Dhaka University Telemedicine Programme

Dhaka University Telemedicine Programme ইউনিয়ন পর্যায়ে শহরের মানসম্পন্ন ডাক্তারের সেবা নিন ইন্টারনেটের মাধ্যমে

"ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন" ঢাকা বিশ্ববিদ্যায়ের বায়োমেডিকেল ফিজিক্স এবং টেকনোলজী বিভাগের অধীনে পরিচালিত একটি কার্যক্রম। স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য এবং দেশের সকল প্রান্তে মানসম্পন্ন চিকিৎসাসেবা পৌঁছে দেবার স্বপ্ন নিয়েই আমাদের এই কার্যক্রমের যাত্রা শুরু । এই কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল যন্ত্রপাতি দেশীয় প্রযুক্তিতে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে টেলিমেডিসিন কার্যক্রমের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আমাদেরকে সহযোগীতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার পাশাপাশি মেডিকেল যন্ত্রপাতি নিজস্ব প্রযুক্তিতে কম খরচে তৈরি করাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

16/03/2025

আমার একটি দু ঘন্টার ইন্টারভিউ প্রকাশ করেছে উৎকর্ষ নামে একটি প্রতিষ্ঠান। এতে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে শুরু করে আমি মুক্ত বিহঙ্গের মত চলে গেছি রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, ধর্ম, জেন্ডার ও নানা প্রসঙ্গে যা হয়ত অনেক চিন্তার খোরাক জোগাবে। আমার সব চিন্তাই যে সঠিক তা আমি কখনোই দাবী করব না, কিন্তু অন্যান্যদের আলোচনা সমালোচনা আমার চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। দু ঘন্টা লম্বা সময়, তাই অনুরোধ করব সুবিধামত ভেঙ্গ ভেঙ্গ দেখতে। আশা করি পছন্দ করবেন। নিচে লিংকটি দিচ্ছি। - রব্বানী
https://www.facebook.com/share/v/1YtTFv7rVz/

https://youtu.be/MX7NdCKA3s0?si=3alC4s-ZT6GcmPHL
14/03/2025

https://youtu.be/MX7NdCKA3s0?si=3alC4s-ZT6GcmPHL

আমরা কি জানি, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের ভবিষ্যতকে নতুন দিকে পরিচালিত করছে? এই পডকাস্টে, আমরা বি....

'সময় সচেতন' মিও! এখন লাঞ্চ টাইম!!
05/02/2025

'সময় সচেতন' মিও!
এখন লাঞ্চ টাইম!!

20/01/2025
Happy New Year 2025
01/01/2025

Happy New Year 2025

পাশ্চাত্যের ধারণা থেকে আসা নির্বাচন ব্যবস্থা, যতই সুষ্ঠ করুন না কেন তা এক সময়ে মানুষের ভিতরের স্বার্থপরতা, পশুত্বকে জাগ...
27/09/2024

পাশ্চাত্যের ধারণা থেকে আসা নির্বাচন ব্যবস্থা, যতই সুষ্ঠ করুন না কেন তা এক সময়ে মানুষের ভিতরের স্বার্থপরতা, পশুত্বকে জাগিয়ে তুলবে। যখনই আমি বলব, 'আমাকে ভোট দিন' সেটি আমার মধ্যেকার চিন্তার মধ্যে জাগিয়ে তুলবে, 'আমিই সবচেয়ে ভাল, আমিই সবচেয়ে যোগ্য'। হাজার হাজার বছর ধরে আমরা শিখে এসেছি, 'আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়'। যে যত জ্ঞানী, অভিজ্ঞ ও যোগ্য, সে তত বিনয়ী হয়। অতএব পাশ্চাত্যের দার্শনিকদের 'ডেমোক্রসী' যা মানুষকে তার 'ক্ষমতার' কথা স্মরণ করিয়ে দেয়, তা স্বার্থপরতা ও পশুত্বকেই উস্কিয়ে দেয়। আর মেজরিটি ডেমোক্রসী মানেই রাষ্ট্রের মাইনরিটি, অর্থাৎ দুর্বল মানুষদেরকে শোষণ আর অত্যাচার করার ব্যবস্থা তৈরি করা। তাই প্রতিটি দেশেই ধনী গরীব বৈষম্য প্রকট হচ্ছে, আর বাংলাদেশে তা চুড়ান্ত পর্যায়ে চলে গেছে।
উল্লেখ্য, Democracy কথাটি এসেছে Demo Kratos শব্দ থেকে, আর Kratos এর অর্থ হচ্ছে ক্ষমতা - যা রাজতন্ত্রের ক্ষমতাকেই পুনপ্রতিষ্ঠা করে। অর্থাৎ আমরা প্রাচীন পারিবারিক রাজতন্ত্র থেকে একটি 'নির্বাচিত রাজতন্ত্র' প্রতিষ্ঠা করছি। তাই এটি মাঝে মাঝেই পারিবারিক ক্ষমতার দিকে চলে যাচ্ছে অনেক দেশে।
'গণতন্ত্র' কিন্তু একটি সুন্দর অর্থ বহন করে। গণতন্ত্র আর 'ডেমোক্রসী' সমার্থক নয়। 'জনক্ষমতাতন্ত্র' হয়ত 'ডেমোক্রসী' শব্দের কাছাকাছি।
তাই যদি পাশ্চাত্যের ডেমোক্রসীতেই ফিরে যেতে হয়, তাহলে সংস্কারের কোন প্রয়োজন নেই। অধ্যাপক ইউনুস এর মত মানুষকে সরিয়ে যদি তার থেকে অনেক কম যোগ্য মানুষের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়াই উদ্দেশ্য হয় তবে তাঁকে ও তার সাথে আরও অনেক যোগ্য মানুষদেরকে শুধোশুধি কষ্ট দেওয়া কেন? তাদের মাপের মানুষেরা কখনোই বলবেন না, 'আমি সবচেয়ে ভাল, আমি সবচেয়ে যোগ্য' এবং তারা এ দলভিত্তিক এবং ক্ষমতার রাজনীতিতে কখনোই আসবেন না। গত বছরগুলোতে যা দেখেছি তা আবারও ফিরে আসবে। এটি কেবল সময়ের ব্যাপার। গত ১০০ বছরে সারা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখুন - একই চিত্র, কোথাও কম বা বেশী, মানুষের ঐতিহাসিক, সাংস্কৃতিক ভিন্নতার জন্য।
তাই আমাদের নতুন করে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে আগে ভাবতে হবে। তার জন্য চাই একটি 'চিন্তার বিপ্লব'। আমাদের তরুণেরা একটি জনমানুষের বিপ্লব ঘটিয়ে সে চিন্তার বিপ্লবের সুযোগ তৈরি করে দিয়েছে। এটি যদি হাতছাড়া হয় তাহলে আরও ১০০ বছরেও আবার সুযোগ পাব কিনা সন্দেহ।
বিষয়গুলো নিয়ে আমি ১৫ বছরের মত আগে কিছু লিখা তৈরি করেছিলাম যা একটি ব্লগে সংরক্ষিত আছে। যে কেউ তা দেখতে পারেন ও মতামত প্রকাশ করতে পারেন। ব্লগটির লিংক হল:

Going beyond traditional thinking on politics, economy, religion

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে শুরু করে পরে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে যে সব গবেষণায় নেতৃত...
22/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে শুরু করে পরে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে যে সব গবেষণায় নেতৃত্ব দিয়েছি তার কিছু ফলাফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২০১৩ সালে কিছু ছাত্র ও কলিগদেরকে নিয়ে শুরু করেছিলাম বাইবিট লিমিটেড। এখন প্রায় ২০টি প্রোডাক্টআছে আমাদের ঝুলিতে। তারই কিছু নিয়ে কয়েকমাস আগে 'এখন টিভি' একটি প্রতিবেদন করেছিল। সেটির লিংক নিচে দেওয়া হল:

#গবেষণা #বাইবিট #এখনটিভি িভি #এখন গবেষণা সহায়তায় কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্...

বন্যায় নিরাপদ পানের পানি সবচেয়ে প্রধান সমস্যা। অথচ বন্যার পানিকেই আমরা পানের উপযোগী করে নিতে পারি যদি তার মধ্যে থাকা ডায়...
04/09/2024

বন্যায় নিরাপদ পানের পানি সবচেয়ে প্রধান সমস্যা। অথচ বন্যার পানিকেই আমরা পানের উপযোগী করে নিতে পারি যদি তার মধ্যে থাকা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ইত্যাদির রোগজীবানুকে মেরে ফেলতে পারি। এ জন্য বিভিন্ন পদ্ধতি জানা থাকলে হাতের কাছে যেটি পাওয়া যায় সেটিই আমরা ব্যবহার করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে এবং পরে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগে বহু বছরের গবেষণায় সফল একটি সহজ সৌর পানি পাস্তুরাইজেশন যন্ত্র আমরা উদ্ভাবন করেছি যা এ ক্ষেত্রে খুবই কাজে আসতে পারে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এমন প্রযুক্তি উদ্ভাবন যা জনগণ নিজেরাই বানিয়ে নিতে পারবে, অন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না।
এ যন্ত্র সম্পর্কে ছবি সহ বিশদ তথ্য গত ৩১ আগষ্ট তারিখে প্রথম আলোর অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেখতে পারবেন নিচের লিংকে:
https://www.prothomalo.com/technology/science/qym498dyur
যারা সরাসরি বন্যার্ত এলাকায় কাজ করছেন, তারা যন্ত্রটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার পরিচিত মহলেও তথ্যটি ছড়িয়ে দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও পরবর্তী সময় বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে বহু বছরের গবেষণা.....

https://www.prothomalo.com/technology/science/qym498dyur
01/09/2024

https://www.prothomalo.com/technology/science/qym498dyur

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও পরবর্তী সময় বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে বহু বছরের গবেষণা.....

সম্মানিত দেশবাসী,আসসালামু আলাইকুম।দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের ১২টি জেল...
24/08/2024

সম্মানিত দেশবাসী,
আসসালামু আলাইকুম।

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের ১২টি জেলার মানুষ আজ চরম সংকটাপুর্ন অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন/সংস্থা ইতোমধ্যে মাঠে নেমেছে।

আমরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম’ এই সকল মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে একটি হটলাইন নাম্বার স্থাপন করেছি। ঐ সকল এলাকার যে কোন ব্যক্তি এই নাম্বারে ফোন বা হোয়াটস আপে যোগাযোগ করে একজন অভিজ্ঞ ডাক্তারের তাৎক্ষনিক পরামর্শ সেবা পাবেন।

আশা করি, এই দূর্যোগকালীন সময়ে টেলিমেডিসিনের মাধ্যমে তাৎক্ষনিক সেবা নিয়ে কিছু মানুষও উপকৃত হবে। তাই এই ব্যানার/ছবিটি শেয়ার করার অনুরোধ থাকবে।

এই সেবা কার্যক্রমটি আপাতত আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪ইং পর্যন্ত চালু করা হয়েছে। পরিবেশ ও চাহিদা বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে।

এর বাহিরেও আমাদের পক্ষ থেকে ঐ সকল এলাকায় জরুরী সেবা বাবদ জরুরী ঔষধ ক্রয়ের জন্য ঢাবি টিএসসি’তে স্থাপিত ত্রাণ তহবিল টীম’কে অর্থ অনুদান দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।

আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
ধন্যবাদ।

20/08/2024

বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘টেলিমেডিসিন চিকিৎসা পরামর্শ সেবা’ বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে অনেক গুরুতপূর্ণ ভূমিকা পালন করছে।

গ্রামীণ সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আপনিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ।

-ভাবছেন, কীভাবে সম্ভব ??

আপনার নিজস্ব এলাকায় আপনি একজন টেলিমেডিসিন সেবাকেন্দ্রের উদ্যোক্তা হয়ে ‘টেলিমেডিসিন’ সেবা পৌঁছে দিতে পারেন। আপনি একজন ‘টেলিমেডিসিন উদ্যোক্তা’ হয়ে আপনার এলাকার জনগণকে শহরের এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসেবা দেওয়ার ব্যবস্থা করতে পারেন ।

সারা দেশের বিভিন্ন ইউনিয়নে টেলিমেডিসিন সেবাকেন্দ্র স্থাপনের জন্য উদ্যোক্তা আহবান করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রমে একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আপনার এলাকার জনগণের আস্থা ও ভালবাসা অর্জনে এগিয়ে আসুন।

আপনার যদি ওষুধের দোকান (ফার্মেসী) থাকে তবে আরও ভাল। সেক্ষেত্রে আপনি একটি ভাল পরিবেশ দিতে পারবেন, তাছাড়া আপনার ওষুধ বিক্রয়ও বেড়ে যাবে।

পাশাপাশি কোন হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনষ্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি রোগীদেরকে টেলিমেডিসিনের মাধ্যমে তাদের নিজস্ব ডাক্তারের অথবা আমাদের নিয়োজিত ডাক্তারের পরামর্শ দিতে চান, তারও ব্যবস্থা রয়েছে।

উদ্যোক্তা আবেদন ফি মাত্র ৫০০টাকা। উক্ত আবেদন ফি পরবর্তী ধাপের ফি’র সাথে সমন্বয় করা হবে।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করার জন্য ভিজিট করুনঃ https://bmpt.du.ac.bd/telemedicine/center-based-telemedicine/

Address

Dept. Of Biomedical Physics And Technology, University Of Dhaka
Dhaka
DHAKA-1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801735698363

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Telemedicine Programme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dhaka University Telemedicine Programme:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram