13/06/2023
আপনি যদি এমন কোন পেশা খুঁজে থাকেন, যা শিখতে অপেক্ষাকৃত সময় কম লাগে, সেক্ষেত্রে কেয়ারগিভিং পেশাটিকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বিশ্বের যে সকল দেশের গড় আয়ু বেশি অর্থাৎ মানুষ অধিক বছর বাঁচে, সেই দেশে স্বাভাবিকভাবেই প্রবীণ মানুষদের সংখ্যা বেশি হয়। এদের সেবা যত্নে প্রয়োজন বিপুল সংখ্যক কেয়ারগিভার। তাই বুঝতেই পারছেন, প্রশিক্ষিত কেয়ারগিভারদের গুরুত্ব কতখানি?
সাম্প্রতিক সময়ে আমাদের দেশে শহর অঞ্চলগুলোতে প্রবিণ সেবা / কেয়ারগিভার / বেবি কেয়ারদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং দেশ বিদেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজই কেয়ারগিভিং কোর্সটি সম্পন্ন করুন।
আরও জানতে আজই কল ও ক্যাম্পাস ভিজিট করুন 01324-418198
ক্যাম্পাস: ২৫/৪ খিলজি রোড, শ্যামলী, ঢাকা-১২০৭।👩🏻⚕️