Raqi Mahbub Al Misbah

Raqi Mahbub Al Misbah আমরা জ্বীন এবং জাদুর চিকিৎসা করে থাকি. Ruqyah hijama treatment

29/01/2026

এটাকে জীবনের একটি মূলনীতি বানিয়ে ফেলেন।
যে ইবাদতটা আপনার কাছে ভারী বা কষ্টকর মনে হয়,
সেটা ছেড়ে দিবেন না।
বরং নিজের নফসের সাথে লড়াই করে তা চালিয়ে যান।
একসময় দেখবেন।
🔹 সেই ইবাদতটাই সহজ হয়ে গেছে
🔹 আপনি তাতে অভ্যস্ত হয়ে গেছেন।
কারণ এসব ইবাদতই
আপনার জীবনে বরকত নিয়ে আসবে
দেবে এমন সুখ, প্রশান্তি ও মানসিক শান্তি—
যা আপনি কল্পনাও করতে পারবে না।
যেমন—
তাহাজ্জুদ নামাজ
ফজরের নামাজ
নফল রোজা
কুরআন তিলাওয়াত
শুরুতে কষ্ট লাগলেও শেষ পর্যন্ত এগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত হয়ে উঠবে।
আল্লাহ আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন।
🖋️ Raqi Mahbub Al Misbah

23/01/2026
23/01/2026

✍️ যদি আপনি দেখেন।
হিংসুকদের দৃষ্টি আপনার উপর বৃষ্টির মতো নেমে আসছে,
আর দেখছেন হিংসা আসছে সবচেয়ে কাছের ও প্রিয় মানুষদের কাছ থেকেও,
(যদিও বাস্তবে এত হিংসার কোনো কারণ বা যুক্তিই নেই)
💥 তাহলে জেনে রাখেন—
😱 আপনার উপর যাদুর প্রভাব আছে।
👈 আর সেই যাদুর কারণে হাসাদের খাদেম শয়তানরা আপনার বিরুদ্ধে উসকে দিচ্ছে চারদিক থেকে।
😔 দুর্ভাগ্যজনকভাবে এটা যাদুর কাজের একেবারে নোংরা দিক
Raqi Mahbub Al Misbah

23/01/2026

✅ পানির উপর কীভাবে রুকইয়া করবেন।
১) পানির গ্লাসের কাছে মুখ এনে, তারপর
সূরা ফাতিহা
আয়াতুল কুরসি
সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস
২) চাইলে যাদু বা নজর এর আয়াতগুলোও যোগ করতে পারেন
অথবা শুধু সংক্ষিপ্ত রুকইয়াতেই সীমাবদ্ধ থাকতে পারেন।
৩)
প্রতিটি আয়াত পড়ার পর,
অথবা প্রতিটি সূরা পড়ার পর,
অথবা পুরো রুকইয়া শেষ করে—
হালকা ফুঁ দিবেন।
৪) এরপর সেই পানি পান করবে এবং গোসল করবে।
Raqi Mahbub Al Misbah

22/01/2026

রামাদান আসছে আমরা প্রস্তুতি গ্রহণ করি।

📣 ঘোষণা: আগামী (24/25/26) ডিসেম্বর  ২০২6ইং  শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী রুকাইয়ার ম্যাস সেশন— জিন ও জাদুতে আক্রান্ত বোনদ...
20/01/2026

📣 ঘোষণা: আগামী (24/25/26) ডিসেম্বর ২০২6ইং শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপী রুকাইয়ার ম্যাস সেশন— জিন ও জাদুতে আক্রান্ত বোনদের জন্য।

প্রিয় বোনেরা,
আলহামদুলিল্লাহ, আমরা চালু করতে যাচ্ছি "রুকইয়াহ ম্যাস"সেশন — যেখানে জিন, জাদু ও নজর ইত্যাদিতে আক্রান্ত বোনদের জন্য ইসলামী শরিয়াভিত্তিক রুকইয়াহ করানো হবে।বিশেষ করে পারিবারিক বা বংশীয় জাদুতে আক্রান্ত দের জন্যে।

🔹 সেশন বিস্তারিত
✅ মোট ৩ দিন চলবে একটানা
✅ প্রতি দলে ৫-৬ জন বোন একসাথে
✅পরিপুর্ন শরিয়পর্দা মেইনটেইন করে আসতে হবে
✅যেই বোনের জন্যে বুকিং দেওয়া হবে শুধুমাত্র তিনিই রুকইয়াহ তে অংশগ্রহণ করতে পারবেন।কোনো মাহরামকে ঢুকতে দেওয়া হবেনা🚫
✅একজন ফিমেল থেরাপিস্ট থাকবে।
✅ নামমাত্র খরচে, যাতে আর্থিক সীমাবদ্ধতার মাঝেও উপকার পাওয়া যায়
✅ কুরআনের আয়াত, দু'আ ও শরিয়তসম্মত পদ্ধতিতে রুকইয়াহ করা হয়
✅ ইনশাআল্লাহ নিয়মিত হিফাযতের আমলও শিখানো হবে

🎯 শুধু জিন, জাদু, নজর ইত্যাদি সমস্যায় আক্রান্ত বোনদের জন্য প্রযোজ্য
📍 লোকেশন: ( কুড়িল চৌরাস্তা, বসুন্ধরা, ঘাট পাড়, মিয়া বাড়ি জামে মসজিদের পাশে, খান ভিলা,ক১১৯)
📝 আগ্রহী বোনেরা ইনবক্সে যোগাযোগ করুন —
সিট সীমিত, আগে আসলে আগে সুযোগ!
বুকিং দেওয়ার সিরিয়াল নাম্বার 🟢01707555699
🔒 আপনার ব্যক্তিগত সমস্যা সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ।
সবাইকে অগ্রিম শুভেচ্ছা।
রুকইয়াহ ম্যাস সেশন— শরিয়াভিত্তিক চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য উদ্যোগ.
⭕আলোচনা সাপেক্ষে আপুদের সুবিধা অনুযায়ি তারিখ পরিবর্তন করা যেতে পারে

17/01/2026

বাড়ি পরিষ্কার থাকার পরও যদি ঘরে বাজে/দুর্গন্ধ দেখা দেয়, আর নিয়মিত গুছিয়ে রাখার পরও যদি ঘরে অকারণে অগোছালো অবস্থা তৈরি হয়—এগুলো অনেক সময় ঘরে জাদু বা তীব্র বদ নজর এর কারনে হয়।
সাধারণত এ ধরনের জাদু ছিটানো, মাটিতে পোঁতা বা ঘরের ভেতর লুকানো অবস্থায় থাকতে পারে।
(আল্লাহ ভালো জানেন)
Raqi Mahbub Al Misbah

15/01/2026

🔸️🔸️🔸️🔸️ অপমানের জাদু (সিহরুত তাহকীর) 🔸️🔸️🔸️🔸️
এই জাদুর কাজ হলো মানুষকে মানসিক ও আত্মিকভাবে ভেঙে ফেলা,
যার ফলে মানুষটি চারপাশের লোকদের কাছে ঘৃণিত হয়ে যায়—
কেউ তাকে ভালোবাসে না, কেউ কাছে আসে না।
🌟 অপমানের জাদুর লক্ষণসমূহ 🌟
✔ সব সময় একাকিত্ব অনুভব করা ও মানুষকে ভয় পাওয়া
✔ লোকেরা আপনার কাছ থেকে সব সময় দুর্গন্ধ অনুভব করে
✔ ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা
✔ একা থাকতে ইচ্ছা করা
✔ মৃত্যুর চিন্তা বারবার আসা
✔ ঘুমের মধ্যে হঠাৎ ভয়ে চমকে ওঠা
✔ কাজকর্মে ব্যর্থতা, জীবনে অচলাবস্থা
✔ কোনো স্পষ্ট কারণ ছাড়াই মানুষ দূরে সরে যাওয়া
✔ হঠাৎ মাথাব্যথা, যার চিকিৎসাগত কারণ নেই
✔ প্রায় সব সময় পেটব্যথা বা পেট শক্ত হয়ে থাকা
✔ পায়ে ব্যথা
✔ হঠাৎ করে মুখের রং ফর্সা থেকে কালো হয়ে যাওয়া
✔ কাজের জায়গা ও চাকরি অপছন্দ হওয়া
✔ পরিবারের কাছ থেকে অবিচারের শিকার মনে হওয়া
✔ কল্পনা দেখা, কিছু নড়াচড়া করছে এমন অনুভব
✔ নিজেকে তুচ্ছ ও অপমানিত মনে হওয়া
✔ আত্মবিশ্বাসের অভাব
✔ ভবিষ্যৎ ও ব্যর্থতা নিয়ে ভয়
✔ পেট ফাঁপা ও হজমের সমস্যা
✔ চুল ঝরে যাওয়া, অতিরিক্ত দুঃখ ও সফলতা নিয়ে হতাশা
✨ অপমানের জাদুর চিকিৎসা ✨
❇ ফরজ ও নফল ইবাদতে নিয়মিত থাকা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা
❇ সামর্থ্য অনুযায়ী সদকা করা, অল্প হলেও
❇ অজু ও জিকিরে অভ্যস্ত থাকা, বিশেষ করে ইস্তিগফার
❇ সুন্নত ও নিয়মিত নামাজ আদায় করা
❇ দোয়া করা—কারণ দোয়াই মুক্তির রশি
❇ রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদ পড়া
👐 “আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই”
☝ “আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ওপর ভরসা করছি।
হে আল্লাহ, আমি আমার শক্তি ও সামর্থ্য থেকে মুক্ত হয়ে আপনার শক্তি ও সামর্থ্যের আশ্রয় নিচ্ছি।
আপনার শক্তি দ্বারাই সাহায্য চাই।
আপনি আমাকে যথেষ্ট করুন, সঠিক পথে পরিচালিত করুন এবং সাহায্য করুন, হে বিশ্বজগতের রব।”
📢 আজান পড়তে হবে ১ বার বা ৩ বার বা ৭ বার
📢 সূরা ফাতিহা ৩ বা ৭ বার
📢 আয়াতুল কুরসি ৩ বা ৭ বার
📢 সূরা ফালাক ও সূরা নাস ৩ বা ৭ বার
🍶 পান করার ও গোসলের জন্য পানিতে রুকইয়াহ করা
🎍 তেলের ওপর রুকইয়াহ করে পান করা ও সারা শরীরে মালিশ করা
📢 নিজের ওপর জোরে জোরে পড়বে—
সূরা ইউসুফ ও সূরা আশ-শু‘আরা
প্রতিদিন দুইবার
এবং পূর্ণ রুকইয়াহ শুনবে
পোষ্ট কপি করা নিষেধ
Raqi Mahbub Al Misbah

14/01/2026

🔴 পাগলামির জাদু (সিহরুল জুনূন)
অতিরিক্ত সন্দেহ, কুমন্ত্রণা (ওয়াসওয়াসা) ও কল্পনা
এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ সন্দেহ হলো পাগলামির দরজা—এটি মানুষকে ধীরে ধীরে পাগল করে দিতে পারে (আল্লাহ আমাদের হেফাজত করুন)।
👈 এক ব্যক্তি ইমাম ইবন আকীল হাম্বলি (রহ.)-কে জিজ্ঞেস করেছিল:
“হে ইমাম, আমি সাগরে গোসল করি, কিন্তু বের হয়ে মনে হয় যেন গোসলই করিনি।”
তখন ইবন আকীল (রহ.) বললেন:
“তোমার ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে।”
অর্থাৎ তিনি পাগল—এই ইঙ্গিত দিলেন।
➖ অমনোযোগ, বিভ্রান্তি ও তীব্র ভুলে যাওয়া, সঙ্গে চোখ ফাঁকা করে এক জায়গায় তাকিয়ে থাকা।
➖ শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি অনীহা
গোসল করতে চায় না, দীর্ঘদিন গোসল ছাড়াই থাকে। পরিবারের জোরাজুরিতে বাধ্য হয়ে গোসল করে।
➖ নিজের সাজসজ্জা ও বাহ্যিক চেহারার প্রতি অবহেলা, কথাবার্তায় এলোমেলো ভাব।
➖ একাকী থাকতে ভালোবাসা, বিশেষ করে নির্জন ও পরিত্যক্ত জায়গায়—কবরস্থান, ধ্বংসস্তূপ, পাহাড় ইত্যাদি।
➖ কিছু নির্দিষ্ট মানুষের প্রতি তীব্র ঘৃণা
যেমন মা, বাবা বা পরিবারের কারও প্রতি অকারণ ঘৃণা, শত্রুতা, এমনকি মারধর বা গালিগালাজ পর্যন্ত করতে পারে।
পাগলামির জাদুর চিকিৎসা
✒ এই জাদুর চিকিৎসায় ধৈর্য দরকার। কখনো আল্লাহর ইচ্ছায় দ্রুতও সুস্থ হয়ে যেতে পারে। সবকিছু আল্লাহর হাতেই—তিনি যখন চান, তখনই হয়।
▪ রোগীর ওপর শরিয়তসম্মত রুকইয়াহ করতে হবে। বিশেষভাবে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, দুই কুল (ফালাক ও নাস) এবং জাদু ধ্বংসের আয়াতগুলো বেশি করে পড়বে।
পড়ার সময় পানি ও তেলে ফু দিবে।
▪ রুকইয়াহ করার সময় রোগীকে সেই দম করা পানি পান করানো হবে এবং মাঝে মাঝে হালকা করে মুখে পানি ছিটানো হবে।
▪ পানিতে বরই পাতা মিশিয়ে তা পান করাবে এবং সেই পানি দিয়ে গোসল করাবে।
এরপর রুকইয়াহ করা অলিভ অয়েল বা কালোজিরার তেল শরীরে মালিশ করবে।
▪ নিচের সূরাগুলো রেকর্ড করে প্রতিদিন ২–৩ বার শোনাবে, কমপক্ষে এক মাস বা তার বেশি সময়—
সূরা: বাকারা, হুদ, হিজর, সাফফাত, ক্বাফ, রহমান, মুলক, জিন, আ‘লা, যিলযাল, হুমাযা, কাফিরুন, ফালাক, নাস।
▪ পরিবারের দোয়া, বিশেষ করে মা-বাবার দোয়া— নেওয়া।
🤲 দোয়া
🤲 হে আল্লাহ! আমরা আপনার কাছে শরণ চাই শ্বেতরোগ, পাগলামি, কুষ্ঠ ও সব খারাপ রোগ থেকে।
🤲 হে আল্লাহ! পাগলামির জাদুতে আক্রান্ত সব রোগীকে আপনি শিফা দান করুন—হে বিশ্বজগতের রব।
বিশেষ দ্রষ্টব্য: পোস্ট কপি করা নিষেধ।
Raqi Mahbub Al Misbah

13/01/2026

#আল্লাহ যাকে কল্যাণ দিতে চান,তাকে দোয়া করার তাওফীক দান করেন।

Address

Bashundhara R/A
Dhaka
1229

Telephone

+8801707555699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Mahbub Al Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Mahbub Al Misbah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram