08/10/2025
টাইফয়েড টিকা ক্যাম্পেইন -২০২৫ 💙💙💙
বাংলাদেশে টাইফয়েড জ্বর একটি সাধারণ রোগ।
🔹 কারণ :
টাইফয়েড জ্বর হয় Salmonella typhi নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ফলে।
🔹 সংক্রমণের উপায় :
দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে
সংক্রমিত ব্যক্তির মল বা মূত্র দ্বারা দূষিত খাদ্য গ্রহণে
অপর্যাপ্ত হাত ধোয়ার অভ্যাস
🔹 উপসর্গ (Symptoms):
দীর্ঘমেয়াদি জ্বর (৩–৪ সপ্তাহ পর্যন্ত)
মাথাব্যথা
ক্ষুধামান্দ্য
পেটব্যথা ও কোষ্ঠকাঠিন্য / ডায়রিয়া
দেহে দুর্বলতা
কিছু ক্ষেত্রে “rose spots” নামে ছোট ফুসকুড়ি
🔹 প্রতিরোধ :
নিরাপদ পানি পান করা
সঠিকভাবে হাত ধোয়া (খাবারের আগে ও টয়লেটের পর)
রাস্তার খাবার এড়িয়ে চলা
Typhoid vaccine গ্রহণ করা