06/09/2025
“জ্বীন-শয়তানের গিঁট”
(عُقَد الشيطان‘)
📌 ১. হাদীসে উল্লেখিত গিঁট
রাসূল ﷺ বলেছেন:
“যখন তোমাদের কেউ ঘুমাতে যায়, তখন শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গিঁট বেঁধে দেয়। প্রতিটি গিঁটে সে ফুঁ দিয়ে বলে: তোমার সামনে দীর্ঘ রাত রয়েছে, ঘুমিয়ে থাকো।
তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে, একটি গিঁট খুলে যায়।
সে যদি অযু করে, আরেকটি গিঁট খুলে যায়।
আর যদি নামায পড়ে, তবে সব গিঁট খুলে যায়।তখন সে প্রফুল্লচিত্তে ও সুস্থ মনে সকাল করে।
আর যদি তা না করে, তবে অলস ও মনমরা হয়ে সকাল করে।”
(সহীহ বুখারী ১১৪২, সহীহ মুসলিম ৭৭৬)
➡️ এখানে “গিঁট” মানে হলো শয়তানের প্রভাব/বাঁধন যা আলস্য, গাফিলতি আর ঘুমের প্রতি অতিরিক্ত টান তৈরি করে।
⸻
📌 ২. রুকইয়া ও জাদুতে “গিঁট”
কুরআনে আল্লাহ বলেন:
“…আর গিঁটের ওপর ফুঁ দেয়া নারীদের অনিষ্ট থেকে (আমি আশ্রয় চাই)।”
(সূরা আল-ফালাক, আয়াত ৪)
➡️ এখানে বোঝানো হয়েছে জাদুকর/জাদুকারিণী যারা জাদুর কাজ করার সময় সুতো বা কিছু বেঁধে তার উপর ফুঁ দেয়। এটাকেই ‘উক্বাদ (গিঁট) বলা হয়েছে।
এগুলো জ্বীন-শয়তানের সহায়তায় হয়।
⸻
🕌 করণীয়
• ঘুমানোর আগে আয়াতুল কুরসী, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া।
• সকাল-সন্ধ্যার আযকার নিয়মিত করা।
• নামাযে অটল থাকা।
• রুকইয়া করলে (নিজে বা অন্য কাউকে দিয়ে) আল্লাহর ইচ্ছায় জ্বীন-শয়তানের এই বাঁধন কেটে যায়।
⸻
🔗 শয়তানের গিঁট: কিসে হয় এবং কীভাবে খোলা যায়ঃ
১/ দিক
ঘুমের সময়
কিসে গিঁট বাঁধে
শয়তান মানুষের ঘাড়ে তিনটি গিঁট বাঁধে, আলস্য ও দীর্ঘ ঘুমের ওয়াসওয়াসা দেয়।
কিসে গিঁট খোলে
(১) জেগে আল্লাহকে স্মরণ করলে ১ম গিঁট খোলে। (২) অযু করলে ২য় গিঁট খোলে। (৩) নামায পড়লে সব গিঁট খোলে।
২/ দিক
জাদুতে (সুতোর গিঁট)
কিসে গিঁট বাঁধে
জাদুকর/জাদুকারিণী সুতোর গিঁট বেঁধে তার উপর ফুঁ দিয়ে শয়তানের সাহায্যে প্রভাব ফেলে।
কিসে গিঁট খোলে
সূরা আল-ফালাক, সূরা আল-নাস, সূরা আল-বাকারাহ, আয়াতুল কুরসী পাঠে, রুকইয়া করলে আল্লাহর ইচ্ছায় গিঁট ভেঙে যায়।
৩/ দিক
আলস্য ও গাফিলতি
কিসে গিঁট বাঁধে
শয়তান ও নফস ওয়াসওয়াসা দেয়: “এখনো সময় আছে, পরে নামায পড়ো।”
কিসে গিঁট খোলে
আযকার, ইস্তিগফার, নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত করলে শয়তানের বাঁধন দূর হয়।
৪/ দিক
রুকইয়া দৃষ্টিকোণ
কিসে গিঁট বাঁধে
অনেক সময় জ্বীন শরীরে গিঁটের মতো শক্তভাবে আটকে থাকে (বুক, গলা, মাথা, পেট ইত্যাদিতে)।
কিসে গিঁট খোলে
রুকইয়া শরঈয়াহ, কুরআন তিলাওয়াত, পানি/তেল/মধুতে ফুঁ দিলে আল্লাহর অনুমতিতে সেই গিঁট খুলে যায়।
⸻
📌 সংক্ষেপে বলা যায়:
• শয়তানের গিঁট = মানসিক ও আধ্যাত্মিক বাঁধন।
• আল্লাহর যিকর, অযু, সালাত, রুকইয়া, কুরআন তিলাওয়াত = এই বাঁধনের চাবি।
⸻
🏥 সুন্নাহ ভিত্তিক চিকিৎসার অনন্য প্রতিষ্ঠান
হিজামা এন্ড রুকইয়া ফাউন্ডেশন
🌐 www.HijamaRuqyahBD.com
যোগাযোগ: 01972-668345
01715525747
01704992056