Korean Laser and Aesthetics

Korean Laser and Aesthetics We offer a range of services and treatments that incorporate Korean beauty and wellness practices.

Korean Beauty world is known for skincare and beauty products that originate from South Korea. These products are known for their innovative formulations and technologies, as well as for their focus on achieving a "glass skin" look, which is characterized by a clear, radiant, and smooth complexion.

25/10/2025

বলিরেখা আর fine lines কি আপনাকে বয়সের ছাপ মনে করিয়ে দিচ্ছে?
আমাদের অত্যাধুনিক Korean Skin & Health Care Clinic-এ এখন পাচ্ছেন বিশ্বমানের Botox Treatment – যা আপনার স্কিনকে করে তুলবে ফার্ম, ফ্রেশ, অ্যান্ড ইউথফুল।

Botox Treatment কী এবং কেন করবেন?
Botox (Botulinum Toxin) হলো এক ধরনের প্রোটিন, যা facial muscles কে সাময়িকভাবে relax করে। এর ফলে কপাল, চোখের পাশে (Crow’s Feet), ভ্রূর মাঝখানের ভাঁজসহ বিভিন্ন wrinkle ও fine lines কমে যায় এবং স্কিন হয় আরও smooth ও glowing।

✅ আমাদের Botox Treatment-এর সুবিধা
Wrinkle Reduction → কপাল, চোখের চারপাশ ও ভ্রূর ভাঁজ হ্রাস করে
Younger Look → স্কিনে ফিরিয়ে আনে টানটান ভাব ও youthful charm
Safe & Effective → অভিজ্ঞ dermatologist দ্বারা নিরাপদ পরিবেশে সম্পন্ন
Quick & Non-Surgical → কোনো কাটাছেঁড়া নয়, কয়েক মিনিটেই normal life-এ ফেরা যায়
Korean Technology → সর্বাধুনিক কোরিয়ান টেকনোলজি দিয়ে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায়

কেন আমাদের Korean Skin & Health Care Clinic?
Expert Specialists – Korea-trained ও অভিজ্ঞ dermatologists
International Standard – আসল ও অনুমোদিত প্রোডাক্ট ব্যবহার
Hygienic Environment – সর্বোচ্চ health & safety maintained
Personalized Care – আপনার স্কিনের ধরন অনুযায়ী tailored solution

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই যোগাযোগ করুন Korean Skin & Health Care-এর সাথে!

সকালে উঠেই কি নতুন অ্যাকনে চোখে পড়ে? আর সাথে সাথেই হাত চলে যায় পপ করার জন্য? 😥এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। কিন্তু অ্য...
24/10/2025

সকালে উঠেই কি নতুন অ্যাকনে চোখে পড়ে? আর সাথে সাথেই হাত চলে যায় পপ করার জন্য? 😥
এই অভ্যাসটা আমাদের অনেকেরই আছে। কিন্তু অ্যাকনে পপ করা মানেই পার্মানেন্ট দাগ, গর্ত আর ইনফেকশনের ভয়। এতে স্কিনের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

তাই আমাদের পরামর্শ: Don't pop, Just treat!

প্রতিটি স্কিন আলাদা, তাই অ্যাকনের কারণও ভিন্ন। না বুঝে যেকোনো প্রোডাক্ট ব্যবহার না করে, আমাদের এক্সপার্টদের সাথে কনসাল্ট করুন। Korean Skin and Health Care-এ আমরা আপনার স্কিনের ধরন ও অ্যাকনের রুট কজ (root cause) অনুযায়ী সায়েন্টিফিক এবং অথেনটিক Korean Acne Treatment অফার করছি।

কারণ আমরা বিশ্বাস করি, একটি "Clear skin" মানেই একটি "Clear mind!"

আপনার স্কিনকে দিন সঠিক ট্রিটমেন্ট। আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য:
📞 কল করুন: +8801958-420402
📍 আমাদের ঠিকানা: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা ১২০৭

কোরিয়ানদের মতো গ্লোয়িং ও হেলদি স্কিন কে না চায়? কিন্তু আমাদের দেশের আবহাওয়া, পলিউশন আর প্রতিদিনের স্ট্রেস-এ স্কিন খুব সহ...
23/10/2025

কোরিয়ানদের মতো গ্লোয়িং ও হেলদি স্কিন কে না চায়? কিন্তু আমাদের দেশের আবহাওয়া, পলিউশন আর প্রতিদিনের স্ট্রেস-এ স্কিন খুব সহজেই ডাল (Dull) ও প্রাণহীন হয়ে পড়ে। ভালো স্কিনকেয়ার রুটিন মেনে চলার পরেও স্কিনে সেই কাঙ্ক্ষিত সতেজ ভাবটা আসছে না?

এর কারণ হতে পারে আপনার স্কিনের প্রয়োজন গভীর পুষ্টি, যা সাধারণ স্কিনকেয়ার প্রোডাক্টস দিতে পারে না।

স্কিনকে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে সতেজ ও সুস্থ করে তুলতে কোরিয়ান স্কিনকেয়ারের অন্যতম সেরা সল্যুশন হলো "মেসোথেরাপি"।

Korean Skin and Health Care-এ এই অ্যাডভান্সড ট্রিটমেন্টের মাধ্যমে:
আপনার স্কিন রেজুভেনেট (Rejuvenate) হয়।
ব্লাড সার্কুলেশন উন্নত হয়, যা স্কিনে প্রাকৃতিক গ্লো নিয়ে আসে।
কোলাজেন প্রোডাকশন (Collagen Production) বৃদ্ধি পায়, ফলে স্কিন হয় আরও ফার্ম ও ইয়ং।

স্কিনের নির্জীব ভাব দূর করে ফিরে পান আপনার নতুন, সতেজ 'আপনি'-কে। কোরিয়ান মেসোথেরাপি সম্পর্কে বিস্তারিত জানতে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুন।

📞 কল করুন: +8801958-420402
📍 ভিজিট করুন: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা ১২০৭

সকালে ঘুম থেকে উঠেই কি নতুন একটি একনে আপনার দিনটাই খারাপ করে দেয়? অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে একনে স্পট বা স্কা...
22/10/2025

সকালে ঘুম থেকে উঠেই কি নতুন একটি একনে আপনার দিনটাই খারাপ করে দেয়? অথবা কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে একনে স্পট বা স্কার ঢাকার চেষ্টা করতে করতে ক্লান্ত?

এই অস্বস্তিকর অনুভূতিটির সাথে আমরা অনেকেই পরিচিত। একনে-এর সমস্যা একেকজনের একেকরকম। কারো বারবার ফিরে আসা একটিভ একনে (Active Acne), কারো একনে সেরে যাওয়ার পরেও রয়ে যাওয়া জেদি দাগ বা স্কার (Acne Spot/Scar), আবার কারো রয়েছে ফাংগাল একনে (Fungal Acne)-এর মতো জটিল সমস্যা।

যখন সাধারণ স্কিনকেয়ার রুটিন বা ঘরোয়া সমাধান এই সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে না, তখন প্রয়োজন একজন এক্সপার্টের। Korean Skin and Health Care-এ আমরা আপনার স্কিনের কন্ডিশন সঠিকভাবে ডায়াগনোস করে দিচ্ছি এর "পারফেক্ট সল্যুশন"।

স্কিন নিয়ে আর কোনো আপোস নয়। আপনার একনে সমস্যার ধরন যাই হোক না কেন, আমাদের অ্যাডভান্সড ও কাস্টমাইজড ট্রিটমেন্টে ফিরে পান আপনার ক্লিয়ার ও হেলদি স্কিন।

অ্যাপয়েন্টমেন্ট নিতে বা বিস্তারিত জানতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 কল করুন: +8801958-420402
📍 ভিজিট করুন: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা ১২০৭

স্ট্রেচ মার্কস কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে? প্রেগন্যান্সি, ওজন পরিবর্তন বা অন্য যেকোনো কারণে হওয়া এই দাগগুলো নিয়ে ...
21/10/2025

স্ট্রেচ মার্কস কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে? প্রেগন্যান্সি, ওজন পরিবর্তন বা অন্য যেকোনো কারণে হওয়া এই দাগগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন অনেকেই। সাধারণ ক্রিম বা ঘরোয়া সমাধানে যখন কোনো ফল মেলে না, তখন অনেকেই ভাবেন এর হয়তো কোনো স্থায়ী সমাধান নেই।

কিন্তু স্বপ্ন নয়, স্ট্রেচ মার্কসের স্থায়ী সমাধান এখন বাস্তব!

Korean Skin and Health Care আপনার জন্য নিয়ে এসেছে বিশ্বের সর্বাধুনিক ট্রিটমেন্ট টেকনোলজি।

✨ কেন আমাদের ট্রিটমেন্ট আলাদা?
অ্যাডভান্সড লেজার ও মাইক্রোনিডলিং: আমরা ব্যবহার করি অ্যাডভান্সড লেজার এবং মাইক্রোনিডলিং ট্রিটমেন্ট, যা সরাসরি স্ট্রেচ মার্কসের ওপর কাজ করে।
কোলাজেন বুস্ট: এই ট্রিটমেন্ট আপনার স্কিনের ভেতর থেকে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে, যা স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে।
নিরাপদ ও কার্যকর: এটি সম্পূর্ণ কাটা-ছেঁড়া এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি প্রসিডিউর।

আপনার স্কিনও ফিরে পেতে পারে তার স্বাভাবিক সৌন্দর্য। আর আপোস নয়, নিজের কনফিডেন্স ফিরে পান আজই!

স্ট্রেচ মার্কস সংক্রান্ত যেকোনো পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 কল করুন: +8801958-420402
📍 ভিজিট করুন: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা ১২০৭

মাইগ্রেনের যন্ত্রণা কি আপনার জীবনকে কন্ট্রোল করছে?সেই সব মুহূর্তগুলোর কথা ভাবুন হঠাৎ করেই তীব্র মাথাব্যথা শুরু হলো, ঘর অ...
20/10/2025

মাইগ্রেনের যন্ত্রণা কি আপনার জীবনকে কন্ট্রোল করছে?

সেই সব মুহূর্তগুলোর কথা ভাবুন হঠাৎ করেই তীব্র মাথাব্যথা শুরু হলো, ঘর অন্ধকার করে শুয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সামান্য আলো বা শব্দও অসহ্য লাগছে, সাথে বমি ভাব। জরুরি মিটিং, পরিবারের সাথে সুন্দর একটি বিকেল বা বন্ধুদের আড্ডা মাইগ্রেনের একটি অ্যাটাক নিমিষেই আপনার সব প্ল্যান নষ্ট করে দেয়।

আপনি হয়তো ভাবছেন, পেইনকিলার বা বিভিন্ন ওষুধই একমাত্র ভরসা। কিন্তু এই ওষুধগুলো সাময়িক আরাম দিলেও, এর ওপর একটা নির্ভরশীলতা তৈরি হয় এবং অনেক সময় নানা ধরনের সাইড-এফেক্টও দেখা দেয়।
যদি বলি, ওষুধ ছাড়াই এই যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি সম্ভব?

"Korean Skin and Health Care"-এ আমরা বিশ্বাস করি শরীরের নিজস্ব হিলিং পাওয়ারে। আর তাই, মাইগ্রেনের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি হাজার বছরের পুরোনো এবং বিশ্বব্যাপী সমাদৃত "কোরিয়ান আকুপাংচার" থেরাপি।

আকুপাংচার কীভাবে মাইগ্রেনের ওপর কাজ করে? এটি কোনো ম্যাজিক নয়, বরং একটি প্রমাণিত বিজ্ঞান।

রুট কজ টার্গেট করে: আকুপাংচার শুধু ব্যথার সিম্পটমকে নয়, বরং মাইগ্রেনের মূল কারণকে (যেমন: হরমোনাল ইমব্যালেন্স, স্ট্রেস, নার্ভের টেনশন) টার্গেট করে।
ন্যাচারাল পেইন রিলিফ: এই থেরাপি শরীরের নির্দিষ্ট প্রেসার পয়েন্টে কাজ করে এন্ডোরফিন (Endorphins) নামক "ন্যাচারাল পেইনকিলার" হরমোন রিলিজ করতে সাহায্য করে, যা আপনাকে তাৎক্ষণিক আরাম দেয়।
স্ট্রেস কমায়: এটি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে, ঘুম গভীর করে এবং স্ট্রেস লেভেল নাটকীয়ভাবে কমিয়ে আনে, যা মাইগ্রেন অ্যাটাকের অন্যতম প্রধান কারণ।
ব্লাড সার্কুলেশন বাড়ায়: আকুপাংচার মাথায় এবং ঘাড়ে রক্ত সঞ্চালন উন্নত করে, যা জমে থাকা টেনশন দূর করে এবং মাথাব্যথা কমায়।

আমাদের সার্টিফায়েড কোরিয়ান এক্সপার্টদের তত্ত্বাবধানে এই সম্পূর্ণ ন্যাচারাল এবং সেফ ট্রিটমেন্টটি গ্রহণ করুন। ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে ফিরে পান আপনার স্বতঃস্ফূর্ত, ব্যথামুক্ত এবং প্রোডাক্টিভ লাইফ।

মাইগ্রেনের সাথে আর আপোষ নয়। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: 📞 কল করুন: +8801958-420402
📍 ভিজিট করুন: L-4, Sahabuddin Plaza, Ring Rd, Dhaka 1207

আয়নার সামনে দাঁড়িয়ে কি কখনো মনে হয়েছে, আপনার হাসিটা আরেকটু আকর্ষণীয় হতে পারতো? বা লিপস্টিক লাগানোর পর মনে হয়েছে, ঠোঁটজোড়...
19/10/2025

আয়নার সামনে দাঁড়িয়ে কি কখনো মনে হয়েছে, আপনার হাসিটা আরেকটু আকর্ষণীয় হতে পারতো? বা লিপস্টিক লাগানোর পর মনে হয়েছে, ঠোঁটজোড়া যদি আরেকটু plump হতো, তবে চেহারায় ফুটে উঠতো অন্যরকম এক গ্ল্যামার?

এই ভাবনাটা কিন্তু শুধু আপনার একার নয়। সুন্দর ও সুগঠিত একজোড়া ঠোঁট সবারই কাম্য, কারণ এটা চেহারার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়।
ভাবুন তো, কোনো সার্জারি বা দীর্ঘমেয়াদী অপেক্ষা ছাড়াই আপনার ঠোঁট পেলো সেই পারফেক্ট শেইপ আর ভলিউম, যা আপনি সবসময় চেয়েছেন। কেমন লাগবে তখন?

আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই Korean Skin and Health Care-এ আমরা আছি আপনার পাশে। আমাদের অথেনটিক কোরিয়ান লিপ ফিলার ট্রিটমেন্টটি একটি গল্প বলার মতোই শুরুটা হয় আপনার ছোট্ট একটি ইচ্ছা দিয়ে, আর শেষটা হয় আপনার আত্মবিশ্বাসী হাসিতে।

আমাদের অভিজ্ঞ ডার্মাটোলজিস্টদের নিপুণ হাতে, সম্পূর্ণ নিরাপদ ও FDA-অ্যাপ্রুভড ফিলারের মাধ্যমে আপনার ঠোঁটের আকর্ষণ বেড়ে উঠবে আরও বেশি!
কারণ আমরা বিশ্বাস করি, আপনার কনফিডেন্সই আপনার সেরা সৌন্দর্য। Fill Your Lips, Boost Your Confidence.

আপনার নিজের সৌন্দর্য আর আত্মবিশ্বাসের গল্পটা নতুন করে লিখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: +8801958-420402
📍 অথবা চলে আসুন: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা ১২০৭।

অনেকেই জানতে চান, স্কিনের বাদামী দাগ বা তিল আসলে কীভাবে দূর করা যায়? সুন্দর, দাগহীন স্কিন সবারই কাম্য। কিন্তু এই ছোট ছোট...
18/10/2025

অনেকেই জানতে চান, স্কিনের বাদামী দাগ বা তিল আসলে কীভাবে দূর করা যায়? সুন্দর, দাগহীন স্কিন সবারই কাম্য। কিন্তু এই ছোট ছোট দাগগুলো অনেক সময় আমাদের কনফিডেন্স কমিয়ে দেয়।
চলুন, জেনে নিই বাদামী দাগ বা তিল দূর করার সঠিক ও কার্যকর উপায়গুলো

১. সান প্রোটেকশন মেনে চলুন
বাদামী তিল বা পিগমেন্টেশনের প্রধান কারণ সূর্যের UV রশ্মি। তাই প্রতিদিন even ঘরে বা মেঘলা দিনেও ব্যবহার করুন ব্রড-স্পেকট্রাম SPF 30+/50+ সানস্ক্রিন। প্রতি ২-৩ ঘণ্টা পর রি-অ্যাপ্লাই করা স্কিন সুরক্ষার প্রথম ধাপ।

২. সঠিক ইনগ্রেডিয়েন্ট বেছে নিন
ডেইলি রুটিনে রাখুন এমন প্রোডাক্ট যা পিগমেন্টেশন কমাতে সহায়ক
Vitamin C: স্কিন উজ্জ্বল করে ও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে
Arbutin / Kojic Acid: মেলানিন উৎপাদন কমিয়ে দাগ হালকা করে
Niacinamide: স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে, টেক্সচার উন্নত করে ও দাগ কমায়

৩. জেন্টল এক্সফোলিয়েশন
সপ্তাহে ১–২ বার মাইল্ড AHA/BHA এক্সফোলিয়েটর ব্যবহার করুন। এটি ডেড সেল দূর করে, নতুন সেল গ্রোথ বাড়ায় এবং স্কিনকে আরও ব্রাইট করে। তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন স্কিন ড্যামেজ করতে পারে, তাই সাবধান!

৪. স্কিন ট্যানিং এড়িয়ে চলুন
সোলারিয়াম, সানবাথ বা দীর্ঘ সময় রোদে থাকা স্কিনকে আরও ডার্ক ও ড্যামেজড করে তোলে। তাই এগুলো থেকে দূরে থাকুন এবং সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন।

৫. হেলদি লাইফস্টাইলই বেস
স্কিনের গ্লো অনেকটাই আসে ভেতর থেকে। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, ঘুম ঠিক রাখুন এবং খাবারে রাখুন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফুড যেমন বেরি, সবুজ শাকসবজি, বাদাম ইত্যাদি।

৬. প্রফেশনাল ট্রিটমেন্ট
যখন প্রোডাক্টে কাজ হয় না, তখন প্রয়োজন এক্সপার্ট কেয়ার।
Korean Skin & Health Care-এ আমরা স্কিন অ্যানালাইসিস করে দিই পার্সোনালাইজড ট্রিটমেন্ট সলিউশনঃ
Q-Switched Laser Toning: পিগমেন্টে সরাসরি কাজ করে দাগ হালকা করে।
Chemical Peels: উপরের ড্যামেজড লেয়ার রিমুভ করে নতুন, দাগহীন স্কিন প্রকাশ করে।
PRP / Microneedling: স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে গ্লো ফিরিয়ে আনে।

৭. ধৈর্য ও ধারাবাহিকতা রাখুন
পিগমেন্টেশন একদিনে আসেনি, তাই একদিনে যাবে না। নিয়মিত কেয়ার ও সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি পাবেন সমান, উজ্জ্বল ও দাগহীন স্কিন।

আপনার স্কিনের বাদামী দাগ বা তিলের সঠিক কারণ জানতে এবং পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান পেতে আজই কনসাল্ট করুন Korean Skin & Health Care-এর এক্সপার্টদের সাথে।

আমরা প্রায়ই চুলের বাইরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই যে আসল সমাধান লুকিয়ে আছে আরও গভীরে - আমাদের স্ক্য...
17/10/2025

আমরা প্রায়ই চুলের বাইরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই যে আসল সমাধান লুকিয়ে আছে আরও গভীরে - আমাদের স্ক্যাল্পে। ঠিক যেমন একটি গাছের জন্য উর্বর মাটি প্রয়োজন, তেমনি সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য প্রয়োজন একটি হেলদি স্ক্যাল্প। একটি অস্বাস্থ্যকর ও ড্রাই স্ক্যাল্পই ইনফ্লামেশন, অতিরিক্ত তেল বা শুষ্কতার মতো সমস্যার জন্ম দেয়, যা চুল পড়ার প্রধান কারণ।

কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব!

Korean Skin & Health Care-এ আমরা আপনার স্ক্যাল্পের ধরন এবং সমস্যা অনুযায়ী পার্সোনালাইজড ট্রিটমেন্ট অফার করি। আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে উন্নত কোরিয়ান টেকনোলজির সাহায্যে আপনার স্ক্যাল্পকে দিন নতুন জীবন।

✨ আমাদের বিশেষায়িত ট্রিটমেন্টগুলোর মধ্যে রয়েছে:

অ্যাডভান্সড স্ক্যাল্প অ্যানালাইসিস: আপনার সমস্যার মূল কারণ সঠিকভাবে নির্ণয়ের জন্য।
হেয়ার পিআরপি (PRP): চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করার জন্য।

আপনার চুলের সমস্যার শুরু থেকে সমাধান করুন।
আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে আর দেরি কেন? আজই আমাদের সাথে যোগাযোগ করে একটি কনসালটেশন বুক করুন।

📞 হেল্পলাইন: +8801958-420402
📍 ঠিকানা: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা-১২০৭

আপনার অ্যাকনার স্কারস, আনইভেন স্কিন টোন বা ডার্ক স্পটগুলো কি প্রতিদিন আয়নায় তাকানোর সময় কনফিডেন্স কমিয়ে দিচ্ছে? ফিল্টার ...
16/10/2025

আপনার অ্যাকনার স্কারস, আনইভেন স্কিন টোন বা ডার্ক স্পটগুলো কি প্রতিদিন আয়নায় তাকানোর সময় কনফিডেন্স কমিয়ে দিচ্ছে?

ফিল্টার দিয়ে হয়তো ছবিতে দাগ ঢাকা যায়, কিন্তু রিয়েল লাইফে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য দরকার একটি কার্যকরী ও বৈজ্ঞানিক সমাধান। সেই ম্যাজিকাল সল্যুশন হলো ভ্যাম্পায়ার ফেসিয়াল! ✨

এই অ্যাডভান্সড ট্রিটমেন্টে আপনার শরীরের নিজস্ব হিলিং পাওয়ার ব্যবহার করে স্কিনকে ভেতর থেকে পুনর্গঠন করা হয়।

কেন ভ্যাম্পায়ার ফেসিয়াল আপনার জন্য সেরা পছন্দ?

🩸 স্কারস ও স্পটস হালকা করে: পুরোনো ব্রণের দাগ, পিগমেন্টেশন ও স্পট কমিয়ে স্কিন হয় আরও ক্লিয়ার।
🩸 ফার্ম ও টাইট স্কিন: ফাইন লাইনস ও রিঙ্কেলস কমিয়ে স্কিনকে করে আরও টানটান ও মসৃণ।
🩸 উন্নত স্কিন টেক্সচার: স্কিন টোন ও টেক্সচার ভেতর থেকে উন্নত করে হেলদি গ্লো ফিরিয়ে আনে।
🩸 ন্যাচারাল রিজুভিনেশন: সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে স্কিনকে রিজেনারেট করে, যা দেয় দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা।

আপনার স্কিনের সব ড্যামেজ রিপেয়ার করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন। আজই আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন এবং সঠিক ট্রিটমেন্ট বেছে নিন।

📞 হেল্পলাইন: +8801958-420402
📍 ঠিকানা: L-4, সাহাবুদ্দিন প্লাজা, রিং রোড, ঢাকা-১২০৭

Korean Skin & Health Care – আপনার হেলদি স্কিনের পার্টনার।

আমরা অনেকেই ব্ল্যাকহেডসকে ময়লা ভেবে ভুল করি এবং ভুল ট্রিটমেন্ট ব্যবহার করে স্কিনের আরও ক্ষতি করে ফেলি। কিন্তু ব্ল্যাকহেড...
15/10/2025

আমরা অনেকেই ব্ল্যাকহেডসকে ময়লা ভেবে ভুল করি এবং ভুল ট্রিটমেন্ট ব্যবহার করে স্কিনের আরও ক্ষতি করে ফেলি। কিন্তু ব্ল্যাকহেডস হওয়ার পেছনের আসল বিজ্ঞানটা কি জানেন?

আমাদের স্কিনের পোরস থেকে যে ন্যাচারাল অয়েল বা সিবাম (Sebum) বের হয়, তা যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন অক্সিডাইজড (Oxidized) হয়ে কালো বর্ণ ধারণ করে। এই 'সিবাম অক্সিডেসন' (Sebum Oxidation) প্রক্রিয়াই হলো ব্ল্যাকহেডস তৈরির মূল কারণ। অতিরিক্ত তেল, ব্লকড বা এনলার্জড পোরস এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

সঠিক স্কিনকেয়ার রুটিন এবং কার্যকরী প্রোডাক্টস ব্যবহারের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। আপনার স্কিনের সঠিক যত্ন নিয়ে ব্ল্যাকহেডসমুক্ত একটি হেলদি ও গ্লোয়িং স্কিন পেতে Korean Skin & Health Care আছে আপনার পাশে। ✨

ব্ল্যাকহেডস নিয়ে আপনার সবচেয়ে বড় কনসার্ন কোনটি? আমাদের কমেন্ট সেকশনে জানান।

📞 +8801958-420402
📍 L-4, Sahabuddin Plaza, Ring Rd, Dhaka 1207

সময়কে থামানো যায় না - আর সেটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বয়সের প্রতিটি ধাপকেই কি সুন্দর, আত্মবিশ্বাসী আর হেলদি করে তোলা যায় ...
14/10/2025

সময়কে থামানো যায় না - আর সেটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বয়সের প্রতিটি ধাপকেই কি সুন্দর, আত্মবিশ্বাসী আর হেলদি করে তোলা যায় না?

আমরা ‘Anti-aging’ ধারণায় নয়, বরং ‘Healthy Aging’ দর্শনে বিশ্বাস করি। মানে, বয়সের সাথে যুদ্ধ নয় — বরং স্কিনের যত্ন নিয়ে প্রতিটি দিনকে আরও গ্রেসফুলি বাঁচা।

‘Healthy Aging’ মানে বলিরেখা বা ফাইন লাইনকে ভয় পাওয়া নয়, বরং স্কিনের ভেতরের হেলথ আর গ্লোকে প্রাধান্য দেওয়া।
নিয়মিত কেয়ার, সঠিক রুটিন আর আধুনিক Korean treatment–এর মাধ্যমে আপনার স্কিন যেকোনো বয়সেই থাকতে পারে ফ্রেশ, হাইড্রেটেড আর রেডিয়েন্ট।

বয়সের সংখ্যা নয়, গুরুত্ব দিন স্কিনের হেলথে। আমরা আছি আপনার পাশে - আপনার Healthy Aging Journey-এর সঙ্গী হয়ে।

📍 আমাদের ঠিকানা:
L-4, Sahabuddin Plaza, Ring Road, Dhaka 1207

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন:
+8801958-420402

Address

Ring Road, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Korean Laser and Aesthetics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Korean Laser and Aesthetics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram