27/09/2024
পাশ্চাত্যের ধারণা থেকে আসা নির্বাচন ব্যবস্থা, যতই সুষ্ঠ করুন না কেন তা এক সময়ে মানুষের ভিতরের স্বার্থপরতা, পশুত্বকে জাগিয়ে তুলবে। যখনই আমি বলব, 'আমাকে ভোট দিন' সেটি আমার মধ্যেকার চিন্তার মধ্যে জাগিয়ে তুলবে, 'আমিই সবচেয়ে ভাল, আমিই সবচেয়ে যোগ্য'। হাজার হাজার বছর ধরে আমরা শিখে এসেছি, 'আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়'। যে যত জ্ঞানী, অভিজ্ঞ ও যোগ্য, সে তত বিনয়ী হয়। অতএব পাশ্চাত্যের দার্শনিকদের 'ডেমোক্রসী' যা মানুষকে তার 'ক্ষমতার' কথা স্মরণ করিয়ে দেয়, তা স্বার্থপরতা ও পশুত্বকেই উস্কিয়ে দেয়। আর মেজরিটি ডেমোক্রসী মানেই রাষ্ট্রের মাইনরিটি, অর্থাৎ দুর্বল মানুষদেরকে শোষণ আর অত্যাচার করার ব্যবস্থা তৈরি করা। তাই প্রতিটি দেশেই ধনী গরীব বৈষম্য প্রকট হচ্ছে, আর বাংলাদেশে তা চুড়ান্ত পর্যায়ে চলে গেছে।
উল্লেখ্য, Democracy কথাটি এসেছে Demo Kratos শব্দ থেকে, আর Kratos এর অর্থ হচ্ছে ক্ষমতা - যা রাজতন্ত্রের ক্ষমতাকেই পুনপ্রতিষ্ঠা করে। অর্থাৎ আমরা প্রাচীন পারিবারিক রাজতন্ত্র থেকে একটি 'নির্বাচিত রাজতন্ত্র' প্রতিষ্ঠা করছি। তাই এটি মাঝে মাঝেই পারিবারিক ক্ষমতার দিকে চলে যাচ্ছে অনেক দেশে।
'গণতন্ত্র' কিন্তু একটি সুন্দর অর্থ বহন করে। গণতন্ত্র আর 'ডেমোক্রসী' সমার্থক নয়। 'জনক্ষমতাতন্ত্র' হয়ত 'ডেমোক্রসী' শব্দের কাছাকাছি।
তাই যদি পাশ্চাত্যের ডেমোক্রসীতেই ফিরে যেতে হয়, তাহলে সংস্কারের কোন প্রয়োজন নেই। অধ্যাপক ইউনুস এর মত মানুষকে সরিয়ে যদি তার থেকে অনেক কম যোগ্য মানুষের হাতে দেশের নেতৃত্ব তুলে দেওয়াই উদ্দেশ্য হয় তবে তাঁকে ও তার সাথে আরও অনেক যোগ্য মানুষদেরকে শুধোশুধি কষ্ট দেওয়া কেন? তাদের মাপের মানুষেরা কখনোই বলবেন না, 'আমি সবচেয়ে ভাল, আমি সবচেয়ে যোগ্য' এবং তারা এ দলভিত্তিক এবং ক্ষমতার রাজনীতিতে কখনোই আসবেন না। গত বছরগুলোতে যা দেখেছি তা আবারও ফিরে আসবে। এটি কেবল সময়ের ব্যাপার। গত ১০০ বছরে সারা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখুন - একই চিত্র, কোথাও কম বা বেশী, মানুষের ঐতিহাসিক, সাংস্কৃতিক ভিন্নতার জন্য।
তাই আমাদের নতুন করে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে আগে ভাবতে হবে। তার জন্য চাই একটি 'চিন্তার বিপ্লব'। আমাদের তরুণেরা একটি জনমানুষের বিপ্লব ঘটিয়ে সে চিন্তার বিপ্লবের সুযোগ তৈরি করে দিয়েছে। এটি যদি হাতছাড়া হয় তাহলে আরও ১০০ বছরেও আবার সুযোগ পাব কিনা সন্দেহ।
বিষয়গুলো নিয়ে আমি ১৫ বছরের মত আগে কিছু লিখা তৈরি করেছিলাম যা একটি ব্লগে সংরক্ষিত আছে। যে কেউ তা দেখতে পারেন ও মতামত প্রকাশ করতে পারেন। ব্লগটির লিংক হল:
Going beyond traditional thinking on politics, economy, religion