Sustain Engineering

Sustain Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sustain Engineering, Dhaka.

Sustain Engineering is a Dhaka-based company providing complete construction chemical solutions including waterproofing,Heat Proofing, flooring, surface finishing, Core Sev and leakage treatment.
📍 Uttara, Dhaka
📞 01712834332 | 01710697095 | 01737064475

গরমে ছাদ জ্বলছে?বৃষ্টিতে পানি দাঁড়িয়ে থাকে?ছাদের লেভেল ঠিক না, বারবার সমস্যা?আপনার সমাধান একটাই —Lightweight Concrete + ...
04/12/2025

গরমে ছাদ জ্বলছে?
বৃষ্টিতে পানি দাঁড়িয়ে থাকে?
ছাদের লেভেল ঠিক না, বারবার সমস্যা?

আপনার সমাধান একটাই —
Lightweight Concrete + Waterproofing Work

এতে ছাদ হবে—
✔️ জলের থেকে পুরো সুরক্ষিত
✔️ গরম কমে যাবে
✔️ ছাদের লেভেল একদম পারফেক্ট
✔️ ওজন কম, লাইফটাইম সাপোর্ট বেশি

আপনি চাইলে আমরা সাইট ভিজিট করে সমস্যাটা দেখে সাথে সাথে সমাধান সাজেশন দিয়ে দিই।

📞 Sustain Engineering
01712-834332
01710-697095

ভাই, ছাদের পানি সমস্যা আর নিতে পারছি না… কিছু করেন।”সকালবেলা এক মালিক জরুরি ফোন দিলেন।ছাদে দাঁড়িয়ে বললেন—“বৃষ্টি হলে ঘরে...
04/12/2025

ভাই, ছাদের পানি সমস্যা আর নিতে পারছি না… কিছু করেন।”

সকালবেলা এক মালিক জরুরি ফোন দিলেন।
ছাদে দাঁড়িয়ে বললেন—
“বৃষ্টি হলে ঘরের ভেতর পানি চুঁইয়ে পড়ে। অনেক দিন ধরে টেনশনে আছি।
এই সমস্যার স্থায়ী সমাধান কি আছে?”

আমরা Sustain Engineering টিম সঙ্গে সঙ্গে ছাদ পরীক্ষা করলাম—
পুরোনো লেয়ার উঠে গেছে, ক্র্যাক দেখা দিচ্ছে, ওয়াটার পন্ডিংও ছিল।

তারপর শুরু হলো ধাপে ধাপে কাজ—

🔹 Surface cleaning & repairing
🔹 Crack treatment
🔹 Waterproof coating এর বেস প্রস্তুতি
🔹 Final protective waterproof layer

হাতে কাজ শেষ হতেই মালিক হাসিমুখে বললেন—
“এবার নিশ্চিন্ত—বৃষ্টির পানি আর ঘরে ঢুকবে না!”

ছাদের সঠিক ওয়াটারপ্রুফিং শুধু পানি আটকায় না,
আপনার পুরো বাড়িকে লম্বা সময় ধরে সুরক্ষিত রাখে।

---

SUSTAIN ENGINEERING
📞 01712-834332
📞 01710-697095

“ভাই, আমার কলামের বেস বাড়াতে হবে… সেফলি করা যাবে তো?”আজ সকালেই সাইটে পৌঁছানোর সাথে সাথে ইঞ্জিনিয়ার ভাই একটু চিন্তিত গলা...
02/12/2025

“ভাই, আমার কলামের বেস বাড়াতে হবে… সেফলি করা যাবে তো?”

আজ সকালেই সাইটে পৌঁছানোর সাথে সাথে ইঞ্জিনিয়ার ভাই একটু চিন্তিত গলায় বললেন—
“ড্রয়িং আপডেট হয়েছে। কলামের বেস (Footing Base) বাড়াতে হবে।
কিন্তু কাজটা ঝুঁকিপূর্ণ, এখন কীভাবে করবো?”

আমরা Sustain Engineering টিম কাজটা হাতে নিলাম ধাপে ধাপে—
প্রথমেই পুরোনো কংক্রিটের লেভেল, কাভার ও রড পজিশন মেপে নিলাম।
তারপর শুরু হলো বেস এক্সটেনশনের সঠিক প্রক্রিয়া—

🔹 Existing ফুটিং মার্কিং
🔹 ড্রিল করে রডের anchorage সেট
🔹 Chemical anchoring দিয়ে রডকে মজবুত গ্রিপ
🔹 নতুন রড গ্রিড বসানো
🔹 কভার ব্লক, লেভেল ও অ্যালাইনমেন্ট চেক
🔹 সবশেষে সম্পূর্ণ বেস এক্সটেনশনের Quality Inspection

সব দেখে ইঞ্জিনিয়ার ভাই হাসিমুখে বললেন—
“এভাবেই তো প্রফেশনাল কাজ হওয়া উচিত। ভবিষ্যতে লোড নেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।”

স্ট্রাকচারের শক্ত ভিতই ভবনের নিরাপত্তা নিশ্চিত করে।
তাই Sustain Engineering — প্রতিটি কাজে স্ট্যান্ডার্ড, সেফটি আর ইঞ্জিনিয়ারিং লজিককে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
SUSTAIN ENGINEERING
📞 01712-834332
📞 01710-697095









স্টিল স্ট্রাকচারের দিক পরিবর্তন? কলাম ভাঙা ছাড়া কি সমাধান সম্ভব?গতকাল এক ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিয়ে বললেন—“ভাই, আমার স্টি...
02/12/2025

স্টিল স্ট্রাকচারের দিক পরিবর্তন? কলাম ভাঙা ছাড়া কি সমাধান সম্ভব?

গতকাল এক ইঞ্জিনিয়ার আমাকে ফোন দিয়ে বললেন—
“ভাই, আমার স্টিল স্ট্রাকচারের ডিরেকশন পরিবর্তন করতে হবে।
বিদ্যমান কলামের বোল্ট এখন আর কোনো কাজেই লাগবে না।
কলাম না ভেঙে কি নতুন বোল্ট ফিটিং করা যাবে?”

আমি তাকে আশ্বস্ত করে বললাম—
“জি স্যার, সমাধান আছে। কোর কাটিং করে নতুন বোল্ট বসিয়ে,
ইপোক্সি অ্যাঙ্করিং করলে কলাম ভাঙার দরকার নেই।”

ইঞ্জিনিয়ার আবার প্রশ্ন করলেন—
“ভাই, আমার ১ মিটার লম্বা বোল্ট ঢোকাতে হবে। এটা কি সম্ভব?”

আমি হাসি দিয়ে বললাম—
“স্যার, Sustain Engineering-এর কাছে অসম্ভব বলে কিছু নেই।
কোর কাটিং + Epoxy Grouting করে আমরা যেকোনো সাইজের
অ্যাঙ্কর বোল্ট নিরাপদভাবে ইনস্টল করতে পারি।”

যেখানে প্রয়োজন—
✔ Core Cutting
✔ Chemical Anchor Bolt Fixing
✔ Epoxy Grouting
✔ Steel Structure Alignment

সব কাজই আমরা সম্পূর্ণ সেফটি ও প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনে করি।

📞 Sustain Engineering
01712-834332 | 01710-697095

ছাদের দুঃখ থেকে মুক্তিরফিক সাহেবের বাড়ির ছাদটা অনেকদিন ধরেই সমস্যা করছিল।বৃষ্টি হলেই পানি জমে যেত, নিচের সিলিংয়ে দাগ পড়ত...
02/12/2025

ছাদের দুঃখ থেকে মুক্তি

রফিক সাহেবের বাড়ির ছাদটা অনেকদিন ধরেই সমস্যা করছিল।
বৃষ্টি হলেই পানি জমে যেত, নিচের সিলিংয়ে দাগ পড়ত…
আর রাতে ঘুমানোর সময় টুপটাপ পানি পড়ার শব্দে বিরক্তি আরও বাড়ত।

একদিন ছাদে উঠে দীর্ঘশ্বাস ফেলে বললেন—
“এতো টাকা খরচ করে বিল্ডিং করলাম… ছাদের পানি আমার সব শান্তি নষ্ট করে দিলো!”

শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন—
একবারেই স্থায়ী সমাধান করতে হবে।

আমরা গিয়ে প্রথমে পুরো ছাদটা পরিদর্শন করলাম—
কোথায় পানি দাঁড়ায়, কোথায় ক্র্যাক, কোথায় লিকেজ—সব চিহ্নিত করে
দিলাম প্রফেশনাল Waterproofing Treatment।

কাজ শেষে রফিক সাহেব ছাদে দাঁড়িয়ে নতুন ফিনিশ দেখে বললেন—
“এবার মনে হচ্ছে সত্যিই শান্তি পাবো!”

আজ ১ মাসেও এক ফোঁটা পানি ঢোকে না।
ছাদ—শুকনা, সুরক্ষিত, নিশ্চিন্ত।

আপনিও চাইলে আপনার ছাদ পানির ঝামেলা থেকে মুক্ত রাখতে পারেন।

Waterproofing Work

Sustain Engineering
📞 01712-834332 | 01710-697095









🌿 একটা ছোট গল্প…গত সপ্তাহে এক গ্রাহক ফোনে একটু বিরক্ত গলায় বললেন—“ভাই, প্লান্টার বক্সে গাছ লাগালেই নিচের বাসায় পানি পড়ে!...
29/11/2025

🌿 একটা ছোট গল্প…

গত সপ্তাহে এক গ্রাহক ফোনে একটু বিরক্ত গলায় বললেন—
“ভাই, প্লান্টার বক্সে গাছ লাগালেই নিচের বাসায় পানি পড়ে! সবাই আমার ওপর দোষ দিচ্ছে…”

আমরা গিয়ে দেখি—
বক্সটার ভেতরটা দেখতে ঠিকঠাক, কিন্তু ভেতরে কোনো মেমব্রেন ওয়াটারপ্রুফিং নেই!
পানি কিন্তু কখনো মাফ করে না…
ধীরে ধীরে ফাঁক-ফোকর খুঁজে নিয়েই বের হয়ে যায়।

আমরা পুরো বক্সটাকে
🔹 Clean → Prime → Membrane → Seal
এই প্রক্রিয়ায় নতুনভাবে সাজিয়ে দিলাম।

কাজ শেষে গ্রাহকের হাসি দেখে বোঝা গেল—
“এবার নিশ্চিন্তে গাছ লাগানো যাবে!”
🌱 Plantar Box Waterproofing Work

আপনি কি আপনার প্লান্টার বক্সে লিকেজ অনুভব করছেন?
দ্রুত সমাধান চান?
আমরাই আছি।

📞 Sustain Engineering

01712-834332 | 01710-697095

“কাজ শেষ... কিন্তু আসল কাজ তখনই শুরু!”গত সপ্তাহে এক সাইটে গেলাম। কাস্টিং appena শেষ—সবাই ব্যস্ত, কেউ লেভেল দেখছে, কেউ ভা...
27/11/2025

“কাজ শেষ... কিন্তু আসল কাজ তখনই শুরু!”

গত সপ্তাহে এক সাইটে গেলাম। কাস্টিং appena শেষ—সবাই ব্যস্ত, কেউ লেভেল দেখছে, কেউ ভাইব্রেটর সামলাচ্ছে।
হঠাৎ সাইট সুপারভাইজার আমাকে বলল—

“ভাই, Floor Hardener তো একটু পরে দিলেও হবে… তাই না?”

আমি হাসলাম। তাকে একটা ছোট গল্প শোনালাম—

“আপনি যদি গরম ভাতের উপর ডাল ঢালেন, ডালটা সুন্দর করে ছড়িয়ে বসে যায়।
কিন্তু ভাত ঠান্ডা হলে একই ডাল আর বসতে চায় না।
ফ্লোর হার্ডেনারও ঠিক একই রকম—কংক্রিট যখন ‘জীবন্ত’, তখনই শক্তি ধরে।”

কারণ Floor Hardener সবসময় Casting এর সাথে সাথেই দিতে হয়।
না হলে হার্ডেনার ঠিকমতো বন্ড হয় না, পৃষ্ঠ শক্ত না হয়ে উল্টো দুর্বল হয়ে যেতে পারে।

Sustain Engineering-এ আমরা সবসময় নিশ্চিত করি—
✔ সঠিক সময়
✔ সঠিক পরিমাণ
✔ সঠিক ফিনিশিং
যাতে ফ্লোর বছরের পর বছর শক্ত থাকে।

আপনার ফ্লোরকে শক্ত, টেকসই ও ইন্ডাস্ট্রিয়াল গ্রেড করতে চাইলে আমাদের সাথে কথা বলুন।
Sustain Engineering
📞 01712-834332
📞 01710-697095

🌧️ PROFILE SHEET WATERPROOFING — BEFORE & AFTER⭐ Sustain Engineering ⭐"আমরা যখন প্রথম এই প্রোডাক্টটি ইমপোর্ট করি…একজন কা...
26/11/2025

🌧️ PROFILE SHEET WATERPROOFING — BEFORE & AFTER
⭐ Sustain Engineering ⭐

"আমরা যখন প্রথম এই প্রোডাক্টটি ইমপোর্ট করি…
একজন কাস্টমার বলেছিলেন—
'ভাই, আমার শেডটায় এত পানি পড়ে যে মনে হয় ছাদ না, নদী বয়ে যাচ্ছে!'

আমরা হাসলাম, কিন্তু কাজটা নিতে দ্বিধা করিনি।
কারণ আমরা জানতাম—
👉 সঠিক কেমিক্যাল
👉 সঠিক টেকনিক
👉 আর প্রফেশনাল টিম থাকলে
যেকোনো পুরনো, মরিচা ধরেপড়া ছাদকেও নতুনের মতো করে তোলা সম্ভব!

আজ সে কাস্টমারের শেডে
✔️ আর পানি পড়ে না
✔️ গরম কমে গেছে
✔️ রং একদম নতুনের মতো
✔️ এবং দেখতে একদম ফ্যাক্টরি-স্ট্যান্ডার্ড!

নীচের BEFORE/AFTER ছবিটাই সব প্রমাণ! 🔥

আপনার শেড, ফ্যাক্টরি, গুদাম বা ওয়্যারহাউসেও যদি পানি পড়ে, মরিচা ধরে বা ছাদ নষ্ট হয়ে থাকে—
👉 একবার আমাদের প্রোফাইল শিট ওয়াটারপ্রুফিং ট্রাই করে দেখুন।
ফলাফল দেখার মতো!

📞 যোগাযোগ
Sustain Engineering
📱 01712-834332
📱 01710-697095

“আমরা যখন প্রথম এই প্রোডাক্টটি ইমপোর্ট করছিলাম…”তখনই একজন কাস্টমার বললেন—“ভাই, বাজারের সিলিকন দিয়ে কাজ করি, কিছু দিন পরই...
26/11/2025

“আমরা যখন প্রথম এই প্রোডাক্টটি ইমপোর্ট করছিলাম…”

তখনই একজন কাস্টমার বললেন—
“ভাই, বাজারের সিলিকন দিয়ে কাজ করি, কিছু দিন পরই আবার লিকেজ!”

এই কথাটাই আমাদের বদলে দেয়!
আমরা ঠিক করি—বাংলাদেশে টপ-গ্রেড Weatherproof Silicone আনবো।

অনেক টেস্ট, কোয়ালিটি চেক আর বাছাইয়ের পরে
আমরা নিয়ে আসি Super Seal SS-995 💙
এখন কাস্টমাররা বলেন—
“এটা দিলে টেনশন নাই, সোজা বছরের পর বছর সিল থাকবে!”
✅ PU SILICONE WORK

✔ Curtain Wall & Glass Joint Sealing
✔ 100% Neutral Cure Weatherproof
✔ Imported Quality – Long Lasting
✔ Skilled Professional Application

Sustain Engineering

📞 01712-834332
📞 01710-697095

একজন কাস্টমার বলছিল…“ভাই, আমাদের ৩০ বছরের পুরনো ভবনটা হালকা ভূমিকম্পেই কাঁপে। রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না—কখন কি হয় কে জ...
25/11/2025

একজন কাস্টমার বলছিল…

“ভাই, আমাদের ৩০ বছরের পুরনো ভবনটা হালকা ভূমিকম্পেই কাঁপে। রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না—কখন কি হয় কে জানে!”

এই কথাটা আমরা শুধু শুনিনি—অনুভব করেছি।
কারণ প্রতিদিনই অনেক মানুষ ভয় আর অনিশ্চয়তার মধ্যেই তাদের পুরনো ভবনে থাকে।

কিন্তু সুসংবাদ হলো—
ভয় নয়, সচেতনতা জীবন বাঁচায়।
আর সঠিক ইঞ্জিনিয়ারিং আপনার ভবনকে আবার নতুন শক্তি দিতে পারে।

আপনার পুরনো ভবন কি ভূমিকম্প সহনীয়?

যদি না হয়—
আমাদের পেশাদার Retrofitting Service আপনার ভবনের base, column, beam-কে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী করে ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে দিবে।

✔ Structural দুর্বলতা ঠিক করা
✔ Column–Beam শক্তিশালী করা
✔ Old Concrete কে নতুন করে টেকসই করা
✔ ভবনের আয়ুষ্কাল নাটকীয়ভাবে বাড়ানো
আপনার ভবনকে নতুন জীবন দিন—আজই!

📞 Sustain Engineering
01710-697095
01712-834332

ভূমিকম্পে আতঙ্ক নয়—সচেতনতা ও প্রস্তুতিই সুরক্ষা!ভূমিকম্প হলো হঠাৎ ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ।এটা থামানো আমাদের হাত...
23/11/2025

ভূমিকম্পে আতঙ্ক নয়—সচেতনতা ও প্রস্তুতিই সুরক্ষা!

ভূমিকম্প হলো হঠাৎ ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ।
এটা থামানো আমাদের হাতে নেই, কিন্তু এর ক্ষতি কমানো সম্পূর্ণভাবে আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
🏠 আপনার বসবাসের বাড়ির কাঠামো ভূমিকম্প-সহনীয় কিনা তা যাচাই করা।
যদি দুর্বলতা থাকে, এখনই প্রয়োজন সঠিক পদক্ষেপ।
🔧 পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন কি নিরাপদ?

হ্যাঁ—বিশেষজ্ঞ ‘Retrofitting’ সার্ভিসের মাধ্যমে ভবনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

Sustain Engineering–এর দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম
আপনার ভবনের base, columns, beams–এ থাকা structural দুর্বলতা
আধুনিক প্রযুক্তি দিয়ে মজবুত করে ভবনকে দিচ্ছে নতুন জীবন।
আমাদের Retrofitting সার্ভিসে আপনি পাবেন:

✔ ভবনের Structural Health Assessment
✔ Column & Beam Strengthening
✔ Jacketing Work (RCC / Steel)
✔ Advanced Repair & Rehabilitation
✔ Earthquake-Resistant Upgradation

পুরনো ভবন মানেই ঝুঁকিপূর্ণ ভবন নয়—
✦ সঠিক ইঞ্জিনিয়ারিং সলিউশন আপনার পরিবারকে দিতে পারে বহু বছরের নিরাপত্তা।
📞 যোগাযোগ করুন আজই

Sustain Engineering
📱 01710-697095
📱 01712-834332
🏢 House: 50, Road: 7C, Sector: 9, Uttara, Dhaka-1230

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sustain Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sustain Engineering:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram