Raqi Mahbub Al Misbah

Raqi Mahbub Al Misbah আমরা জ্বীন এবং জাদুর চিকিৎসা করে থাকি. Ruqyah hijama treatment

03/11/2025

#হাসাদ #ধ্বংসের #রুকইয়াহ

02/11/2025

আপনি ভাববেন না যে চিকিৎসার শুরুতেই আপনি ভালো হয়ে যাবেন বরং শুরুতে অবস্থা খারাপও হতে পারে, মানসিক অবস্থাও খারাপ লাগতে পারে। তখন জেনে রাখেন, আপনও সঠিক পথে আছেন তাই এগিয়ে যান, পিছনে ফিরে তাকাবেন না।

ডালিমের উপকারিতা:রাসুলুল্লাহ ﷺ বলেছেন —“ডালিম তার শাঁসসহ বীজের চারপাশের সাদা পাতলা আবরণসহ খাও, কারণ এটি হৃদয়কে পরিষ্কার...
01/11/2025

ডালিমের উপকারিতা:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন —
“ডালিম তার শাঁসসহ বীজের চারপাশের সাদা পাতলা আবরণসহ খাও, কারণ এটি হৃদয়কে পরিষ্কার করে এবং পাকস্থলীর শক্তি বৃদ্ধি করে।”

ডালিমের এই সাদা পাতলা আবরণ (যাকে “শাহমুর রুম্মান” বলা হয়) হালকা কষযুক্ত, মৃদু প্রকৃতির এবং হজমতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী।

এটি পাকস্থলীকে শক্তিশালী করে এবং দুর্বলতা দূর করে।
★ পিত্ত তিতকুটে রস দ্বারা সৃষ্ট পাতলা পায়খানার সমস্যা রোধ করে।
★ এটি মস্তিষ্কে “কালো বাষ্প”অর্থাৎ বিষণ্নতা বা নেতিবাচক চিন্তা উঠতে বাধা দেয়, যা মনকে খারাপ করে এবং সন্দেহ ও অস্থিরতা সৃষ্টি করে।

অতএব, ডালিম এমন এক ফল যা একই সঙ্গে খাদ্য ও ওষুধ — এটি দেহ ও মনে উভয় দিকেই উপকার আনে।

📚 Raqi Mahbub Al Misbah

31/10/2025

শরীরে লুকাইতো যাদুর খাদেম শয়তানকে শাস্তি দিতে চাইলে অন্তত এক মাস অথবা দুই মাস পর পর একবার করে হলে ও হিজামা করুন।
#হিজামার #রুকইয়াহ Raqi Mahbub Al Misbah

 #হিজামার উপকারিতা হাঁটুর জয়েন্টের জন্য 🦵হিজামা খুব কার্যকরভাবে নিচের সমস্যাগুলোর চিকিৎসায় সাহায্য করে—🔸 হাঁটুর সামনের...
29/10/2025

#হিজামার উপকারিতা হাঁটুর জয়েন্টের জন্য 🦵

হিজামা খুব কার্যকরভাবে নিচের সমস্যাগুলোর চিকিৎসায় সাহায্য করে—
🔸 হাঁটুর সামনের বা পাশের লিগামেন্ট আংশিক ছিঁড়ে গেলে।
🔸 আঘাত, মোচ বা ফোলাভাবের কারণে হাঁটুর প্রদাহ হলে।
🔸 হাঁটুর হাড় ঘষে ঘষে ব্যথা বা “অস্টিওআর্থ্রাইটিস” (হাঁটুর খসখসে ভাব) হলে।

📌 কারণ হিজামা নিম্নলিখিত উপায়ে কাজ করে —
1️⃣ এটি জয়েন্টের ভেতরে রক্তসঞ্চালন বাড়ায়, ফলে বাতজনিত ব্যথা কমে।
2️⃣ এটি হাঁটুর জয়েন্টে থাকা প্রাকৃতিক তৈলাক্ত তরল (সাইনোভিয়াল ফ্লুইড) নিঃসরণ বাড়ায়, যা হাড়ের ঘর্ষণ কমিয়ে হাঁটাচলা সহজ করে ও খসখসে ভাব হ্রাস করে।
3️⃣ এটি নাইট্রিক অক্সাইড (NO) নামক উপাদানের মাধ্যমে প্রদাহ, ফোলাভাব ও পানি জমা কমাতে সাহায্য করে।
4️⃣ হিজামা জয়েন্ট থেকে ক্ষতিকর পদার্থ যেমন ইউরিক অ্যাসিডের স্ফটিক দূর করে, যা গেঁটে বাত ও জয়েন্টের খসখসে ভাবের কারণ হতে পারে।
Raqi Mahbub Al Misbah

29/10/2025

অনেক সময় যারা জাদুতে আক্রান্ত হন, তারা সর্বশক্তি দিয়ে জানতে চান — কে তাদের উপর জাদু করেছে। কিন্তু এতে তাদের দুর্দশা আরও বাড়ে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে জাদুকর বা জিন শয়তান মিথ্যা বলে, এবং কোনো আত্মীয় বা প্রতিবেশীর নাম উল্লেখ করে। ফলে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবার সেই কথায় বিশ্বাস করে ফেলে, আর এতে বিবাদ, শত্রুতা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়।

সঠিক পথ হলো — আক্রান্ত ব্যক্তি যেন নিজের মনোযোগ চিকিৎসা ও রুকইয়া ও যিকিরের প্রতি মনোযোগী হয় এবং কারও কথায় সহজে বিশ্বাস না করা।

আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ তিনিই একমাত্র শিফাদাতা ও রক্ষাকারী। 🌿
Raqi Mahbub Al Misbah

28/10/2025

কত মানুষকে দেখলাম মেডিকেলে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এক ডায়গনস্টিক থেকে অন্য ডায়াগনস্টিকে এক মেডিকেল থেকে অন্য মেডিকেলে দৌড়াদৌড়ি করে কোন উপায় খুঁজে না পেয়ে শেষ ভরসা হিসাবে রুকইয়াহ করতে এসে একটা সেশন করেই আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে।
সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

27/10/2025

সূরা-ফালাক ও সূরা-নাস কে “المعوذتين” বলা হয়) ফজিলত এমন যে—কেউই এ দুটি সূরা থেকে অমুখাপেক্ষী হতে পারে না। এগুলোর বিশেষ প্রভাব আছে জাদু, নজর লাগা এবং সব ধরনের অকল্যান থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। একজন বান্দার এই দুটি সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজনীয়তা তার খাবার, পানি ও পোশাকের চেয়েও বেশি। তাই সবসময় চোখ বন্ধ করে এই দুই সূরা যতবার ইচ্ছা ততবার পড়েন।
Raqi Mahbub Al Misbah

26/10/2025

তারা তার বিয়ে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু সে বিয়ে করল।
তারা তাকে সন্তানহীন করার জন্য জাদু করল, কিন্তু সে সন্তান লাভ করল।
তারপর তারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করল, কিন্তু আল্লাহ তাদের হৃদয়গুলো ভালোবাসায় একত্র করে দিলেন।

তাই কেউ যাদু করছে বলে হাল ছেড়ে দিবেন না।
আল্লাহ যা চান, তা অবশ্যই হবে —
যদিও সমস্ত মানুষ ও জিন একত্র হয়ে আপনার বিরোধিতা করে।
“নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।”
Raqi Mahbub Al Misbah

22/10/2025

হিংসা কারীর কিছু বৈশিষ্ট্যঃ
অন্যদের সামনে আপনার মর্যাদা ছোট করে দেখায়।
আপনার আনন্দ ও সাফল্য তাকে কষ্ট দেয়, তাই সে আপনার জন্য বরকত কামনা করে না।
তার চোখের দৃষ্টি অনেক সময় অস্বাভাবিক বা ভিন্ন রকম হয়।
সে আল্লাহর যিকির কম করে, কিন্তু অভিযোগ, অসন্তোষ, উপহাস, পরনিন্দা ও বিদ্বেষে বেশি জড়িত থাকে এবং নিজের অবস্থা নিয়ে অসন্তুষ্ট থাকে।
Raqi Mahbub Al Misbah

21/10/2025

অনেকেই আছেন জিন শাইতান থেকে রক্ষা পাওয়ার জন্য বা মনে করে যে তাতে তার রিজিক ও সৌভাগ্য আসবে—এই উদ্দেশ্যে তাবিজ ঝুলায়,তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো (আল্লাহ আমাদের রক্ষা করুন)। সঠিক পথ হলো—আল্লাহর কাছেই আশ্রয় নেওয়া, আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখা, আল্লাহর নাম, বাণী ও কিতাব (কুরআন) এবং নবীজির শেখানো যিকির ও দোয়ার মাধ্যমে নিজেকে রক্ষা করা। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ আমাদের শিক্ষা দিয়েছেন। ❤️
Raqi Mahbub Al Misbah

19/10/2025

যিকির আযকার মাসনুন আমলগুলো হলো মানুষের শরীরের জন্য এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার মতো, যা জাদু, নজর, হিংসা ও শয়তানি ক্ষতির মতো আত্মিক রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। আর এই যিকিরগুলো হলো—সকালের যিকির, সন্ধ্যার যিকির এবং ঘুমের আগের যিকির।
Raqi Mahbub Al Misbah

Address

Bashundhara R/A
Dhaka
1229

Telephone

+8801707555699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Mahbub Al Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Mahbub Al Misbah:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram