Department of Physiotherapy & Rehabilitation, EMCH

Department of Physiotherapy & Rehabilitation, EMCH Exclusive and excellent quality service for Physiotherapy & Rehabilitation

আমার একজন পরম শ্রদ্ধেয় এবং সনামধন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞ   অনেক আস্থা নিয়ে রোগীটি আমার কাছে পাঠিয়েছেন। রোগী স্থায়ীভাবে ...
12/06/2023

আমার একজন পরম শ্রদ্ধেয় এবং সনামধন্য নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অনেক আস্থা নিয়ে রোগীটি আমার কাছে পাঠিয়েছেন। রোগী স্থায়ীভাবে বসবাস করেন ৩৬০ আউলিয়ার দেশ সিলেটে। পেশায় নামকরা ব্যবসায়ী।। প্রথমদিকে ৩-৪ মাস আগে কোমরে হালকা হালকা ব্যথা অনুভব করতেন।।পরে ব্যথার তীব্রতা বাড়তেই থাকে।সেই সাথে উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা ও নিতে থাকেন।আশানুরূপ কোনো ফল না পাওয়ার হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ার দরুন,এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
রোগীর অভিযোগ হচ্ছে, হাটার সাথে সাথেই তীব্র ব্যথা শুরু হয়,পায়ের দিকে ব্যথা নেমে আসে এবং বসলেই সাথে সাথে ব্যথা চলে যায়। এইভাবে সে ১ মিনিটের বেশি হাটতে পারেনা। মেডিক্যালের ভাষায় আমরা এইটিকে ক্লডিকেশন(Claudication) বলি। পরে রোগীর personal information,কাজের ধরন এবং ফিজিক্যালি বিভিন্ন পরীক্ষা করে দেখলাম,, Degeneative spinal stenosis এর কারনে neurogenic claudication এ ভুগছেন।পাশাপাশি উনার কোমর ও বেশ খানিকটা বাকা হয়ে যায়।তাই ক্লিনিক্যাল প্রাক্টিসে ফিজিক্যাল এক্সামিনিশেন এবং ইন্টারপ্রিটিশনের কোনো বিকল্প নেই। এই রোগীটি flexion protocol এ আমারা চিকিৎসা করেছি।সেই সাথে উনার ergonomic correction ও করে দিয়েছি, যাতে পরবর্তীতে ব্যথা ফিরে না আসে। আলহামদুলিল্লাহ রোগী ৩ সপ্তাহে ৬০%সুস্থ হয়ে উঠেছে। ব্যবসায়ীক তাড়া থাকার দরুন রোগী ১ মাস পরে ফলো-আপে আসবেন।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

ডা. আইনুর রাজিব, (পিটি)
সিনিয়র ফিজিওথেরাপি অফিসার,
ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ,
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

🔰 ACL(Anterior Cruciate Ligament) হাঁটুর জয়েন্টের অন্যতম প্রধান স্টেবিলাইজার লিগামেন্ট। ACL এর আঘাত বা টিয়ার হাঁটুর সব...
24/05/2023

🔰 ACL(Anterior Cruciate Ligament) হাঁটুর জয়েন্টের অন্যতম প্রধান স্টেবিলাইজার লিগামেন্ট। ACL এর আঘাত বা টিয়ার হাঁটুর সবচেয়ে সাধারণ আঘাতগুলির মধ্যে একটি। আর এই আঘাত সবচেয়ে বিপজ্জনক।

🔺🔺 ইঞ্জুরির বিভিন্ন কারন: এটিকে ২ ভাগে ভাগ করা যায়

১)কনট্যাক্ট ইঞ্জুরি(Contract injury): হাটুতে সরাসরি কোনো আঘাত লাগলে হতে পারে। ৩০% ইঞ্জুরি এইভাবে হয়ে থাকে।

২)ননকন্ট্যাক্ট ইঞ্জুরি(Non-contract injury): ইঞ্জুরির ৭০% এই ধরনের। যেমন: দোড়ানো বা লাফ থেকে অবতরনের সময় হঠাৎ দিক পরিবর্তন করলে,দোড়ানোর সময় হঠাৎ থেমে গেলে ইত্যাদি।

** তাছাড়া যাদের হাঁটুর মাংসপেশী দুর্বল বা অনমনীয়তা, খেলাধুলার সময় সঠিক পরিমাপে জুতা পরিধান না করলে, উঁচু-নীচু জায়গায় মাঠে খেলাধুলা করলে এই ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়

🔷🔷কিছু সাধারন লক্ষন ও উপসরগ:

১)পপিং/স্ন্যাপিং শব্দ: আঘাতের সময় এই শব্দটি প্রায়সই শোনা যায় এবং অনুভুতি হয় মনে হয় হাটু সামনের দিকে বের হয়ে চলে আসছে।

১) ব্যথা: আঘাতের তীব্রতার উপর ভিত্তি করে গুরতর বা মাঝারি ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে দাঁড়াতে বা আক্রন্ত পায়ে চাপ দিতে বা ভর দিতে সমস্যা হয়।

২) ফোলা: আঘাতের কয়েক ঘন্টার মধ্যে ফোলা ভাব হতে পারে। হাটু ভাজ ও সোজা করতে সমস্যা হতে পারে।

৩) হাঁটতে সমস্যা: আপনি সাধারণভাবে হাঁটতে, সিঁড়ি বেয়ে ও অসম মাটিতে হাঁটার জন্য চাপ দিতে অসুবিধার মুখে পড়তে পারেন। কিছু মানুষের মনে হয় হাটু সামনের দিকে সরে আসছে(giving away)এবং জয়েন্টটি একটু বেশিই নড়বড়ে।

রোগীর আঘাতের ধরনের ইতিহাস শোনার পর আমারা কয়েকটা ফিজিক্যালি স্পেশাল টেস্ট করে থাকি যেমন: ল্যাকমান টেস্ট(Lachman test) ও এন্টেরিয়র ড্রয়ার টেস্ট(Anterior drawer test)।

এক্স-রে(X-ray): এসিএলের মতো সফট টিস্যু এক্স-রেতে দেখা যায় না, তবে কোনো হাড়ে আঘাত আছে কিনা তা পরখ করে নিতে প্রাথমিকভাবে করতে হয়।

এমআরআই(MRI): এই ধরনের চোটের ক্ষেত্রে এই পরীক্ষা সর্বোত্তম। কারণ এমআরআই স্ফট টিশু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। কতটুকু টিয়ার হয়েছে স্পষ্টতই ধরা পরে।

🔰ACLইঞ্জুরির প্রকারভেদ ( Types of ACL injury):

গ্রেড-১(Grade-1): এইক্ষেত্রে লিগামেন্ট টান লাগে বা অল্প মচকে যায় কিন্তু চিড়ে যায় না।

গ্রেড-২(Grade-2): এইক্ষেত্রে লিগেমেন্ট অল্প চিড়ে যায় কিন্ত পুরাপুরি চিড়ে যায় না। কতো মিলিমিটার টিয়ার হয়েছে সেটির উপর ভিত্তি করে আরো ভিন্ন ভিন্ন গ্রেডিং করা হয়। যেমন ৫ মিলিমিটার এর নীচে চিড়লে গ্রেড-১

গ্রেড-৩( Grade-3): লিগামেন্ট সম্পুর্ন চিড়ে যায়

📛📛চিকিৎসা:

আপনি কতটা আঘাত পেয়েছেন তার উপর চিকিৎসা নির্ভর করে। গ্রেড-১ গ্রেড-২ ইঞ্জুরির ক্ষেত্রে কিছু প্রাথমিক চিকিৎসা, এন্টিইনফ্লামারি ড্রাগ এবং ফিজিওথেরাপি চিকিৎসায় সম্পুর্ন ভালো হয়ে যায়। গ্রেড-৩ ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়।

✅✅ফিজিওথেরাপি চিকিৎসা:
ইঞ্জুরির অবস্থাকে ৩ টি পযার্য়ে(stage) ভাগ করে ফিজিওথেরাপি চিকিৎসা করা হয়। পর্যায়গুলো হচ্ছে:

১)একুইট স্টেইজ/ প্রোটেকশন স্টেইজ/ইনফ্লামাটরি স্টেইজ(Acute/protection/Inflammatory Phase)

2)সাব-একুইট/কনট্রোল্ড মোশন /রিপেয়ার স্টেইজ(Sub-acute/Controlled motion phase/Repair phase)

3)ক্রনিক/ ম্যাচুরেশন ও রিমোডেলিং স্টেইজ(Chronic stage/Maturation & Remodeling stage)

রোগী কোন স্টেইজে আছে সেইটার উপর ভিত্তি করে নিদিষ্ট প্রটোকলে ফিজিওথেরাপি চিকিৎসা হয়ে থাকে। যেমন Acute stage এ "PRICE" অথবা "PEACE AND LOVE"প্রটোকল অনুসরন করা হয়। তেমনি আমরা বিভিন্ন স্টেজে প্রথমদিকে ওপেন কাইনেমেটিক চেইন থেরাপিউটিক এক্সারসাইজ , পরবর্তীতে ধীরে ধীরে ক্লোজড কাইনেমেটিক চেইন থেরাপিউটিক এক্সারসাইজ করানো হয়। তাছাড়া স্ট্রেচিং(stretching), মাল্টিএংগেল স্টেনদেনিং(Multiangle strengthening),Weight bearing & Weight shifting therapeutic exercises, প্রোপায়োচেপশন(Proprioception training )ট্রেইনিং, নিউরোমাস্কোলার থেরাপিউটিক এক্সারসাইজ (Neuromuscular therapeutic exercise), ফ্লেক্সিবিলিটি(flexibility exercise) করানো হয়। স্পোর্টস পারসনদের ক্ষেত্রে স্পোর্টস রিট্যান ট্রেইনিং করানো হয় যেমন: এজিলিটি ট্রেইনিং,জিগজ্যাগ ট্রেইনিং ইত্যাদি। তাছাড়া কারো বায়োমেকানিক্যাল ত্রুটি থাকে তা ঠিক করে খেলায় নামানো হয়

✅✅আর যাদের অপারেশন এর প্রয়োজন হয় অপারেশন পরবর্তী রোগীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বা একজন খেলোয়াড় কে মাঠে ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নেই।

ডা. আইনুর রাজিব, (পিটি)
সিনিয়র ফিজিওথেরাপি অফিসার
ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

সুদূর কুমিল্লা থেকে আমার পূর্বের  এক রোগীর  মাধ্যমে তীব্র কোমর ব্যথা নিয়ে এক রোগী এসেছেন। উনি মহান শিক্ষকতা পেশায় জড়িত। ...
19/05/2023

সুদূর কুমিল্লা থেকে আমার পূর্বের এক রোগীর মাধ্যমে তীব্র কোমর ব্যথা নিয়ে এক রোগী এসেছেন। উনি মহান শিক্ষকতা পেশায় জড়িত। দীর্ঘ প্রায় ৮-৯ মাস যাবত কোমর ব্যাথায় ভুগছেন।ব্যথা প্রথমে কোমরের ডান পাশেই ছিলো। পরে ব্যথার তীব্রতা বাড়তে বাড়তে ব্যথা পুরো ডান পা জুড়ে নেমে আসে,সেই সাথে শুরু হয় ঝিন-ঝিন আর হালকা অবশ-অবশ ভাব। রোগী ১০-১৫ মিনিটের বেশি হাঁটতে ও বসে থাকতেও পারেনা। পল্লী চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের চিকিৎসক দেখিয়েছেন। ওই ব্যথার ওষুধ যতদিন খায় ততদিন ভালো থাকে।পরবর্তীতে সবাই অপারেশনের পরামর্শ দেয়। সর্বশেষ ওনার এলাকার পরিচিত একজনের মাধ্যমে আমার কথা জানতে পারেন।
রোগী আমার কাছে আসার পরে ফিজিক্যাল এক্সামিনিশন করে দেখতে পায় ব্যথার দিকে কোমর একপা্শে ধেবে গেছে, সেই সাথে অপরদিকে কাধের অংশ সরে আসে।নিউরোলজিকাল একক্সামিশনে Motor এবং Sensory অল্প কম পাওয়া যায়। SLRও বামপাশের তুলনায় ডানপাশে অনেক কম পাওয়া যায়।পায়কানা-প্রস্রাব আসলে বুজতেও পারে এবং ধরে রাখতে পারে। knee & ankel jerk নরমাল।। এমরাই ফ্লিমে L4-L5 এ ডিস্ক হারনিয়েশন দেখতে পাওয়া যায়। যার কারনে স্পাইনাল নার্ভে প্রেশারের দরুন ব্যথা, ঝিন-ঝিন ও অবস-অবস ভাব পায়ের দিকেও যাচ্ছে।
পরে রোগীকে সব চেক করার পর কাঁধে হাত রেখে বললাম, আপনি ৩-৪ সপ্তাহের মধ্যে উন্নতি না হলে অপারেশনের দিকে যেতে পারেন। আলহামদুলিল্লাহ রোগী ১ সপ্তাহের চিকিৎসার মধ্যে রেসপন্স করা শুরু করে।৬-সপ্তাহের মধ্যেই উনি ৮০-৯০% সুস্থ হয়ে উঠেন। রোগী শ্রেনীকক্ষে ফিরে গেছেন। একমাস পরে ফলোআপে আসবেন।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

ডা. আইনুর রাজিব, (পিটি)
সিনিয়র ফিজিওথেরাপি অফিসার,
ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ,
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Pain!!!কোমরের ব্যথা কে নয়, ব্যথার কারনের চিকিৎসা করি।অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718...
13/05/2023

Pain!!!
কোমরের ব্যথা কে নয়, ব্যথার কারনের চিকিৎসা করি।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

11/05/2023

ACL (Anterior Cruciate Ligament) হাঁটুর জয়েন্টের অন্যতম প্রধান স্টেবিলাইজার লিগামেন্ট। ACL এর আঘাত বা টিয়ার হাঁটুর সবচেয়ে সাধারণ আঘাতগুলির মধ্যে একটি। আর এই আঘাত সবচেয়ে বিপজ্জনকও।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

কম খরচে বিশ্বের সর্বাধুনিক ফিজিক্যাল এজেন্ট মডালিটিস(ইলেক্ট্রোথেরাপি) এবং বিশ্বমানের "ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন"  চিক...
04/05/2023

কম খরচে বিশ্বের সর্বাধুনিক ফিজিক্যাল এজেন্ট মডালিটিস(ইলেক্ট্রোথেরাপি) এবং বিশ্বমানের "ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন" চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি আপনার পাশে।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

আলহামদুলিল্লাহ। বিএইচপিআই(সিআরপির একটি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে আগত ফিজিওথেরাপি বিভাগের ২১তম ব্যাচের ফাইনাল বর্ষের শিক্ষা...
02/05/2023

আলহামদুলিল্লাহ। বিএইচপিআই(সিআরপির একটি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে আগত ফিজিওথেরাপি বিভাগের ২১তম ব্যাচের ফাইনাল বর্ষের শিক্ষার্থীদের ০১ মাস ক্লিনিক্যাল প্ল্যাসমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। থিওরি, প্রাক্টিকাল, কেইস এনালাইসিস, কেইস প্রেজেন্টেশন সব ধাপই সফলভাবে শিক্ষার্থীরা অতিক্রম করেছে। শিক্ষাথীদের সুসাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

29/04/2023

গ্রামীণ জনগোষ্ঠীর মাঝেও ফিজিওথেরাপি চিকিৎসার চাহিদা, সচেতনতা ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

 #বেলস_পালসিবেলস পালসি এমন একটি অবস্থা যেখানে আপনার মুখের একপাশের পেশীগুলি দুর্বল হয়ে যায় বা নিয়ন্ত্রণ হারিয়ে  ফেলে।  এ...
27/04/2023

#বেলস_পালসি

বেলস পালসি এমন একটি অবস্থা যেখানে আপনার মুখের একপাশের পেশীগুলি দুর্বল হয়ে যায় বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি মুখের একদিককে প্রভাবিত করে যার ফলে একপাশে ড্রপ করে বা সেদিকে শক্ত হয়ে যায়।

#কারন

* ৭ নাম্বার ফ্যাসিয়াল নার্ভ এ আঘাত

* ভাইরাস ইনফেকশন

* ডায়াবেটিস

#লক্ষন

* মুখের একপাশে তথা আক্রান্ত দিকে আপনার চোখ খুলতে বা বন্ধ করতে অক্ষমতা

* খাবার বা পানি ঠিক মত খেতে না পারা বা মুখের সাইড দিয়ে পরে যাওয়া

* পানি মুখে নিয়ে কুলকুচা না করতে পারা

* ক্ষতিগ্রস্থ কানের দিকে সামনে বা পিছনে ব্যথা

* মাথা ব্যাথা

#চিকিৎসা

* প্রধান এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা।
* এন্টিভাইরাল ওষুধ এবং অল্প কিছু ক্ষেত্রে স্টেরয়েড প্রয়োজন হয় শুধুমাত্র ইনফ্লামেশমন কমানোর জন্য
*এই সমস্যাটি সঠিক চিকিৎসায় (১-৩) মাসের মধ্যে ভালো হয়ে যায়।

ডা. ইফফাত আরা ইলা,(পিটি)
ফিজিওথেরাপি অফিসার
ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।

শীতাতপনিয়ন্ত্রিত,  সুসজ্জিত ও মনোরম পরিবেশে আমাদের ফিজিওথেরাপি ইন্টারবেনশন রুম।অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য...
25/04/2023

শীতাতপনিয়ন্ত্রিত, সুসজ্জিত ও মনোরম পরিবেশে আমাদের ফিজিওথেরাপি ইন্টারবেনশন রুম।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

শীতাতপনিয়ন্ত্রিত সুসজ্জিত আমাদের ওয়েটিং রুম!!অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 017...
24/04/2023

শীতাতপনিয়ন্ত্রিত সুসজ্জিত আমাদের ওয়েটিং রুম!!

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

ফিজিওথেরাপি চিকিৎসায় আস্থা রাখুন আমাদের উপর। অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 017...
23/04/2023

ফিজিওথেরাপি চিকিৎসায় আস্থা রাখুন আমাদের উপর।

অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোন পরামর্শের জন্য ফোন করুন: 10603, 01770718313, 01716358146, 02223371196-98 নাম্বারে।
অথবা ভিজিট করুন: www.emch.com.bd

Address

9/3 Parboti Nagar, Thana Road, Savar
Dhaka
1340

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801770718313

Alerts

Be the first to know and let us send you an email when Department of Physiotherapy & Rehabilitation, EMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Department of Physiotherapy & Rehabilitation, EMCH:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram