ডা. শিহাবুদ্দীন

ডা. শিহাবুদ্দীন যে কথাটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়- "স্যার, আপনার চিকিৎসা নিয়ে আমি এখন ভালো আছি"
(2)

❗ কিভাবে বুঝবেন আপনার ভোকাল কর্ডে সিস্ট আছে?✔ কথা বললে গলা ভেঙে যায়✔ স্বর কর্কশ বা সাউন্ড শোয়ার✔ গলা পরিষ্কার করতে থাক...
04/12/2025

❗ কিভাবে বুঝবেন আপনার ভোকাল কর্ডে সিস্ট আছে?

✔ কথা বললে গলা ভেঙে যায়
✔ স্বর কর্কশ বা সাউন্ড শোয়ার
✔ গলা পরিষ্কার করতে থাকতে হয়
✔ গলায় চাপ বা ব্যথা
✔ গাইতে গেলে স্বর বের না হওয়া
✔ দীর্ঘদিনের "গলা বসে যাওয়া"

অনেকে বছরের পর বছর গলা সমস্যাকে হালকা ভাবে নেন, কিন্তু ভোকাল কর্ড সিস্ট early stage-এ চিকিৎসা নিলে সারিয়ে তোলা খুব সহজ!

---

🔍 সম্প্রতি একটি রোগীর রিপোর্টে যা পাওয়া গেছে:

👉 Left Vocal Cord Cyst
👉 VC movement normal
👉 Airway adequate
👉 বাকী সব অংশ নরমাল

এ ধরনের ফলাফল দেখলে রোগী উদ্বিগ্ন হলেও চিন্তার কিছু নেই — হোমিওপ্যাথিক চিকিৎসায় ধীরে ধীরে সিস্ট ছোট হয়ে যায় এবং স্বর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

---

🌿 হোমিওপ্যাথি কীভাবে কাজ করে?

হোমিওপ্যাথি Vocal Cord Cyst-কে ভিতর থেকে শুষে কমাতে সাহায্য করে।
এতে—
✔ অপারেশনের দরকার হয় না
✔ স্বর স্বাভাবিক হয়
✔ সিস্ট তৈরি হওয়ার প্রবণতা কমে
✔ গলার প্রদাহ ও কর্কশভাব কমে যায়

---

🌱 রোগীর অবস্থা অনুযায়ী যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কার্যকর:

(👉 রোগীর পূর্ণ লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়)

---

📞 গলার সমস্যা লুকিয়ে রাখবেন না!

যদি আপনি—
✔ শিক্ষক
✔ বক্তা
✔ ইমাম
✔ সেলসম্যান
✔ গায়ক
✔ বা বেশি কথা বলেন—

তাহলে Vocal Cord Cyst আপনার হতে পারে, এবং যথাসময়ে চিকিৎসা শুরু করলে দ্রুত সুস্থ হওয়া যায়।

---

💬 গলার স্বর ফেরাতে ও সিস্ট কমাতে পেশাদার হোমিও চিকিৎসা নিতে চাইলে যোগাযোগ করুন:

📱 কল করুন: 01638-568924
💬 whatsapp করুন – বিস্তারিত রিপোর্টসহ পাঠান

🌿 অপারেশন ছাড়াই, নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা।
🌿 রোগ বোঝার পর পূর্ণাঙ্গ কেস-টেকিং করে ওষুধ প্রেসক্রাইব করা হয়।

04/12/2025
04/12/2025

এই রোগে কে কে ভুগছেন? আল্লাহর রহমতে সমাধান দিতে পারব ইনশাআল্লাহ!
Dr md Shihabuddin
01638-568924

03/12/2025

#পেপটিক_আলসার:
Dr md Shihabuddin
Part -158
01638-568924

03/12/2025

বাপরে - ডাক্তারি করতে হলে ভাষাও শিখতে হবে। সকালে চিটাগাং থেকে এক ব্যক্তি ফোন করেছে তার কিছু কিছু কথা বুঝি বাকিটা বুঝি না, পরে বললাম ভাই আপনার এলাকার ডাক্তার দেখান। সন্ধ্যায় এক বোন তার বৃদ্ধ মাকে নিয়ে আসছেন, অনেক কষ্টে তার মেয়ের থেকে বুঝে নিয়েছি।

03/12/2025

চিংড়ি 🍤, কাঁকড়া 🦀 খাওয়ার ফলে আমবাত (Urticaria ) হলে urtica urense ওষুধটি তা সমাধান করে ।

এই রোগে কে কে ভুগছেন? আল্লাহর রহমতে এর সমাধান দিতে পারব ইনশাল্লাহ! সমাধান নিতে কল করুন Dr md Shihabuddin 01638-568924
03/12/2025

এই রোগে কে কে ভুগছেন? আল্লাহর রহমতে এর সমাধান দিতে পারব ইনশাল্লাহ!
সমাধান নিতে কল করুন
Dr md Shihabuddin
01638-568924

02/12/2025

Class 🔗 Link:

02/12/2025

আজকের অনলাইন ক্লাস
আলোচ্য বিষয়:
clinical condition & repertory

48.Bunion
49.Burns
50.calcaneal spur
51.corn & callosity
52.cancer

রাত ৯ টা ।
১০ মিনিট আগে লিংক দেওয়া হবে।

🌺 Acne Rosacea — মুখের লালভাব ও ব্রণের বিশেষ সমস্যা✨ সচেতনতা বাড়াতে জেনে নিন কারণ, লক্ষণ ও করণীয়।---🔥 Acne Rosacea কী?...
02/12/2025

🌺 Acne Rosacea — মুখের লালভাব ও ব্রণের বিশেষ সমস্যা

✨ সচেতনতা বাড়াতে জেনে নিন কারণ, লক্ষণ ও করণীয়।

---

🔥 Acne Rosacea কী?

Acne Rosacea হলো মুখের ত্বকের একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত সমস্যা, যেখানে মুখ লাল হয়ে যায়, ছোট ছোট পিম্পল ওঠে, রক্তনালী দেখা যায় এবং কখনো চোখেও জ্বালা–চুলকানি দেখা দিতে পারে।
👉 এটা সাধারণ ব্রণ নয়—এটা এক ধরনের skin sensitivity disorder।

---

🎯 কেন হয়?

নির্দিষ্ট কারণ না জানা গেলেও—
✔ জেনেটিক প্রবণতা
✔ Demodex mites
✔ ত্বকের রক্তনালীর অতিসংবেদনশীলতা
✔ গরম খাবার–চা–কফি
✔ অতিরিক্ত রোদ
✔ স্ট্রেস
এসব মিলেই Rosacea শুরু বা বাড়তে পারে।

---

🌸 মূল লক্ষণগুলো

✨ মুখে লাল লালভাব
✨ জ্বালা বা গরম লাগা
✨ ব্রণের মতো দানা
✨ পাতলা রক্তনালী দেখা যায়
✨ চোখ লাল হওয়া বা শুষ্ক হওয়া
✨ অনেক সময় নাক মোটা হয়ে যাওয়া (Rhinophyma)

---

🧴 কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন?

🌞 রোদে গেলে অবশ্যই SPF 30+ সানস্ক্রিন
💧 মাইল্ড ফেসওয়াশ
🍲 মশলাদার খাবার কম
☕ চা–কফি কম
🔥 গরম পানি/স্যাউনা এড়িয়ে চলা
😌 স্ট্রেস কমানো

---

🌿 হোমিওপ্যাথিক চিকিৎসা

রোগীর ব্যক্তিগত লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয়।
নিচের রেমেডিগুলো Rosacea–তে উপকারী হতে পারে—

⭐ Belladonna –
⭐ Sulphur –
⭐ Pulsatilla –
⭐ Natrum Mur –
⭐ Arsenicum Album –
⭐ Silicea –

👉 মনে রাখবেন: সঠিক রোগী–লক্ষণ অনুযায়ী ওষুধই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়।

Dr md Shihabuddin
01638-568924

02/12/2025

*প্রথম বর্ষে যারা এ বছর ভর্তি হয়েছেন তাদের জন্য*

নতুন অনেকেই বইয়ের তালিকা চেয়েছেন। আমরা যে সকল বই আপনাদের জন্য পড়া অপরিহার্য বলে মনে করি এবং যে সকল বই আপনাদের সিলেবাসভুক্ত ও সত্যিকারের হোমিওপ্যাথি শেখানোর পাশাপাশি পরীক্ষায় সহায়তা করবে তেমন কিছু বইয়ের তালিকা নিচে সংযোগ করলাম। যারা সত্যিকারে ডাক্তার হতে চান তারা অবশ্যই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন।_ এই বইগুলোর বাইরে গাইড বই পড়লে হয়তো পরীক্ষায় পাশ করতে পারবেন কিন্তু সত্যিকারের হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবেন না। তাই সকলে একটা নির্ধারিত সময় পর্যন্ত গাইড বই পড়া থেকে বিরত থাকুন।

১। অর্গানন অভ মেডিসিন- মূল: ডা. স্যামুয়েল হ্যানিমান, অনুবাদ: ডা. রেজাউল করীম মূল্য- ৬৫০/-
২। বেসিক প্রিন্সিপ্যালস অব হোমিওপ্যাথি- মূল প্রফেসর জর্জ ভিথউলকাস, অনুবাদ- ডা. ধীমান রায় পিএইডডি- মূল্য ২০০/-
৩। হোমিওপ্যাথির নিয়মনীতি- আবুল মনসুর আহমেদ ও গুরুদাস সরকার- মূল্য ২০০/-
৪। হোমিও সাথি- ডা. এস.পি. দে মূল্য- ৯০/-
৫। ঔষধ পরিচয়- নরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়- ১৬০/-
৬। হোমিওপ্যাথিক শিক্ষা সঙ্কট: শিক্ষার্থী ও নবীন চিকিৎসকদের উত্তরণের পথ- ডা. শাহীন মাহমুদ মূল্য- ২০০/-
৭। হোমিওপ্যাথিক আরোগ্য কলার মর্মপ্রাণ মূল্য- ৫০/-
৮। হিউম্যান এনাটমি ফর হলিস্টিক প্রেসক্রাইবার্স- মূল্য ৪৫০/-
*মোট মূল্য ২,০০০/- টাকা*

✋ Carpal Tunnel Syndrome — হাত অবশ হয়ে যাচ্ছে? ঝিঁ ঝিঁ করছে?✋ অনেকেই বলেন—“হাত ঝিঁ ঝিঁ করে”, “রাতে ব্যথায় ঘুম ভেঙে যায়”,...
01/12/2025

✋ Carpal Tunnel Syndrome — হাত অবশ হয়ে যাচ্ছে? ঝিঁ ঝিঁ করছে?

✋ অনেকেই বলেন—“হাত ঝিঁ ঝিঁ করে”, “রাতে ব্যথায় ঘুম ভেঙে যায়”, “জিনিস ধরতে পারি না”…
👉 এগুলো Carpal Tunnel Syndrome এর প্রধান লক্ষণ!

---

🔍 Carpal Tunnel Syndrome কী?

কব্জির কাছে একটি সরু টানেল আছে—Carpal Tunnel। এর ভেতর দিয়ে Median Nerve নামে গুরুত্বপূর্ণ নার্ভ যায়।
যখন এই টানেলের ভিতরে চাপ বাড়ে → নার্ভ চেপে যায় → তখনই হয় Carpal Tunnel Syndrome (CTS)।

---

⚠️ লক্ষণসমূহ

✔️ বুড়ো, তর্জনী ও মধ্যমা আঙুল অবশ হয়ে যাওয়া
✔️ ঝিঁ ঝিঁ/জ্বালাপোড়া
✔️ রাতে ব্যথা বেশি
✔️ জিনিস হাত থেকে পড়ে যাওয়া
✔️ হাত দুর্বল হয়ে পড়া

---

🎯 কারণসমূহ

🔸 দীর্ঘসময় কম্পিউটার/মোবাইল ব্যবহার
🔸 ড্রাইভার, টেইলার, কুক, কার্পেন্টারদের মধ্যে বেশি
🔸 ডায়াবেটিস
🔸 Hypothyroidism
🔸 গর্ভাবস্থা
🔸 কব্জিতে আঘাত বা ওভারলোড কাজ

---

🧪 কিভাবে নিশ্চিত হওয়া যায়?

🔹 Phalen’s Test
🔹 Tinel’s Test
🔹 Nerve Conduction Study (NCS)
🔹 Ultrasound

---

🌿 হোমিওপ্যাথি চিকিৎসা

👉 রোগীর লক্ষণ অনুযায়ী নিম্নলিখিত ওষুধগুলো ব্যবহার হয়—

💊 Ruta graveolens —
💊 Hypericum —
💊 Causticum
💊 Rhus tox —
💊 Arnica —
ইত্যাদি।

📌 সম্পূর্ণ রোগী-ইতিহাস দেখে সঠিক ওষুধ নির্বাচন করতে হবে।

---

❤️ পরামর্শ

হাত অবশ, ঝিঁ ঝিঁ, রাতে ব্যথা—এগুলোকে ছোট সমস্যা ভেবে বসে থাকবেন না।
প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে নিন এবং সঠিক চিকিৎসা নিন।

Dr md Shihabuddin
01638-568924

Address

Shohid Muktar Hossen Road, Shyampur Boro Mosjid Mor
Dhaka
1204

Telephone

+8801638568924

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শিহাবুদ্দীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. শিহাবুদ্দীন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category