Health Line 24/7

Health Line 24/7 we are a group of doctor trying to ensure the health service that you need. we are with you,
stay with us �

08/05/2020

গত ২৪ ঘন্টায় ৫৭০৭ টি নমুনা সংগ্রহ এবং ৫৯৪১ টি নমুনা পরিক্ষার (৩৫ টি ল্যাব এ) পর নতুন করে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেনঃ ৭০৯ জন।

মৃত্যুবরণ করেছেনঃ ০৭ জন। পুরুষ - ৫ জন। নারী - ২ জন।

৯০+ বয়সের ১ জন। ৭১-৮০বয়সের - ২ জন। ৬১-৭০ বয়সের- ২জন। ৫১-৬০ বয়সের- ২ জন।

সুস্থ হয়েছেনঃ ১৯১ জন।

ঢাকা বিভাগ- ২২ জন।
রাজশাহী বিভাগ- ৪৭ জন।
চট্টগ্রাম বিভাগ- ২৩ জন।
খুলনা বিভাগ- ১০ জন।
কুয়েত মৈত্রী - ১৫ জন। কুর্মিটোলা হাসপাতাল - ১৫ জন। সাজেদা হাসপাতাল- ৮ জন। রাজারবাগ হাসপাতাল- ১৮ জন। শেখ রাসেল লিভার ইনস্টিটিউট - ১৪ জন। রিজেন্ট হাসপাতাল- ২ জন।

সর্বমোটঃ

আক্রান্তঃ ১৩১৩৪ জন।
মৃত্যুবরণ করেছেনঃ ২০৬ জন।
সুস্থ হয়েছেনঃ ২১০১ জন।

- স্বাস্থ্য অধিদপ্তর।
(Collected)

08/05/2020

কিছু প্রচলিত ভুল ধারণার উত্তর & করণীয়ঃ-

© Professor Dr. Robed Amin sir. (DMC)

প্রিয় সকল,
এই COVID-19 চলাকালীন ৪ টি উপায়ে আপনি ভাইরাস প্রতিরোধ করতে পারেন।

১)... শারীরিক দূরত্ব: এটি এখন ৬ ফুট। ৩ ফুট নয়। ★সেরা বিকল্প★

২).. হাত ধোয়া : ১০-১৫ বার (সাবান সেরা) অ্যালকোহল ভিত্তিক-যদি আপনি বাইরে যান।

৩.)..শ্বাস-প্রশ্বাস ও হাঁচি কাশির শিষ্টাচার: কাশি টিস্যু বা কনুইতে।

৪.) পরিবেশ পরিষ্কার রাখুন, মাস্ক ব্যবহার করুন।

#বাইরে গেলে ----★যে কোনও কাপড়ের মুখোশ, স্কার্ফ কম-বেশি প্রতিরক্ষামূলক।

★ আপনি যদি আরও ভাল মানের ব্যবহার করতে চান তবে আপনি #সার্জিক্যাল_মাস্ক ব্যবহার করতে পারেন।

★ া_FFP2 ব্যবহার করবেন না। এগুলি শ্বাসকষ্ট উদ্রেককারী এবং মুখোশ নয়। চিকিৎসক ছাড়া আপনি এটি পরলে বিপদ হতে পারে।

#ভাইরাস আপনার #কাপড় সংক্রমন করেছে কিনা তা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না।

এয়ারোডাইনামিক্স অনুযায়ী ভাইরাসটি আপনার #কাপড়কে #সংক্রমনের সম্ভাবনা #খুবই #কম।
★★ নেই বল্লেই চলে। যদি ভাইরাস কাপড়ের মধ্যে পড়েও এটি বেশীক্ষণ থাকে না।

#তবে এটি ইস্পাত এবং কার্ডবোর্ডে দীর্ঘসময় থাকতে পারে। সুতরাং এগুলিকে স্পর্শ করা এড়িয়ে চলুন।

#জুতো নিয়ে চিন্তা করবেন না। এটি জুতোতে দীর্ঘস্থায়ী হয় না এবং জুতো ঘরের দরজার বাইরেই রাখুন।

#বাজারে জিনিসপত্র নেওয়ার সময় চশমা/রোদ চশমা, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করুন।

#যেকোনও মুদি, ফলমূল, মাংস এবং মাছ ইত্যাদি সাধারণত নিরাপদে থাকে এবং খাবারের আইটেম নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। জলে ধুয়ে ফেলাই যথেষ্ট।

আপনি বাড়িতে পৌঁছে যাওয়ার পরে হাত ধোয়া এবং হাত ধোওয়ার আগে আপনার মুখ ও মুখমন্ডলটি স্পর্শ করবেন না।

#আপনার গাড়ির দরজা, লিফটের বোতাম এবং ডোর নব/হ্যান্ডেল/কম্পিউটার/ল্যাপটপ/সেল (এইগুলি ভাইরাস সংক্রমন হওয়ার সম্ভাবনা বেশি) এর জন্য সেসব জায়গায় ওয়াইপস ব্যবহার করুন।

#সংবাদপত্র বা অন্যান্য কাগজ বা বই নিয়ে চিন্তা করবেন না (ভাইরাস সাধারণত দ্রুত দ্রবীভূত হয়)।

#আপনার পরিবেশটি যথারীতি পরিষ্কার রাখুন (ব্লিচিং পাউডার দিয়ে)

#পুষ্টিকর খাবার গ্রহণ করুন।

#অত্যধিক খাবেন না (মনে রাখবেন, উপবাস সুরক্ষা বৃদ্ধি করে) ফলমূল, ভিটামিন সি, ডি ও জিংক সমৃদ্ধ খাবার খান এবং রাতে ৮ ঘন্টা ঘুমান। এগুলি আপনার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে।

-19 বিষয়ে বিভিন্ন ভূঁইফোড় তথ্য নিয়ে চিন্তিত কিংবা ভয় পাবেন না। (ফেসবুকে COVID-19 কে বিষয় করে এর ওপর পিএইচডি করবেন না) কেবল দিনে দু'একবার টিভিতে আপডেট দেখুন ।

#পরিবারকে প্রচুর সময় দিন। দীর্ঘসময় আপনার সন্তানের সাথে খেলুন।

#অনেক হাসি এবং মজা করুন মাঝে মাঝে (সবসময় নয়)

#নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন।

আপনার স্বপ্ন অটুট রাখুন। COVID-19 মুক্ত বাংলাদেশের জন্য স্বপ্ন। আপনি যখন ঘুমাচ্ছেন বা স্বপ্ন দেখেন, আমরা আপনার স্বপ্নকে সফল করার জন্য কাজ করছি|
Copy post:From DrAbdul Latif Molla sir Facebook wall.

26/04/2020
পবিত্র রমজান মাসের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।
26/04/2020

পবিত্র রমজান মাসের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ।

25/04/2020

সঠিক পুষ্টি আমাদের রোগ- প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে #করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করেl
তাই এ রোজায় সুস্থ থাকতে,

🍊 খাদ্য তালিকায় অধিক পরিমাণে শাক-সবজি ও ফলমূল রাখার চেষ্টা করুন,

🍛 টাটকা এবং অপরিশোধিত সুষম খাবার খান এবং

💧 প্রচুর পরিমাণে পানি পান করুন।

24/04/2020

প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক টিপস:
প্রতিদিন জিংক সমৃদ্ধ খাবার: মাছ, মাংস, ডিম, দুধ, বিচী, বাদাম, ডাল এবং গম জাতীয় খাবার এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার: পালনশাক, টক দই ইত্যাদি খান।

23/04/2020

প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক টিপস:
দৈনিক খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন "সি" যুক্ত খাবার রাখুন। পেয়ারা, আমলকি, লেবু, কামলা, জাম্বুরা, কাচা মরিচ, টমেটো ইত্যাদিসহ অনান্য মৌসুমি ফলমূল এবং শাকসবজি (দিনে কমপক্ষে এক ধরনের ফল এবং দুই ধরনের শাকসবজি) খান। ভিটামিন "সি" যেকোনো ভাইরাস প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে।

20/04/2020

তারিখঃ ২০/০৪/২০২০

গত ২৪ ঘন্টায়ঃ
করোনা রোগী শনাক্তঃ ৪৯২
নতুন মৃতের সংখ্যাঃ ১০
মোট আক্রান্তঃ ২৯৪৮
মোট মৃতের সংখ্যাঃ ১০১
নতুন সুস্থঃ ১০
মোট সুস্থঃ ৮৫

সূত্রঃ আইইডিসিআর

19/04/2020
18/04/2020

করোনা ভাইরাস আক্রান্ত ব্যাক্তি জ্বর,ঠান্ডা, কাশি, গলা ব্যাথা, মাথা ব্যাথা ছাড়াও। আরো নতুন কিছু বৈশিষ্ট্য প্রকাশ করছে তা হলো করোনা আক্রান্ত রোগীর জিহ্বার স্বাদ এবং নাকের গন্ধ হারিয়ে ফেলছে।

তাই কারো যদি হটাৎ করে জিহ্বার স্বাদ না পান এবং নাকের গন্ধ শুখার ক্ষমতা হারিয়ে ফেলেন তাহলে অতি দ্রুত করোনা টেস্ট করতে যাবেন এবং নিজেকে অন্য দের থেকে আলাদা রাখবেন।

সচেতনতাই এখন আমাদের এই রোগ বিস্তার রোধে অনেক কার্যকর একটি উপায়।

(আপনাদের যেকোনো স্বাস্থ্যগত সমস্যা সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করতে পারেন)।

COVID-19 update🦠:
18/04/2020

COVID-19 update🦠:

17/04/2020

Covid-19 Status Bangladesh

Updated on 17-04-2020 -
IEDCR lab -Other lab -Total
COVID-19 test conducted in last 24 hours 440 1750 2190
Total COVID-19 test conducted
5226. 13967 19193
COVID-19 positive cases in last 24 hours 75 191 266
COVID-19 Total cases
681 1157 1838
Recovered in last 24 hours

9
Total Recovered

58
Death in last 24 hours

15
Total Death

75

Address

53/1 Johnson Road
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Line 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram