23/04/2022
অনুমোদনবিহীন ও অবৈধ BOTOX® বা JUVEDERM® -সম্পর্কে সতর্ক থাকুন। সিটি ওভারসিজ লিমিটেড বাংলাদেশে বিশ্বখ্যাত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যালারগন’ -এর Inj. BOTOX® 100 Allergan Units এবং JUVEDERM® Ultra XC & JUVEDERM® Voluma -এর একমাত্র অনুমোদিত আমদানীকারক এবং উক্ত ঔষধ ভিন্ন অন্য কোন তদ্রূপ (same generic) Medicine or Device বাংলাদেশ ঔষধ প্রশাসন কর্তৃক রেজিস্ট্রিকৃত নয়।
কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বহু হাসপাতালে, ডক্টরস চেম্বারে, ক্লিনিকে, লেজার সেন্টারে আনঅথরাইজড / অবৈধ / নকল Inj. BOTOX® 100 Allergan Units এবং JUVEDERM® Ultra XC & JUVEDERM® Voluma -ব্যবহৃত হচ্ছে বা একই জেনেরিকের অন্য অনুমোদনবিহীন অবৈধ ঔষধ বাজারে বিক্রি হচ্ছে।
একমাত্র আমরাই দীর্ঘদিন (সুদীর্ঘ ১৬ বছর) থেকে Inj. BOTOX® 100 AU আমদানী করলেও, বিভিন্ন অনিবার্য কারণে অদ্যাবধি JUVEDERM® আমদানী করিনি। ফলে যেসব JUVEDERM® বা তথাকথিত ফিলার পাওয়া যাচ্ছে, তার সাথে সিটি ওভারসিজের কোন সম্পর্ক নেই। যদি কোন অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান বা হাসপাতাল বা লেজার সেন্টার (তা যত স্বনামধন্যই হোক না কেন) JUVEDERM® ব্যবহার করে বা ব্যবহৃত JUVEDERM® বৈধ হিসেবে আমাদের আমদানীকৃত বলে দাবী করে, তবে তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা একই সাথে মহান চিকিৎসা পেশায় নিবেদিত সম্মানিত চিকিৎসকবৃন্দকে ও সচেতন নাগরিক ও রোগী সাধারণকে বিনীত অনুরোধ করতে চাই যে, আপনারা শুধুমাত্র হাসপাতাল / ক্লিনিক / লেজার সেন্টারসমূহের চটকদারিত্বে নির্ভর না করে, নিজেরাই বাংলাদেশ ঔষধ প্রশাসনে যোগাযোগ করুন - যাচাই করুন আপনারা প্রতারিত হচ্ছেন কিনা ! আপনার সচেতনতাই সবচেয়ে বড় রেফারেন্স, আপনার রক্ষাকবচ।
বিভ্রান্ত হবেন না! বোটক্স-কে ভালোভাবে চিনুন। মনে রাখবেন বাজারে বোটক্স বলে আপনাদের যা দেয়া হচ্ছে তা আদৌ বোটক্স নয়। ঔষধ প্রশাসনের অনুমোদনবিহীন নন্-রেজিস্টার্ড বিভিন্ন নিউরোটক্সিন কমদামে বিক্রি হচ্ছে। সিটি ওভারসিজ লিমিটেড বাংলাদেশে বোটক্স এর একমাত্র অনুমোদিত আমদানিকারক এজেন্ট। সুতরাং সিটি ওভারসিজ ভিন্ন অন্য কোথাও থেকে নিউরোটক্সিন বোটক্স ইনজেকশন ক্রয় করা থেকে বিরত থাকুন। অথবা কোন হাসপাতাল, ক্লিনিক, লেজার সেন্টার অথবা অন্য যে কেউ আপনাকে বোটক্স দিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা আমাদের কাছ থেকে নিশ্চিত হোন আমরা উক্ত স্বাস্হ্য প্রতিষ্ঠানে বোটক্স সরবরাহ করি কিনা। মনে রাখবেন শুধুমাত্র আপনার সচেতনতাই পারে অনুমোদনবিহীন কিংবা নকল ঔষধের বিস্তার রোধ করতে। এখনই সময়।।
সেবা গ্রহীতা হিসেবে রোগীদের মনে রাখতে হবে পৃথিবী এখন অনেক ছোট; আপনার সামান্য ধৈর্য্য এবং অনুসন্ধিৎসা আপনাকে দেবে সঠিক সন্ধান। শুধুমাত্র বিক্রেতা বা স্বাস্থ্য প্রতিষ্ঠান বা চিকিৎসক বা ঔষধ প্রতিনিধির ভরসায় না থেকে আপনিও খোঁজ নিন। আপনার চারপাশে অনেকেই আছেন যাঁরা আপনাকে সহযোগীতা করবেন, আছে ইন্টারনেট, আছে সংবাদ মাধ্যম। আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আকুল আবেদন শুধুমাত্র স্কয়ার, ইউনাইটেড কিংবা এ কাতারের পাঁচতারকা কর্পোরেট হাসপাতালে অভিযান চালানোর পাশাপাশি আঘাত হানুন উৎসমূলে যারা বাংলাদেশে দরজা খুলে দিয়েছে অবৈধ ঔষধের। অবৈধ ক্যাসিনোর চাইতে অবৈধ ঔষধ জনস্বার্থ বিবেচনায় অধিক বিপজ্জনক। আমাদের চাইতে আপনারাই ভালো জানেন কোথায় লুকিয়ে আছে বিষধর অজগরটি।।
Best Regards,
Dr. Manoj K. Dutta
Bangladesh Region
(Allergan-AbbVie) &
Director,
Medical Affairs
City Overseas Ltd.
Yakub South Center (4th floor)
67/D, Dhanmondi (156 Lake circus )
Kalabagan, Mirpur Road, Dhaka
Cell : +88 01772 496025 (BOTOX Hotline)
Fax : +88 9134729
Website : www.cityoverseasltd.com
Facebook : Botox in Bangladesh
Facebook : City Overseas Ltd.
B A N G L A D E S H.
N.B. : Any person, doctor, health institution, hospital or laser center has NO right to use the “logo” of BOTOX® 100 AU in promotional perspective except by Allergan or Allergan's distributors worldwide.
N.B.2 : Please inform us whether any injection procedure using un-authorized / illegal / counterfeit / non-registered BOTOX® or the same generic Botulinum Toxin Type A is noted or taken place or assisted or encouraged; because City Overseas Ltd. is the authorized distributor of Allergan for the mentioned product in Bangladesh.