Jubayir Al Mahmood

Jubayir Al Mahmood Assalamu 'Alaikum Wa Rahmatullahi Wa Barakatuhu. Welcome! no. A-98978
Physician, Ibn Sina Hospital, Dhaka

Dr. Jubayer Al Mahmud
MBBS (DU), PGDFM (UK), DMU, CCD (BIRDEM), CCVD (ICHRI), DOC (SKIN & VD), FGPC, MACP (USA)
Family Medicine Specialist
BMDC Reg.

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ ১২ তম আসরে আপনাকে স্বাগতম৷💢 চলছে...
15/11/2025

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ ১২ তম আসরে আপনাকে স্বাগতম৷
💢 চলছে ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ এর রেজিস্ট্রেশন...
🌐 রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/Eccb9nrb7vpfDfbt7
বিজয়ীদের পুরস্কার
-----------------------------------------------------------------
১ম পুরস্কার- ৩ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
২য় পুরস্কার- ২ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
৩য় পুরস্কার- ১ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
৪র্থ পুরস্কার- ৭৫ হাজার টাকা এবং পবিত্র উমরা
৫ম পুরস্কার- ৫০ হাজার টাকা এবং পবিত্র উমরা
এছাড়াও সেরা ১৪ প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
-----------------------------------------------------------------
📷🔹 আলহামদুলিল্লাহ! ১২ তম বারের মত ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
📷🔹 জানুয়ারি ১, ২০০৮ বা এর আগে জন্মগ্রহণ করেছেন এমন যে কোন পুরুষ ও মহিলা (শুধু প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে) রেজিস্ট্রেশন করতে পারবেন। মা-বোনদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা ২০ জনের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার।
📷🔹রেজিস্ট্রেশন চলবে... ৩০ নভেম্বর ২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত।
📷🔹রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ‘আলহামদুলিল্লাহ্‌। আপনার রেজিস্ট্রেশন সুসম্পন্ন হয়েছে।‘ লেখাটি দেখতে পেলেই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। একই ব্যক্তি একাধিকবার রেজিস্ট্রেশন করবেন না।
📷🔹অনলাইন প্রাথমিক বাছাই পরীক্ষা- ১ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট।
📷🔹 এছাড়া প্রতিযোগিতার নিয়মিত আপডেট পেতে আলোকিত জ্ঞানী অফিসিয়াল (Alokito Geani Official) পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
🔹আলোকিত জ্ঞানী’র অফিসিয়াল ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/AlokitoGeaniOfficial
🔹রাহাবার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/
📷🔹“হতে চাই আলোকিত জ্ঞানী” বইটির জন্য ফোন করুন: 01750265026

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আপনার যদি কমপক্ষে ৩০০ টি (সহীহ ও হাসান পর্যায়ের) হাদীস মুখস্থ থাকে তাহলে আপনাকে এই প্র...
14/11/2025

আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আপনার যদি কমপক্ষে ৩০০ টি (সহীহ ও হাসান পর্যায়ের) হাদীস মুখস্থ থাকে তাহলে আপনাকে এই প্রতিযোগিতায় স্বাগতম।

হাদিস আমার ভালোবাসা (সিজন-৩) (হাদিসের জ্ঞান বিষয়ক রিয়েলিটি শো)
🌐 রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/W3pcyKwMQASvt2Jv5

🔹পুরস্কার

১ম পুরস্কার: পবিত্র উমরাহ ও নগদ ২ লাখ টাকা

২য় পুরস্কার: পবিত্র উমরাহ ও নগদ ১ লাখ টাকা

৩য় পুরস্কার: পবিত্র উমরাহ ও নগদ ৭৫ হাজার টাকা

৪র্থ পুরস্কার: নগদ ৫০ হাজার টাকা

৫ম - ৮ম পুরস্কার: ১০ হাজার টাকার ইসলামি বইয়ের গিফট ভাউচার ও নগদ ৫ হাজার টাকা

৯ম- ২৪ তম পুরস্কারঃ প্রত্যেকের জন্য ৩ হাজার টাকার ইসলামি বইয়ের গিফট ভাউচার ও নগদ ২ হাজার টাকা

🔹 রেজিস্ট্রেশন: ১৪ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত।

১ জানুয়ারি ২০১১ বা এর আগে জন্মগ্রহণ করেছেন এমন যে কোন পুরুষ রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ‘আলহামদুলিল্লাহ্‌। আপনার রেজিস্ট্রেশন সুসম্পন্ন হয়েছে।‘ লেখাটি দেখতে পেলেই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। একই ব্যক্তি একাধিকবার রেজিস্ট্রেশন করবেন না।

🔹টিভি রাউন্ডের সিলেবাস

✅ ১. যেকোনো ৩০০ টি সহীহ ও হাসান পর্যায়ের হাদীস মুখস্থ (রাবী, মতন ও কিতাবের নামসহ)

✅ ২. আল আদাবুল মুফরাদ - ইমাম বুখারী রহ.

প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষা- ২৪ নভেম্বর ২০২৫, রোজ সোমবার সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট।

📝প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ৫০ টি (এমসিকিউ টাইপের), সময় ৩০ মিনিট।
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের মান ১; পূর্ণমান-৫০ (৫০*১=৫০)। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না।

প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষার নির্ধারিত বইঃ আল আদাবুল মুফরাদ - ইমাম বুখারী রহ.

প্রশ্নের ধরণঃ হাদীসের পরিভাষা, রাবীর নাম, গুরুত্বপূর্ণ শব্দের অনুবাদ, হাদীসের অনুবাদ, রাবীর পরিচিতি, সংকলকের পরিচিতি, হাদীসের রেফারেন্স, হাদীসের শুন্যস্থান পূরণ, হাদীসের ব্যাখ্যা, মতন, হাদীসের অন্তর্নিহিত তথ্য, হাদীসের পারস্পরিক সামঞ্জস্যতা ইত্যাদি।
প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে ১০০ জনকে (কিছু কম বেশি হতে পারে) চূড়ান্ত বাছাই পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। প্রাথমিক অনলাইন বাছাই পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত বাছাই পরীক্ষায় যোগ করা হবে না।

চূড়ান্ত বাছাই পরীক্ষা- ২৯ নভেম্বর ২০২৫, রোজ শনিবার, সকাল ৯ টা থেকে।

চূড়ান্ত বাছাই পরীক্ষার স্থান: মসজিদ উত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা।

🔹চূড়ান্ত বাছাই পরীক্ষার মানবণ্টন

✅ (ক) লিখিত পরীক্ষা- ২০ নম্বর

• সকাল ৯.০০ - সকাল ৯.২০ (২০ মিনিট)

• নির্ধারিত সময়ের মধ্যে ২০ টি প্রশ্নের এককথায় বা সংক্ষেপে উত্তর দিতে হবে।

• মান- (২০*১) ২০ নম্বর।

✅ (খ) মৌখিক পরীক্ষা- ৮০ নম্বর

• সকাল ১০.০০ টা থেকে

• মৌখিক পরীক্ষার জন্য ৩০০ টি হাদিসের মধ্যে প্রতিযোগীর পছন্দের ৭৫ টি (সহিহ ও হাসান পর্যায়ের) হাদিসের শিট ২ কপি করে প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে। (এর মধ্যে যেকোনো ১৫ টি হাদিস মুখস্থ বলতে হবে ১৫*৪= ৬০ নম্বর)।

• উল্লিখিত ৭৫ টি হাদিসের সাথে সম্পর্কিত ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে ( ৫*২= ১০ নম্বর)

• আল আদাবুল মুফরাদ থেকে ২ টি তথ্য ও জ্ঞানমূলক প্রশ্ন করা হবে (৫*২= ১০ নম্বর)

• চূড়ান্ত বাছাই পরীক্ষার লিখিত ও মৌখিকে প্রাপ্ত নম্বরের সমন্বয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে সেরা ২৪ জন টিভি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং আরো ১০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

05/11/2025

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
"জাহান্নামের আগুন কক্ষনো দু’টি চক্ষুকে স্পর্শ করবে না।
একটি চক্ষু, যা আল্লাহর ভয়ে ভীত হয়ে ক্রন্দনরত হয়।
অপর চক্ষু, যা আল্লাহর পথে (কোনো কাজে বা সীমান্ত) পাহারা দেয় বিনিদ্র অবস্থায়।"
📚তিরমিযী ১৬৩৯, সহীহ আল জামি‘ ৪১১৩, সহীহ আত্ তারগীব ১২২৯

হতাশা থেকে মুক্তির উপায় আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদাত বা নিঃশর্ত আনুগত্য করার জন্য। আল্লাহ মানুষক...
03/11/2025

হতাশা থেকে মুক্তির উপায়

আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদাত বা নিঃশর্ত আনুগত্য করার জন্য। আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে ঘাত-প্রতিঘাত, দুঃখ-কষ্ট, হতাশা, দুশ্চিন্তার মুখোমুখি হয়ে থাকে। কিন্তু এটাও মুমিন-মুসলিমের জন্য কল্যাণকর।

রাসূলুল্লাহ সা বলেছেন, মুসলিম বান্দার উপর রোগ-শোক, দুঃখ-কষ্ট, দুর্ভাবনা যাই আসুক, এমনকি যে কাঁটা তার গায়ে বিঁধে তার বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করেন (বুখারী, মুসলিম, তিরমিযী, আবু দাউদ)

কুরআন ও সুন্নাহতে হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য বেশ কিছু উপায় বলে দেয়া হয়েছে, যা নিম্নরূপ-

১. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ বলেন, ‘যে আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ঠ’ (সূরা আত তালাকঃ ৩)

২. সালাত ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। আল্লাহ বলেন, ‘তোমরা ধৈর্য্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন’। (সূরা আল বাক্বারাহঃ ৪৫)

৩. আল্লাহর যিকির করা। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর যিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়’ (সূরা আর রা‘দঃ ২৮)।

৪. বিশেষ দুআর মাধ্যমে শয়তানের ধোঁকা, প্ররোচনা, হতাশা থেকে বাঁচার চেষ্টা করা। রাসূল (সা.) একটি চমৎকার দুআ আমাদেরকে শিখিয়েছেন। দুআটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দলা‘ইদ দাইনি ওয়া গলাবাতির রিজালি’ (অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা হতে, অক্ষমতা ও অলসতা হতে, ভীরুতা ও কৃপণতা হতে এবং ঋণের বোঝা ও মানুষের জবরদস্তি হতে’ (বুখারী ২৮৯৩)।

৫. তাকদীরে দৃঢ় বিশ্বাস রাখা ও হতাশ না হওয়া। রাসূল সা বলেন, ‘তোমার প্রতি যা ঘটেছে, তা তোমার ভুলের জন্য ছিল না; আর যা তোমার ভুলের জন্য হয়েছে, তা তোমার ভাগ্যে ছিল না’ (আবূ দাউদ ৪৬৯৯)

৬. তাহাজ্জুদের সময় ইস্তিগফার ও কেঁদে আল্লাহকে নিজ কষ্টের কথা বলা। আল্লাহ বলেন, ‘আর তারা (মুত্তাকীরা) রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করতো’। (সূরা আয যারিআতঃ ১৮)

৭. সৎ সঙ্গী ও ভালো পরিবেশ বেছে নেওয়া। কারণ সৎ ব্যক্তির সাহচর্য হতাশাকে দূর করে এবং ঈমানকে জাগ্রত করে। রাসূল (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে উঠে। সুতরাং তার বন্ধু নির্বাচনের সময় এ বিষয়ে খেয়াল রাখা উচিত, সে কাকে বন্ধু নির্বাচন করছে’। (তিরমিযী ২৩৭৮, আবূ দাঊদ ৪৮৩৩)

৮. অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট হওয়ার গুণ জীবনকে সুখময় করার বড় হাতিয়ার। দুনিয়ার নানা অর্জন ও অর্থলিপ্সা জীবনের শান্তি কেড়ে নেয়, জীবনকে করে তোলে মূল্যহীন। ফলে নানা ধরনের হতাশা আমাদের পেয়ে বসে। তাই অল্পে তুষ্ট থেকে রবের শুকরিয়া আদায় করলে না পাওয়ার বেদনা আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারবে না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল (সা.) বলেছেন, ‘আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, তোমাদের কেউ সাগরের মধ্যে নিজের একটি আঙুল চুবানোর পর লক্ষ করে দেখুক আঙুল কী পরিমাণ পানি নিয়ে এলো?’ (সহীহ মুসলিম ৫১৫৬)

৯. নিয়মিত কুরআন তিলাওয়াত ও আমল করা। আল্লাহ বলেন, ‘কুরআন আল্লাহর পক্ষ থেকে শিফা (আরোগ্য) ও রহমত বা দয়া’ (সূরা বনী ইসরাইলঃ ৮২)

১০. ইতিবাচক চিন্তা ও কল্যাণমূলক পরিকল্পনা করা। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘বান্দা আমার প্রতি যে রূপ ধারণা রাখে, আমি বান্দার প্রতি সেই রূপ আচরণ করি।’ (বুখারী ৬৯০১)

১১. বেশী বেশী ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহ বলেন, 'সাজদাহ করো ও আমার নিকটবর্তী হও।' (সূরা আল আলাকঃ ১৯)।

উপরিউক্ত আমলগুলো নিয়মিত করলে হতাশা দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। (আমীন)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতে মুসতাকীমে অটুট রাখুন।
19/10/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতে মুসতাকীমে অটুট রাখুন।

09/10/2025

আপনি কী খুবই হতাশ, দুঃখিত, চিন্তিত ও দুর্দশাগ্রস্ত?
দেখুন, কুরআন কারীমে কী বলা হয়েছে-

১. سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সূরা আর তালাক, ৬৫:৭]

২. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’ [সূরা আল ইনশিরাহ, ৯৪:৬]

৩. إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’ [সূরা ইউসুফ, ১২:৮৬]

৪. أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য অতীব নিকটে।’ [সূরা আল বাকারা, ২:২১৪]

৫. وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’ [সূরা ইউসুফ, ১২:৮৭]

৬. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সূরা আল বাকারা, ২:২৮৬]

৭. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ [সূরা আল বাকারা, ২:১৫৫]

৮. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ [সূরা আল বাকারা, ২:১৫৩]

৯. وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।’ [সূরা মারইয়াম, ১৯:৪]

১০. قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
"বলুন- হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।" [সূরা আয যুমার, ৩৯:৫৩]

আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় হতাশা ও দুর্দশা থেকে মুক্তি দান করুন!

হে মানুষ!
08/08/2025

হে মানুষ!

চমৎকার একটি দুআ
31/07/2025

চমৎকার একটি দুআ

অন্তরে জাগ্রত ধারণাসমূহ
12/07/2025

অন্তরে জাগ্রত ধারণাসমূহ

ইখলাস
06/07/2025

ইখলাস

আল্লাহ তাআলাকে ভয় করো!
03/07/2025

আল্লাহ তাআলাকে ভয় করো!

 #জুমুআ_দিবসের_সুন্নাহসমূহ১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। -সহীহ বুখারী ৮৯১ (তাওহীদ পাবলিকেশন)২) মিসওয়াক...
19/06/2025

#জুমুআ_দিবসের_সুন্নাহসমূহ

১) ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। -সহীহ বুখারী ৮৯১ (তাওহীদ পাবলিকেশন)
২) মিসওয়াক করা। -সুনান ইবনু মাজাহ ১০৯৮
৩) গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। -সহীহ বুখারী ৮৮৩,৮৭৭ (তাওহীদ পাবলিকেশন)

৪) উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। -সুনান আবূ দাউদ ৩৪৩ (তাহকিককৃত)
৫) জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওয়ানা হওয়া। -সহীহ বুখারী ৮৮১ (তাওহীদ পাবলিকেশন)
৬) বেশি বেশি দরূদ পাঠ করা। -সুনান আবূ দাউদ ১০৪৭ (তাহকিককৃত)

৭) সুরা আল-কাহাফ পাঠ করা। -দারেমী, হা/৩৪০৭, সহীহুল জামে হা/৬৪৭১
৮) নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। -সহীহ বুখারী ৯৩৪ (তাওহীদ পাবলিকেশন)

৯) জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া। -সহীহ বুখারী ৯৪০ (তাওহীদ পাবলিকেশন)
১০) বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। -সুনান আবূ দাউদ ১০৪৮ (তাহকিককৃত)

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jubayir Al Mahmood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jubayir Al Mahmood:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category