সুন্নাহ হিজামা ও রুকইয়াহ

সুন্নাহ হিজামা ও রুকইয়াহ কুফর ও শিরক মুক্ত নববী চিকিৎসার প্রসারই আমাদের লক্ষ্য।

24/10/2025

মানুষ কতটা ভয়ংকর

24/10/2025

ছিটানো জাদু ভয়ংকর জাদু

24/10/2025

মেয়েটি একটা এপস যেটাতে বয়স বলা হয় এরাবিক মেয়েটি লাইভে এই এপসটি দেখাচ্ছিল হঠাৎ পিছনে আরেকটি ফেস ইন্ডিকেটর দেখায় 500বছর বয়সের কেও আছে

24/10/2025

কিভাবে বুঝবেন রাকি ভন্ড কবিরাজ কিনা

04/10/2025

প্রখ্যাত তাবিঈন ইমাম মুহাম্মাদ ইবনু সীরীন (رحمه الله )
হতে বর্ণিত তিনি বলেন,

নিশ্চয়ই এ (সানাদের) ইলম হচ্ছে দ্বীন’ অতএব তোমরা লক্ষ্য রাখবে যে,তোমাদের দ্বীন কার নিকট হতে গ্রহণ করছো।

(মুসলিম;মিশকাতুল মাসাবীহ, হা/২৭৩)

04/10/2025

বংশীয় লোক টাকা বেশি হলে অমায়িক হয় সাদগা করে স্কুল করে মাদ্রাসা করে হসপিটাল করে

বংশহীনরা বেশি টাকা হলে অহংকারী হয় রিয়া করে সম্পদের বাহ্যল্যতা দেখায় অবৈধ নারী সঙ্গ সহ মদ মাদক এর মত হারামে আরাম খুজার চেষ্টা করে
এটাই বাস্তবতা

04/10/2025

ইমাম নববী رحمه الله বলেন,

> “গীবত মূলত হারাম। তবে শরীয়তে প্রমাণিত কিছু স্থানে গীবত করা জায়েজ, এমনকি কখনো ওয়াজিব হয়।”

তিনি ৬টি (কিছু আলেম ৭টি) কারণ উল্লেখ করেছেন যেখানে গীবত করা বৈধ:

1. অত্যাচারীর বিরুদ্ধে সাহায্য চাওয়া
– কারো ওপর জুলুম হলে সে শাসক বা দায়িত্বশীল ব্যক্তির কাছে অভিযোগ করতে পারে।
– উদাহরণ: “অমুক আমাকে কষ্ট দিয়েছে” বলার মাধ্যমে ন্যায়বিচার চাওয়া।

2. অপরাধ ও মন্দ কাজ থেকে বিরত রাখা, এবং মুসলিমদের সতর্ক করা
– কাউকে প্রতারণা থেকে বাঁচাতে বা বিপদ থেকে রক্ষা করতে কারো খারাপ দিক জানানো।
– যেমন: ব্যবসায় প্রতারণাকারীর ব্যাপারে অন্যকে সাবধান করা,
অথবা হাদিস শাস্ত্রে রাবীদের দুর্বলতা প্রকাশ করা (জরহ ও তাদীল)।

3. ফতোয়ার প্রয়োজনে
– কেউ আলেমকে প্রশ্ন করার সময় কারো নাম উল্লেখ করে বলতে পারে:
“আমার বাবা, ভাই বা স্বামী আমার প্রতি এমন অন্যায় করছে, এখন আমার করণীয় কী?”

4. গুনাহ থেকে বাঁচাতে উপদেশ দেয়া
– কোন খারাপ কাজে জড়িত ব্যক্তিকে সংশোধনের জন্য আলেম বা দায়িত্বশীলকে জানানো।

5. সনাক্ত করার জন্য
– কারো ডাকনাম বা পরিচিত বৈশিষ্ট্য উল্লেখ করা, যদি তা ছাড়া তাকে চেনানো সম্ভব না হয়।
তবে অবজ্ঞা করার জন্য নয়।

6. প্রকাশ্যে গুনাহকারী বা বিদআতকারী
– যে ব্যক্তি প্রকাশ্যে মদ খায়, সুদ খায়, অন্যায় করে বা বিদআত প্রচার করে –
তাকে তার পরিচয়ে উল্লেখ করা জায়েজ।

(রিয়াযুস স্বা-লিহীন ১৫৩৯)

“মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে কারো গীবত করা জায়েজ, বরং কখনও তা ওয়াজিব হয়ে যায়। যেমন প্রতারক ব্যবসায়ী, দুর্বল হাদিস বর্ণনাকারী, বা বিভ্রান্তিকারী আলেম সম্পর্কে সতর্ক করা।”

মাজমূ’ আল-ফাতাওয়া (২৮/২২১)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নাহ হিজামা ও রুকইয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুন্নাহ হিজামা ও রুকইয়াহ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram