17/01/2023
নাম মাত্র মুল্যে সারা দেশে প্রশিক্ষন কেন্দ্র অনুমোদন দেওয়া হচ্ছে!!!!!!
আবেদন করুন https://dtmti.com/apply
আপনার কি কোচিং সেন্টার, কিন্টার গার্ডেন স্কুল, সরকারী-বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা, ফটোকপির দোকান, সাইবার ক্যাফে, কম্পিউটার, মোবাইল, সার্ভিসিং সেন্টার আছে? পাশাপাশি কম্পিউটার সহ একাধিক ট্রেডে প্রশিক্ষণ কেন্দ্র/ট্রেনিং সেন্টার পরিচালনা করতে চাচ্ছেন?
তাহলে সরকার অনুমোদিত সংস্থার প্রকল্প পরিচালক থেকে প্রশিক্ষণ কেন্দ্র খুলে নিজে সবলম্বি হোন এবং বেকারত্বের হাত থেকে দেশকে রক্ষা করুন।
♥"কারিগরি শিক্ষা দিন, বেকারত্বের অভিশাপ হতে দেশকে মুক্তি দিন"♥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডিজিটাল টেকনোলোজি এন্ড মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট সারা দেশ ব্যাপি কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন সহ ১৬ টি বিষয়ের উপরে ট্রেনিং সেন্টার এর অনুমদন কার্যক্রম শুরু করেছে ।
অনুমোদন পাওয়ার পর DTMTI থেকে আপনি যে সকল সুবিধা পাবেনঃ
১। বিভিন্ন ট্রেডে কম্পিউটার প্রশিক্ষণ এবং কোর্স শেষে পরীক্ষা গ্রহনের মাধ্যমে সরকারী অনুমোদিত সনদপত্র প্রদান করতে পারবেন।
২। শিক্ষার্থী সিট সংখ্যা অনির্ধারিত। যতখুশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে।
৩। শিক্ষার্থীর নিকট অটোমিশন পদ্ধতিতে এস.এম.এস (S.M.S) পাঠানোর এর ব্যবস্থা।
৪। বিভিন্ন ট্রেডে কম্পিউটার প্রশিক্ষণ এবং কোর্স শেষে পরীক্ষা গ্রহনের মাধ্যমে সরকারি অনুমোদিত সনদপত্র প্রদান করতে পারবেন।
৫। ছাত্র ছাত্রী রেজি: ও ম্যানেজমেন্ট করার জন্য ফ্রি সফটওয়্যার প্রদান করা হবে।
৬। পোষ্টার/লিফলেট/পোসপেকটাস ডিজাইনের মূল ফাইল।
৭। ভিজিটিং কার্ড ডিজাইনের মূল ফাইল।
৮। প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ের অনুমোদন সনদ /প্রতিষ্ঠান মেম্বারশীপ সনদ।
৯। ভর্তি ফরমের মূল ফাইল।
১০। প্রতিটি কোর্সের আলাদা আলাদা সিলেবাস প্রদান করা হবে।
১১। নির্দিষ্ট টার্গেট পুরণকারী প্রতিষ্ঠান পাবে সম্মাননা পুরস্কার।
১২। এছাড়াও সর্বোচ্চ ভর্তি করানো ৩ টি প্রতিষ্ঠান পাবে বিশেষ সম্মাননা পুরষ্কার।
১৩। অনুমোদন নেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের কোন নাম পরিবর্তন করতে হবে না।
১৪। অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক ও সার্টিফিকেট এর অনলাইন কপি ডাউনলোড করার ব্যবস্থা।
১৫। এছাড়াও আপনার যে কোন সমস্যার তাৎক্ষনিক/দ্রুত সমাধান সহ সঠিক গাইডলাইল ও নির্দেশনা পাবেন।
১৬) অনলাইনে ক্লাস করার বিশেষ ব্যাবস্থা রয়েছে, দেশ বিদেশ যে কোন জায়গা থেকে ভর্তি হওয়া যাবে।
১৭) মেম্বারশীপ সার্টিফিকেট।
১৮) ব্যানার ডিজাইনের মূল ফাইল।
১৯) আপনার পাচ্ছন আজীবন অনলাইনে রেজাল্ট দেখার ও সার্টিফিকেট এর অনলাইন কপি ডাউনলোড দেবার সুযোগ
২০) নতুনদের ট্রেনিং সেন্টার/প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার জন্য প্রশিক্ষনের ব্যবস্থা।
২১) বাৎসরিক গোল্ড মেডেল এওয়ার্ড এর আয়োজন করা হয়। সেরা ৫ টা প্রতিষ্ঠানকে গোল্ড মেডেল ও ৩০ টা প্রতিষ্ঠানকে আইসিটি এওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
প্রশিক্ষণ কেন্দ্র/ট্রেনিং আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন :
https://dtmti.com/apply
যে কোন তথ্যের জন্য ইনবক্স করুন
অথবা যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে :
01711346848 | 09602333111 | 01911632501
info@dtmti.com | dtmtibd@gmail.com | dtmti.com
বিঃদ্রঃ পল্লী চিকিৎসক, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ
Computer Office Application - ৩ (তিন) এবং ৬ (মাস) মেয়াদী, Database Programming - ৩ (তিন) এবং ৬ (মাস) মেয়াদী, Diploma in computer science - ১ (এক) বৎসর মেয়াদী, Diploma in ICT -১ (এক) বৎসর মেয়াদী, Web Design & Development - ৬ (মাস) মেয়াদী, Basic Graphic Design - ৩ (তিন) মেয়াদী, Graphic Design - ৬ (মাস) মেয়াদী, Higher Diploma in computer science - 2 (দুই) বৎসর মেয়াদী, Diploma in Graphics Design,হস্তশিল্প (বাঁশ ও পাট পণ্য তৈরী) প্রশিক্ষণ, বিউটিশিয়ান/পার্লারের কাজ প্রশিক্ষণ,সাঁট-মুদ্রাক্ষরিক (Short hand )-কাম-কম্পিউটার প্রশিক্ষণ,সেলাই / পোশাক তৈরী ( Dress Making),ভূমি জরিপ (আমিনশীপ)/Aminship,মোবাইল রিপেয়ারিং এন্ড সার্ভিসিং প্রশিক্ষণ,রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষ,গরু মোটাতাজাকরণ (Cow Fating Farming) প্রশিক্ষণ,ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) (আউটসোর্সিং) প্রশিক্ষণ,ভিডিও এডিটিং এন্ড মাল্টিমিডিয়া (Video Editing & Multimedia) এর কোর্স করানো হয় ও শাখা দেওয়া।