Hijama Treatment Center

Hijama Treatment Center Hijama/cupping therapy.

26/12/2025
এরোকম ভেঙ্গে যাওয়া পায়ের ব্যথা কমাতে হিজামা করুন🤣🤣🤣
03/12/2025

এরোকম ভেঙ্গে যাওয়া পায়ের ব্যথা কমাতে হিজামা করুন🤣🤣🤣

যাদুবিদ্যা, বা ব্ল্যাক ম্যাজিক (কালো জাদু)!ইসলামে যাদুবিদ্যা (সিহর) এবং এর চর্চাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং এটিকে এক...
01/12/2025

যাদুবিদ্যা, বা ব্ল্যাক ম্যাজিক (কালো জাদু)!

ইসলামে যাদুবিদ্যা (সিহর) এবং এর চর্চাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং এটিকে একটি গুরুতর পাপ (কবিরা গুনাহ) হিসেবে গণ্য করা হয়।

জাদু দ্বারা মানুষের ক্ষতি করা বা জাদুকরের সাহায্য নেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম।

আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের উপ-জাতিদের মধ্যে জাদুবিদ্যায় দক্ষতার যে ধারণা প্রচলিত, তা মূলত তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, প্রকৃতি পূজার সঙ্গে জড়িত কিছু লোক-চিকিৎসা পদ্ধতি বা অলৌকিক ক্ষমতা বিষয়ক প্রচলিত গল্পের ফসল। এই ধারণাগুলো প্রায়শই সত্যের চেয়ে অতিরঞ্জিত।

জাদুবিদ্যা বা অন্য কোনো উপায়ে মানুষের ক্ষতি করার প্রবণতা সম্পূর্ণভাবেই অনৈতিক, অমানবিক এবং ইসলামে নিষিদ্ধ। কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে কারও কাছে যাওয়া বা তাকে দিয়ে কাজ করানো সম্পূর্ণভাবে হারাম।

একজন মুসলিম হিসেবে বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ ছাড়া আর কেউ মানুষের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। যাদু বা কোনো অপশক্তি আল্লাহর অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারে না।

জাদুকারী বা জাদুকরের কাছে যাওয়া, তাদের সাহায্য চাওয়া, বা কোনো জাদু শেখার চেষ্টা করা কঠোরভাবে নিষিদ্ধ।

সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নিয়মিত কুরআন তিলাওয়াত করা এবং সকাল-সন্ধ্যার দু'আগুলো (মাসনূন দু'আ) পাঠ করা উচিত।

যাদুবিদ্যা চর্চা বা এর সাথে জড়িত মানুষের ক্ষতি করার প্রবণতা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে বর্জনীয় এবং নিন্দনীয়। একজন মুমিনকে সবসময় কুরআন ও সহীহ সুন্নাহর পথে অবিচল থেকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে।

আল্লাহ তায়ালা মানুষ শয়তান, জিন শয়তান থেকে আমাদের হেফাজত করুন। আমীন।copy

01/12/2025

আলহামদুলিল্লাহ আজকে ৪ জন আপু হিজামা নিয়েছেন।
আল্লাহ ওনাদের শেফা দান করুন

আসসালামু আলাইকুম। ব্যাক পেইনের সহজ এবং কার্যকর সমাধান আলহামদুলিল্লাহ। 😣 আমাদের বেশিরভাগ মানুষই নিয়মিত ব্যাক পেইনে ভোগে—অ...
25/11/2025

আসসালামু আলাইকুম।
ব্যাক পেইনের সহজ এবং কার্যকর সমাধান আলহামদুলিল্লাহ।

😣 আমাদের বেশিরভাগ মানুষই নিয়মিত ব্যাক পেইনে ভোগে—অনেকের সেটা কাজের চাপ, কারো খারাপ পোস্টার, কারো পুরনো ইনজুরি, আর কারো শরীরের ভেতরের টক্সিন জমে থাকা থেকে।

😵 ব্যথা কখনো হালকা, কখনো তীব্র… কিন্তু সবশেষে একটাই সত্য— এই ব্যথা আমাদের লাইফস্টাইল, ঘুম, কাজ—সবকিছুকে ধীরে ধীরে দুর্বল করে দেয়।

🤔 এখন প্রশ্ন হলো, সমাধান কোথায়?

🩸 হিজামা থেরাপী – ব্যাক পেইনের প্রাকৃতিক ও দীর্ঘস্থায়ী এক সমাধান যা—
✅ জমে থাকা “স্ট্যাগনেন্ট ব্লাড” পরিষ্কার করে;
✅ পিঠের মাংসপেশির টান কমায়;
✅ নার্ভের প্রেসার কমিয়ে রিল্যাক্সেশন দেয়;
✅ পুরো ব্যাক মাংসপেশিতে নতুন রক্ত সঞ্চালন তৈরি করে;
✅ ভেতরের প্রদাহ (inflammation) কমায়;
✅ ব্যথার মূল জায়গা থেকে ব্লক দূর করে।

👍 ফলে ব্যথা শুধু কমেই না—চলাফেরা, ঘুম, শক্তি, কাজের ক্ষমতা—সবই ফিরে আসে স্বাভাবিকভাবে।

📲 এপয়েন্টমেন্ট, কনসাল্ট এবং হিজামা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুনঃ
📞 01744274993

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Treatment Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram