11/11/2025
নবজাতকের গ্যাসের সমস্যা — জানুন, বুঝুন, সচেতন হোন! 🌙
মা-বাবার সবচেয়ে চিন্তার বিষয়গুলোর একটি — বাচ্চার গ্যাসের সমস্যা। রাতে বাচ্চা কাঁদছে, শরীর মোচড় দিচ্ছে, পেট ফুলে আছে — অনেকেই ভাবে “বাচ্চা বুঝি দুধ খাওয়ার জন্য কাদছে, জোর করে দুধ খাওয়ায় তখন! ”
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা গ্যাস বা কোলিক (Colic) সমস্যা।
✅ কেন হয় গ্যাসের সমস্যা?
🔹 দুধ খাওয়ানোর সময় বাতাস ঢুকে যাওয়া
🔹 মায়ের দুধ খাওয়ানোর ভঙ্গি ভুল থাকা
🔹 অতিরিক্ত কান্না বা চিৎকারে বাতাস গিলে ফেলা
🔹 মায়ের খাওয়ার কিছু খাবার ( গ্যাস হয় এমন খাবার)
💡 কীভাবে বুঝবেন বাচ্চার গ্যাস হয়েছে?
✅ বাচ্চা হঠাৎ কান্না শুরু করে, বিশেষ করে সন্ধ্যার দিকে
✅ পেট ফুলে থাকে
✅ পা পেটের দিকে টেনে আনে
✅ খাওয়ার পর অস্বস্তি অনুভব করে
✅ শরীর মোচড় দিবে
✅ পটি কষা হয় অনেকের
▶️ করণীয় কি?
✨ প্রতিবার দুধ খাওয়ানোর পর ১০ মিনিট বাচ্চাকে ঢেকুর উঠানো (burping) খুবই জরুরি, এটা ৯০% মা করেন না বা করতে চান না, তারা শুধু গ্যাসের ঔষধ দেন বলে অস্থির হয়ে পড়েন, অথচ সামান্য ঢেকুর তুলালে গ্যাসের সমস্যা ৯০% ভাল হয়ে যাবে।
✨ খাওয়ানোর সময় বাচ্চার মাথা সামান্য উঁচু রাখুন।
✨ পেট হালকা গরম কাপড় বা হাতে ম্যাসাজ করুন ঘড়ির কাঁটার মতো করে।
✨ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গ্যাসের ওষুধ বা ড্রপ দেবেন না
❤️ মনে রাখবেন:
গ্যাসের সমস্যা সাধারণ, ভয় পাওয়ার কিছু নেই।
বেশিরভাগ নবজাতকই ৩-৪ মাসের মধ্যে নিজে থেকেই স্বাভাবিক হয়ে যায়। ধৈর্য, সঠিক খাওয়ানোর কৌশল আর ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ।