19/03/2023
শয়তান আমাদের কে যেভাবে আগামীর চক্বরে ফেলে ওয়াসওয়াসা দিয়ে থাকে°°°°°°°°°°°°°°----------
আমরা যখন কোনো ভালো কাজ করার নিয়ত করি,
কোন ইবাদত করার চিন্তা করি ,দ্বীনদার মুত্তাকী হওয়ার চেষ্টা করি ,ঠিক তখনি শয়তান আমাদেরকে আগামীর চক্করে ফেলে ভালো কাজ করা থেকে, দ্বীনদার মুত্তাকী হওয়া থেকে বিরত রাখতে চায় ,আমরা কুরআন ও হাদিস পড়া সত্বেও ,আলেম-ওলামাদের মুখ থেকে কুরআন-হাদিস শুনেও দ্বীনদার হতে পারি না কেন?
এ প্রশ্নের উত্তর হল আমরা যখন দ্বীনদার মুত্তাকী হওয়ার, সওয়াবের কাজ করার নিয়ত করি, তখন কয়েকটি বিষয় আমাদেরকে বাধা দিয়ে থাকে,
তার মধ্যে একটি হলো শয়তানের ওয়াসওয়াসা,
শয়তান আমাদেরকে বলে ভালো কাজটি আগামী কালকে করব বা পরশুদিন খুব ভালো করে করব, আগামীকালকে খুব ভালো হয়ে যাব,
এভাবেই আগামীর চক্করে পড়ে আমরা আর দ্বীনদার মুত্তাকী হতে পারি না ।
বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে যাই হজ ফরজ হয়ে গেছে তারপরও ভাবতে থাকি বার্ধককে করব বয়স ভারী হলে করব
কিন্তু হায়াত কতদিন আছে তা তো আমাদের জানা নেই
শেষ পর্যন্ত হজ করার আগেই অনেকের মৃত্যু এসে যায়
হজ ফরজ হওয়ার পর হজ না করে যাদের মৃত্যু হয়,
তাদের সম্পর্কে হাদিসে খুব কঠিন বক্তব্য এসেছে।
রসুল( সা:) বলেছেন من مات ولم يحج وعليه
অর্থাৎ হজ্ব ফরজ হওয়ার পরেও হজ না করে যে ব্যক্তি মারা গেল সেই ইহুদি হয়ে মরুক বা নাছারা হয়ে মরুক তাতে আমার কোন পরওয়া নেই ।
একবার চিন্তা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কত কঠিন ভাষায় আমাদেরকে বলেছেন। তাই শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে, যখন যে আমল করার প্রয়োজন সাথে সাথেই সে আমল করবো ইনশাআল্লাহ।।।
আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন