Health Help

Health Help Easily online Dr. consultation and get answers to your health questions.

 #স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ?স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্র...
27/11/2021

#স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ?

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া,

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে স্নান করার সময় কিছু নিয়ম মেনে স্নান করা উচিত।

সঠিক নিয়ম মেনে স্নান না করলে হতে পারে মৃত্যুও। স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই জল দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

#স্নানের সঠিক নিয়মঃ-

প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে জল দিতে হবে। সবার শেষে মাথায় জল দেওয়া উচিত।

এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

এই তথ্যগুলো বয়স্ক মা-বাবা এবং আত্মীয় পরিজনদের অবশ্যই জানিয়ে রাখুন।
ভালো থাকুন সুস্থ থাকুন।©️❤️❤️
(Collected)

03/07/2021
08/08/2020

১. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, নির্দিষ্ট সময়ে উঠুন।

২. রাতে দ্রুত শোয়ার অভ্যাস করুন,সকালে দ্রুত উঠুন।

৩. সন্ধ্যার পর চা/কফি পানে বিরত থাকুন।

৪. শোয়ার সময় অবশ্যই ডিভাইস (মোবাইল / ট্যাব / ল্যাপটপ) দূরে রাখুন।

৫. সম্ভব হলে, ঘর অন্ধকার রাখুন, আওয়াজ মুক্ত রাখুন, আরামদায়ক পোশাক পড়ুন ।

৬. বিছানাকে ঘুম বাদে অন্যান্য কাজে (খাওয়া/ গল্প করা/ টিভি দেখা/ বসে থাকা) ব্যবহারে বিরত থাকুন।

৭. ঘুম না আসলে, ১ ঘন্টা পরপর উঠে ১০-২০ মিনিট হাঁটুন।

৮. দিনে অবশ্যই একটি নির্দিষ্ট সময় ব্যয়াম করুন।

৯. রাতের খাবার শোয়ার ২-৩ ঘন্টা আগে গ্রহণ করুন।

১০. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।

" অভ্যাস হোক পরিবর্তন,
সুস্থ থাকুক দেহ-মন।।। "

হেলপলাইনঃ 01708699644[তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট]

16/05/2020

অ্যাসিডিটিঃ

বর্তমানে অ্যাসিডির সমস্যা এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।বিশেষ করে রমজানে অতিরিক্ত ভাজাপোড়া খাবারের কারনে অ্যাসিডির সমস্যা বেড়েই চলছে।

গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হল পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যাওয়া। সাধারণত অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত খাবার, ভাজাপোড়া জাতীয় খাবারে এটি বেশি হতে পারে। কারণ এসব খাবারকে হজম করতে অতিরিক্ত এসিডের দরকার হয়।এ এসিডের পরিমাণ বেশি হলে আমাদের পাকস্থলীর চামড়া ভেদ করে এবং আলসার (ঘা) তৈরি হয়, তখন আমরা ব্যথা অনুভব করি।

🔯আসুন জেনে নেই অ্যাসিডিটি থেকে বাঁচার কিছু উপায়ঃ

✅প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার খাবেন।
একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প করে বারবার খাবেন এবং খাবার ভাল করে চিবিয়ে খাবেন।

✅ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

✅চিকিৎসকের পরামর্শ ছাড়া পেট খারাপ বা বমির ওষুধ কিনে খাওয়া পরিহার করুন।

✅অতিরিক্ত তেল ও মসলা দেয়া খাবার খাবেন না। বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খান। তাজা খাবার খান, স্টোর করা বা ফ্রোজেন ফুড কম খাবেন।

✅শরীরের অতিরিক্ত ওজন কমান। নিয়মিত ব্যায়াম করুন।

✅মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়। তাই দুশ্চিন্তা মুক্ত থাকতে চেষ্টা করুন।

✅তৈলাক্ত খাবার বাদ দিতে চেষ্টা করুন। রাতের খাবারটি যেন হালকা হয়। শাকসবজি, ছোট মাছ এসব দিয়ে রাতের মেন্যু সাজান।

✅খাওয়ার পরপরই অনেক বেশি পানি পান করার প্রবণতা বাদ দিন।খাবারের আগে ১ গ্লাস পানি পান করুন এবং খাবার শেষে অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন।

✅দিনে কিংবা রাতে খাওয়ার পরপরই অনেকে শুয়ে পড়তে পছন্দ করেন। এটা না করে কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটাচলা করতে পারেন অথবা বসে থাকতে পারেন সোজা হয়ে। অন্তত ৩০ মিনিট পর ঘুমাতে যান।

🔯ন্যাচারাল কিছু খাবার যা নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখলে অ্যাসিডিটি আপনার ধারে-কাছেও ঘেঁষতে পারবে না। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন খাবার গ্রহণে ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন-

⏩শশা: শশা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকর। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।

⏩দই: দই আমাদের হজম শক্তি বাড়াতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা কমে আসে।

⏩আদা: আদা সব চাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানসমৃদ্ধ খাবার। পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খান, দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান হবে।

⏩পেঁপে: পেঁপেতে উপস্থিত এনজাইম হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

⏩রসুন: অ্যাসিডিটির সমস্যা কমাতে রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে এক কোয়া রসুন খেয়ে ফেললেই স্টমাকে অ্যাসিড ক্ষরণের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে। ফলে গ্যাস সংক্রান্ত বিভিন্ন উপসর্গ ধীরে ধীরে কমে যেতে শুরু করে।তবে মাএাতিরিক্ত রসুন খাওয়া থেকে বিরত থাকবেন।

⏩কলা ও কমলা: কলা ও কমলা পাকস্থলির অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার দ্রবীভূত হতে সক্ষম ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। কোন ধরনের শারীরিক সমস্যা না থাকলে সারাদিনে অন্তত দুটি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার।

⏩লবঙ্গ: একাধিক গবেষণায় দেখা গেছে, লবঙ্গে উপস্থিত একাধিক উপকারি উপাদান শরীরে প্রবেশ করার সাথে সাথেই গ্যাসের প্রকোপ কমতে সময় লাগে না। তাই এবার থেকে বেশি মাত্রায় খাবার খাওয়ার পর বুক জ্বালা ও ঢেঁকুর উঠলে দু-একটি লবঙ্গ খেয়ে ফেলতে ভুলবেন না যেন!

⏩অ্যালোভেরা: অ্যালোভেরায় উপস্থিত নানাবিধ খনিজ একদিকে যেমন ত্বকের সৌন্দর্য বাড়ায়, তেমনি হজম ক্ষমতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, অ্যালোভেরার উপাদান পেটে তৈরি হওয়া অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে অ্যাসিডিটির সমস্যা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে।

⏩পুদিনা পাতা: এক কাপ পানিতে ৫টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান। পেট ফাঁপা, বমিভাব দূরে রাখতে এর বিকল্প নেই।

⏩ডাবের পানি: ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়া গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত ডাবের পানি খেলে। তাই সম্ভব হলে প্রতিদিন ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন। তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে।

জেনিফা জাছিয়া
পুষ্টিবিদ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া শাখা।

 #মাষ্ক এবং   #এপ্রোনের যার যার লাগবে নিতে পারেন,📌 শুধু মাত্র জেলা শহরে ডেলিভারি দিতে পারবো 📍 #মাষ্কের বৈশিষ্ট্য-  * নোস...
18/04/2020

#মাষ্ক এবং #এপ্রোনের যার যার লাগবে নিতে পারেন,
📌 শুধু মাত্র জেলা শহরে ডেলিভারি দিতে পারবো 📍

#মাষ্কের বৈশিষ্ট্য-
* নোস বার রয়েছে
* মাস্কের ফিতা কোন প্রকার আঠাবিহীন উন্নতমানের সেলাই। যাতে ফিতা খুলে যাবার সম্ভাবনা নেই।
* 3 Ply
দাম BDT 20tk

#এপ্রোনের বৈশিষ্ট্য-
* জার্ম পুরুফ।
* পানিতে গলে যায় না।
* প্রতিদিন বাসায় গিয়ে সার্ফ এক্সেল এর পানিতে 5 মিনিট চুবিয়ে রেখে সাদা পানি তে ধুইয়ে দিয়ে হ্যাঙ্গারে শুকানো যায়।
* রেইন কোর্ট এর কাপড় দিয়ে বানানো পিপিই থেকে অধিক স্বাস্থ্য সম্মত ও নির্ভরযোগ্য
খুচরা মূল্য 350 টাকা।
পাইকারি মূল্যের জন্য ইনবক্স এ যোগাযোগ করুন।

Contact: Sk Imrun
Cell No: ☎+88 01708699644

আজকে একবার আয়নার সামনে সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে দেখুন নিজেকে। দেখুন, পেটটা কেমন স্লিম লাগছে না? সেই সাথে একটু লম্বাও লাগছ...
22/02/2020

আজকে একবার আয়নার সামনে সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে দেখুন নিজেকে। দেখুন, পেটটা কেমন স্লিম লাগছে না? সেই সাথে একটু লম্বাও লাগছে নিজেকে, তাই না?

করোনা ভাইরাসজনিত প্রাথমিক নিরাপত্তা ব্যাবস্থা 🆘* অবশ্যই মাস্ক ব্যাবহার করুন।* সম্ভব হলে ঘরের বাইরে হ্যান্ড গ্লাভস ব্যাবহ...
26/01/2020

করোনা ভাইরাসজনিত প্রাথমিক নিরাপত্তা ব্যাবস্থা 🆘

* অবশ্যই মাস্ক ব্যাবহার করুন।
* সম্ভব হলে ঘরের বাইরে হ্যান্ড গ্লাভস ব্যাবহার করুন।
* বাইরে থেকে ফিরে অ্যালকোহলযুক্ত সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
* কলের পানি প্রথম ১৫ সেকেন্ড ফেলে দিয়ে ব্যাবহার করুন।
* যেকোনও প্রকার হিউমেন কন্টাকের পর অ্যালকোহলযুক্ত সাবান বা অ্যালকোহল ব্যাবহার করুন।
* বাইরে থেকে আনা যেকোনও পন্য ও টাকা ধরার পর অ্যালকোহল দিয়ে হাত মুছে নিন বা ধুয়ে নিন।
* সম্ভব হলে ঘরে ২ দিন পরপর অ্যালকোহল ছিটিয়ে জীবানু মুক্ত করুন।
* জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যাথা হলে অবহেলা না করে ডাক্তারের কাছে যান।
* পরিচিতদের সতর্ক করুন।
বি:দ্র:
বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ।তাই এখানে এই রোগ শুরু হলে মহামারি আকার নেবে চোখের পলকে। এখানে ৫০% এর বেশী লোক দারিদ্রসীমার নীচে বাস করে। তাই এই সংক্রান্ত সচেতনতা তাদের না থাকাই স্বাভাবিক। তাই যার যার অবস্থান থেকে সকলকে সচেতন করুন।

👹👹⛑⛑⛑
25/01/2020

👹👹⛑⛑⛑

25/12/2019

হাহাহাহা

22/12/2019

বেশি বেশি চিনি খান! !!😞😩

Address

Gulsan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram