15/11/2025
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ ১২ তম আসরে আপনাকে স্বাগতম৷
💢 চলছে ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ এর রেজিস্ট্রেশন...
🌐 রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/Eccb9nrb7vpfDfbt7
বিজয়ীদের পুরস্কার
-----------------------------------------------------------------
১ম পুরস্কার- ৩ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
২য় পুরস্কার- ২ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
৩য় পুরস্কার- ১ লক্ষ টাকা এবং পবিত্র উমরা
৪র্থ পুরস্কার- ৭৫ হাজার টাকা এবং পবিত্র উমরা
৫ম পুরস্কার- ৫০ হাজার টাকা এবং পবিত্র উমরা
এছাড়াও সেরা ১৪ প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
-----------------------------------------------------------------
📷🔹 আলহামদুলিল্লাহ! ১২ তম বারের মত ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০২৬’ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
📷🔹 জানুয়ারি ১, ২০০৮ বা এর আগে জন্মগ্রহণ করেছেন এমন যে কোন পুরুষ ও মহিলা (শুধু প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে) রেজিস্ট্রেশন করতে পারবেন। মা-বোনদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা ২০ জনের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার।
📷🔹রেজিস্ট্রেশন চলবে... ৩০ নভেম্বর ২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত।
📷🔹রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ‘আলহামদুলিল্লাহ্। আপনার রেজিস্ট্রেশন সুসম্পন্ন হয়েছে।‘ লেখাটি দেখতে পেলেই আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে যাবে। একই ব্যক্তি একাধিকবার রেজিস্ট্রেশন করবেন না।
📷🔹অনলাইন প্রাথমিক বাছাই পরীক্ষা- ১ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট।
📷🔹 এছাড়া প্রতিযোগিতার নিয়মিত আপডেট পেতে আলোকিত জ্ঞানী অফিসিয়াল (Alokito Geani Official) পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।
🔹আলোকিত জ্ঞানী’র অফিসিয়াল ফেইসবুক পেইজ লিংক: https://www.facebook.com/AlokitoGeaniOfficial
🔹রাহাবার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল লিংক: https://www.youtube.com/
📷🔹“হতে চাই আলোকিত জ্ঞানী” বইটির জন্য ফোন করুন: 01750265026