হয়।
​উদ্দেশ্য: এই পদ্ধতির মাধ্যমে যক্ষ্মারোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা প্রদান করা হয়। এটি জাপানের নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ এবং সাধারণত ৫ থেকে ৭ মাস বয়সী শিশুদের দেওয়া হয়।
​💡 মূল কথা:
​জাপানে শিশুদের একসাথে ১৮টি আলাদা টিকা দেওয়া হয় না। ছবিতে যা দেখা যাচ্ছে, তা হলো বিসিজি (BCG) টিকা দেওয়ার জন্য ব্যবহৃত ১৮টি সূঁচযুক্ত একটি ডিভাইসের চিহ্ন। অর্থাৎ, ঘটনাটি আংশিকভাবে সত্য—১৮টি সূঁচের ব্যবহার হয়, কিন্তু এটি ১৮টি আলাদা টিকা নয়, বরং একটিই টিকার প্রয়োগ পদ্ধতি।

Congenital Generalised Hypertrichosis একটি বিরল বংশানুগত (Autosomal Dominant) রোগ।   কারণ :  Hair Follicle বৃদ্ধির  জিনে...
19/10/2025

Congenital Generalised Hypertrichosis একটি বিরল বংশানুগত (Autosomal Dominant) রোগ।

কারণ : Hair Follicle বৃদ্ধির জিনের Mutation এর কারণে জন্মগতভাবে সারা শরীরে অস্বাভাবিকভাবে ঘন লোম গজায়।

চিকিৎসা : Cosmetic Hair Removal, Mental Support & Genetic counseling.

তাদের চিকিৎসা খরচ বহনের জন্য বাংলাদেশের বৃত্তবান লোকদের এগিয়ে আসা উচিত।

19/10/2025

যে সকল বাসায় শিশুরা রুমের ফ্লোরে পিশু ও পটি করে থাকে, সেসব বাসায় সকলের কৃমি লেগেই থাকে। পরিচ্ছন্নতা ছাড়া শুধু ওষুধে কৃমি দমন হয়না।

এই জন্যই বলে, "দাত থাকতে দাতের মর্যাদা থাকে না"দেখেন কি এক অবস্থা.. এই ৭ দিনের এতো টুকু মাসুম বাচ্চা তীব্র জ-ন্ডি-সে মার...
18/10/2025

এই জন্যই বলে, "দাত থাকতে দাতের মর্যাদা থাকে না"
দেখেন কি এক অবস্থা.. এই ৭ দিনের এতো টুকু মাসুম বাচ্চা তীব্র জ-ন্ডি-সে মারাত্মক আ-ক্রা-ন্ত..
আর কি নোং-রা করে বাচ্চাকে ৭ দিন পর নিয়ে আসছে চেম্বারে..,এখন দেখেন বাচ্চার এতো ভ-য়া-ব-হ জ-ন্ডি-স যে খি-চু-নি চলে আসছে বেচারার..,
সাথে সেপসিস এবং মা-রা-ত্ম-ক পানি শুন্যতায় ভুগতেছে,.. .এতোদিন নাকি বনাজী ঔষধ খাইয়েছে বাচ্চাটাকে 🤦‍♀️..

আচ্ছা বিয়ে করলেই কি সবাইকে বাচ্চা জ-ন্ম দিতে হবেই..এমন কি কোন কথা আছে? এদেরকে দেখলে মনে হয় জোর করে বাচ্চা নিয়েছে..সরি টু সে..,
বাচ্চা জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না 😠😐

তাই, এ বাচ্চাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি..আল্লাহ ভরসা🤲🌸

মহান রাব্বুল আলামীন তুমি যে নিষ্পাপ শিশুকে সুস্থতা দান করো। আমিন

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Akil Healthcare Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram