ডা. শিহাবুদ্দীন

ডা. শিহাবুদ্দীন যে কথাটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়- "স্যার, আপনার চিকিৎসা নিয়ে আমি এখন ভালো আছি"
(2)

❄️ শীতের শুরুতে সর্দি–কাশি ও ঠান্ডা লাগা:🌿 হোমিওপ্যাথিক সমাধান:শীতের হাওয়া শুরু হলেই অনেকের নাক দিয়ে পানি পড়া, কাশি, ...
13/11/2025

❄️ শীতের শুরুতে সর্দি–কাশি ও ঠান্ডা লাগা:

🌿 হোমিওপ্যাথিক সমাধান:

শীতের হাওয়া শুরু হলেই অনেকের নাক দিয়ে পানি পড়া, কাশি, গলা ব্যথা, মাথা ভার লাগা—এমন উপসর্গ দেখা দেয়।
এটিকে সাধারণভাবে বলা হয় সর্দি–কাশি বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Common Cold / Acute Rhinitis 🦠

---

🌬️ কারণসমূহ

প্রধান কারণ জীবনীশক্তির দুর্বলতা।
শরীর ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। এতে ভাইরাস (বিশেষত Rhinovirus) সহজেই সংক্রমণ ঘটায়।

📌 এছাড়াও:

ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়া 🍧

ভিজে কাপড় পরে থাকা 🧥

রাতে ঠান্ডা বাতাসে ঘুমানো 🌙

ধূলা, ধোঁয়া বা অ্যালার্জি 🤧

🤒 লক্ষণসমূহ:

নাক দিয়ে পানি পড়া / নাক বন্ধ

গলা ব্যথা ও কাশি

মাথা ভার লাগা

শরীর ব্যথা, দুর্বলতা

হালকা জ্বর 🌡️

---

💊 হোমিওপ্যাথিতে কার্যকর ঔষধ:

হোমিওপ্যাথি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং মূল কারণের চিকিৎসা করে।
উপসর্গ অনুযায়ী কিছু উপকারী ঔষধ

1. 🌿 Aconitum Napellus – ঠান্ডা হাওয়া লাগার পর হঠাৎ সর্দি–কাশি, জ্বর বা ভয়সহ শুরু হলে।

2. 🌶️ Allium Cepa – নাক দিয়ে ঝাঁঝালো পানি, চোখে পানি পড়ে কিন্তু জ্বালা করে না।

3. 🕊️ Arsenicum Album – হাঁচি, দুর্বলতা, ঠান্ডায় কষ্ট বাড়ে।

4. 🍂 Bryonia Alba – শুষ্ক কাশি, বুকে ব্যথা, নড়াচড়ায় কষ্ট।

5. 👁️ Euphrasia Officinalis – চোখে জ্বালা, পানি পড়া, নাকের সর্দি কম।

(ওষুধ অবশ্যই রোগীর উপসর্গ অনুযায়ী হোমিও চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন)

Dr md Shihabuddin
01638-568924

 #ডায়াবেটিস হোমিওপ্যাথি চিকিৎসায় ৮ বছরের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে। ইনসুলিন ব্যবহারের পরও 12/13 mmol/L অনিয়ন্ত্রিত ছ...
12/11/2025

#ডায়াবেটিস
হোমিওপ্যাথি চিকিৎসায় ৮ বছরের ডায়াবেটিস এখন নিয়ন্ত্রণে। ইনসুলিন ব্যবহারের পরও 12/13 mmol/L অনিয়ন্ত্রিত ছিল। বর্তমান শুধুমাত্র হোমিওপ্যাথি ঔষধ খেয়ে এবং ডায়েট চার্ট ও জীবন যাপনের উপদেশ মেনে চলে রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। গতকাল তার ফাস্টিং সুগার লেভেল ছিল 4mmol/L.
বিস্তারিত প্রেসক্রিপশনে দেওয়া আছে।
Dr md Shihabuddin
Shyampur homeo hall,Dhaka
01638-568924

11/11/2025

Caladium Seguinum 200 can be very helpful to lessen the abstinence symptoms in people who stoped smoking.

অপারেশনের সময় পূর্ণ মনোযোগী হওয়া উচিত। যে সকল সম্মানিত ডাক্তারগণ অপারেশন করে থাকেন প্লিজ আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে...
11/11/2025

অপারেশনের সময় পূর্ণ মনোযোগী হওয়া উচিত। যে সকল সম্মানিত ডাক্তারগণ অপারেশন করে থাকেন প্লিজ আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে অপারেশন করবেন। একজন বয়স্ক মায়ের ছোট্ট একটি অপারেশন করে দুই মাস যাবত ভুগছেন। কাঁচের টুকরা ঢুকেছিল, কেটে বের করা হয়েছে কিন্তু রোগীর অভিযোগ তাকে দেখানো হয়নি। আজও পর্যন্ত সেই ব্যথায় হাঁটতে পারেন না ভিতরে কাঁচের টুকরা থাকার অনুভূতি। অপারেশনের পর আবার ঔষধের মাধ্যমে যদি ফরেইন বডি বের করতে হয় তাহলে এত টাকা খরচ করার প্রয়োজন ছিলনা। সো, বি-কেয়ারফুল!

#জ্ঞাতব্য: সাইলেসিয়া, এনাগেলিস, লিডাম পাল, হিপার সালফ, হাইপেরিকাম ইত্যাদি ঔষধের মধ্যে ফরেইন বডি বের করে দেওয়ার ক্ষমতা রয়েছে।

Dr md Shihabuddin
01638-568924

ডাক্তারের প্রতি রোগীর মুহাব্বাত। নানার কোল থেকে বারবার লাফ দিয়ে আমার কোলে আসতে চায়, যেন আমি তার পূর্ব পরিচিত। শিশুটি দ...
10/11/2025

ডাক্তারের প্রতি রোগীর মুহাব্বাত। নানার কোল থেকে বারবার লাফ দিয়ে আমার কোলে আসতে চায়, যেন আমি তার পূর্ব পরিচিত। শিশুটি দীর্ঘ দিন স্কাবিসে ভুগছে, অনেক এন্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। আজকে আমার কাছে নিয়ে আসছে তার খালা। খালার পরিবারের সবার স্কাবিস আমার চিকিৎসায় সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কিউট বেবিটা কে দ্রুত সুস্থ করে দেন!

Dr md Shihabuddin
01638-568924

10/11/2025

বিড়ি খেলে হোমিওপ্যাথি কাজ করে? একটি প্রচলিত ভুলের সমাধান শুনুন!
Dr md Shihabuddin
শ্যামপুর হোমিও হল, ঢাকা-১২০৪
01638-568924

ঔষধ পরিচিতি- ৩৪৬  ঔষধের নিজস্ব কথা:* নিদ্রালতা, দুর্বলতা, পাকস্থলীতে শূন্যতা।* মুত্রে অতি দুর্গন্ধ।* ঘন ঘন স্বপ্নদোষ ।*ম...
09/11/2025

ঔষধ পরিচিতি- ৩৪৬

ঔষধের নিজস্ব কথা:

* নিদ্রালতা, দুর্বলতা, পাকস্থলীতে শূন্যতা।

* মুত্রে অতি দুর্গন্ধ।

* ঘন ঘন স্বপ্নদোষ ।

*মলত্যাগের বেগ দিলে মাথায় ব্যথা।

* প্রবল হাঁচি, কন্ঠের আড়ষ্টতা ।

*বাম বাহুতে বেদনা।

Dr md Shihabuddin
01638-568924

09/11/2025

এইমাত্র একই রোগ নিয়ে ২ জন রোগী আসলেন। আমি তাদের ব্যক্তি স্বতন্ত্রতা খুঁজে পেলাম।১ম জনের পানি খেলে বমিভাব, পানি ছাড়া সবই মজার। ২য় জন পানি ছাড়া কিছুই খেতে পারেন না শুধু পানিই তার কাছে মজা লাগে আর কোন কিছু খেতে পারেন না। এই ভিন্নতার কারণে ২ জনের ঔষধ ভিন্ন হলো। এটাকেই বলে রোগীর ব্যক্তিস্বাতন্ত্রতা ও ঔষধের সত্তাস্বাতন্ত্রতা। যেই স্বাতন্ত্র্যতা সঠিক হোমিওপ্যাথিক রেমিডিতে পৌঁছে দেয়।

Dr md Shihabuddin
01638-568924

একজন বৃদ্ধা ভিক্ষুক মহিলা এসে বললেন, বাবা আমার এখান থেকে পুঁজ পানি বের হচ্ছে তুমি এটা ঠিক করে দিতে পারবে? আপনি বসুন, এবা...
07/11/2025

একজন বৃদ্ধা ভিক্ষুক মহিলা এসে বললেন, বাবা আমার এখান থেকে পুঁজ পানি বের হচ্ছে তুমি এটা ঠিক করে দিতে পারবে?
আপনি বসুন, এবার বলেন এখানে কি হয়েছিল? আমি তো ক্ষত দেখতে পাচ্ছি।
বাবা, টিউমার হইছিল বাবা, ১০ হাজার টাকা দিয়ে অপারেশন করাইছি ।
এত টাকা কোথায় পেলেন ? কই পাবো মানষে দিছে, হাত পাতছি।
এর জন্য আপনি হোমিওপ্যাথি ডাক্তার দেখান নাই?
না বাবা।
এটাই ভুল করেছেন, অপারেশনের আগে হোমিও ডাক্তার দেখানো উচিত ছিল। সামান্য টাকার ওষুধ খেয়ে হাজার হাজার মানুষের টিউমার ভালো হচ্ছে।
বাবা আমি তো এসব বুঝি না, আমারে একজন ধরে নিয়ে গেছে বড় ডাক্তারের কাছে।
হুম, বড় ডাক্তাররা তো বড় বড় টাকা নেবে। আমরা বড় বড় রোগ সারাই ছোট ছোট টাকায়। তারপরেও হিংসুকদের চোখ টাটায়।
বৃদ্ধ মাকে চিকিৎসা দিলাম। আমাকে জিজ্ঞেস করল, বাবা কত টাকা দিব ? আমি বললাম দোয়া করবেন টাকা লাগবে না। তিনি হু হু করে কাঁদতে কাঁদতে বিড় বিড় করে কি যেন বলতে বলতে বের হয়ে গেলেন।

১৮০৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ফরাসি যুদ্ধ হয় সেই সময় খুব বেশি ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই উপমাংসের চিকিৎসায় ক...
06/11/2025

১৮০৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ফরাসি যুদ্ধ হয় সেই সময় খুব বেশি ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই উপমাংসের চিকিৎসায় কেটে ফেলা, পোড়া, লোহার সেক দেওয়া, বেঁধে রাখা, ইত্যাদি নানা রকম উগ্রপন্থা অবলম্বন করে কোন ফল না হয়ে ক্ষতিই হয়েছে বেশি। এসব উপমাংস সচরাচর জনন যন্ত্রের ওপরেই প্রথম প্রকাশ ঘটেছিল, পুরুষদের পুং জননেন্দ্রিয়ের আবরণ ত্বকে গজায় এবং মহিলাদের ক্ষেত্রে স্ত্রী জননেন্দ্রিয়ের চারপাশে গজায় প্রচুর সংখ্যক গজিয়ে স্ত্রী জননেন্দ্রীয়কে ঢেকে দেয়, ফুলিয়ে তোলে। এছাড়া শরীরের নানা স্থানে এর প্রকাশ দেখা যায়। এটাকে গনোরিয়ার পরের অবস্থা ধরা হয়।
আঁচিল একটি স্থায়ী,কষ্টহীন, স্বাভাবিক রোগ হলেও এর মূল কারণ চির রোগ বীজ সাইকোটিক। এটি একটি ক্রনিক ডিজিজ বা চিররোগ। স্থানিক লক্ষণসমূহ অবজ্ঞা করে কেবলমাত্র আঁচিল গুলোকে যদি উপড়ে ফেলা হয় তবে তার পরিণতি স্বরূপ শরীরের অভ্যন্তরে এরা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং শরীরের অন্যত্র আরো ভয়াবহভাবে প্রকাশ পাবে।
সাইকোসিস যুক্ত আঁচিলের চিকিৎসা:
আঁচিল যুক্ত মায়াজোম এর উপর নির্ভরশীল গনোরিয়া ও একই সাথে সমগ্র সাইকোসিস এর চিকিৎসায় শুধুমাত্র কয়েকটি শক্তির ৫০ সহশ্রমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ thuja অভ্যন্তরীণ প্রয়োগ করে আরোগ্য করা যায়। এ পদ্ধতির চিকিৎসায় মানব দেহের সক্ষমতাকে সহজতর ও শক্তিশালী করে তোলে। এ ওষুধের কার্যক্রম শেষ হলে নিম্ন শক্তির ৫০ সহস্রতমিক পদ্ধতির নাইট্রিক এসিড প্রয়োগ করে যেতে হবে ততদিন পর্যন্ত যতদিন গনোরিয়া ও আঁচিল বা উপমাংস দূর হয়।
যদি গনোরিয়াকে উগ্রপন্থায় চাপা দেওয়া হয় সে ক্ষেত্রে সোরার সাথে মিশে জটিল অবস্থার সৃষ্টি হয়। তখন চিকিৎসা পদ্ধতি হবে নিম্নরূপ-
১. সুনির্বাচিত এন্টি সোরিক ওষুধ প্রয়োগ করতে হবে।
২. এরপর সুনির্বাচিত এন্টি সাইকোটিক ঔষধ প্রয়োগ করতে হবে।
৩. সবশেষে পুনরায় অ্যান্টি সোরিক ঔষধ প্রয়োজন হবে।

আর যদি গনোরিয়া সিফিলিসের সাথে যুক্ত হয়ে জটিল অবস্থার সৃষ্টি হয় তাহলে চিকিৎসা এভাবে করতে হবে-
১. সর্বপ্রথম সুনির্বাচিত এন্টি সোরিক ওষুধ প্রয়োগ করতে হবে।
২. এরপর প্রাধান্যতার ভিত্তিতে এন্টি সাইকোটিক বা এন্টি সিফিলিটিক ওষুধ দিতে হবে।
৩. সিফিলিস ও সাইকোসিস দুটির মধ্যে যেটা অবশিষ্ট থাকবে সেটার এন্টি মায়াজমেটিক ওষুধ দিতে হবে।
৪. সর্বশেষ পুনরায় এন্টিসরিক ঔষধ প্রয়োগ করতে হবে।
এভাবে যতদিন পর্যন্ত আরোগ্য সম্পন্ন না হচ্ছে ততদিন চিকিৎসা চালাতে হবে।
এরকম নির্ভরযোগ্য অভ্যন্তরীণ চিকিৎসায় আঁচিলের জন্য আলাদাভাবে কোনরকম বাহ্যিক ওষুধ প্রয়োগ করার প্রয়োজন হয় না। এক্ষেত্রে হ্যানিম্যান নির্দেশ দিয়েছেন যেসব আঁচিল গুলো ভেজা ভেজা থাকে এবং বড় আকৃতির হয় তাতে থুজা টিংচার দিয়ে ভেজানো যেতে পারে। এভাবে সাইকোটিক দোষ ঘটিত আঁচিলের চিকিৎসায় সফলতা আসবে। (সূত্র - চির রগের প্রকৃতি ও প্রতিকার ও মায়াজমের স্বরূপ)

ব্যক্তিগত অভিজ্ঞতা:
ছবিতে আমার রোগীর আঁচিল মাত্র সাত দিন ঔষধ খাওয়ার পর আরোগ্য লাভ করেছে। এরকম অসংখ্য আঁচিলের রোগী হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার মাধ্যমে আরোগ্য লাভ করেছে। বিশেষ করে Thuja,Acid nit,caust ৫০ সহস্রতমিক পদ্ধতির ঔষধ লক্ষণ ভিত্তিক প্রয়োগে সমাধান হয়েছে। কোনরকম বাহ্যিক প্রয়োগের প্রয়োজন হয় না। কোন কোন ক্ষেত্রে বড় বড় ডুমুর ও ফুলকপির আকৃতির আঁচিলে Thuja যে শক্তিতে খেতে দিয়েছি সেটা দিয়ে ভিজাতে বলেছি তাতে চমৎকার ফলাফল এসেছে।

Dr md Shihabuddin
01638-568924
শ্যামপুর হোমিও হল, শ্যামপুর বড়ইতলা,জুরাইন পোস্তগোলা, কদমতলী, ঢাকা -১২০৪

05/11/2025

রোগের শ্রেণীবিভাগ:
01638-568924

04/11/2025

অধিকাংশ চর্ম রোগীর কমপ্লেইন হলো - "করোনা টিকা নেয়ার পর থেকে এই সমস্যা" অধিকাংশ যৌন রোগীর কমপ্লেইন হলো-"চর্ম রোগের ওষুধ খাওয়ার পর এই সমস্যা"

Address

Shohid Muktar Hossen Road, Shyampur Boro Mosjid Mor
Dhaka
1204

Telephone

+8801638568924

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শিহাবুদ্দীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. শিহাবুদ্দীন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category