23/09/2025
ডেঙ্গু জ্বরে করনীয়—>>>>>>>>>>>>>>>>>>>>
• চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাওয়া নিষেধ
• ব্যথার ঔষধ খাওয়া নিষেধ
• জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট / প্যারাসিটামল সাপোজিটোরি ব্যবহার করবেন
• ভলটালিন/ ক্লোফেনাক/ ডাইক্লোফেনাক সাপোজিটোরি ব্যবহার করা নিষেধ
• সম্পূর্ণ বিশ্রামে থাকবেন
• প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন যেমন দুধ, ফলের রস (ডায়াবেটিক রোগীদের সতর্কতা), ওরাল স্যালাইন (ORS) বা বার্লি / ভাতের মাড় /ডাবের পানি --->
বড়দের ক্ষেত্রে প্রায় ২৫০০ মিলি / ৮ থেকে ১০ গ্লাস
শিশুদের ক্ষেত্রে ৫০ মিলি / কেজি
কখন হাসপাতালে ভর্তি হবেন-- >>>>>>>>>>>>>>>>>
• শরীরের যেকোনো অংশে রক্তপাত হলে
• শ্বাসকষ্ট হলে বা পেট ফুলে গেলে (পানির কারণে)
• প্রস্রাবের পরিমাণ কমে গেলে ( ৪ থেকে ৬ ঘণ্টা পরপর প্রস্রাব না হলে)
• জন্ডিস দেখা দিলে
• অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিলে
• প্রচণ্ড পেটে ব্যথা বা বমি হলে।
---------------------------------------
মেডিসিন, বক্ষব্যাধি, হৃদরোগ ও ডায়াবেটিস চিকিৎসক
ডাঃ মোঃ মাওদুদুর রহমান
এম.বি.বি.এস; মেডিসিন, বক্ষব্যাধি এবং হৃদরোগে প্রশিক্ষিত
সার্টিফিকেট কোর্স ইন ডায়াবেটিস (বি.এম.জে - ইন্ডিয়া)
চেয়ারম্যান, এম রহমান হেলথকেয়ার
রেজিঃ নং - A 45874
রোগী দেখার সময় : প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১০ টা
(শুক্রবার বন্ধ)
—————
চেম্বার:
এম রহমান হেলথকেয়ার
ভূঁইয়া মার্কেট, কাওলার বাজার, দক্ষিণখান, ঢাকা -১২২৯
——————-
সিরিয়ালের জন্য:
01760-482317
09613660581