Physio.Md.Shahadat hossain

Physio.Md.Shahadat hossain Treatment Your Problem. Solution Your Pain. Feel Better.Move Better. Be Better

কোমর ব্যথা (Low Back Pain) হলো কোমরের নিচের অংশে ব্যথা বা অস্বস্তি অনুভব করা। এটি সবচেয়ে সাধারণ ব্যথাগুলোর একটি, এবং প্র...
13/10/2025

কোমর ব্যথা (Low Back Pain) হলো কোমরের নিচের অংশে ব্যথা বা অস্বস্তি অনুভব করা। এটি সবচেয়ে সাধারণ ব্যথাগুলোর একটি, এবং প্রায় সব বয়সের মানুষেরই কোনো না কোনো সময়ে হয়।

---

🩺 কোমর ব্যথার কারণ:

1. মাংসপেশি বা লিগামেন্টে টান (Muscle strain or ligament sprain)
– ভারী কিছু তোলা বা হঠাৎ নড়াচড়া করলে হতে পারে।

2. ডিস্ক সমস্যা (Disc prolapse / slipped disc)
– মেরুদণ্ডের মাঝে থাকা ডিস্ক চেপে গেলে নার্ভে চাপ পড়ে।

3. দীর্ঘসময় বসে থাকা বা ভুল ভঙ্গি (Poor posture / sedentary life)

4. অস্টিওআর্থ্রাইটিস বা স্পন্ডাইলোসিস (Osteoarthritis / Spondylosis)
– বয়স বাড়লে হাড় ও জয়েন্ট ক্ষয়ে যায়।

5. সায়াটিকা (Sciatica)
– কোমর থেকে পায়ের দিকে নার্ভে ব্যথা ছড়িয়ে যায়।

6. কিডনি বা অন্যান্য অঙ্গের সমস্যা (Referred pain)
– যেমন কিডনিতে পাথর, ইনফেকশন ইত্যাদি।

---

⚕️ চিকিৎসা ও ব্যবস্থাপনা:

🧘‍♀️ ১. প্রাথমিক যত্ন (Initial care):

বিশ্রাম নিন, তবে একদম স্থির না থেকে হালকা নড়াচড়া করুন।

ব্যথার জায়গায় গরম বা ঠান্ডা সেঁক দিন।

ব্যথা বেশি হলে পেইন রিলিফার ওষুধ (যেমন Paracetamol বা NSAID) চিকিৎসকের পরামর্শে।

🧍‍♂️ ২. ফিজিওথেরাপি চিকিৎসা:

ফিজিওথেরাপি কোমর ব্যথার সবচেয়ে কার্যকর চিকিৎসা। এতে থাকে—

SWD (Short Wave Diathermy): গরম থেরাপি ব্যথা ও স্প্যাজম কমায়।

UST (Ultrasound Therapy): প্রদাহ কমায় ও রক্তসঞ্চালন বাড়ায়।

IFT (Interferential Therapy): ব্যথা ও স্নায়ুর জ্বালা কমায়।

এক্সারসাইজ থেরাপি:

McKenzie exercise (disc problem এ ভালো)

Core strengthening exercise

Stretching ও posture correction
🩹 ৪. Lifestyle পরিবর্তন:

সোজা হয়ে বসুন, কুঁজো হয়ে নয়।

ভারী জিনিস তুলবেন না।

ঘুমানোর সময় শক্ত বিছানা ব্যবহার করুন।

নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন।

09/09/2025

🌍💪 ৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস 💪🌍

আজকের এই দিনে আমরা স্মরণ করি ফিজিওথেরাপির অসামান্য ভূমিকা —
👉 ব্যথামুক্ত জীবন গড়তে
👉 চলাফেরায় স্বাভাবিকতা ফিরিয়ে আনতে
👉 জীবনমান উন্নত করতে

👩‍⚕️👨‍⚕️ একজন ফিজিওথেরাপিস্ট পারে , রোগীর হাসি ও সুস্থ জীবনের সহযাত্রী হতে।

✨ শরীর সুস্থ, মন প্রফুল্ল – ফিজিওথেরাপির হাত ধরেই সম্ভব ✨

❗একজন ফিজিওথেরাপি চিকিৎসককে কেন হাতকড়া পরানো হলো❓🩺 ফিজিওথেরাপিস্টদের  সাথে এমন আচরণে ক্ষুব্ধ চিকিৎসক সমাজ!📰 বিস্তারিত প্...
03/07/2025

❗একজন ফিজিওথেরাপি চিকিৎসককে কেন হাতকড়া পরানো হলো❓

🩺 ফিজিওথেরাপিস্টদের সাথে এমন আচরণে ক্ষুব্ধ চিকিৎসক সমাজ!

📰 বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে "দৈনিক দেশচিত্র"।
👨‍⚕️ একজন লাইসেন্সধারী ফিজিওথেরাপিস্টকে এইভাবে অপমান চিকিৎসক সমাজের জন্য হুমকিস্বরূপ।

⚖️ সম্মান চাই, সেবা নয় অপরাধ!..

#ডা_সাইফুল #ফিজিওথেরাপি #দেশচিত্র

01/03/2025

রমাদান মানেই ভুঁড়িভোজ নয়। বেশি বেশি ইফতার পার্টিতে জয়েন করা, অপ্রয়োজনীয় শপিং করা, সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকা, মা-বোনদেরকে বাহারি রকমের ইফতারি আয়োজনে ব্যস্ত রাখার মতো কাজগুলো প্রোডাক্টিভিটি নষ্ট করে। রমাদান হলো ইবাদতের মৌসুম। তাই আমাদের সকলের উচিত অযথা কর্ম ব্যস্ততায় না জড়িয়ে রমাদানের মূল লক্ষ্যে ফোকাস করা। রাসুল (ﷺ) ইরশাদ করেন— ভূলুণ্ঠিত হোক তার নাক, যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। [তিরমিজী : ৩৫৪৫]

মানুষের সেবা করার মতন শান্তি পৃথিবীতে আর কোন কিছুতেই নেই 🥰
05/02/2025

মানুষের সেবা করার মতন শান্তি পৃথিবীতে আর কোন কিছুতেই নেই 🥰

I got 11 reactions and 1 reply on my recent top post! Thank you all for your continued support. I could not have done it...
03/11/2023

I got 11 reactions and 1 reply on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

21/09/2023

একান্তই ব্যাক্তিগত ব্যাপার এই বাক্যটা যেদিন থেকে সবাই মেনে নিয়েছি সেদিন থেকেই আমরা স্বার্থপর হয়েছি তাই ২৪ ঘন্টা একসাথে থেকেও আমরা একজন আরেকজনকে চিনিনা😰😰😰

17/09/2023

বিশ্বাসীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত।
(সূরা নূর ৩০)
বিশ্বাসী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণতঃ প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে তারা তাদের বক্ষঃস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগিনী পুত্র, তাদের নারীগণ, নিজ অধিকারভুক্ত দাস, যৌনকামনা-রহিত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কারও নিকট তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন এমন সজোরে পদক্ষেপ না করে, যাতে তাদের গোপন আভরণ প্রকাশ পেয়ে যায়। হে বিশ্বাসীগণ! তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
(সূরা নূর ৩১)।

12/09/2023

যদি কবর থেকে চিঠি লেখা যেত তাহলে হয়তো কিছু বাবা তার মেয়েদেরকে লিখত একটু পর্দা করে নে মা তোর জন্য আজ আমি কবরে ভালো নেই 😭

👉আমি মধ্যবিত্ত বলে 🫴          অন্তরে কষ্টের মিছিল আমি মধ্যবিত্ত বলে        ক্ষুধার দরজায় মারছে খিল। আমি মধ্যবিত্ত বলে  ...
09/09/2023

👉আমি মধ্যবিত্ত বলে 🫴
অন্তরে কষ্টের মিছিল
আমি মধ্যবিত্ত বলে
ক্ষুধার দরজায় মারছে খিল।
আমি মধ্যবিত্ত বলে
কারো কাছে চাইতে পারি না রিন।
আমি মধ্যবিত্ত বলে
আপন মানুষের খোটায় যায় দিন।
আমি মধ্যবিত্ত বলে
হাত পেতে চাহিতে পারিনা খাবার।
আমি মধ্যবিত্ত বলে
আমার মধ্যে নেই কোন অহংকার।
আমি মধ্যবিত্ত বলে। আমি মধ্যবিত্ত বলে। 😭😰

Address

Dhaka. Bangladesh
Dhaka

Telephone

+8801792764734

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio.Md.Shahadat hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio.Md.Shahadat hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram